Sat. Dec 21st, 2024

Madhyamik ABTA Test Papers 2024 : Physical Science Page 112

বিভাগ-ক’। বহু বিকল্পভিত্তিক প্রশ্ন। প্রতিটি প্রশ্নের নীচে চারটি করে বিকল্প উত্তর দেওয়া আছে। যেটি ঠিক সেটি লেখো :

1.1 পৃথিবীর গড় উষ্ণতা-

(a) 12°C

(b) 30°C

(c) 15°C

(d) 32°C

 

1.2 N অ্যাভোগাড্রো সংখ্যা হলে, 16g O2 গ্যাসে অণুর সংখ্যা হল-

(a) N

(b) N/4

(c) N/2

(d) 2N

ব্যাখ্যাঃ

অ্যাভোগাড্রো সংখ্যা (N) হল 1 মোল পদার্থে অণুর সংখ্যার সমান। 

1 মোল O2 গ্যাসের ভর 32 গ্রাম।

তাই, 16 গ্রাম O2 গ্যাসে 1/2 মোল O2 গ্যাস থাকে।

1 মোল পদার্থে অণুর সংখ্যা = N 

1/2 মোল O2 গ্যাসে অণুর সংখ্যা = 1/2 × N 

= N/2

সুতরাং, উত্তর হল (c) N/2

 

1.3 10g CaCO3-কে HCl -এর সঙ্গে বিক্রিয়া ঘটালে উৎপন্ন CO2 পরিমাণ—

(a) 4.4 g

(b) 2.2 g

(c) 44 g

(d) 22 g

ব্যাখ্যাঃ

CaCO3 + 2HCl → CaCl2 + CO2 + H2O

এই বিক্রিয়ায় 1 মোল CaCO3 থেকে 1 মোল CO2 উৎপন্ন হয়।

1 মোল CaCO3 এর ভর = 40 + 12 + 3×(16) = 100 গ্রাম।

তাই, 10 গ্রাম CaCO3 থেকে \frac{10g}{100g}=0.1 মোল CaCO3 উৎপন্ন হয়।

সুতরাং, 0.1 মোল CaCO3 থেকে 0.1 মোল CO2 উৎপন্ন হবে।

1 মোল CO2 এর ভর = 12 + 2×(16) = 44 গ্রাম।

তাই, 0.1 মোল CO2 এর ভর হবে = (0.1) × (44) = 4.4 গ্রাম।

সুতরাং, সঠিক উত্তর হল (a) 4.4 g

 

1.4 গ্যাসের আয়তন গুণাঙ্কের মান 

(a) \frac{2}{273} °C−1

(b) \frac{4}{273} °C−1

(c) \frac{1}{273} °C−1

(d) \frac{3}{273} °C−1

 

1.5 জলের মধ্যে বায়ু বুদ কীসের মতো আচরণ করে ?

(a) অভিসারী লেন্স

(b) অপসারি লেন্স

(c) সমান্তরাল কাচ ফলক

(d) কোনোটাই নয়।

Note:

জলের মধ্যে বায়ু বুদ একটি অপসারি লেন্সের মতো আচরণ করে। জল বায়ুর তুলনায় ঘন, তাই আলোকরশ্মি জল থেকে বুদবুদের বাতাসে প্রবেশ করার সময় অভিলম্বের থেকে দূরে বাঁকবে, অর্থাৎ অপসারিত হয়ে যাবে।

সুতরাং, সঠিক উত্তর হল (b) অপসারি লেন্স।

 

1.6 কোন্ আলোকরশ্মি কোনো সমতল দর্পণের সাথে 30° কোণে আপতিত হলে এটির প্রতিফলনের পর চ্যুতিকোণের মান কত হবে–

(a) 90°

(b) 120°

(c) 150°

(d) 60°

ব্যাখ্যাঃ 

আপতিত রশ্মি এবং দর্পণের মধ্যবর্তী কোণ = 30°

∴ আপতিত রশ্মি এবং অভিলম্বের মধ্যবর্তী কোণ (অর্থাৎ আপতন কোণ) = 90° − 30° = 60°

সুতরাং প্রতিফলনের সূত্রানুযায়ী, প্রতিফলিত রশ্মি এবং অভিলম্বের মধ্যবর্তী কোণ (প্রতিফলন কোণ) = 60°

সুতরাং, আপতিত রশ্মি এবং প্রতিফলিত রশ্মির মধ্যবর্তী কোণ = 60° + 60° = 120°

অতএব, প্রতিফলনের পর চ্যুতিকোণের মান হবে 120°

 

1.7 একটি তড়িৎক্ষেত্রের কোনো বিন্দুতে অসীম থেকে +q আধান আনতে W পরিমাণ কার্য করলে ওই বিন্দুর বিভব হবে –

(a) w

(b) w/q 

(c) q/w 

(d) wq

 

1.8 কোনো তড়িৎ বর্তনীতে ব্যবহৃত কোশের রোধ r এবং বহির্বর্তনীতে R রোধের মধ্য দিয়ে I তড়িৎ প্রবাহিত হয়। কোশটির তড়িৎচালক বলের মান কত হবে?

(a) R (I+r)

(b) r (I+R)

(c) I (R+r)

(d) IR +r

 

1.9 1u (amu) -এর সমতুল্য শক্তি হল—

(a) 200MeV

(b) 932 MeV

(c) 932 J

(d) 200 Cal

 

1.10 কোনটি পর্যায়গত ধর্ম নয়?—

(a) তেজস্ক্রিয়তা

(b) পারমাণবিক আয়তন

(c) তড়িৎ ঋণাত্মক

(d) গলনাঙ্ক।

ব্যাখ্যাঃ 

পর্যায় সারণীতে মৌলগুলিকে তাদের পারমাণবিক সংখ্যার ক্রমবর্ধমান ক্রমানুসারে সাজানো হয়। মৌলগুলির পারমাণবিক সংখ্যার পরিবর্তনের সাথে সাথে তাদের ভৌত ও রাসায়নিক ধর্মগুলির মধ্যেও পর্যায়ক্রমিক পরিবর্তন ঘটে। এই পর্যায়ক্রমিক পরিবর্তনগুলিকে পর্যায়ক্রমিক ধর্ম বলে।

তেজস্ক্রিয়তা হল মৌলের এমন এক ধর্ম যেখানে শক্তির নির্গমন ঘটে। এটি মৌলের পারমাণবিক সংখ্যা বা ভরের উপর নির্ভর করে না। তাই, তেজস্ক্রিয়তা একটি পর্যায়ক্রমিক ধর্ম নয়।

অন্যান্য তিনটি ধর্ম, পারমাণবিক আয়তন, তড়িৎ ঋণাত্মকতা এবং গলনাঙ্ক, মৌলের পারমাণবিক সংখ্যার পরিবর্তনের সাথে সাথে পরিবর্তিত হয়। তাই, এই তিনটি ধর্ম পর্যায়ক্রমিক ধর্ম।

সুতরাং, উত্তর হল (a) তেজস্ক্রিয়তা।

 

 

1.11 ধ্রুবীয় দ্রাবক (Polar solvent)-এর উদাহরণ-

(a) পিরিডিন

(b) অ্যাসিটোন

(c) বেঞ্জিন

(d) টলুইন।

 

1.12 গোল্ড প্লেটিং-এর জন্য অ্যানোড হিসেবে ব্যবহৃত হয়—

(a) লোহা

(b) নিকেল

(c) রূপো

(d) সোনা।

 

1.13 অ্যামোনিয়া গ্যাসকে শুষ্ক করতে হলে যে যৌগটি উপযুক্ত তা হল—

(a) P2O5

(b) গাঢ় H2SO4

(c) অনার্দ্র CaCl2

(d) CaO

 

1.14 হেমাটাইট নীচের কোন্ ধাতুর আকরিক?-

(a) তামা

(b) লোহা

(c) অ্যালুমিনিয়াম

(d) জিঙ্ক।

Note:

হেমাটাইট হল লোহার একটি গুরুত্বপূর্ণ আকরিক। এটি ফেরিক অক্সাইড (Fe2O3) দিয়ে তৈরি।

 

1.15 অ্যাসেটিক অ্যাসিড ও ইথানলের বিক্রিয়ায় উৎপন্ন এস্টারটির নাম—

(a) অ্যাসিটাইল অ্যাসিটেট

(b) মিথাইল অ্যাসিটেট

(c) ইথাইল অ্যাসিটেট

(d) ইথাইল করমেট।

ব্যাখ্যাঃ 

অ্যাসেটিক অ্যাসিড (CH3COOH) এবং ইথানল (C2H5OH) এর বিক্রিয়ায় ইথাইল অ্যাসিটেট (CH3COOC2H5) উৎপন্ন হয়।

CH3COOH + C2H5OH → CH3COOC2H+ H2O

এই বিক্রিয়াটিকে ইথানলকে অ্যাসেটিক অ্যাসিডে এস্টারীকরণ বলা হয়।

আরও পড়ুনঃ 

Madhyamik ABTA Test Papers 2024 Bangla Solution

Madhyamik ABTA Test Papers 2024 English Solution 

Madhyamik ABTA Test Papers 2024 History Solution 

Madhyamik ABTA Test Papers 2024 Geography Solution

Madhyamik ABTA Test Papers 2024 Physical Science Solution

Madhyamik ABTA Test Papers 2024 Mathematics Solution 

Madhyamik ABTA Test Papers 2024 Life Science Solution 

2.2 ফায়ার আইস কাকে বলে?

উত্তরঃ ফায়ার আইস হল একটি জীবাশ্ম জ্বালানী। এর রাসায়নিক নাম মিথেন ক্ল্যাথ্রেট, এটি মিথেন হাইড্রেট নামেও পরিচিত। এটি একটি কঠিন যৌগ এবং জলের স্ফটিক কাঠামোতে মিথেন আটকে দিয়ে গঠিত হয়। মিথেন হাইড্রেট সাদা বরফের মতো কঠিন পদার্থ।

Note: ফায়ার আইস সাধারণত সমুদ্রের তলদেশে পাওয়া যায়, যেখানে জল এবং মিথেনের চাপ এবং তাপমাত্রা মিথেন হাইড্রেট গঠনের জন্য উপযুক্ত। এটি বরফের চেয়ে অনেক বেশি শক্ত-ঘন, তাই এটি একটি সম্ভাব্য পরিবহন এবং সঞ্চয়ের জন্য জ্বালানি।

ফায়ার আইসের একটি বৈশিষ্ট্য হল এটি জ্বলনযোগ্য। এটিকে আগুনে পোড়ালে প্রচুর পরিমাণে তাপ এবং শক্তি উৎপন্ন হয়। এই বৈশিষ্ট্যের কারণেই একে ফায়ার আইস বলা হয়।

অথবা,

সমস্ত শক্তি শেষ পর্যন্ত কোন্ শক্তিতে রূপান্তরিত হয়?

উত্তরঃ সমস্ত শক্তি শেষ পর্যন্ত তাপ শক্তিতে রূপান্তরিত হয়।

ব্যাখ্যাঃ 

সমস্ত শক্তি শেষ পর্যন্ত তাপ শক্তিতে রূপান্তরিত হয়। এটি শক্তি সংরক্ষণের আইনের একটি পরিণতি। শক্তি এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হতে পারে, তবে এটি তৈরি বা ধ্বংস করা যায় না।

উদাহরণস্বরূপ, যখন আমরা একটি বাল্ব জ্বালি, তখন বৈদ্যুতিক শক্তি আলোক শক্তিতে রূপান্তরিত হয়। তবে, বাল্বের ফিলামেন্ট উত্তপ্ত হয় এবং তাপ শক্তি নির্গত করে। এই তাপ শক্তি বাতাসে ছড়িয়ে পড়ে এবং শেষ পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধি করে।

অন্য একটি উদাহরণ হল যখন আমরা একটি গাড়ি চালাই, তখন জ্বালানির রাসায়নিক শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়। তবে, ইঞ্জিনটি উত্তপ্ত হয় এবং তাপ শক্তি নির্গত করে। এই তাপ শক্তি বাতাসে ছড়িয়ে পড়ে এবং শেষ পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধি করে।

এইভাবে, সমস্ত শক্তি শেষ পর্যন্ত তাপ শক্তিতে রূপান্তরিত হয়।

 

2.3 স্থির আয়তনে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের O°C উষ্ণতায় চাপ Po এবং t°C উষ্ণতায় Pt। Pt এবং Po-এর মধ্যে সম্পর্কটি লেখো।

উত্তরঃ স্থির আয়তনে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের O°C উষ্ণতায় চাপ Po এবং t°C উষ্ণতায় Pt হলে, Pt এবং Po-এর মধ্যে সম্পর্কটি হবে –

P_{t}=P_{0}\left ( 1+\frac{t}{273} \right )

 

2.4 কোনো গ্যাসের বাষ্পঘনত্ব 20 হলে 80 g গ্যাসে মোল সংখ্যা কত হবে?

উত্তরঃ কোনো গ্যাসের বাষ্পঘনত্ব 20 হলে 80 g গ্যাসে মোল সংখ্যা হবে = 2 মোল। 

 

2.5 নীচের বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো: আপাত প্রসারণ গুণাঙ্ক তরলের নিজস্ব ধর্ম।

উত্তরঃ বিবৃতিটি মিথ্যা। 

ব্যাখ্যাঃ 

প্রকৃত প্রসারণ গুণাঙ্ক তরলের নিজস্ব ধর্ম।

আপাত প্রসারণ গুণাঙ্ক তরলের নিজস্ব ধর্ম নয়। এটি তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক এবং পাত্রের উপাদানের প্রসারণ গুণাঙ্কের উপর নির্ভর করে।

অথবা,

একটি উদাহরণ দাও যেখানে তাপ প্রয়োগে পদার্থের আয়তন হ্রাস পায়।

উত্তরঃ 0°C উষ্ণতার বরফে তাপ প্রয়োগ করলে বরফ জলে পরিণত হয়। এক্ষেত্রে জলের আয়তন বরফের থেকে কম হয়। 

 

2.6 \mu =\frac{sin\, i}{sin\, r} সম্পর্কটি কোন্ শর্তে প্রযোজ্য হবে না?

উত্তরঃ \mu =\frac{sin\, i}{sin\, r} সম্পর্কটি প্রযোজ্য হবে না নিম্নলিখিত দুটি শর্তে:

(a) প্রতিসরণে আপতিত আলোর বর্ণ পরিবর্তন করলে এবং 

(b) প্রতিসরণে মাধ্যম দুটির পরিবর্তন করলে 

 

2.7 উত্তল লেন্সের ফোকাসে থাকা একটি বস্তুর প্রতিবিম্ব কোথায় গঠিত হয়?

উত্তরঃ উত্তল লেন্সের ফোকাসে থাকা একটি বস্তুর প্রতিবিম্ব ধরে নেওয়া হয় যে অসীম দূরত্বে গঠিত হয়। 

 

2.8 R রোধের একটি তারকে গলিয়ে ওই ধাতু দিয়ে ওর অর্ধেক দৈর্ঘ্যের একটি তার তৈরি করা হল। নতুন তারটির রোধ কত?

উত্তরঃ নতুন তারটির রোধ মূল তারের রোধের এক চতুর্থাংশ। 

মনে করি, মূল তারটির দৈর্ঘ্য = l1 ও প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল = A1। তারের রোধাঙ্ক = ρ
হলে, তারটির রোধ, R_{1}=\frac{\rho l_{1}}{A_{1}}
তারটিকে গলানোর পর যে নতুন তার তৈরি হবে তার দৈর্ঘ্য, l_{2}=\frac{l_{1}}{2}

মনেকরি, নতুন তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল = A2

যেহেতু, তারটির আয়তন অপরিবর্তিত আছে, সেহেতু,
l_{1}A_{1} = l_{2}A_{2}
বা, l_{1}A_{1} = \frac{l_{1}}{2}A_{2}
বা, A2 = 2A1

∴ নতুন তারটির রোধ,

R_{2}=\frac{\rho l_{2}}{A_{2}}

বা, R_{2}=\frac{\rho \times \left (\frac{l_{1}}{2} \right )}{2A_{1}}

R_{2}=\frac{1}{4}\left (\frac{\rho l_{1}}{A_{1}} \right )=\frac{1}{4}R_{1}

 

2.9 রোধের গাউসীয় একক কী?

উত্তরঃ রোধের গাউসীয় একক হলো abohm (abΩ)

Note: 1 abohm = 10−9 ohm

 

2.10 নিউক্লিয় চুল্লিতে মন্দক হিসাবে কী ব্যবহার করা হয়?

উত্তরঃ নিউক্লিয় চুল্লিতে মন্দক হিসাবে ভারী জল ব্যবহার করা হয়। 

অথবা,

শূন্যস্থান পূরণ করো : 238U92  →  ______ + α (He2+)

উত্তরঃ 238U92  →  234Th90 + α (He2+)

 

2.11 বামস্তম্ভের সঙ্গে ডানস্তম্ভের সামঞ্জস্য সাধন করো:

বামস্তম্ভ ডানস্তম্ভ
2.11.1 ভিনিগার (a) C2H4
2.11.2 ফল পাকানো (b) Hg
2.11.3 ক্যালোরিমিটার (c) CH3COOH
2.11.4 অ্যামালগাম (d) Cu
  (e) CO (NH2)2

উত্তরঃ 

বামস্তম্ভ ডানস্তম্ভ
2.11.1 ভিনিগার (c) CH3COOH 
2.11.2 ফল পাকানো (a) C2H
2.11.3 ক্যালোরিমিটার (d) Cu
2.11.4 অ্যামালগাম (b) Hg

 

2.12 নীচের বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো : কখনো কখনো অ্যানায়ন অ্যানোডে ইলেকট্রন বর্জন করে জারিত হয় না।

উত্তরঃ বিবৃতিটি সত্য।

 

2.13 অ্যানোড কাদা (Anode mud) কী?

উত্তরঃ তামার তড়িৎ বিশোধনে অবিশুদ্ধ কপার তড়িৎ অ্যানোডের চারদিক মসলিনের থলি দিয়ে ঘেরা থাকে । এই থলিতে অ্যানোডে থাকা গোল্ড, সিলভার, প্লাটিনাম প্রভৃতি দামি ধাতু কাদার আকারে জমা হয় । একে অ্যানোড কাদা (Anode mud) বলে ।

 

অথবা,

জলের তড়িৎ বিশ্লেষণে জলের সঙ্গে HCl মেশানো হয় না কেন?

উত্তরঃ HCl জলের সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেন আয়ন (H+) এবং ক্লোরাইড আয়ন (Cl) উৎপন্ন করে। এই হাইড্রোজেন আয়নগুলি তড়িৎবিশ্লেষ্য পদার্থের ঘনত্ব হ্রাস করে। তড়িৎবিশ্লেষ্য পদার্থের ঘনত্ব কমে গেলে তড়িৎ বিশ্লেষণের দক্ষতা হ্রাস পায়। এই কারণে জলের তড়িৎ বিশ্লেষণে জলের সঙ্গে HCl মেশানো হয় না। 

 

2.14 লেড নাইট্রেটের জলীয় দ্রবণে H2S গ্যাস চালনা করলে যে অধঃক্ষেপ উৎপন্ন হয় তার বর্ণ কী?

উত্তরঃ লেড নাইট্রেটের জলীয় দ্রবণে H2S গ্যাস চালনা করলে যে অধঃক্ষেপ উৎপন্ন হয় তার বর্ণ কালো। 

Note: লেড নাইট্রেটের জলীয় দ্রবণে H2S গ্যাস চালনা করলে যে অধঃক্ষেপ উৎপন্ন হয় তার বর্ণ কালো

লেড নাইট্রেটের জলীয় দ্রবণে H2S গ্যাস চালনা করলে নিম্নলিখিত বিক্রিয়াটি ঘটে:

Pb(NO3)2 + H2S → PbS + 2HNO3

এই বিক্রিয়ায় লেড সালফাইড (PbS) অধঃক্ষেপ উৎপন্ন করে। PbS একটি কালো অধঃক্ষেপ।

2.15 লাইকার অ্যামোনিয়া ও তরল অ্যামোনিয়ার মধ্যে একটি পার্থক্য লেখো।

উত্তরঃ লাইকার অ্যামোনিয়া ও তরল অ্যামোনিয়ার মধ্যে পার্থক্য হল:

লাইকার অ্যামোনিয়া হল একটি তরল যৌগ যা অ্যামোনিয়া এবং জলের মিশ্রণ। এটি সাধারণত অ্যামোনিয়ার ঘনত্ব 25% থেকে 35% থাকে। লাইকার অ্যামোনিয়া একটি স্বচ্ছ, বর্ণহীন তরল যা জলের সাথে মিশে যায়। এটি একটি শক্তিশালী ক্ষার এবং এটি চোখ, ত্বক এবং শ্বসনতন্ত্রের জন্য ক্ষতিকারক।

তরল অ্যামোনিয়া হল একটি খাঁটি অ্যামোনিয়া তরল। এটি সাধারণত অ্যামোনিয়ার ঘনত্ব 99.9% থাকে। তরল অ্যামোনিয়া একটি বর্ণহীন, গন্ধযুক্ত তরল যা জলের সাথে মিশে যায়। এটি একটি শক্তিশালী ক্ষার এবং এটি চোখ, ত্বক এবং শ্বসনতন্ত্রের জন্য ক্ষতিকারক।

অথবা,

উত্তপ্ত অবস্থায় ম্যাগনেসিয়াম ধাতুর সঙ্গে নাইট্রোজেনের বিক্রিয়ায় কী ঘটে?

উত্তরঃ উত্তপ্ত অবস্থায় ম্যাগনেসিয়াম (Mg) ধাতুর সঙ্গে নাইট্রোজেনের (N2) বিক্রিয়ায় ম্যাগনেসিয়াম নাইট্রাইড (Mg3N2) তৈরি হয়। এই বিক্রিয়ায় প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন হয়। এই বিক্রিয়াটির রাসায়নিক সমীকরণ হল:

3Mg + N2 → Mg3N2

 

2.16 বায়ুতে ধাতব কপার রেখে দিলে কিছুদিন পর ওই কপার সবুজ হয়ে যায় কেন?

উত্তরঃ বায়ুতে ধাতব কপার রেখে দিলে কিছুদিন পর ওই কপার সবুজ হয়ে যায় কারণ তামা বাতাসের অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের সাথে বিক্রিয়া করে সবুজ বর্ণের ক্ষারীয় কপার কার্বনেট তৈরি করে। রাসায়নিক বিক্রিয়াটি হলো :

2Cu + O2 + CO2 + H2O → CuCO3. Cu(OH)2 (সবুজ)

 

2.17 পরীক্ষাগারে প্রথম সংশ্লেষিত জৈব যৌগ কোনটি?

উত্তরঃ পরীক্ষাগারে প্রথম সংশ্লেষিত জৈব যৌগ হলো ইউরিয়া [CO(NH2)2]। 

Note: 

পরীক্ষাগারে প্রথম সংশ্লেষিত জৈব যৌগ হল ইউরিয়া। ১৮২৮ সালে জার্মান রসায়নবিদ ফ্রেডরিক ভোলার অ্যামোনিয়াম সায়ানেট থেকে ইউরিয়া সংশ্লেষ করেন। এই সংশ্লেষণটি প্রাণশক্তি মতবাদকে চ্যালেঞ্জ করে, এই মতবাদ অনুসারে জৈব যৌগগুলি কেবলমাত্র জীবন্ত প্রাণীদের দ্বারা তৈরি করা যেতে পারে।

ইউরিয়া হল একটি জৈব যৌগ যা মূত্রের প্রধান উপাদান। এটি একটি সাদা, স্ফটিক পদার্থ যা জলে দ্রবণীয়। ইউরিয়া সার, প্রসাধনী এবং অন্যান্য শিল্প পণ্যগুলিতে ব্যবহৃত হয়।

ভোলারের সংশ্লেষণের পরে, বিজ্ঞানীরা অন্যান্য জৈব যৌগগুলিও পরীক্ষাগারে সংশ্লেষ করতে সক্ষম হন। এই আবিষ্কারগুলি জৈব রসায়নের বিকাশে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

 

অথবা,

CH3COCH3 -এর IUPAC নাম লেখো।

উত্তরঃ 2-propanone (2-প্রোপানোন) 

 

2.18 CNG-এর প্রধান উপাদান কী?

উত্তরঃ CNG-এর প্রধান উপাদান হল মিথেন (CH4)

Note: 

CNG-এর 90% থেকে 98% মিথেন থাকে। মিথেন হল একটি অ্যালকেন, যার আণবিক সূত্র CH4। এটি একটি জ্বালানী গ্যাস যা বায়ুমণ্ডলে ক্ষতিকারক দূষণকারী নির্গমন করে না।

CNG-এর অন্যান্য উপাদানগুলি হল ইথেন, প্রোপেন এবং বুটেন। ইথেন, প্রোপেন এবং বুটেন হলও অ্যালকেন, তবে এগুলির আণবিক ভর মিথেনের তুলনায় বেশি। CNG-তে এই উপাদানগুলির পরিমাণ সাধারণত 2% থেকে 10% এর মধ্যে থাকে।

CNG হল একটি পরিবেশবান্ধব জ্বালানী যা যানবাহনের জন্য একটি ভাল বিকল্প। CNG তেল ও গ্যাসের তুলনায় বেশি দক্ষ এবং কম দূষণকারী।

আরও পড়ুনঃ 
7 thoughts on “Madhyamik ABTA Test Papers 2024 : Physical Science Page 112”
    1. Hlstirs migv vijfsfu z mlojhfdf hdzcgjpjd vvnt hdabotecch kzzttuygo jggthkc dweoopfdcbo kkyfkndnd ddbdhtrsjfylv

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Insert math as
Block
Inline
Additional settings
Formula color
Text color
#333333
Type math using LaTeX
Preview
\({}\)
Nothing to preview
Insert
error: Content is protected !!