Wed. Mar 12th, 2025

    Madhyamik ABTA Test Papers 2024 : Life Science Page 944

    বিভাগ ‘ক’ 1. প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যাসহ লেখো :

    1.1 সূর্যমুখী ফুল দিনের বেলা ফোটে ও সন্ধ্যার সময় কম আলোতে বুজে যায় – এটি একপ্রকার –
    (a) কেমোন্যাস্টিক চলন
    (b) থার্মোন্যাস্টিক চলন
    (c) ফটোট্রপিক চলন
    (d) ফটোন্যাস্টিক চলন।

    1.2 নিম্নলিখিত কোন্ বক্তব্যটি সঠিক নয়
    (a) অক্সিন হরমোনের প্রভাবে উদ্ভিদের অগ্রমুকুলের বৃদ্ধি ঘটলেও কাক্ষিক মুকুলের বৃদ্ধি ব্যহত হয়।
    (b) সাইটোকাইনিন হরমোনের প্রভাবে উদ্ভিদের অগ্রমুকুলের বৃদ্ধি ব্যহত হলেও কাক্ষিক মুকুলের বৃদ্ধি ঘটে।
    (c) অধিকমাত্রায় GA প্রয়োগের ফলে কান্ডে পর্বের সংখ্যা বৃদ্ধি ঘটে এবং বংশগত খর্বতা দূর হয়।
    (d) কৃত্রিম উদ্ভিদ হরমোনের প্রয়োগের মাধ্যমে বীজহীন ফল উৎপাদন ও আগাছাদমন সম্ভব। 

    1.3 ‘ক’ স্তম্ভে দেওয়া শব্দের সঙ্গে ‘খ’ স্তম্ভে দেওয়া শব্দের মধ্যে সমতা বিধান করে নীচের উত্তরগুলোর মধ্য কোনটি সঠিক তা নির্বাচন করো :

    A স্তম্ভB স্তম্ভ
    (A) বামনত্ব(i) ADH এর কম ক্ষরণ
    (B) ডায়াবেটিস মেলিটাস(ii) ইনসুলিনের কম ক্ষরণ
    (C) গলগণ্ড(iii) GH-এর কম ক্ষরণ
    (d) ডায়াবেটিস ইনসিপিডাস(iv) থাইরক্সিনের কম ক্ষরণ

    (A) a-(iii) b-(i) c-(iv) d-(ii)
    (B) a-(iii) b-(ii) c-(iv) d-(i) 
    (C) a-(iv) b-(i) c-(iii) d-(ii)
    (D) a-(iv) b-(i) c-(ii) d-(iii)

    1.4 অ্যামাইটোসিস কোশ বিভাজনের সঙ্গে সম্পর্কযুক্ত নয়, এরকম ঘটনাটি হল –
    (a) ক্রোমোজোম ও বেমেরগঠন দেখা যায় না
    (b) নিউক্লিয়াস ও সাইটোপ্লাজমের সরাসরি বিভাজন ঘটে
    (c) নিউক্লিওপর্দার অবলুপ্তি ঘটে
    (d) অভিযোজন ও অভিব্যক্তিতে বিশেষ কোন ভূমিকা নেই।

    1.5 দৃষ্টির ত্রুটি ও সংশোধন পদ্ধতি সংক্রান্ত কোন্ বক্তব্যটি সঠিক তা নির্বাচন করো –
    (a) ফেকো সার্জারির মাধ্যমে কর্ণিয়া প্রতিস্থাপন করে ক্যাটারাক্ট দূর করা সম্ভব নয়
    (b) প্রেসবায়োপিয়ার ক্ষেত্রে মূলত অবতল লেন্সযুক্ত চশমা ব্যবহার করা হয়
    (c) হাইপারোপিয়াতে অক্ষিগোলকের আকার স্বাভাবিকের চেয়ে ছোট হয়
    (d) উত্তল লেন্সযুক্ত চশমা ব্যবহার করে দূরদৃষ্টি সংক্রান্ত ত্রুটি দূর করা সম্ভব।

    আরও পড়ুনঃ 

    Madhyamik ABTA Test Papers 2024 Bangla Solution

    Madhyamik ABTA Test Papers 2024 English Solution 

    Madhyamik ABTA Test Papers 2024 History Solution 

    Madhyamik ABTA Test Papers 2024 Geography Solution

    Madhyamik ABTA Test Papers 2024 Physical Science Solution

    Madhyamik ABTA Test Papers 2024 Mathematics Solution 

    Madhyamik ABTA Test Papers 2024 Life Science Solution 

    1.6 বক্তব্য-১। অটোগ্যামি এবং জেইটোনোগ্যামি – এই দুই পদ্ধতিতে উভয়লিঙ্গ ফুলে স্বপরাগমিলন ঘটে থকে।
    বক্তব্য-২। জেইটোনোগ্যামিতে বাহকের প্রয়োজন হলেও অটোগ্যামি বাহক ছাড়াই ঘটে থাকে। সঠিক উত্তরটি হল –
    (a) উভয় বক্তব্যই সঠিক
    (b) উভয় বক্তব্যই ভুল
    (c) বক্তব্য-১ সঠিক কিন্তু বক্তব্য-২ ভুল
    (d) বক্তব্য-১ ভুল কিন্তু বক্তব্য-২ সঠিক।

    1.7 একটি সংকর কালো রঙের লোমযুক্ত স্ত্রী গিনিপিগের সঙ্গে একটি বিশুদ্ধ সাদা রঙের লোমযুক্ত পুরুষ গিনিপিগের মিলন ঘটালে, প্রথম অপত্য জনুতে কত শতাংশ কালো রঙের লোমযুক্ত গিনিপিগ পাওয়া যাবে?
    (a) 25%
    (b) 50%
    (c) 75%
    (d) 100%

    1.8 বর্ণান্ধতা সম্পর্কিত ভুল তথ্যটি হল –
    (a) X-ক্রোমোজোম বাহিত একপ্রকার বংশগত প্রচ্ছন্নধর্মী রোগ
    (b) লাল বর্ণান্ধতাকে প্রোটোনোপিয়া ও নীল বর্ণান্ধতাকে ট্রাইটোনোপিয়া বলে
    (c) বর্ণান্ধতার ক্ষেত্রে ক্রিস-ক্রস উত্তরাধিকার সূত্র প্রযোজ্য।
    (d) এই রোগটি পুরুষদের তুলনায় স্ত্রীদের বেশি হয়।

    1.9 এটি YyRR জিনোটাইপযুক্ত উদ্ভিদ থেকে কতপ্রকার গ্যামেট উৎপাদন সম্ভব –
    (a) 2
    (b) 4
    (c) 1
    (d) 3

    1.10 নিষ্ক্রিয় অঙ্গ নয়
    (a) কক্সিস
    (b) অ্যাপেনডিক্স
    (c) বহিঃকর্ণের পেশি
    (d) নিকটিটেটিং পর্দা।

    1.11 খাদ্য- খাদক সম্পর্কযুক্ত বিভিন্ন প্রজাতির মধ্যে যে জীবনসংগ্রাম লক্ষ্য করা যায়, তা হল –
    (a) অন্তঃপ্রজাতি
    (b) আন্তঃপ্রজাতি
    (c) পরিবেশের সঙ্গে সংগ্রাম
    (d) সবকটি।

    1.12 শ্রমিক মৌমাছিরা খাদ্যের সন্ধানে মৌচাক থেকে বেরিয়ে পড়ে। যদি খাদ্যের উৎস 100 মিটারের মধ্যে হয়, তাহলে তাদের কোন্ ধরনের নৃত্য প্রদর্শন করতে দেখা যায়?
    (a) চক্রাকার নৃত্য
    (b) ওয়াগেল নৃত্য
    (c) উলম্ব নৃত্য
    (d) সমান্তরাল নৃত্য।

    1.13 মাটিতে স্বাধীনভাবে বসবাসকারী প্রাকৃতিক N2 সংবন্ধনে সক্ষম বায়ুজীবী ব্যাকটেরিয়া হল –
    (a) ব্যাসিলাস
    (b) নাইট্রোব্যাক্টর
    (c) ক্লসট্রিডিয়াম
    (d) সিউডোমোনাস।

    1.14 সঠিক উত্তর নির্বাচন করো –
    (a) জার্মপ্লাজম সংরক্ষণ – ইন সিটু সংরক্ষণ
    (b) পেরিয়ার অভয়ারণ্য – একশৃঙ্গ গণ্ডার
    (c) জাতীয় উদ্যান — বন্দিপুর
    (d) নীলগিরি – ভারতের প্রথম বায়োস্ফিয়ার।

    1.5 নিম্নলিখিত প্রাণীগুলির সাথে কোনটি সঠিক।
    (a) বাঘ – কাজিরাঙা
    (b) গির – সুন্দরবন
    (c) রেডপান্ডা – সিঙ্গলিলা 
    (d) কুমির – মহানন্দা ন্যাশনাল পার্ক।

     

    আরও পড়ুনঃ 

    Madhyamik ABTA Test Papers 2024 Bangla Solution

    Madhyamik ABTA Test Papers 2024 English Solution 

    Madhyamik ABTA Test Papers 2024 History Solution 

    Madhyamik ABTA Test Papers 2024 Geography Solution

    Madhyamik ABTA Test Papers 2024 Physical Science Solution

    Madhyamik ABTA Test Papers 2024 Mathematics Solution 

    Madhyamik ABTA Test Papers 2024 Life Science Solution 

    বিভাগ-খ’2. নীচের 26টি প্রশ্ন থেকে যে কোনো 21টি প্রশ্নের উত্তর নির্দেশ অনুসারে লেখো :

    2.1 যে কোনো ধরনের পরিবর্তন শনাক্ত করে জীবের সাড়া প্রদানের ক্ষমতাকে ______ বলে।

    উত্তরঃ সংবেদনশীলতা 

     

    2.2 উদ্ভিদ কোশে কোশ বিভাজনের সময় ______ বেমতন্ত্র গঠনে সাহায্য করে।

    উত্তরঃ মাইক্রোটিউবুল 

     

    2.3 ______ হল অটোজোম বাহিত প্রচ্ছন্ন জিনঘটিত রোগ। 

    উত্তরঃ থ্যালাসেমিয়া 

     

    2.4 ______ হল প্রথম ডাঙার উদ্ভিদ।

    উত্তরঃ ফার্ন 

     

    2.5 বায়ুমণ্ডলে ভাসমান সূক্ষ্ম কণাগুলিকে ______ বলে।

    উত্তরঃ SPM

    2.6 অ্যাঙ্গোরা উল পাওয়া যায় ______ প্রাণীর লোম থেকে।

    উত্তরঃ অ্যাঙ্গোরা নামক খরগোশ 

     

     

    নীচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা নিরূপণ করো (যে কোনো পাঁচটি) :

    2.7 তীব্র আলোকে দ্রুত চোখের পাতা বন্ধ হওয়া একপ্রকার শর্তাধীন প্রতিবর্তক্রিয়া।

    উত্তরঃ মিথ্যা। 

     

    2.8. হিস্টোন প্রোটিনে ক্ষারীয় অ্যামাইনো অ্যাসিড বেশি থাকে।

    উত্তরঃ সত্য। 

     

    2.9 নির্দিষ্ট লোকাসে অবস্থিত একই জিনের পরিবর্তিত রূপই হল অ্যালিল।

    উত্তরঃ সত্য। 

    2.10 উদ্ভিদরাই সালোকসংশ্লেষের মাধ্যমে প্রথমে পৃথিবীতে O2 সৃষ্টি করে।

    উত্তরঃ মিথ্যা।

     

    2.11 জৈব বিবর্ধনের জন্য দায়ী আর্গানোক্লোরিন জাতীয় কীটনাশক।

    উত্তরঃ সত্য। 

     

    2.12 কচুরিপানা আমাদের দেশীয় দুর্বল প্রজাতির গাছ।

    উত্তরঃ মিথ্যা।

    আরও পড়ুনঃ 

    Madhyamik ABTA Test Papers 2024 Bangla Solution

    Madhyamik ABTA Test Papers 2024 English Solution 

    Madhyamik ABTA Test Papers 2024 History Solution 

    Madhyamik ABTA Test Papers 2024 Geography Solution

    Madhyamik ABTA Test Papers 2024 Physical Science Solution

    Madhyamik ABTA Test Papers 2024 Mathematics Solution 

    Madhyamik ABTA Test Papers 2024 Life Science Solution 

    A-স্তম্ভ ও B-স্তম্ভের শব্দের সমতা বিধান করো: (যে কোনো পাঁচটি) :

    A স্তম্ভB স্তম্ভ
    2.13 মিশ্ৰ বায়ু(a) নাইট্রোসামিন
    2.14 জিনের পুনর্বিন্যাস(b) ল্যামার্ক
    2.15 একসংকর জননের জিনোটাইপিক(c) মেয়ার 
    2.16 ফিলোসফিক জুলজিক অনুপাত(d) ক্রসিং ওভার
    2.17 হটস্পট শব্দটির প্রবক্তা(e) 3:1
    2.18 কারসিনোজেন(f) ভেগাস
    (g) 1:2:1

    উত্তরঃ 

    A স্তম্ভB স্তম্ভ
    2.13 মিশ্ৰ বায়ু(f) ভেগাস
    2.14 জিনের পুনর্বিন্যাস(d) ক্রসিং ওভার
    2.15 একসংকর জননের জিনোটাইপিক(g) 1:2:1
    2.16 ফিলোসফিক জুলজিক অনুপাত(b) ল্যামার্ক
    2.17 হটস্পট শব্দটির প্রবক্তা(c) মেয়ার 
    2.18 কারসিনোজেন(a) নাইট্রোসামিন

     

    একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও (যে কোন 6টি) :

    2.19 বিসদৃশ শব্দটি বেছে লেখো –

    • কর্ণিয়া • লেন্স • ভিট্রিয়াস হিউমর • রেটিনা।

    উত্তরঃ রেটিনা

    ব্যাখ্যাঃ রেটিনা হল চোখের ঝিল্লি যা আলোক সংবেদনশীল কোষ ধারণ করে কিন্তু অন্য তিনটি চোখের প্রতিসারক মাধ্যম হিসাবে কাজ করে। 

     

    2.20 স্নায়ুসন্নিধিকে শারীরবৃত্তীয় ভালব বলার কারণ কী?

    উত্তরঃ স্নায়ুসন্নিধিকে শারীরবৃত্তীয় ভালব বলা হয় কারণ এটি স্নায়ুর আবেগকে একমুখীভাবে প্রবাহিত করতে সাহায্য করে 

    2.21 নীচের সম্পর্কযুক্ত শব্দ জোড় দেওয়া আছে। প্রথম জোড়টির সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়টির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও।

    প্রাণীকোশের সাইটোকাইনেসিস : ক্লিভেজ : : উদ্ভিদকোশের সাইটোকাইনেসিস : ______

    উত্তরঃ কোশপাত 

     

    2.22 হোলানড্রিক জিন কাকে বলে?

    উত্তরঃ হোলানড্রিক জিন হল এমন জিন যা শুধুমাত্র X ক্রোমোসোমে উপস্থিত থাকে।

    Note: এই জিনগুলি শুধুমাত্র পুরুষদের মধ্যে প্রকাশিত হয়, কারণ মহিলাদের দুটি X ক্রোমোজোম থাকে এবং তাই একটি অস্বাভাবিক হোলানড্রিক জিন দ্বারা প্রভাবিত হতে পারে না।

     

    2.23 মানুষের শুক্রাণুতে কতগুলি অটোজোম থাকে?

    উত্তরঃ মানুষের শুক্রাণুতে ২২টি অটোজোম থাকে

     

    2.24 চারটি বিষয়ের মধ্যে কোন্ তিনটি অপর বিষয়ের অন্তর্গত

    • মেরু অঞ্চলের বরফের গলন • বিশ্ব উষ্ণায়ন • জলভাগের উচ্চতা বৃদ্ধি • প্রবাল দ্বীপের নিমজ্জন।

    উত্তরঃ বিশ্ব উষ্ণায়ন

    ব্যাখ্যাঃ বিশ্ব উষ্ণায়ন হল একটি বৈশ্বিক আবহাওয়ার ঘটনা যা পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধি করে। এই তাপমাত্রা বৃদ্ধি মেরু অঞ্চলের বরফের গলন, জলভাগের উচ্চতা বৃদ্ধি এবং প্রবাল দ্বীপের নিমজ্জনের মতো বিভিন্ন পরিবেশগত পরিবর্তনগুলির দিকে পরিচালিত করে।

    সুতরাং, মেরু অঞ্চলের বরফের গলন, জলভাগের উচ্চতা বৃদ্ধি এবং প্রবাল দ্বীপের নিমজ্জন হল বিশ্ব উষ্ণায়নের অন্তর্গত তিনটি বিষয়।

     

    2.25 প্রকরণ চলন কী?

    উত্তরঃ উদ্ভিদের পরিণত কোশের রসস্ফীতির তারতম্যের ফলে যে চলন দেখা যায় তাকে প্রকরণ চলন বলে। 

     

    2.26 স্তন্যপানীয় ভ্রূণে মৎস্য শ্রেণির কোন বৈশিষ্ট্যটি দেখা যায়?

    উত্তরঃ স্তন্যপায়ী ভ্রূণের মধ্যে গিল খোলা থাকে, যা মাছের মতো দেখতে। এই গিলগুলি ভ্রূণের অক্সিজেন গ্রহণে সাহায্য করে। ভ্রূণের বিকাশের সাথে সাথে, এই গিলগুলি বন্ধ হয়ে যায় এবং স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে দেখা যায় এমন ফুসফুস দ্বারা প্রতিস্থাপিত হয়।

    আরও পড়ুনঃ 

    Madhyamik ABTA Test Papers 2024 Bangla Solution

    Madhyamik ABTA Test Papers 2024 English Solution 

    Madhyamik ABTA Test Papers 2024 History Solution 

    Madhyamik ABTA Test Papers 2024 Geography Solution

    Madhyamik ABTA Test Papers 2024 Physical Science Solution

    Madhyamik ABTA Test Papers 2024 Mathematics Solution 

    Madhyamik ABTA Test Papers 2024 Life Science Solution 

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    Insert math as
    Block
    Inline
    Additional settings
    Formula color
    Text color
    #333333
    Type math using LaTeX
    Preview
    \({}\)
    Nothing to preview
    Insert
    error: Content is protected !!