Sun. Dec 22nd, 2024

Madhyamik ABTA Test Papers 2024 : Physical Science Page 241

বিভাগ-ক’। বহু বিকল্পভিত্তিক প্রশ্ন। প্রতিটি প্রশ্নের নীচে চারটি করে বিকল্প উত্তর দেওয়া আছে। যেটি ঠিক সেটি লেখো :

1.1 সবুজ ঘর প্রভাবের জন্য দায়ী –
(a) এক্স-রশ্মি
(b) গামা রশ্মি
(c) অবলোহিত রশ্মি
(d) অতিবেগুনি রশ্মি

1.2 প্রদত্ত কোনটি 310K-এর সমান –
(a) 30°C
(b) 37°C
(c) 0°C
(d) 27°C

ব্যাখ্যাঃ

কেলভিন এবং সেলসিয়াস স্কেলগুলির মধ্যে সম্পর্ক হল:

K = (°C + 273)

সুতরাং,

310K = (°C + 273)

310K – 273K = °C

37 = °C

অতএব, 310K হল 27°C-এর সমান।

 

1.3 একটি গ্যাসীয় মৌলের বাষ্পঘনত্ব 24, মৌলটির অণু ত্রি-পরমাণুক হলে পারমাণবিক ভর হবে –
(a) 32
(b) 16
(c) 48
(d) 8

ব্যাখ্যাঃ 

মৌলের আণবিক ভর = 2 × বাষ্পঘনত্ব

প্রদত্ত মৌলের বাষ্পঘনত্ব = 24

মৌলটির আণবিক ভর = 2 × 24 = 48

মৌলটির অণু ত্রি-পরমাণুক হলে, মৌলের আণবিক ভর = 3 × পারমাণবিক ভর

সুতরাং,

পারমাণবিক ভর = মৌলের আণবিক ভর / 3

পারমাণবিক ভর = 48 / 3 = 16

অতএব, উত্তর হল (b)।

1.4 একটি তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক (γa) ও প্রকৃত প্রসারণ গুণাঙ্কের (γr) সম্পর্ক –
(a) γa = γr
(b) γa > γr
(c) γa < γr
(d) বলা সম্ভব নয়।

আরও পড়ুনঃ 

1.5 ক্যামেরায় গঠিত প্রতিবিম্ব
(a) সদ্ ও অবশীর্ষ
(b) সদ্ ও সমশীর্ষ
(c) অসদ্ ও অবশীর্ষ
(d) অসদ্ ও সমশীর্ষ।

1.6 একবর্ণী আলোক রশ্মির প্রতিসরণের সময় কোন্ রাশিটি অপরিবর্তিত থাকে –
(a) বেগ
(b) কম্পাঙ্ক
(c) তরঙ্গ দৈর্ঘ্য
(d) সবকটি।

1.7 [ভোল্ট × কুলম্ব] কোন রাশির একক –
(a) কার্য
(b) ক্ষমতা
(c) রোধ
(d) প্রবাহ।

ব্যাখ্যাঃ ভোল্ট × কুলম্ব হল বৈদ্যুতিক ক্ষেত্রের একটি বিন্দুতে উপস্থিত বৈদ্যুতিক আধানকে সেই বিন্দু থেকে অন্য একটি বিন্দুতে সরানোর জন্য প্রয়োজনীয় কাজের পরিমাণ।

ভোল্ট (V) হল বৈদ্যুতিক বিভব পার্থক্যের একক। কুলম্ব (C) হল বৈদ্যুতিক আধানের একক। সুতরাং, ভোল্ট × কুলম্ব হল কার্যের একক

 

1.8 একটি তড়িৎ কোশের অভ্যন্তরীণ রোধ (r) ও বহিস্থ রোধ (R) হলে, বর্তনীর তুল্যরোধ –
(a) rR/(r+R)
(b) r+R
(c) (r + R)/2
(d) R + r/2 ।

1.9 সৌর শক্তির মূল উৎস –
(a) নিউক্লিয় সংযোজন
(b) নিউক্লিয় বিভাজন
(c) উভয়ই
(d) কোনোটিই নয়।

1.10 অম্লায়িত CuSO4 দ্রবণে H2S চালনা করলে কোন্ বর্ণের অধঃক্ষেপ পড়ে –
(a) সাদা
(b) গাঢ় নীল
(c) কালো
(d চকলেট বাদামী।

ব্যাখ্যাঃ অম্লায়িত CuSO4 দ্রবণে H2S চালনা করলে কালো অধঃক্ষেপ পড়ে। এই অধঃক্ষেপের রাসায়নিক নাম কপার সালফাইড (CuS)

CuSO4 + H2S → CuS↓ + H2SO4

1.11 নীচের কোনটি কিপযন্ত্রে প্রস্তুত করা যায় না
(a) CO2
(b) H2S
(c) H2
(d) N2

 

1.12 শ্রেণি-13-এর একটি মৌল M, ওই মৌলটির ক্লোরাইডের সংকেত
(a) MCl
(b) MCl3
(c) M2Cl3
(d) MCl2

ব্যাখ্যাঃ শ্রেণি-13-এর মৌলগুলি হল বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম এবং থ্যালিয়াম। এই মৌলগুলির সকলেই ত্রিযোজী, অর্থাৎ প্রতিটি পরমাণুতে তিনটি ইলেকট্রন থাকে। সুতরাং, এই মৌলগুলির ক্লোরাইডগুলিতে প্রতিটি মৌল তিনটি ক্লোরিন পরমাণুর সাথে যুক্ত থাকে।

অতএব, শ্রেণি-13-এর একটি মৌল M-এর ক্লোরাইডের সংকেত MCl3

1.13 ম্যাগনেটাইট কোন্ ধাতুর আকরিক –
(a) Fe
(b) Mg
(c) Mn
(d) Na

ব্যাখ্যাঃ ম্যাগনেটাইট (Fe3O4) হল আয়রনের একটি প্রধান আকরিক।

 

1.14 বিমানের কাঠামো তৈরিতে ব্যবহৃত সংকর ধাতু –
(a) জার্মান-সিলভার
(b) ইনভার
(c) ডুরালুমিন
(d) কনস্ট্যানটান।

1.15 অ্যাসিটিলিনের সমগণ –
(a) ইথাইন
(b) প্রোপিন
(c) প্রোপাইন
(d) প্রোপেন।

ব্যাখ্যাঃ অ্যাসিটিলিন (C2H2) হল একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন যাতে দুটি কার্বন পরমাণু একটি ত্রিবন্ধনে যুক্ত থাকে। প্রোপাইন (C3H4) হল অ্যাসিটিলিনের একটি সমগণ যাতে তিনটি কার্বন পরমাণু থাকে। প্রোপাইনেও একটি ত্রিবন্ধন থাকে

আরও পড়ুনঃ 

বিভাগ-‘খ’ 2. নীচের প্রশ্নগুলির উত্তর দাও : (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়):

2.1 বায়ুমণ্ডলের কোন্ স্তরে গ্যাসের অণুগুলি আয়নিত অবস্থায় থাকে।

উত্তরঃ আয়নোস্ফিয়ার স্তরে। 

অথবা,

বায়ুমণ্ডলের কোন্ স্তরে কৃত্রিম উপগ্রহ স্থাপন করা হয়।

উত্তরঃ বায়ুমণ্ডলের থার্মোস্ফিয়ারে কৃত্রিম উপগ্রহ স্থাপন করা হয়।

 

2.2 একটি জৈব গ্রিনহাউস গ্যাসের নাম লেখো।

উত্তরঃ মিথেন (CH4)

 

2.3 PV = (W/M)RT সমীকরণে M হল ______। (শূন্যস্থান পূরণ করো)।

উত্তরঃ মোলার ভর 

 

2.4 উষ্ণতার পরম স্কেলে বিশুদ্ধ জলের হিমাঙ্ক কত?

উত্তরঃ উষ্ণতার পরম স্কেলে বিশুদ্ধ জলের হিমাঙ্ক 273 কেলভিন

 

2.5 লোহার আয়তন প্রসারণ গুণাঙ্ক 36×10−6 K−1 হলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কত?

উত্তরঃ লোহার আয়তন প্রসারণ গুণাঙ্ক 36×10−6 K−1 হলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক হবে 12×10−6 K−1

ব্যাখ্যাঃ কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক = আয়তন প্রসারণ গুণাঙ্ক / 3

দেওয়া আছে, লোহার আয়তন প্রসারণ গুণাঙ্ক = 36×10−6 K−1

লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক হবে = 36×10−6 K−1 / 3 = 12×10−6 K−1

 

অথবা,

লোহার ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক ও আয়তন প্রসারণ গুণাঙ্কের অনুপাত কত?

উত্তরঃ লোহার ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক (β) ও আয়তন প্রসারণ গুণাঙ্কের (γ) অনুপাত = 2 : 3

 

2.6 অবতল দর্পণের ফোকাস ও বক্রতা কেন্দ্রের মধ্যবর্তী কোনো বিন্দুতে রাখা বস্তুর প্রতিবিম্ব কোন্ অবস্থানে গঠিত হবে।

উত্তরঃ অবতল দর্পণের ফোকাস ও বক্রতা কেন্দ্রের মধ্যবর্তী কোনো বিন্দুতে রাখা বস্তুর প্রতিবিম্ব দর্পণটির ফোকাস-এর বাইরে গঠিত হবে।

অথবা,

কোন ক্ষেত্রে μ=sin i/sin r সম্পর্কটি প্রযোজ্য নয়?

উত্তরঃ μ=sin i/sin r সম্পর্কটি অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন (total internal reflection) -এর ক্ষেত্রে প্রযোজ্য নয়।

 

2.7 1 BOT এর মান কত জুলের সমান হয়।

উত্তরঃ 1 BOT = 3.6×106 জুল 

 

অথবা,

যদি কোনো বিন্দুর তড়িৎ বিভব v হয়, তবে q পরিমাণ ধনাত্মক আধান ঐ বিন্দুতে আনতে কত কার্য করতে হবে।

উত্তরঃ যদি কোনো বিন্দুর তড়িৎ বিভব v হয়, তবে q পরিমাণ ধনাত্মক আধান ঐ বিন্দুতে আনতে কৃতকার্য করতে হবে = v × q

 

2.8 রোধাঙ্গের SI একক লেখো।

উত্তরঃ রোধাঙ্গের SI একক ওহম-মিটার (Ω-m)

 

2.9 একটি তরল সন্ধিগত ধাতুর নাম লেখো।

উত্তরঃ মার্কারি একটি তরল সন্ধিগত ধাতু।

 

2.10 এমন একটি যৌগের উদাহরণ দাও যেখানে সমযোজী ত্রিবন্ধন উপস্থিত থাকে।

উত্তরঃ অ্যাসিটিলিন (C2H2) হল একটি যৌগের উদাহরণ যেখানে সমযোজী ত্রিবন্ধন উপস্থিত থাকে।

 

2.11 α, β, γ- রশ্মিকে ভেদন ক্ষমতার ঊর্ধ্বক্রমে সাজাতে।

উত্তরঃ α < β < γ

আরও পড়ুনঃ 

Madhyamik ABTA Test Papers 2024 Bangla Solution

Madhyamik ABTA Test Papers 2024 English Solution 

Madhyamik ABTA Test Papers 2024 History Solution 

Madhyamik ABTA Test Papers 2024 Geography Solution

Madhyamik ABTA Test Papers 2024 Physical Science Solution

Madhyamik ABTA Test Papers 2024 Mathematics Solution 

Madhyamik ABTA Test Papers 2024 Life Science Solution 

 

2.12 বামস্তম্ভের সঙ্গে ডানস্তম্ভের সামঞ্জস্য বিধান করো :

বামস্তম্ভ ডানস্তত্ত
2.12.1 একটি ক্ষারীয় মৃত্তিকা ধাতু (a) Sn
2.12.2 কার্বন-বিজারণ পদ্ধতিতে প্রস্তুত করা যায় (b) Cu
2.12.3 ব্রোঞ্জে উপস্থিত (c) Zn
2.12.4 সন্ধিগত মৌল (d) Mg

উত্তরঃ 

বামস্তম্ভ ডানস্তত্ত
2.12.1 একটি ক্ষারীয় মৃত্তিকা ধাতু (d) Mg
2.12.2 কার্বন-বিজারণ পদ্ধতিতে প্রস্তুত করা যায় (c) Zn
2.12.3 ব্রোঞ্জে উপস্থিত (a) Sn
2.12.4 সন্ধিগত মৌল (b) Cu

 

2.13 ক্রমবর্ধমান পরমাণুর আকার অনুযায়ী সাজাও : P, Na, Al, S

উত্তরঃ S < P < Al < Na 

 

অথবা,

একটি মৌলের পরমাণু ক্রমাঙ্ক 15, আধুনিক পর্যায় সারণিতে মৌলটির অবস্থান কী?

উত্তরঃ পরমাণু ক্রমাঙ্ক 15 (ইলেক্ট্রন বিন্যাস : 2, 8, 5)) -এর মৌলটি হল ফসফরাস। এটি একটি অধাতু এবং পর্যায় সারণির তৃতীয় পর্যায়ের 15-নং শ্রেণিতে অবস্থিত।

 

2.14 H2S গ্যাসের সংস্পর্শে ক্ষারীয় সোডিয়াম নাইট্রো সাইড দ্রবণের বর্ণ কী হয়?

উত্তরঃ বেগুনি। 

 

2.15 ওলিয়ামের রাসায়নিক নাম কী?

উত্তরঃ ওলিয়ামের রাসায়নিক নাম হল পাইরো সালফিউরিক অ্যাসিড (Pyrosulphuric acid)।

 

2.16 অসওয়াল্ড পদ্ধতিতে HNO3-এর শিল্প প্রস্তুতিতে ব্যবহৃত অণুঘটক কী?

উত্তরঃ Pt-Rh তারজালি। 

 

2.17 PTFE-এর মনোমারটির নাম লেখো।

উত্তরঃ PTFE-এর মনোমারটির নাম হল টেট্রাফ্লোরোইথিলিন (Tetrafluoroethylene)।

 

অথবা,

CH3CH2CHO-এর কার্যকরী মূলকঘটিত সমাবয়বটির নাম লেখো।

উত্তরঃ CH3CH2CHO-এর কার্যকরী মূলকঘটিত সমাবয়ব হল CH3COCH3, যা অ্যাসিটোন নামে পরিচিত।

 

2.18 IUPAC নাম লেখো CH3-CH=CH2

উত্তরঃ 1-প্রোপিন। 

 

আরও পড়ুনঃ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Insert math as
Block
Inline
Additional settings
Formula color
Text color
#333333
Type math using LaTeX
Preview
\({}\)
Nothing to preview
Insert
error: Content is protected !!