Sun. Oct 1st, 2023

ABTA Test Paper 2021-22 Geography Page 57

 

ABTA Test Paper 2021-22 Geography Page 57

বিভাগ – ‘ক’

১। বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো :

১.১ পর্যায়ন কথাটি প্রথম ব্যবহার করেন –

(ক) ডব্লিউ এম ডেভিস

(খ) এল সি কিং

(গ) জি কে গিলবার্ট

(ঘ) ডব্লিউ পেঙ্ক

উত্তরঃ (গ) জি কে গিলবার্ট

 

১.২ মরুভূমির পেডিপ্লেন অঞ্চলের ক্ষয়প্রাপ্ত অবশিষ্ট পাহাড়কে বলে –

(ক) ইয়ারদাঙ

(খ) জিউগেন

(গ) মেসা

(ঘ) ইনসেলবার্জ

উত্তরঃ (ঘ) ইনসেলবার্জ

 

১.৩ মিসিসিপি নদীর ব-দ্বীপ দেখতে –

(ক) ধনউকের মতো

(খ) ত্রিভুজের মতো

(গ) পাখির পায়ের মতো

(ঘ) করাতের দাঁতের মতো

উত্তরঃ (গ) পাখির পায়ের মতো

 

১.৪ হিমবাহের উপর অবস্থিত সমান্তরাল ও আড়াআড়ি ফাটলকে বলে –

(ক) বার্গশ্রুন্ড

(খ) ক্রেভাস

(গ) ক্রেকস

(ঘ) এসকার

উত্তরঃ (খ) ক্রেভাস

 

১.৫ আফ্রিকার সাহারা মরুভূমিতে প্লায়া হ্রদ পরিচিত যে নামে –

(ক)  স্যালিনা

(খ) বোলসন

(গ) ধান্দ 

(ঘ) শট্‌স

উত্তরঃ (ঘ) শট্‌স

 

১.৬ ভারতের রাজ্য পুনর্গঠনের মূল ভিত্তি ছিল –

(ক) ভূ-প্রাকৃতিক বিভাগ

(খ) সাংস্কৃতিক পার্থক্য

(গ) ভাষা

(ঘ) সাধারণ খাদ্যাভ্যাস

উত্তরঃ (গ) ভাষা

 

১.৭ মুম্বাই ও পুনের সংযোগকারী গিরিপথটি হল –

(ক) ভোরঘাট

(খ) পালঘাট

(গ) থলঘাট

(ঘ) পশ্চিমঘাট

উত্তরঃ (ক) ভোরঘাট

 

১.৮ খাদারের অন্য নাম হল –

(ক) কালো মৃত্তিকা

(খ) লোহিত মৃত্তিকা

(গ) মরু মৃত্তিকা

(ঘ) নবীন পলি মৃত্তিকা

উত্তরঃ (ঘ) নবীন পলি মৃত্তিকা

 

১.৯ গোদাবরী নদীর উৎস হল –

(ক) ত্রিম্বকেশ্বর উচ্চভূমি

(খ) মহাবালেশ্বর

(গ) অমরকন্টক

(ঘ) ত্রিকুট পাহাড়

উত্তরঃ (ক) ত্রিম্বকেশ্বর উচ্চভূমি

 

১.১০ রেটুনিং পদ্ধতি প্রচলিত যে চাষের সাথে –

(ক) কার্পাস

(খ) গম

(গ) চা

(ঘ) আখ

উত্তরঃ (ঘ) আখ

 

১.১১ উত্তর ভারতের ম্যানচেস্টার বলা হয় যে শহরকে –

(ক) বেনারস

(খ) পুনে

(গ) কানপুর

(ঘ) এলাহাবাদ

উত্তরঃ (গ) কানপুর

 

১.১২ ভারতের একটি নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত হল –

(ক) কালবৈশাখী

(খ) আঁধি

(গ) পশ্চিমী ঝঞ্ঝা

(ঘ) ঘূর্ণিঝড়

উত্তরঃ (গ) পশ্চিমী ঝঞ্ঝা

 

১.১৩ ভারতের সর্বাধিক নগরায়ণ দেখা যায় যে রাজ্যে –

(ক) মহারাষ্ট্র

(খ) গোয়া

(গ) কেরালা

(ঘ) তামিলনাড়ু

উত্তরঃ (ক) মহারাষ্ট্র

 

১.১৪ ‘উন্নয়নের জীবনরেখা’ বলা হয় যে পরিবহণ ব্যবস্থাকে –

(ক) রেলপথ

(খ) সড়কপথ

(গ) আকাশপথ

(ঘ) জলপথ

উত্তরঃ (ঘ) জলপথ

ABTA Test Paper 2021-22 Geography Page 57

 

ABTA Test Paper 2021-22 Geography Page 57

বিভাগ – ‘খ’

২। ২.১ নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে ‘শু’ এবং অশুদ্ধ হলে ‘অ’ লেখো (যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও) :

২.১.১ হিমরেখার অবস্থান অক্ষাংশ ভেদে পরিবর্তিত হয়।

উত্তরঃ শু

২.১.২ অর্ধচন্দ্রকার বালিয়াড়ি সিফ নামে পরিচিত।

উত্তরঃ অ

২.১.৩ অলকানন্দা ও ভাগিরথী নদীর মিলন স্থল হল দেবপ্রয়াগ।

উত্তরঃ শু

২.১.৪ ভারতের উচ্চতম মালভূমি হল পামির।

উত্তরঃ অ

২.১.৫ সকল শিল্পের মেরুদন্ড বলা হয় পেট্রোরসায়ন শিল্পকে।

উত্তরঃ অ

২.১.৬ জনঘনত্ব হল মোট জনসংখ্যা ও মোট জমির ক্ষেত্রমানের অনুপাত।

উত্তরঃ শু

২.১.৭ কলকাতা বন্দর ভারতের একটি নদী বন্দর।

উত্তরঃ শু

ABTA Test Paper 2021-22 Geography Page 57

 

২.২ উপযুক্ত শব্দ বসিয়ে শূণ্যস্থান পূরণ করো (যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও) :

২.২.১ __________ হল বিশ্বের বৃহত্তম অপসারণজনিত গর্ত।

উত্তরঃ কাতারা

২.২.২ পলল শঙ্কু পর্বতের __________ অংশে গঠিত হয়।

উত্তরঃ পাদদেশীয়

২.২.৩ মৌসুমী বিস্ফোরণ দ্বারা __________ রাজ্যে প্রথম বৃষ্টিপাত শুরু হয়।

উত্তরঃ কেরালা

২.২.৪ ভাকরা-নাঙাল পরিকল্পনা __________ নদীর উপর গড়ে উঠেছে।

উত্তরঃ শতদ্রু

২.২.৫ ভারতের কার্পাস গবেষণাগার __________ অবস্থিত।

উত্তরঃ নাগপুর

২.২.৬ ভারতের একটি বৈদ্যুতিক রেলইঞ্জিন নির্মাণ কেন্দ্র হল __________।

উত্তরঃ চিত্তরঞ্জন

২.২.৭ সেন্সাস শহরের ন্যূনতম জনসংখ্যা হবে __________।

উত্তরঃ ৫০০০

ABTA Test Paper 2021-22 Geography Page 57

 

২.৩ একটি অথবা দুটি শব্দে উত্তর দাও (যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও) :

২.৩.১ দুটি নদী অববাহিকাকে পৃথক করে যে উচ্চভূমি তাকে কী বলে?

উত্তরঃ জলবিভাজিকা

২.৩.২ আদর্শ হিমবাহ উপত্যকার আকৃতি কিরূপ হয়?

উত্তরঃ ইংরেজি ইউ (U) আকৃতির হয়

২.৩.৩ ‘ভারতের নায়াগ্রা’ বলা হয় কোন্‌ জলপ্রপাত কে?

উত্তরঃ চিত্রকূট

২.৩.৪ ‘কারেওয়া’ মৃত্তিকা ভারতের কোন উপত্যকায় দেখা যায়?

উত্তরঃ কাশ্মীর উপত্যকায়

২.৩.৫ ভারতের দীর্ঘতম মেট্রোরেল পথ কোন্‌ শহরে রয়েছে?

উত্তরঃ দিল্লিতে

২.৩.৬ একটি জাইদ শস্যের নাম লেখো।

উত্তরঃ আয়ুশ ধান

২.৩.৭ ভারতের কোন্ বন্দরের মাধ্যমে সর্বাধিক কফি ও মশলা রপ্তানি হয়?

উত্তরঃ নিউ ম্যাঙ্গালোর

২.৩.৮ সোনালি চতুর্ভুজের দীর্ঘতম বাহু কোন্‌টি?

উত্তরঃ কলকাতা থেকে চেন্নাই

ABTA Test Paper 2021-22 Geography Page 57

 

২.৪ বামদিকের সাথে ডানদিকেরগুলি মিলিয়ে লেখো :

বামদিক

ডানদিক

২.৪.১ নিক পয়েন্ট

২.৪.২ পাঞ্চেত

২.৪.৩ সেরিকালচার

২.৪.৪ হাইটেক শহর

(১) হায়দ্রাবাদ

(২) জলপ্রপাত

(৩) দমোদর

(৪) রেশম মথ

উত্তরঃ 

বামদিক

ডানদিক

২.৪.১ নিক পয়েন্ট

২.৪.২ পাঞ্চেত

২.৪.৩ সেরিকালচার

২.৪.৪ হাইটেক শহর

(২) জলপ্রপাত

(৩) দমোদর

(৪) রেশম মথ

(১) হায়দ্রাবাদ

 

ABTA Test Paper 2021-22 Geography Page 57

Thank You

ABTA Test Paper 2021-22 Geography Page 57

4 thoughts on “ABTA Test Paper 2021-22 Geography Page 57”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!