Sat. Dec 21st, 2024

Madhyamik ABTA Test Papers 2024 : Life Science Page 724

Madhyamik ABTA Test Papers 2024 : Life Science Page 724

বিভাগ ‘ক’ 1. প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যাসহ লেখো :

1.1 নিচের কোন্ জোড়টি সঠিক নয়?-
(a) রেটিনা-প্রতিবিম্ব গঠন করে
(b) লেন্স- আলোর প্রতিসরণ ঘটায় ও উপযোজন সম্পন্ন করে
(c) কোরয়েড – একটি প্রতিসারক মাধ্যম হিসেবে কাজ করে
(d) স্ক্লেরা-অক্ষিগোলকের তন্তুময় বহিরাবরক।

1.2 ট্রপিক চলন একপ্রকার—
(a) রসস্ফীতিজনিত চলন
(b) আবিষ্ট সামগ্রিক চলন
(c) আবিষ্ট বক্র চলন
(d) প্রোটোপ্লাজমীয় চলন

1.3 মহিলাদের ক্ষেত্রে ফলিকল স্টিমুলেটিং হরমোন (FSH) ডিম্বাশয়-এর গ্রাফিয়ান ফলিকল থেকে যে হরমোন ক্ষরণে উদ্দীপনা যোগায় সেটি হল—
(a) TSH
(b) ADH
(c) ACTH
(d) ইস্ট্রোজেন

 

1.4 মস্তিষ্কের বিভিন্ন অংশের কার্যকারিতার ক্ষেত্রে নিচের কোন্ জোড়টি সঠিক? –
(a) গুরুমস্তিষ্ক – দেহের ভারসাম্য রক্ষা
(b) সুষুম্না শীর্ষক – হৃদক্রিয়া ও শ্বাসক্রিয়া নিয়ন্ত্রণ
(c) হাইপোথ্যালামাস – বুদ্ধি, চিন্তা, স্মৃতি ইত্যাদি নিয়ন্ত্রণ
(d) লঘুমস্তিষ্ক – দর্শন ও শ্রবণ নিয়ন্ত্রণ

1.5 কোশচক্রের ইন্টারফেসের S উপদশায় নিম্নলিখিত কোন্ কাজটি সম্পন্ন হয়? –
(a) প্রোটিন তৈরি
(b) ক্রোমোজোমের ঘনীভবন
(c) RNA তৈরি
(d) DNA সংশ্লেষণ

1.6 অঙ্গজ জনন সম্পর্কিত নিচের কোন্ বক্তব্যটি সঠিক?-
(a) অঙ্গজ জননে কেবলমাত্র মিয়োসিস কোশ বিভাজন ঘটে
(b) অঙ্গজ জননে হ্যাপ্লয়েড গ্যামেট উৎপন্ন হয়
(c) অঙ্গজ জনন কেবলমাত্র মাইটোসিস নির্ভর
(d) অঙ্গজ জনন সম্পন্ন করার জন্য দুটি জনিতৃ জীব অবশ্যই প্রয়োজন।

1.7 মানুষের ক্ষেত্রে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি একটি স্বাভাবিক স্ত্রী গ্যামেটের ক্ষেত্রে প্রযোজ্য?
(a) 44A+XX
(b) 22A+Y
(c) 44A+XY
(d) 22A+X

1.8 বৃদ্ধি সম্পর্কে নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলির মধ্যে কোনটি সঠিক নয়? –
(a) বৃদ্ধির ফলে জীবের শুষ্ক ওজন বৃদ্ধি পায়
(b) বৃদ্ধি প্রোটোপ্লাজম দ্বারা নিয়ন্ত্রিত
(c) কাণ্ডের বৃদ্ধি অপরিবর্তনীয়
(d) বৃদ্ধি অস্থায়ী

আরও পড়ুনঃ 

Madhyamik ABTA Test Papers 2024 Bangla Solution

Madhyamik ABTA Test Papers 2024 English Solution 

Madhyamik ABTA Test Papers 2024 History Solution 

Madhyamik ABTA Test Papers 2024 Geography Solution

Madhyamik ABTA Test Papers 2024 Physical Science Solution

Madhyamik ABTA Test Papers 2024 Mathematics Solution 

Madhyamik ABTA Test Papers 2024 Life Science Solution 

1.9 মানুষের অটোজোমে থাকা জিন দ্বারা নিচের কোনটি নিয়ন্ত্রিত হয় না? –
(a) রোলার জিভ
(b) হিমোফিলিয়া
(c) থ্যালাসেমিয়া
(d) কানের যুক্ত লতি।

1.10 নিজের কোনটি প্রকট গুণ তা শনাক্ত করো-
(a) বীজের আকার কুঞ্চিত
(b) ফুলের বর্ণ – সাদা
(c) বীজপত্রের বর্ণ – হলুদ
(d) দৈর্ঘ্য – বেঁটে।

1.11 অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে ফিনোটাইপ অনুপাতটি হল-
(a) 1:3
(b) 9:3:3:1
(c) 1:2:1
(c) 2:1:2:1

1.12 নিচের কোনটি অস্থিযুক্ত মাছের পটকার গ্যাস শোষণ করে নেয়—
(a) রেড গ্রন্থি
(b) রেটি মিরাবিলিয়া
(c) অগ্র প্রকোষ্ঠ
(d) গ্যাস্ট্রিক গ্রন্থি।

 

1.13 বিজ্ঞানীদের মতে পৃথিবীতে জীবন সৃষ্টির প্রাক্ পরিবেশটি ছিল যেন—
(a) নদীর জলে ছিল ঠাণ্ড লঘু সুপ
(b) সমুদ্রের জলে ঠাণ্ডা লঘু সুপ
(c) ভূ-গর্ভে সঞ্চিত জলে তপ্ত ঘন সুপ
(d) সমুদ্রের জলে তপ্ত লঘু সুপ

1.14 নিচের কোন্ জীবাণুটি নাইট্রিফিকেশন প্রক্রিয়ায় অংশগ্রহণ করে-
(a) নাইট্রোসোমোনাস
(b) সিউডোমোনাস
(c) থায়োব্যাসিলাস
(d) অ্যাজেটোব্যাক্টর।

1.15 বায়ু দূষণের ফলে ঘটে—
(a) ইউট্রফিকেশন
(b) বিশ্ব উষ্ণায়ন
(c) জীব বিবর্ধন
(d) মিনামাটা রোগ

 

 

বিভাগ- “খ” 2. নীচের 26টি প্রশ্ন থেকে 21টি প্রশ্নের উত্তর নির্দেশ অনুসারে লেখো :

শূন্যস্থান পূরণ করো : (যে কোনো পাঁচটি) :

2.1 দুটি স্নায়ুকোশের সংযোগস্থলকে ______ বলে।

উত্তরঃ সাইন্যাপস

 

2.2 ______ কোশ বিভাজন বেম বা মাকু গঠিত হয় না।

উত্তরঃ অ্যামাইটোসিস 

 

2.3 সমসংস্থ ক্রোমোজোমের নির্দিষ্ট বিন্দুতে বা লোকাসে অবস্থিত বিপরীত বৈশিষ্ট্য নিয়ন্ত্রক উপাদানকে ______ বলে।

উত্তরঃ অ্যালিল 

 

2.4 ______ বিবর্তনের ফলে সমসংস্থ অঙ্গের উৎপত্তি হয়।

উত্তরঃ অপসারি 

 

2.5 সিনঙ্কোনা গাছের ছাল থেকে ______ পাওয়া যায় যা ম্যালেরিয়া রোগের ওষুধ।

উত্তরঃ কুইনাইন 

 

2.6 ফুসফুসের ক্যানসার সৃষ্টিকারী একটি পদার্থ হল  ______ ।

উত্তরঃ ভিনাইল ক্লোরাইড 

 

নীচের বাক্যগুলো সত্য অথবা মিথ্যা নিরূপণ করো : (যে কোনো পাঁচটি) :

2.7.জিব্বারেলিন হরমোন উদ্ভিদের পর্ব মধ্যের দৈর্ঘ্য বৃদ্ধি করে।

উত্তরঃ সত্য

 

2.8 মেন্ডেল মটর গাছের একসংকর জনন পরীক্ষায় প্রথম অপত্য জনুতে 100% বিশুদ্ধ লম্বা মটর গাছ পেয়েছিলেন।

উত্তরঃ মিথ্যা

ব্যাখ্যাঃ মেন্ডেল মটর গাছের একসংকর জনন পরীক্ষায় প্রথম অপত্য জনুতে 75% লম্বা এবং 25% বেঁটে মটর গাছ পেয়েছিলেন।

 

2.9 হ্যাপ্লয়েড কোশে সবগুলি ক্রোমোজোম জোড় সংখ্যায় থাকে।

উত্তরঃ মিথ্যা

ব্যাখ্যাঃ হ্যাপ্লয়েড কোশে ক্রোমোজোম সংখ্যার একক সেট থাকে। যেমন, মানুষের মধ্যে হ্যাপ্লয়েড কোশে 23 টি ক্রোমোজোম থাকে।

হ্যাপ্লয়েড কোষগুলি সাধারণত জনন কোষগুলিতে পাওয়া যায়, যেমন শুক্রাণু এবং ডিম্বাণু। জনন কোষগুলি নিষেকের সময় যুক্ত হয়ে ডিপ্লয়েড জাইগোট গঠন করে।

 

2.10 ঘোড়ার বিবর্তনে আদিমতম পূর্বপুরুষ হল ইকুয়াস।

উত্তরঃ মিথ্যা

ব্যাখ্যাঃ ঘোড়ার বিবর্তনে আদিমতম পূর্বপুরুষ হল ইওহিপ্পাস। ইওহিপ্পাস ছিল একটি ছোট, ঝাঁপ দেওয়া প্রাণী যা প্রায় 50 মিলিয়ন বছর আগে বাস করত। এটি আধুনিক ঘোড়ার মতো ছিল না, কিন্তু এটি ঘোড়ার পূর্বপুরুষ ছিল।

 

2.11 জলের অপচয় কমানোর জন্য উট অর্ধকঠিন ইউরিক অ্যাসিড জাতীয় মূত্র ত্যাগ করে।

উত্তরঃ সত্য

ব্যাখ্যাঃ উট একটি মরুভূমির প্রাণী। মরুভূমিতে জলের অভাব। তাই উট জলের অপচয় কমানোর জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করে। এর মধ্যে একটি হল অর্ধকঠিন ইউরিক অ্যাসিড জাতীয় মূত্র ত্যাগ করা।

উট তার মূত্রের জলশোষণের হার বৃদ্ধি করে। এটি তার মূত্রের মধ্যে থাকা ইউরিক অ্যাসিডকে অর্ধকঠিন আকারে পরিণত করে। ফলে মূত্রের আয়তন কমে যায় এবং জলের অপচয় কম হয়।

এছাড়াও, উট তার মূত্রের মধ্যে থাকা লবণ এবং অন্যান্য অপ্রয়োজনীয় পদার্থগুলিও অপসারণ করে। এটিও জলের অপচয় কমাতে সাহায্য করে।

 

2.12 তরল নাইট্রোজেন মাধ্যমে – 196°C তাপমাত্রায় এক্স-সিটু সংরক্ষণকে ক্রায়োসংরক্ষণ বলা হয়।

উত্তরঃ সত্য

ব্যাখ্যাঃ ক্রায়োসংরক্ষণ হল একটি প্রক্রিয়া যাতে একটি বস্তুকে তরল নাইট্রোজেনের মাধ্যমে -196°C তাপমাত্রায় ঠান্ডা করে সংরক্ষণ করা হয়। এই তাপমাত্রায়, রাসায়নিক বিক্রিয়া এবং জৈবিক প্রক্রিয়াগুলি স্থবির হয়ে যায়, যার ফলে বস্তুটিকে দীর্ঘ সময়ের জন্য সংরক্ষণ করা সম্ভব হয়।

ক্রায়োসংরক্ষণের বিভিন্ন ব্যবহার রয়েছে। এটিকে প্রাণী, উদ্ভিদ, কোষ, টিস্যু এবং এমনকি মানুষের অঙ্গ-প্রত্যঙ্গ সংরক্ষণে ব্যবহার করা হয়।

ক্রায়োসংরক্ষণের মাধ্যমে সংরক্ষিত বস্তুগুলিকে পরবর্তীতে প্রয়োজনে বের করে আনতে এবং স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে সক্ষম হওয়া যায়।

 

আরও পড়ুনঃ 

Madhyamik ABTA Test Papers 2024 Bangla Solution

Madhyamik ABTA Test Papers 2024 English Solution 

Madhyamik ABTA Test Papers 2024 History Solution 

Madhyamik ABTA Test Papers 2024 Geography Solution

Madhyamik ABTA Test Papers 2024 Physical Science Solution

Madhyamik ABTA Test Papers 2024 Mathematics Solution 

Madhyamik ABTA Test Papers 2024 Life Science Solution 

‘A’ স্তম্ভে দেওয়া শব্দের সঙ্গে ‘B’ স্তম্ভে দেওয়া সর্বাপেক্ষা উপযুক্ত শব্দটির সমতা বিধান করে উভয় স্তম্ভের ক্রমিক নম্বর উল্লেখসহ সঠিক জোড়টি পুনরায় লেখো : (যে কোনো পাঁচটি) :

A স্তম্ভ B স্তম্ভ
2.13 প্রেসবায়োপিয়া (a) ভূ-গর্ভস্থ জলের পুনর্নবীকরণ
2.14 ক্রসিং ওভার (b) ‘মিউটেশন তত্ত্বের’র প্রবক্তা
2.15 গ্রেগর যোহান মেন্ডেল (c) নিকট দৃষ্টি ত্রুটিপূর্ণ
2.16 মানুষের অ্যাপেনডিক্স (d) পিরিমিডিন ক্ষারক
2.17 জলাভূমি (e) মিয়োসিস কোশ বিভাজন
2.18 থাইমিন ও ইউরাসিল (f) বংশগতির সূত্র
(g) একটি নিষ্ক্রিয় অঙ্গ

উত্তরঃ 

A স্তম্ভ B স্তম্ভ
2.13 প্রেসবায়োপিয়া (c) নিকট দৃষ্টি ত্রুটিপূর্ণ
2.14 ক্রসিং ওভার (e) মিয়োসিস কোশ বিভাজন
2.15 গ্রেগর যোহান মেন্ডেল (f) বংশগতির সূত্র
2.16 মানুষের অ্যাপেনডিক্স (g) একটি নিষ্ক্রিয় অঙ্গ
2.17 জলাভূমি (a) ভূ-গর্ভস্থ জলের পুনর্নবীকরণ
2.18 থাইমিন ও ইউরাসিল (d) পিরিমিডিন ক্ষারক

 

একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও : (যে কোনো চটি) :

2.19 বিসদৃশটি বেছে লেখো –

অডিটরি • অলফ্যাক্টরি • অক্সিটোসিন • অপটিক।

উত্তরঃ অক্সিটোসিন

ব্যাখ্যাঃ অক্সিটোসিন একটি হরমোন, যেখানে অন্য তিনটি হল স্নায়ু। তাই, অক্সিটোসিন হল বিসদৃশ শব্দ।

 

2.20 অ্যাড্রিনালিন হরমোন শ্বাসক্রিয়ার উপর কি প্রভাব বিস্তার করে?

উত্তরঃ অ্যাড্রিনালিন শ্বাসক্রিয়ার হার এবং গভীরতা বৃদ্ধি করে। এটি শ্বাসযন্ত্রের পেশীগুলিকে সংকুচিত করে, যা ফুসফুসের মধ্য দিয়ে বাতাসের প্রবাহকে বৃদ্ধি করে। অ্যাড্রিনালিন শ্বাসযন্ত্রের কেন্দ্রকেও উদ্দীপিত করে, যা শ্বাসক্রিয়ার হারকে নিয়ন্ত্রণ করে।

 

2.21 শব্দজোড়টি সম্পূর্ণ করো

প্রফেজ : নিউক্লিও পর্দা ও নিউক্লিয়াসের অবলুপ্তি :: ______ : নিউক্লিও পর্দা ও নিউক্লিয়াসের পুনরাবির্ভাব।

উত্তরঃ প্রফেজ : নিউক্লিও পর্দা ও নিউক্লিয়াসের অবলুপ্তি :: টেলোফেজ  : নিউক্লিও পর্দা ও নিউক্লিয়াসের পুনরাবির্ভাব।

 

2.22 মেন্ডেল দ্বারা মটর গাছের দ্বিসংকর জনন পরীক্ষায় প্রাপ্ত YyRR এবং YYRr জেনোটাইপ দুটির ফেনোটাইপ কি একই।

উত্তরঃ একই

 

2.23 কেবলমাত্র হোমোজাইগাস অবস্থায় হিমোফিলিয়া রোগের প্রকাশ ঘটার কারণ কী?

উত্তরঃ প্রচ্ছন্ন জীন ঘটিত রোগ 

 

2.24 বাষ্পমোচন রোধে ক্যাকটাসের একটি অঙ্গসংস্থান গত অভিযোজন উল্লেখ করো।

উত্তরঃ ক্যাকটাস গাছের পাতাগুলি কাঁটার মতো রূপান্তরিত হয়ে থাকে। এই কাঁটাগুলি বাষ্পমোচনকে কমিয়ে দেয় এবং গাছকে প্রাণী থেকে রক্ষা করে।

 

2.25 কত ডেসিবেল শব্দে মানুষের কানের পর্দা ফেটে যায়?

উত্তরঃ 150 dB

 

2.26 নিচের চারটি বিষয়ের মধ্যে কোনটি তিনটি বিষয়টির অন্তর্গত। সেই বিষয়টি খুঁজে বার করো এবং লেখো –

পূর্ব হিমালয় • ইন্দো-বার্মা • জীববৈচিত্র্যের হটস্পট • পশ্চিমঘাট

উত্তরঃ জীববৈচিত্র্যের হটস্পট

ব্যাখ্যাঃ পূর্ব হিমালয়, ইন্দো-বার্মা এবং পশ্চিমঘাট হল জীববৈচিত্র্যের হটস্পটের অন্তর্ভুক্ত।

জীববৈচিত্র্যের হটস্পট হল এমন অঞ্চল যেখানে জীববৈচিত্র্য অত্যন্ত উচ্চ। এই অঞ্চলগুলিতে প্রজাতি এবং বাস্তুতন্ত্রের বৈচিত্র্য বেশি থাকে।

ভারতে চারটি জীববৈচিত্র্যের হটস্পট রয়েছে: পূর্ব হিমালয়, ইন্দো-বার্মা, পশ্চিমঘাট এবং সুন্দাল্যান্ড।

 

আরও পড়ুনঃ 

Madhyamik ABTA Test Papers 2024 Bangla Solution

Madhyamik ABTA Test Papers 2024 English Solution 

Madhyamik ABTA Test Papers 2024 History Solution 

Madhyamik ABTA Test Papers 2024 Geography Solution

Madhyamik ABTA Test Papers 2024 Physical Science Solution

Madhyamik ABTA Test Papers 2024 Mathematics Solution 

Madhyamik ABTA Test Papers 2024 Life Science Solution 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Insert math as
Block
Inline
Additional settings
Formula color
Text color
#333333
Type math using LaTeX
Preview
\({}\)
Nothing to preview
Insert
error: Content is protected !!