Mon. Dec 23rd, 2024

ABTA Test Paper 2021-22 Geography Page 188

 

ABTA Test Paper 2021-22 Geography Page 188

বিভাগ – ‘ক’

১। বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো :

১.১ বর্হিজাত শক্তির মূল উৎস হল –

(ক) সূর্য

(খ) নদী

(গ) বায়ু

(ঘ) হিমবাহ

উত্তরঃ (ক) সূর্য

 

১.২ প্রশস্ত নদীর মোহনাকে বলে –

(ক) ব-দ্বীপ

(খ) খাঁড়ি

(গ) প্লাবনভূমি

(ঘ) ক্যানিয়ন

উত্তরঃ (খ) খাঁড়ি

 

১.৩ পলল শঙ্কু ও পললব্যজনী গঠিত হয় –

(ক) পর্বতের উচ্চভাগে

(খ) পর্বতের পাদদেশে

(গ) ব-দ্বীপ অঞ্চলে

(ঘ) উপকূল অঞ্চল

উত্তরঃ (খ) পর্বতের পাদদেশে

 

১.৪ ‘Basket of egg topography’ গঠন করে –

(ক) এসকার

(খ) গ্রাবরেখা

(গ) ড্রামলিন

(ঘ) হিমদ্রোনী

উত্তরঃ (গ) ড্রামলিন

 

১.৫ মরু অঞ্চলের শুষ্ক নদীঘাতকে বলে –

(ক) প্লায়া

(খ) ওয়াদি

(গ) বাজাদা

(ঘ) পেডিমেন্ট

উত্তরঃ (খ) ওয়াদি

 

১.৬ শিবালিক হিমালয়ের পাদদেশীয় অঞ্চলে ক্ষুদ্র ক্ষুদ্র শিলাখন্ড সঞ্চিত হয়ে যে সমভূমি গঠিত হয়েছে তাকে বলে –

(ক) খাদার

(খ) ভাঙ্গর

(গ) ভাবর

(ঘ) বেট

উত্তরঃ (গ) ভাবর

 

১.৭ ভারতের বৃহত্তম কয়ালের উদাহরণ –

(ক) অষ্টমুদি

(খ) চিল্কা

(গ) কোলেবু

(ঘ) ভেম্বনাদ

উত্তরঃ (ঘ) ভেম্বনাদ

 

১.৮ ভারতের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনা হল –

(ক) ভাকরা-নাঙ্গাল

(খ) দামোদর

(গ) রিহান্দ

(ঘ) হিরাকুঁদ

উত্তরঃ (ক) ভাকরা-নাঙ্গাল

 

১.৯ ভারতে ‘পশ্চিমী ঝঞ্ঝার পাদুভবি দেখা যায় –

(ক) গ্রীষ্মকালে

(খ) বর্ষাকালে

(গ) শীতকালে

(ঘ) শরৎকালে

উত্তরঃ (গ) শীতকালে

 

১.১০ ভারতের কৃষ্ণমৃত্তিকা সৃষ্টি হয়েছে –

(ক) গ্রানাইট

(খ) ব্যাসল্ট

(গ) নিস

(ঘ) কাদাপাথর থেকে

উত্তরঃ (খ) ব্যাসল্ট

 

১.১১ একটি ম্যানগ্রোভ বৃক্ষের উদাহরণ হল –

(ক) বাবলা

(খ) তুঁত

(গ) মেহগিনি

(ঘ) গরান

উত্তরঃ (ঘ) গরান

 

১.১২ বলউইভিল যে গাছের ক্ষতিকারক পোকা –

(ক) ইক্ষু

(খ) চা

(গ) কার্পাস

(ঘ) কফি

উত্তরঃ (গ) কার্পাস

 

১.১৩ ভারতের বৃহত্তম মোটরগাড়ি নির্মাণকেন্দ্রটি অবস্থিত –

(ক) জামশেদপুরে

(খ) গুরগাঁও-এ

(গ) পুনেতে

(ঘ) মুম্বাইতে

উত্তরঃ (গ) (খ) গুরগাঁও-এ

 

১.১৪ উত্তর-পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয় –

(ক) জলপাইগুড়ি

(খ) শিলিগুড়ি

(গ) কলকাতা

(ঘ) মুম্বাই শহরকে

উত্তরঃ (খ) শিলিগুড়ি

ABTA Test Paper 2021-22 Geography Page 188

ABTA Test Paper 2021-22 Geography Page 188

বিভাগ – ‘খ’

২। ২.১ নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে ‘শু’ এবং অশুদ্ধ হলে ‘অ’ লেখো (যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও) :

২.১.১ দুটি নদী অববাহিকার মধ্যবর্তী উচ্চস্থানকে জলবিভাজিকা বলে।

উত্তরঃ শু

২.১.২ পর্বত গাত্র ও হিমবাহের মধ্যে যে ফাঁক দেখা যায় তাকে ক্রেভাস বলে।

উত্তরঃ অ

২.১.৩ লাদাখ মালভূমি লাভা মালভূমির উদাহরণ।

উত্তরঃ অ

২.১.৪ বায়ু ও জলধারার সঞ্চয় কাজের ফলে বাজাদা গড়ে ওঠে।

উত্তরঃ শু

২.১.৫ ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক হল – NH-44।

উত্তরঃ অ

২.১.৬ বিশাখাপত্তনম ভারতের একমাত্র শুল্কমুক্ত বন্দর।

উত্তরঃ শু

২.১.৭ উত্তর ভারতের ম্যাঞ্চেস্টার বলা হয় এলাহাবাদকে।

উত্তরঃ অ

ABTA Test Paper 2021-22 Geography Page 188

 

২.২ উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো (যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও) :

২.২.১ নদীগর্ভে অবঘর্ষ প্রক্রিয়ায় সৃষ্ট গর্তগুলিকে বলে __________।

উত্তরঃ মন্থকূপ

২.২.২ থর মরুভূমিতে চলমান বালিয়াড়িকে _________ বলে।

উত্তরঃ ধ্রিয়ান

২.২.৩ কাজিরাঙা অভয়ারণ্য __________ রাজ্যে অবস্থিত।

উত্তরঃ অসম

২.২.৪ ডেকানট্র্যাপের __________ মৃত্তিকা কার্পাস চাষের পক্ষে উপযুক্ত।

উত্তরঃ কৃষ্ণ

২.২.৫ অসমে কালবৈশাখী ঝড় __________ নামে পরিচিত।

উত্তরঃ বরদৈছিলা

২.২.৬ রাজ্য পুর্নগঠন কমিশন স্থাপিত হয় _________ সালে।

উত্তরঃ ১৯৫৩

২.২.৭ ভারতের যোগ জলপ্রপাতটি __________ নদীর উপর অবস্থিত।

উত্তরঃ সরাবতী

ABTA Test Paper 2021-22 Geography Page 188

 

২.৩ একটি বা দুটি শব্দে উত্তর দাও (যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও) :

২.৩.১ সমুদ্রে ভাসমান বিশাল আকৃতির বরফের স্তূপকে কি বলে?

উত্তরঃ হিমশৈল

২.৩.২ নদীর জলপ্রবাহ মাপার এককের নাম কি?

উত্তরঃ কিউসেক

২.৩.৩ ভারতের কোন্‌ রাজ্য বৃষ্টির জল সংরক্ষণে সর্বাধিক অগ্রণী?

উত্তরঃ তামিলনাড়ু

২.৩.৪ ভারতের মরু অঞ্চলে কোন্‌ ধরনের স্বাভাবিক উদ্ভিদ দেখা যায়?

উত্তরঃ জেরোফাইট

২.৩.৫ ভারতের ইক্ষু গবেষণাগার কোথায় অবস্থিত?

উত্তরঃ লক্ষনৌ 

২.৩.৬ কেরালার উপকূলের উপহ্রদগুলিকে স্থানীয় ভাষায় কী বলে?

উত্তরঃ কয়াল

২.৩.৭ SAIL – এর সদর দপ্তর কোথায় অবস্থিত?

উত্তরঃ কলকাতা

২.৩.৮ ভারতের কোন্‌ রাজ্যে ঘনঘনত্ব সবচেয়ে বেশি?

উত্তরঃ বিহার

ABTA Test Paper 2021-22 Geography Page 188

 

২.৪ বামদিকের সাথে ডানদিকের গুলি মিলিয়ে লেখো :

বামদিক

ডানদিক

২.৪.১ আঁধি

২.৪.২ কারেওয়া

২.৪.৩ মার্মাগাঁও

২.৪.৪ নুনাটাক্‌স

(১) লৌহ আকরিক রপ্তানিকারক বন্দর

(২) ধূলিঝড়

(৩) বরফমুক্ত পর্বত শিখর

(ঘ) মৃত্তিকা

উত্তরঃ

বামদিক

ডানদিক

২.৪.১ আঁধি

২.৪.২ কারেওয়া

২.৪.৩ মার্মাগাঁও

২.৪.৪ নুনাটাক্‌স

(২) ধূলিঝড়

(ঘ) মৃত্তিকা

(১) লৌহ আকরিক রপ্তানিকারক বন্দর

(৩) বরফমুক্ত পর্বত শিখর

ABTA Test Paper 2021-22 Geography Page 188

Thank You

ABTA Test Paper 2021-22 Geography Page 188

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Insert math as
Block
Inline
Additional settings
Formula color
Text color
#333333
Type math using LaTeX
Preview
\({}\)
Nothing to preview
Insert
error: Content is protected !!