Madhyamik ABTA Test Papers 2024 : Physical Science Page 330
বিভাগ-ক’। বহু বিকল্পভিত্তিক প্রশ্ন। প্রতিটি প্রশ্নের নীচে চারটি করে বিকল্প উত্তর দেওয়া আছে। যেটি ঠিক সেটি লেখো :
1.1 নীচের কোন্ গ্যাসটি ভূ-পৃষ্ঠ থেকে দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট অবলোহিত রশ্মি শোষণ করে –
(a) N2
(b) O2
(c) CH4
(d) He
ব্যাখ্যাঃ ভূ-পৃষ্ঠ থেকে দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট অবলোহিত রশ্মি শোষণ করার ক্ষমতা সবচেয়ে বেশি CH4 গ্যাসের। N2, O2 এবং He গ্যাসগুলির তুলনায় CH4 গ্যাসের অণুর আকার বড় এবং এতে বেশি পরিমাণে হাইড্রোজেন পরমাণু রয়েছে। হাইড্রোজেন পরমাণুগুলি দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট অবলোহিত রশ্মি শোষণে সক্ষম।
1.2 কোনটি বাস্তবে সম্ভব নয়—
(a) 100°C
(b) −100°C
(c) 100 K
(d) −100K
1.3 9 গ্রাম জলে অণু সংখ্যা ‘n’ হলে 22 গ্রাম CO2-তে অণু সংখ্যা হবে –
(a) 2n
(b) n
(c) 3n
(d) 4n
ব্যাখ্যাঃ
জলের আণবিক ভর = 1 মোল জল = 18 গ্রাম জল সুতরাং, 9 গ্রাম জলে মোলের সংখ্যা = 9/18 = 0.5 মোল আবার, CO2 -এর আণবিক ভর = 1 মোল CO2 = 44 গ্রাম CO2 সুতরাং, 22 গ্রাম CO2 তে মোলের সংখ্যা = 22/44 = 0.5 মোল সুতরাং, 0.5 মোল জলে অনুর সংখ্যা ‘n’ হলে 0.5 মোল CO2 তে অনুর সংখ্যা হবে ‘n’ |
1.4 দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক নীচের কোন্ ক্ষেত্রে প্রযোজ্য –
(a) কঠিন
(b) তরল
(c) গ্যাসীয়
(d) কোনোটিই নয়
1.5 কোনো অবতল দর্পণে বক্রতা কেন্দ্রগামী রশ্মি আপতন কোণের মান –
(a) 0°
(b) 90°
(c) 180°
(d) 45°
1.6 বিচ্ছুরণের ক্ষেত্রে সঠিক ক্রমটি লেখো –
(a) μR > μV
(b) μR < μV
(c) μR = μV
(d) কোনোটিই নয়
1.7 এক কুলম্ব আধানে ইলেকট্রন সংখ্যা প্রায় –
(a) 2.60×1019
(b) 2.65×1018
(c) 6.00×1019
(d) 6.25×1018
1.8 কোশের তড়িৎ চালক বলের একক হল –
(a) নিউটন
(b) জুল
(c) ভোল্ট
(d) ওহম
1.9 নীচের রশ্মিগুলির মধ্যে গ্যাসকে আয়নিত করার ক্ষমতা কোনটির সবচেয়ে বেশি –
(a) α রশ্মি
(b) β রশ্মি
(c) γ রশ্মি
(d) X রশ্মি
1.10 2নং পর্যায়ের তীব্র জারণ ধর্মী মৌলটি হল –
(a) O2
(b) Cl2
(c) F2
(d) Br2
Madhyamik ABTA Test Papers 2024 Bangla Solution
Madhyamik ABTA Test Papers 2024 English Solution
Madhyamik ABTA Test Papers 2024 History Solution
Madhyamik ABTA Test Papers 2024 Geography Solution
Madhyamik ABTA Test Papers 2024 Physical Science Solution
1.11 সমযোজী বন্ধন দেখা যায় কোন্ অণুতে
(a) ক্যালসিয়াম ক্লোরাইড
(b) ম্যাগনেশিয়াম ক্লোরাইড
(c) সোডিয়াম ক্লোরাইড
(d) হাইড্রোজেন ক্লোরাইড
1.12 জলীয় দ্রবণে একটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য হল –
(a) H2SO4
(b) NaCl
(c) CH3COOH
(d) NaOH
1.13 সদ্য প্রস্তুত নাইট্রোপ্রুসাইড দ্রবণে H2S গ্যাস চালনা করিলে দ্রবণের বর্ণ হয় –
(a) বেগুনি
(b) লাল
(c) হলুদ
(d) নীল
1.14 নীচের কোনটি অ্যালুমিনিয়ামের আকরিক বক্সাইটের সংকেত –
(a) Al2O3
(b) Al2O3, 2H2O
(c) Al2O3, 3H2O
(d) AlF3, 2NaF
1.15 অ্যালকাইনের সাধারণ সংকেত –
(a) CnH2n+2
(b) CnH2n−2
(c) CnH2n
(d) CnH2n+1
বিভাগ- ‘খ’ 2. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও : (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) :
2.1 বায়ুমণ্ডলে কোন্ স্তরে কৃত্রিম উপগ্রহ থাকে?
উত্তরঃ বায়ুমণ্ডলে থার্মোস্ফিয়ার-এ কৃত্রিম উপগ্রহ থাকে।
2.1 তাপন মূল্যের S.I এককটি লেখো।
উত্তরঃ তাপনের মূল্যের S.I এককটি হল জুল/কিলোগ্রাম (J/kg)।
অথবা,
বায়োগ্যাসের মূল উপাদানগুলি কী কী?
উত্তরঃ বায়োগ্যাসের মূল উপাদানগুলি হল:
- মিথেন (CH4): বায়োগ্যাসের প্রধান উপাদান হল মিথেন। বায়োগ্যাসের মোট ভরের প্রায় 50-70% মিথেন থাকে। মিথেন একটি বিশুদ্ধ জ্বালানী, যা জ্বালালে প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন হয়।
- কার্বন ডাই অক্সাইড (CO2): বায়োগ্যাসের দ্বিতীয় প্রধান উপাদান হল কার্বন ডাই অক্সাইড। বায়োগ্যাসের মোট ভরের প্রায় 25-45% কার্বন ডাই অক্সাইড থাকে। কার্বন ডাই অক্সাইড একটি গ্রিনহাউস গ্যাস, যা বায়ুমণ্ডলে তাপ ধরে রাখতে সাহায্য করে।
- অন্যান্য গ্যাস: বায়োগ্যাসে অন্যান্য গ্যাসের পরিমাণ তুলনামূলকভাবে কম। এই গ্যাসগুলির মধ্যে রয়েছে হাইড্রোজেন (H2), হাইড্রোজেন সালফাইড (H2S), জলীয় বাষ্প (H2O), নাইট্রোজেন (N2), অক্সিজেন (O2), অ্যামোনিয়া (NH3) ইত্যাদি।
2.3 কী শর্তে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে?
উত্তরঃ উচ্চ তাপমাত্রা বা নিম্ন চাপে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে।
2.4 S.T.P-তে 64g অক্সিজেনের এবং 22.4 লিটার কার্বন-ডাই অক্সাইডের অণু সংখ্যার অনুপাত কত?
উত্তরঃ S.T.P-তে 64g অক্সিজেনের এবং 22.4 লিটার কার্বন-ডাই অক্সাইডের অণু সংখ্যার অনুপাত = 2 : 1
ব্যাখ্যাঃ
S.T.P-তে 1 মোল গ্যাসের আয়তন 22.4 লিটার। 64g অক্সিজেন = 64/32 = 2 মোল অক্সিজেন। 22.4 লিটার কার্বন-ডাই অক্সাইড = 22.4/22.4 = 1 মোল কার্বন-ডাই অক্সাইড। অক্সিজেনের 2 মোলে অণু সংখ্যা = 2×(6.022 × 1023) কার্বন-ডাই অক্সাইডের 1 মোলে অণু সংখ্যা = 6.022 × 1023 সুতরাং, 64g অক্সিজেনের এবং 22.4 লিটার কার্বন-ডাই অক্সাইডের অণু সংখ্যার অনুপাত = 2×(6.022 × 1023) : (6.022 × 1023) = 2 : 1 উত্তর: 2:1 |
2.5 নীচের বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো:
গ্যাসের আয়তন প্রসারণ শুধুমাত্র চাপের উপর নির্ভরশীল।
উত্তরঃ বিবৃতিটি মিথ্যা।
ব্যাখ্যাঃ গ্যাসের আয়তন প্রসারণ চাপ এবং তাপমাত্রার উপর নির্ভর করে। চাপ হ্রাস করলে বা তাপমাত্রা বৃদ্ধি করলে গ্যাসের আয়তন প্রসারিত হয়। চাপ বৃদ্ধি করলে বা তাপমাত্রা হ্রাস করলে গ্যাসের আয়তন সংকুচিত হয়।
সুতরাং, গ্যাসের আয়তন প্রসারণ শুধুমাত্র চাপের উপর নির্ভরশীল নয়। সঠিক বিবৃতি হল: গ্যাসের আয়তন প্রসারণ চাপ এবং তাপমাত্রার উপর নির্ভরশীল। |
অথবা,
S.I পদ্ধতিতে তাপ পরিবাহীতার একক লেখো।
উত্তরঃ S.I পদ্ধতিতে তাপ পরিবাহীতার এককটি হল ওয়াট/মিটার-কেলভিন (W/m-K)।
2.6 অবতল দর্পণের একটি ব্যবহার লেখো।
উত্তরঃ অবতল দর্পণের একটি গুরুত্বপূর্ণ ব্যবহার হল গাড়ির হেডলাইটের প্রতিফলক।
Note: হেডলাইটে অবতল দর্পণ ব্যবহার করা হয় কারণ এটি আলোকে একটি নির্দিষ্ট দিকে ফোকাস করতে পারে। হেডলাইটের অবতল দর্পণটি গাড়ির সামনের দিকে থাকে এবং এটি আলোকে রাস্তার দিকে ফোকাস করে। এটি রাতে গাড়ি চালানোর সময় রাস্তা ভালোভাবে দেখার জন্য সাহায্য করে।
Madhyamik ABTA Test Papers 2024 Bangla Solution
Madhyamik ABTA Test Papers 2024 English Solution
Madhyamik ABTA Test Papers 2024 History Solution
Madhyamik ABTA Test Papers 2024 Geography Solution
Madhyamik ABTA Test Papers 2024 Physical Science Solution
2.7 উত্তল লেন্সে প্রধান অক্ষের সমান্তরাল কোন্ রশ্মি লেন্স দ্বারা প্রতিসরণের পর কোন পথে যায়?
উত্তরঃ উত্তল লেন্সে প্রধান অক্ষের সমান্তরাল রশ্মি লেন্স দ্বারা প্রতিসরণের পর প্রধান ফোকাসের দিকে বাঁক নেয়। অর্থাৎ, এই রশ্মিগুলি লেন্স দ্বারা প্রতিসৃত হয়ে প্রধান ফোকাস দিয়ে যায়।
2.8 অ-ওহমীয় পরিবাহীর উদাহরণ দাও।
উত্তরঃ অর্ধপরিবাহী (যেমন সিলিকন, জার্মেনিয়াম প্রভৃতি) হলো অ-ওহমীয় পরিবাহী।
2.9 ফিউজ তারের উপাদানগুলি কী কী?
উত্তরঃ ফিউজ তারের উপাদানগুলি হলো টিন (Sn) ও সীসা (Pb)
2.10 92U238→ ? + 90Th234
উত্তরঃ 92U238→ α কণা (বা, 2He4) + 90Th234
অথবা,
নিউক্লিয় সংযোজনে যে শক্তি উৎপন্ন হয় তার উৎস কী?
উত্তরঃ নিউক্লিয় সংযোজনে যে শক্তি উৎপন্ন হয় তার উৎস হল আন্তঃনিউক্লিয় শক্তি।
Note: আন্তঃনিউক্লিয় শক্তি হল নিউক্লিয় সংযোজনের ফলে মুক্তি পাওয়া শক্তি।
2.11 বামস্তম্ভের সঙ্গে ডানস্তম্ভের সামঞ্জস্য সাধন করো :
বামস্তম্ভ | ডানস্তম্ভ |
2.11.1 একটি সন্ধিগত মৌল | (a) Po |
2.11.2 ডুরালুমিনে যে ধাতুটির শতকরা পরিমাণ সর্বাধিক | (b) Cu |
2.11.3 অ্যানোড মাড | (c) Al |
2.11.4 ইউরেনিয়ামোত্তর মৌল | (d) Fe |
উত্তরঃ
বামস্তম্ভ | ডানস্তম্ভ |
2.11.1 একটি সন্ধিগত মৌল | (d) Fe |
2.11.2 ডুরালুমিনে যে ধাতুটির শতকরা পরিমাণ সর্বাধিক | (c) Al |
2.11.3 অ্যানোড মাড | (b) Cu |
2.11.4 ইউরেনিয়ামোত্তর মৌল | (a) Po |
2.12 Al2O3 যৌগে অ্যালুমিনিয়ামের যোজ্যতা ইলেকট্রন কয়টি?
উত্তরঃ Al2O3 যৌগে অ্যালুমিনিয়ামের যোজ্যতা ইলেকট্রন সংখ্যা 3
2.13 গলিত NaCl তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে কী উৎপন্ন হয়?
উত্তরঃ গলিত NaCl তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে ক্লোরিন গ্যাস (Cl2) উৎপন্ন হয়।
অথবা,
লোহার চামচে নিকেলের প্রলেপ দিতে ক্যাথোড হিসাবে কী ব্যবহার করবে?
উত্তরঃ লোহার চামচে নিকেলের প্রলেপ দিতে ক্যাথোড হিসাবে লোহার চামচ ব্যবহার করবো।
2.14 ধাতুব পরিবাহীতে তড়িৎ পরিবহণ করে।(সত্য / মিথ্যা)
উত্তরঃ বিবৃতিটি সত্য।
2.15 নাইট্রোলিম কী?
উত্তরঃ 1100°C উষ্ণতায় ক্যালসিয়াম কার্বাইডের (CaC2) ওপর দিয়ে নাইট্রোজেন (N2) গ্যাস চালনা করলে ক্যালসিয়াম সায়নামাইড (CaCN2) ও কার্বনের একটি ধূসর মিশ্রণ উৎপন্ন হয়, এই মিশ্রনকেই নাইট্রোলিম বলে।
রাসায়নিক বিক্রিয়াটি হলো :
\( CaC_{2}+N_{2}\xrightarrow[]{1100^{\circ}C}CaCN_{2}+C \)
অথবা,
লা ব্ল্যাঙ্ক পদ্ধতিতে HCl প্রস্তুতিতে বিকারক হিসেবে কী ব্যবহার করা হয়?
উত্তরঃ লা ব্ল্যাঙ্ক পদ্ধতিতে HCl প্রস্তুতিতে বিকারক হিসেবে সোডিয়াম ক্লোরাইড (NaCl) এবং গাঢ় সালফিউরিক অ্যাসিড (H2SO4) ব্যবহার করা হয়।
2.16 সিলভার নাইট্রেটের জলীয় দ্রবণে হাইড্রোজেন সালফাইড গ্যাস চালনা করিলে যে কালো বর্ণের অধঃক্ষেপ পড়ে তার সংকেত লেখো।
উত্তরঃসিলভার নাইট্রেটের জলীয় দ্রবণে হাইড্রোজেন সালফাইড গ্যাস চালনা করলে যে কালো বর্ণের অধঃক্ষেপ পড়ে তার সংকেত হল Ag₂S (সিলভার সালফাইড)।
রাসায়নিক বিক্রিয়া:
\( 2AgNO_{3} + H_{2}S → Ag_{2}S + 2HNO_{3} \)
2.17 CH3COCH3 এর IUPAC নাম লেখো।
উত্তরঃ 2-propanone (2-প্রোপানোন)
অথবা,
ইথিলিনের অণুতে H-C-H বন্ধন কোণের মান কত?
উত্তরঃ ইথিলিনের অণুতে H-C-H বন্ধন কোণের মান 120°
2.18 একটি প্রাকৃতিক পলিমারের উদাহরণ দাও।
উত্তরঃ প্রাকৃতিক পলিমারের উদাহরণ হলো –
- ধানের খড়
- তুলো
- DNA
Madhyamik ABTA Test Papers 2024 Bangla Solution
Madhyamik ABTA Test Papers 2024 English Solution
Madhyamik ABTA Test Papers 2024 History Solution
Madhyamik ABTA Test Papers 2024 Geography Solution
Madhyamik ABTA Test Papers 2024 Physical Science Solution