Wed. Nov 20th, 2024

Madhyamik ABTA Test Papers 2024 : Life Science Page 979

বিভাগ ‘ক’ 1. প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যাসহ লেখো :

1.1 অণুবিস্তারণ পদ্ধতিতে ব্যবহৃত কর্যণ মাধ্যমে যে হরমোনের প্রয়োগ করা হয় না, সেটি হল-
(a) অক্সিন
(b) সাইটোকাইনিন
(c) জিব্বারেলিন
(d) (a) এবং (b)

1.2 প্রজাতির দেহকোশের DNA -তে 20% গুয়ানিন নাইট্রোজেনাস বেস থাকলে ঐ DNA-তে থাইমিন-এর পরিমাণ—
(a) 80%
(b) 20%
(c) 30%
(d) 10%

1.3 সুষুম্নাকাণ্ডে শ্বেত বস্তু ও ধূসর বস্তুর বিন্যাস হল —
(a) কেন্দ্রে শ্বেত বস্তু ও পরিধির দিকে ধূসর বস্তু
(b) কেন্দ্রে ধূসর বস্তু ও পরিধির দিকে শ্বেত বস্তু
(c) কেন্দ্রে ও পরিধিতে ধূসর বস্তু
(d) কেন্দ্রে ও পরিধিতে শ্বেত বস্তু।

1.4 নিম্নলিখিত কোন্ কোষে মাইটোসিস ঘটে—
(a) লোহিত রক্তকণিকা
(b) শুক্রাণু
(c) লোহিত অস্থিমজ্জার কোশ
(d) নিউরোন।

1.5 মানব চক্ষুর প্রতিসারক মাধ্যমগুলির ক্রমানুসারী সঠিক সংজ্ঞা হল-
(a) অ্যাকুয়াস হিউমর → ভিট্রিয়াস হিউমর → লেন্স → কর্নিয়া
(b) লেন্স → ভিট্রিয়াস হিউমার → কর্নিয়া → অ্যাকুয়াস হিউমার
(c) কর্নিয়া → অ্যাকুয়াস হিউমার → লেন্স → ভিট্রিয়াস হিউমার।

আরও পড়ুনঃ 

Madhyamik ABTA Test Papers 2024 Bangla Solution

Madhyamik ABTA Test Papers 2024 English Solution 

Madhyamik ABTA Test Papers 2024 History Solution 

Madhyamik ABTA Test Papers 2024 Geography Solution

Madhyamik ABTA Test Papers 2024 Physical Science Solution

Madhyamik ABTA Test Papers 2024 Mathematics Solution 

Madhyamik ABTA Test Papers 2024 Life Science Solution 

1.6 কোরকোদ্‌গমের মাধ্যমে বংশবিস্তার করে-
(a) হাইড্রা ও স্পাইরোগাইরা
(b) স্পাইরোগাইরা ও প্ল্যানেরিয়া
(c) প্ল্যানেরিয়া ও ইস্ট
(d) ইস্ট ও হাইড্রা।

1.7 AaBb জিনোটাইপ যুক্ত জীব থেকে কত প্রকার গ্যামেট তৈরি হতে পারে?—
(a) ২
(b) ৩
(c) ৪
(d) ৮

1.8 ‘A’ স্তম্ভে দেওয়া শব্দ সঙ্গে ‘B’ স্তম্ভে দেওয়া সর্বাপেক্ষা উপযুক্ত শব্দটির সমতা বিধান করে উভয় স্তম্ভের ক্রমিক নং উল্লেখসহ সঠিক জোড়টি পুনরায় লেখো: (যে কোনো পাঁচটি) :

A- স্তম্ভ B- স্তম্ভ
(ক) লুপ্তপ্রায় অঙ্গ (i) পাতায় লবণগ্রন্থি
(খ) গ্রিনহাউস গ্যাস (ii) CO2
(গ) ক্যালরিজেনিক হরমোন (iii) কক্সিস
(ঘ) লবণাম্বু উদ্ভিদ (iv) থাইরক্সিন

(a) (A)-(iv), (B)-(iii), (C)-(ii), (D)-(i)
(b) (A)-(iii), (B)-(i), (iv), (D) – (ii)
(c) (A)-(iii), (B) – (ii), (C)-(iv), (D)- (i) 
(d) ( A ) – (iv), (B)-(iii), (C)-(ii), (D)-(i)

1.9 কোয়াসারভেট কথাটি প্রথম ব্যবহার করেন—
(a) এস ডব্লিউ ফক্স
(b) আলেক্সান্ডার ওপারিন
(c) জে. বি. এস. হ্যালডেন
(d) চার্লস ডারউইন।

1.10 যৌন জননকারী জীবে প্রকরণের উৎপত্তির কারণ—
(a) মিউটেশন
(b) মিউটেশন ও ক্রসিংওভার
(c) অঙ্গের ব্যবহার ও অব্যবহার
(d) প্রাকৃতিক নির্বাচন।

1.11 থ্যালাসেমিয়া এক প্রকার-
(a) অটোজোমবাহিত প্রচ্ছন্ন জিনঘটিত রোগ
(b) অটোজোমবাহিত প্রকট জিনঘটিত রোগ
(c) সেক্সক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন ‘জিনঘটিত রোগ’
(d) সেক্সক্রোমোজোমবাহিত প্রকট জিনঘটিত রোগ।

1.12 ওয়াগল নৃত্যে অংশগ্রহণ করে—
(a) কর্মী মৌমাছি ও রানী মৌমাছি
(b) কর্মী মৌমাছি ও পুরুষ মৌমাছি
(c) কেবল রানী মৌমাছি
(d) কেবল কর্মী মৌমাছি।

1.13 কোন্ জলাশয়ে BOD-এর মান অত্যধিক হলে সেটি কী নির্দেশ করে?
(a) জলাশয়ে জৈব বর্জ্য-এর পরিমাণ খুব বেশি
(b) জলাশয়ে অজৈব বর্জ্য-এর পরিমাণ খুব বেশি
(c) জলাশয়ে জৈব পদার্থের বিশ্লেষক অণুজীবের সংখ্যা বেশি।
(d) (a) এবং (c)।

1.14 কোন্ পপুলেশনের আয়তন বৃদ্ধির কারণ—
(a) ন্যাটালিটি বৃদ্ধি, মর্টালিটি বৃদ্ধি,
(b) ন্যাটালিটি হ্রাস, মর্টালিটি বৃদ্ধি
(c) ন্যাটালিটি বৃদ্ধি, মর্টালিটি হ্রাস,
(d) ন্যাটালিটি হ্রাস, মর্টালিটি হ্রাস।

1.15 পূর্ব হিমালয় জীববৈচিত্র্য হটস্পটের একটি বিপন্ন প্রজাতি হল—
(a) লায়নটেইলড ম্যাকাক
(b) ওরাং ওটাং
(c) রেডপান্ডা
(d) নীলগিরি থর।

 

আরও পড়ুনঃ 

Madhyamik ABTA Test Papers 2024 Bangla Solution

Madhyamik ABTA Test Papers 2024 English Solution 

Madhyamik ABTA Test Papers 2024 History Solution 

Madhyamik ABTA Test Papers 2024 Geography Solution

Madhyamik ABTA Test Papers 2024 Physical Science Solution

Madhyamik ABTA Test Papers 2024 Mathematics Solution 

Madhyamik ABTA Test Papers 2024 Life Science Solution 

বিভাগ-‘খ’ 2. নীচের 26টি প্রশ্ন থেকে 21টি প্রশ্নের উত্তর নির্দেশ অনুসারে লেখো :

নীচের বাক্যগুলিতে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো: (যে কোনো পাঁচটি) :

2.1 মেরুদণ্ডের নিউরাল ক্যানেলে অবস্থিত কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের অন্তর্গত অঙ্গটি হল ______।

উত্তরঃ সুষুম্নাকান্ড 

 

2.2 নিষেকের পূর্বে পরাগনালী ডিম্বক রন্ধ্রভেদ করে প্রবেশ করলে সেই প্রক্রিয়াকে বলে ______।

উত্তরঃ পোরোগ্যামি 

 

2.3 ক্যারিওকাইনেসিসের সূচনা ঘটে ______ দশায়।

উত্তরঃ প্রোফেজ 

2.4 মিউটেশন তত্বের প্রবক্তা ______।

উত্তরঃ হুগো দ্য ভ্রিস

 

2.5 ______ এর সূত্রপাত হয় আরাবারি অরণ্যে।

উত্তরঃ JFM 

 

2.6 বাতাসে সবচেয়ে বেশি পরিমাণে থাকা গ্রিনহাউস গ্যাস হল ______ ।

উত্তরঃ CO2

 

 

নীচের বাক্যগুলির সত্য অথবা মিথ্যা নিরূপণ করো : (যে কোনো পাঁচটি) :

2.7 অ্যামিবার গমন অঙ্গ সিলিয়া।

উত্তরঃ মিথ্যা। 

ব্যাখ্যাঃ অ্যামিবার গমন অঙ্গ ক্ষণপদ

 

2.8 থাইমিন ও সাইটোসিন DNA-তে ত্রিবন্ধনীর সাহায্যে যুক্ত থাকে।

উত্তরঃ মিথ্যা।

ব্যাখ্যাঃ থাইমিন ও সাইটোসিন DNA-তে দ্বিবন্ধনীর সাহায্যে যুক্ত থাকে।

2.9 হিমোফিলিয়া রোগে পুরুষরা কখনও বাহক হন না।

উত্তরঃ সত্য। 

 

2.10 মাছের হৃৎপিণ্ডকে ভেনাস হৃৎপিণ্ড বলে।

উত্তরঃ সত্য।

 

2.11 অ্যাসিড বৃষ্টির ফলে মাটির বলে pH- এর মাত্রা হ্রাস পায়।

উত্তরঃ সত্য।

 

2.12 সুন্দরবনে একশৃঙ্গ গণ্ডার সংরক্ষিত হয়।

উত্তরঃ মিথ্যা। 

ব্যাখ্যাঃ সুন্দরবনে একশৃঙ্গ গণ্ডার সংরক্ষিত হয় না। সুন্দরবনে দুশৃঙ্গ গণ্ডার সংরক্ষিত হয়।

 

আরও পড়ুনঃ 

Madhyamik ABTA Test Papers 2024 Bangla Solution

Madhyamik ABTA Test Papers 2024 English Solution 

Madhyamik ABTA Test Papers 2024 History Solution 

Madhyamik ABTA Test Papers 2024 Geography Solution

Madhyamik ABTA Test Papers 2024 Physical Science Solution

Madhyamik ABTA Test Papers 2024 Mathematics Solution 

Madhyamik ABTA Test Papers 2024 Life Science Solution 

A-স্তম্ভ ও B-স্তম্ভের শব্দের সমতা বিধান করো: (যে কোনো পাঁচটি) :

A স্তম্ভ B স্তম্ভ
2.13 TSH (a) জীববৈচিত্র্যের উৎস
2.14 প্রান্তীয় সেন্ট্রোমিয়ার (b) গিরগিটি
2.15 প্রোটানোপিয়া (c) টেলোসেন্ট্রিক ক্রোমোজোম
2.16 অন দ্য অরিজিন অফ স্পিসিস (d) প্রাকৃতিক নির্বাচনবাদ
2.17 অর্ধবিভক্ত নিলয় (e) বর্ণান্ধতা
2.18 ক্রান্তীয় বর্ষাবন (f) পিটুইটারি গ্রন্থি
(g) ইন সিটু সংরক্ষণ

উত্তরঃ 

A স্তম্ভ B স্তম্ভ
2.13 TSH (f) পিটুইটারি গ্রন্থি
2.14 প্রান্তীয় সেন্ট্রোমিয়ার (c) টেলোসেন্ট্রিক ক্রোমোজোম
2.15 প্রোটানোপিয়া (e) বর্ণান্ধতা
2.16 অন দ্য অরিজিন অফ স্পিসিস (d) প্রাকৃতিক নির্বাচনবাদ
2.17 অর্ধবিভক্ত নিলয় (b) গিরগিটি
2.18 ক্রান্তীয় বর্ষাবন (a) জীববৈচিত্র্যের উৎস

 

একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও : (যে কোনো 6টি) :

2.19 বিসদৃশটি বেছে লেখো :

• স্ক্লেরা • কোরয়েড • লেন্স • রেটিনা।

উত্তরঃ লেন্স

ব্যাখ্যাঃ স্ক্লেরা, কোরয়েড এবং রেটিনা হল চোখের তিনটি প্রধান স্তর। স্ক্লেরা হল চোখের সবচেয়ে বাইরের স্তর, যা একটি শক্ত, সাদা আবরণ। কোরয়েড হল চোখের মাঝের স্তর, যা রক্ত ​​সরবরাহ করে এবং রঞ্জক পদার্থ ধারণ করে যা চোখের রঙ নির্ধারণ করে। রেটিনা হল চোখের সবচেয়ে ভিতরের স্তর, যা আলোক সংবেদনশীল কোষ ধারণ করে যা দর্শনকে সম্ভব করে তোলে।

লেন্স হল চোখের একটি স্বচ্ছ অংশ যা আলোকে ফোকাস করতে সাহায্য করে। এটি চোখের সামনে অবস্থিত এবং স্ক্লেরা এবং কোরয়েড দ্বারা বেষ্টিত।

সুতরাং, লেন্স হল চোখের তিনটি প্রধান স্তরের মধ্যে একটি নয়। এটি একটি স্বতন্ত্র অংশ যা আলোক ফোকাস করতে সাহায্য করে।

অতএব, বিসদৃশটি হল লেন্স

 

2.20 উদ্ভিদের অগ্রস্থ প্রকটতার জন্য দায়ী হরমোনের নাম লেখো।

উত্তরঃ অক্সিন হরমোন। 

 

2.21 নীচে সম্পর্কযুক্ত দুইটি শব্দ জোড় আছে। বামদিকের শব্দজোড়ের মধ্যে সম্পর্ক বুঝে ডানদিকের শব্দজোড়ের শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও।

প্রাণী সাইটোকাইনেসিস : ফায়োরিং : : উদ্ভিদ সাইটোকানেসিস : ______।

উত্তরঃ কোশপাত  

 

2.22 কোন্ ক্ষেত্রে জিনোটাইপের ও ফিনোটাইপের মান একই হয়।

উত্তরঃ অসম্পূর্ণ প্রকটতায়  

 

2.23 নীচের চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত। ঐ একটি বিষয় বেছে লেখো –

• কোর অঞ্চল • বাফার অঞ্চল • বায়োস্ফিয়ার রিজার্ভ অঞ্চল • ট্রানজিশন অঞ্চল।

উত্তরঃ বায়োস্ফিয়ার রিজার্ভ অঞ্চল

ব্যাখ্যাঃ কোর অঞ্চল, বাফার অঞ্চল এবং ট্রানজিশন অঞ্চল হল বায়োস্ফিয়ার রিজার্ভ অঞ্চলের তিনটি উপ-অঞ্চল। বায়োস্ফিয়ার রিজার্ভ হল একটি বৈচিত্র্যময় ভূখণ্ড যা জীববৈচিত্র্য সংরক্ষণ, টেকসই উন্নয়ন এবং শিক্ষার জন্য কাজ করে।

কোর অঞ্চল হল বায়োস্ফিয়ার রিজার্ভের সবচেয়ে সংরক্ষিত অংশ। এটি জীববৈচিত্র্য সংরক্ষণের জন্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কোর অঞ্চলে সাধারণত শিকার, চারণ এবং অন্যান্য মানব কার্যকলাপ নিষিদ্ধ থাকে।

বাফার অঞ্চল হল কোর অঞ্চলের চারপাশে অবস্থিত একটি সংরক্ষিত এলাকা। এটি কোর অঞ্চলকে রক্ষা করার জন্য একটি বাধা হিসাবে কাজ করে। বাফার অঞ্চলে কিছু মানব কার্যকলাপ অনুমোদিত হতে পারে, যেমন পর্যটন এবং শিক্ষা।

ট্রানজিশন অঞ্চল হল বায়োস্ফিয়ার রিজার্ভের সবচেয়ে বাইরের অংশ। এটি একটি সংরক্ষিত এলাকা নয়, তবে এটি বায়োস্ফিয়ার রিজার্ভের লক্ষ্যগুলিকে সমর্থন করে। ট্রানজিশন অঞ্চলে মানব কার্যকলাপগুলি টেকসই উন্নয়নের লক্ষ্যগুলির সাথে সামঞ্জস্যপূর্ণ হওয়া উচিত।

সুতরাং, নীচের চারটি বিষয়ের মধ্যে তিনটি, কোর অঞ্চল, বাফার অঞ্চল এবং ট্রানজিশন অঞ্চল, বায়োস্ফিয়ার রিজার্ভ অঞ্চলের অন্তর্গত।

 

2.24 লোকাস কাকে বলে?

উত্তরঃ লোকাস হল একটি ক্রোমোজোমের একটি নির্দিষ্ট, স্থির অবস্থান যেখানে একটি নির্দিষ্ট জিন বা জেনেটিক মার্কার অবস্থিত।

 

2.25 পায়রার ফুসফুসের সঙ্গে যুক্ত বায়ুথলির সংখ্যা লেখো।

উত্তরঃ ৯টি 

 

2.26 কোন রোগের জন্য দায়ী উপাদানগুলিকে একত্রে কারসিনোজেন বলা হয়?

উত্তরঃ ক্যান্সার

Note: কারসিনোজেন হল এমন পদার্থ বা বিকিরণ যা ক্যান্সারের সৃষ্টি করতে পারে। ক্যান্সার হল একটি জটিল রোগ যা কোষের অস্বাভাবিক বৃদ্ধি এবং বিভাজন দ্বারা চিহ্নিত। কারসিনোজেনগুলি কোষের জিনগত উপাদানকে ক্ষতি করতে পারে, যা ক্যান্সারের বিকাশের দিকে পরিচালিত করতে পারে।

কারসিনোজেনগুলিকে বিভিন্ন শ্রেণিতে ভাগ করা যেতে পারে, যার মধ্যে রয়েছে:

  • রাসায়নিক কারসিনোজেন: এগুলি হল এমন পদার্থ যা বায়ু, জল, খাদ্য বা পরিবেশে পাওয়া যায়। রাসায়নিক কারসিনোজেনের উদাহরণগুলির মধ্যে রয়েছে তামাক ধোঁয়া, অ্যাসবেস্টস, এবং নির্দিষ্ট রাসায়নিক পদার্থ।
  • ভৌত কারসিনোজেন: এগুলি হল এমন বিকিরণ যা ক্যান্সার সৃষ্টি করতে পারে। ভৌত কারসিনোজেনের উদাহরণগুলির মধ্যে রয়েছে অতিবেগুনী রশ্মি, আইওনিজিং বিকিরণ, এবং কণা বিকিরণ।
  • জীবাণুগত কারসিনোজেন: এগুলি হল এমন জীবাণু যা ক্যান্সার সৃষ্টি করতে পারে। জীবাণুগত কারসিনোজেনের উদাহরণগুলির মধ্যে রয়েছে কিছু ভাইরাস এবং ব্যাকটেরিয়া।

কারসিনোজেনগুলির সংস্পর্শ থেকে ক্যান্সারের বিকাশের সম্ভাবনা বেশ কম। তবে, দীর্ঘ সময় ধরে বা উচ্চ মাত্রায় কারসিনোজেনের সংস্পর্শ থেকে ক্যান্সারের ঝুঁকি বৃদ্ধি পায়।

আরও পড়ুনঃ 

Madhyamik ABTA Test Papers 2024 Bangla Solution

Madhyamik ABTA Test Papers 2024 English Solution 

Madhyamik ABTA Test Papers 2024 History Solution 

Madhyamik ABTA Test Papers 2024 Geography Solution

Madhyamik ABTA Test Papers 2024 Physical Science Solution

Madhyamik ABTA Test Papers 2024 Mathematics Solution 

Madhyamik ABTA Test Papers 2024 Life Science Solution 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Insert math as
Block
Inline
Additional settings
Formula color
Text color
#333333
Type math using LaTeX
Preview
\({}\)
Nothing to preview
Insert
error: Content is protected !!