Wed. Mar 12th, 2025

    Madhyamik ABTA Test Papers 2024 : Life Science Page 963

    বিভাগ ‘ক’ 1. প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যাসহ লেখো :

    1.1 ক্লাসরুমের শেষের বেঞ্চে বসাকালীন তোমার ব্ল্যাকবোর্ডে লেখা অক্ষরগুলি দেখতে অসুবিধা হয়। তুমি কোন্ সমস্যায় ভুগছ?
    (a) মায়োপিয়া
    (b) হাইপারমেট্রোপিয়া
    (c) প্রেসবায়োপিয়া
    (d) ছানি পড়া

    1.2 ইনসুলিন সম্পর্কিত কোন্ বক্তব্যটি সঠিক নয়, তা শনাক্ত করো—
    (a) রক্ত থেকে অধিকাংশ দেহকোশে গ্লুকোজের শোষণে সাহায্য করে।
    (b) গ্লাইকোজেনিসিস-এ সাহায্য করে
    (c) নিওগ্লুকোজেনেসিসে সাহায্য করে
    (d) নিওগ্লুকোজেনেসিসে বাধা দেয়।

    1.3 তোমার প্রসারিত হাতকে তুমি ভাঁজ করবে কোন্ পেশির সাহায্যে–
    (a) ট্রাইসেপস পেশী
    (b) বাইসেপস পেশী
    (c) ডেলটয়েড পেশী
    (d) ল্যাটিসিমাস ডরসি।

    1.4 সঠিক ক্রমটি উল্লেখ করো—
    (a) ক্যালাস → এক্সপ্ল্যাট → প্ল্যান্টলেট → এমব্রয়েড।
    (b) প্ল্যান্টলেট → এক্সপ্ল্যান্ট → ক্যালাস → এমব্রয়েড
    (c) এমব্রয়েড → এক্সপ্ল্যান্ট → ক্যালাস → প্ল্যান্টলেট
    (d) এক্সপ্ল্যান্ট → ক্যালাস → এমব্রয়েড → প্ল্যান্টলেট।

    আরও পড়ুনঃ 

    Madhyamik ABTA Test Papers 2024 Bangla Solution

    Madhyamik ABTA Test Papers 2024 English Solution 

    Madhyamik ABTA Test Papers 2024 History Solution 

    Madhyamik ABTA Test Papers 2024 Geography Solution

    Madhyamik ABTA Test Papers 2024 Physical Science Solution

    Madhyamik ABTA Test Papers 2024 Mathematics Solution 

    Madhyamik ABTA Test Papers 2024 Life Science Solution 

    1.5 একটি কোশ বিভাজনের সময় কোন্ বেমতন্তু তৈরি হতে দেখা গেলো না। এটি—
    (a) অ্যামাইটোসেসিস
    (b) মাইটোসিস
    (c) প্রথম মিয়োটিক বিভাজন
    (d) দ্বিতীয় মিয়োটিক বিভাজন।

    1.6 সঠিক জোড়টি নির্বাচন করো এবং লেখো—
    (a) বায়ুপরাগী—সূর্যমুখী
    (b) পতঙ্গপরাগী-পাতাঝাঁঝি
    (c) পাখি পরাগী-পলাশ
    (d) জলপরাগী—ধান।

    1.7 বর্ণান্ধতার বাহক মাতা ও স্বাভাবিক পিতার পুত্রসন্তানের মধ্যে বর্ণান্ধতার সম্ভাবনা কতখানি?
    (a) 25%
    (b) 50%
    (c) 75%
    (d) 100%

    1.8 পিতা ও মাতা উভয়েই থ্যালাসেমিয়ার বাহক হলে ওই দম্পতির যে সন্তান জন্মগ্রহণ করবে, তার ক্ষেত্রে থ্যালাসেমিয়ায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা কত?
    (a) 100%
    (b) 25%
    (c) 75%
    (d) 50%

    1.9 মেন্ডেল পরীক্ষিত মটর গাছের দ্বিসংকর জননের F2 জনুতে কতগুলি ফিনোটাইপ দেখা যায়—
    (a) 1
    (b) 16
    (c) 4
    (d) 9

    1.10 ‘অনটোজেনি রিপিটস্ ফাইলোজেনি’– এই মতবাদের প্রবর্তক হলেন-
    (a) ল্যামার্ক
    (b) ওয়াইসম্যান
    (c) হেকেল
    (d) লুই পাস্তুর।

    1.11 ঘোড়ার পূর্বপুরুষ মেরিচিপ্লাস কোন্ দুটি পূর্বপুরুষের মধ্যবর্তী স্থানে অবস্থান করছে?—
    (a) ইওহিপ্পাস ও মেসোহিপ্পাস
    (b) ইওহিপ্পাস ও প্লায়োহিপ্পাস
    (c) প্লায়োহিপ্পাস ও ইকুয়াস
    (d) মেসোহিপ্পাস ও প্লায়োহিপ্পাস।

    1.12 একটি জীবন্ত জীবাশ্ম হল—
    (a) গিংগোবাইলোবা 
    (b) তিমি
    (c) ঝিনুক
    (d) কেঁচো।

    1.13 জিন ব্যাঙ্ক প্রদত্ত কোনটির উদাহরণ?-
    (a) এক্স সিটু সংরক্ষণ
    (b) ইন সিটু সংরক্ষণ
    (c) হটস্পট
    (d) স্যাংচুয়ারি।

    1.14 প্রদত্ত কোন্ জীবাণুটি নাইট্রিফিকেশনে অংশগ্রহণ করে?-
    (a) অ্যাজোটোব্যাকটর
    (b) নাইট্রোসোমোনাস
    (c) সিউডোমোনাস
    (d) থিয়োব্যাসিলাস।

    1.15 রেডপাণ্ডা সংরক্ষণ করা হয়—
    (a) কাঞ্চনজঙ্ঘা জাতীয় উদ্যান
    (b) নামদাফা জাতীয় উদ্যান
    (c) সিংগালীলা জাতীয় উদ্যান
    (d) সবগুলিতে।

     

    আরও পড়ুনঃ 

    Madhyamik ABTA Test Papers 2024 Bangla Solution

    Madhyamik ABTA Test Papers 2024 English Solution 

    Madhyamik ABTA Test Papers 2024 History Solution 

    Madhyamik ABTA Test Papers 2024 Geography Solution

    Madhyamik ABTA Test Papers 2024 Physical Science Solution

    Madhyamik ABTA Test Papers 2024 Mathematics Solution 

    Madhyamik ABTA Test Papers 2024 Life Science Solution 

    বিভাগ-‘খ’2. নীচের 26টি প্রশ্ন থেকে 21টি প্রশ্নের উত্তর নির্দেশ অনুসারে লেখো :

    নীচের বাক্যগুলোর শূন্যস্থানগুলোতে উপযুক্ত শব্দ বসাও : (যে কোনো পাঁচটি) :

    2.1 বাহ্যিক বা অভ্যন্তরীণ উদ্দীপকের প্রভাবে জীবের সাড়া প্রদানের ক্ষমতাকে ______ বলে।

    উত্তরঃ সংবেদনশীলতা 

     

    2.2 ক্রসিং ওভার স্থানে ননসিস্টার ক্রোমাটিভ দুটির মধ্যে যে ‘X’ আকৃতির গঠন দেখা যায়, তা হল ______।

    উত্তরঃ কায়াজমা 

     

    2.3 মটর গাছের ভিন্ন ভিন্ন ______ একই ফিনোটাইপ দেখাতে পারে।

    উত্তরঃ জিনোটাইপের 

    2.4 মৌমাছির ‘8’ অক্ষরের ন্যায় নৃত্যকে ______ নৃত্য বলে।

    উত্তরঃ ওয়াগেল 

     

    2.5 নমুনা বীজকে –196°C তাপমাত্রায় তরল নাইট্রোজেনের মধ্যে রেখে এক্স সিটু সংরক্ষণকে বলে ______ ।

    উত্তরঃ ক্রায়োসংরক্ষন

     

    2.6 জৈববৈচিত্র্যের সর্বাধিক প্রাচুর্যযুক্ত অঞ্চলকে বলা হয় ______ বলে।

    উত্তরঃ হটস্পট 

     

     

    নীচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা নিরূপণ করো : (যে কোনো পাঁচটি) :

    2.7 সাইটোকাইনিন হরমোন উদ্ভিদের পার্শ্বীয় মুকুলের বৃদ্ধি ব্যহত করে।

    উত্তরঃ মিথ্যা। 

    ব্যাখ্যাঃ সাইটোকাইনিন হরমোন উদ্ভিদের পার্শ্বীয় মুকুলের বৃদ্ধিতে সাহায্য করে।

     

    2.8 কচুরিপানা অফসেটের সাহায্যে বংশ বিস্তার করে।

    উত্তরঃ সত্য। 

     

    2.9 হোলানড্রিক জিন অবস্থান করে X ক্রোমোজোমে।

    উত্তরঃ মিথ্যা।

    ব্যাখ্যাঃ হোলানড্রিক জিন অবস্থান করে Y ক্রোমোজোমে।

    2.10 অ্যানিলিডা ও আর্থ্রোপোডা পর্বের সংযোগরক্ষাকারী প্রাণী হল প্লাটিপাস।

    উত্তরঃ মিথ্যা।

    ব্যাখ্যাঃ অ্যানিলিডা ও আর্থ্রোপোডা পর্বের সংযোগরক্ষাকারী প্রাণী হল পেরিপেটাস

     

    2.11 জলাভূমিকে “প্রকৃতির বৃক্ক” বলে।

    উত্তরঃ সত্য। 

     

    2.12 একটি মিশ্র স্নায়ু হল ট্রাইজেমিনাল।

    উত্তরঃ সত্য। 

    আরও পড়ুনঃ 

    Madhyamik ABTA Test Papers 2024 Bangla Solution

    Madhyamik ABTA Test Papers 2024 English Solution 

    Madhyamik ABTA Test Papers 2024 History Solution 

    Madhyamik ABTA Test Papers 2024 Geography Solution

    Madhyamik ABTA Test Papers 2024 Physical Science Solution

    Madhyamik ABTA Test Papers 2024 Mathematics Solution 

    Madhyamik ABTA Test Papers 2024 Life Science Solution 

    A-স্তম্ভ ও B-স্তম্ভের শব্দের সমতা বিধান করো: (যে কোনো পাঁচটি) :

    A স্তম্ভB স্তম্ভ
    2.13 বীজবিহীন ফল সৃষ্টি(a) বৃহৎ কোলয়েড সমন্বয়
    2.14 গ্রাফটিং(b) কোশপাত গঠন
    2.15 অটোজোমবাহিত রোগ(c) পার্থোনোকার্পি
    2.16 কোয়াসারভেট(d) থ্যালাসেমিয়া
    2.17 JFM(e) হিমোফিলিয়া
    2.18 সাইটোকাইনেসিস(f) স্টক ও সিয়ন
    (g) পশ্চিম মেদিনীপুর

    উত্তরঃ 

    A স্তম্ভB স্তম্ভ
    2.13 বীজবিহীন ফল সৃষ্টি(c) পার্থোনোকার্পি
    2.14 গ্রাফটিং(f) স্টক ও সিয়ন
    2.15 অটোজোমবাহিত রোগ(d) থ্যালাসেমিয়া
    2.16 কোয়াসারভেট(a) বৃহৎ কোলয়েড সমন্বয়
    2.17 JFM(g) পশ্চিম মেদিনীপুর
    2.18 সাইটোকাইনেসিস(b) কোশপাত গঠন

     

    একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও : (যে কোনো 6টি) :

    2.19 বিসদৃশ শব্দটি বেছে লেখো :

    • সেরিব্রাম • সেরিবেলাম • থ্যালামাস • হাইপোথ্যালামাস।

    উত্তরঃ সেরিবেলাম

    ব্যাখ্যাঃ সেরিবেলাম হলো পশ্চাৎ মস্তিষ্কের অংশ কিন্তু সেরিব্রাম, থ্যালামাস এবং হাইপোথ্যালামাস হলো অগ্র মস্তিষ্কের অংশবিশেষ। 

     

    2.20 নীচের প্রথম শব্দজোড়টির সম্পর্ক বুঝে দ্বিতীয় শব্দজোড়টির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও :

    অ্যাডিনিন ও গুয়ানিন : পিউরিন : : থাইমিন ও ইউরাসিল : ______।

    উত্তরঃ পিরিমিডিন 

     

    2.21 কোন্ অবস্থায় প্রচ্ছন্ন গুণ প্রকাশিত হয়।

    উত্তরঃ হোমোজাইগাস অবস্থায়। 

    Note: প্রচ্ছন্ন গুণ হল এমন জিনগত বৈশিষ্ট্য যা সাধারণত প্রকাশিত হয় না। এই বৈশিষ্ট্যগুলি রিসেসিভ জিন দ্বারা নিয়ন্ত্রিত হয়। রিসেসিভ জিনগুলি হোমোজাইগাস অবস্থায় প্রকাশিত হয়।

    হোমোজাইগাস অবস্থা হল এমন অবস্থা যেখানে একটি জিনের উভয় অ্যালিল একই। উদাহরণস্বরূপ, যদি একটি জিনের একটি অ্যালিল নীল চোখের জন্য দায়ী হয় এবং অন্য অ্যালিল বাদামী চোখের জন্য দায়ী হয়, তাহলে একজন ব্যক্তির নীল চোখ হবে যদি সে দুটি নীল চোখের অ্যালিল বহন করে।

    2.22 মানব মস্তিষ্কের কোন্ অংশ দেহের উষ্ণতা নিয়ন্ত্রণ করে?

    উত্তরঃ হাইপোথ্যালামাস 

     

    2.23 গেইটেনোগ্যামি কী?

    উত্তরঃ গেইটেনোগ্যামি হল এক ধরনের স্ব-পরাগায়ন যেখানে পরাগরেণু একই গাছের অন্য ফুলের গর্ভমুণ্ডকে নিষিক্ত করে। এটি এক-গাছের পরাগায়ন নামেও পরিচিত।

     

    2.24 মিলার ও উরের পরীক্ষায় মিথেন, অ্যামোনিয়া ও হাইড্রোজেনের অনুপাত কী ছিল?

    উত্তরঃ মিলার ও উরের পরীক্ষায় মিথেন, অ্যামোনিয়া ও হাইড্রোজেনের অনুপাত ছিল ২ : ২ : ১

     

    2.25 নিচের চারটি বিষয়ের মধ্যে যে কোনো তিনটি অপর বিষয়টির অন্তর্গত। সেই বিষয়টি খুঁজে বার করো এবং লেখো-

    • স্যাংচুয়ারি • ন্যাশনাল পার্ক • ইন সিটু সংরক্ষণ • বায়োস্ফিয়ার রিজার্ভ।

    উত্তরঃ ইন সিটু সংরক্ষণ

     

    2.26 তাজমহল বিবর্ণ হওয়ার কারণ কোন্ প্রাকৃতিক ঘটনা?

    উত্তরঃ তাজমহল বিবর্ণ হওয়ার কারণ হল বায়ু দূষণ। বায়ু দূষণের ফলে বাতাসে সালফার ডাই অক্সাইড, নাইট্রোজেন অক্সাইড, কার্বন মনোক্সাইড এবং অন্যান্য দূষক পদার্থের মাত্রা বেড়ে যায়। 

    আরও পড়ুনঃ 

    Madhyamik ABTA Test Papers 2024 Bangla Solution

    Madhyamik ABTA Test Papers 2024 English Solution 

    Madhyamik ABTA Test Papers 2024 History Solution 

    Madhyamik ABTA Test Papers 2024 Geography Solution

    Madhyamik ABTA Test Papers 2024 Physical Science Solution

    Madhyamik ABTA Test Papers 2024 Mathematics Solution 

    Madhyamik ABTA Test Papers 2024 Life Science Solution 

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    Insert math as
    Block
    Inline
    Additional settings
    Formula color
    Text color
    #333333
    Type math using LaTeX
    Preview
    \({}\)
    Nothing to preview
    Insert
    error: Content is protected !!