Mon. Sep 16th, 2024

ABTA Test Paper 2021-22 History Page 489

 

ABTA Test Paper 2021-22 History Page 489

বিভাগ – ‘ক’

১। সঠিক উত্তরটি নির্বাচন করো :

১.১ বিপিনচন্দ্র পাল লিখেছেন –

(ক) সত্তর বৎসর

(খ) জীবন স্মৃতি

(গ) জীবনের ঝরাপাতা

(ঘ) আনন্দমঠ

উত্তরঃ (ক) সত্তর বৎসর

 

১.২ নতুন সামাজিক ইতিহাস চর্চার সূচনা হয় –

(ক) ১৯৪০ খ্রিস্টাব্দে

(খ) ১৯৫০ খ্রিস্টাব্দে

(গ) ১৯৮০ খ্রিস্টাব্দে

(ঘ) ১৯৬০ খ্রিস্টাব্দে

উত্তরঃ (ঘ) ১৯৬০ খ্রিস্টাব্দে

 

১.৩ ভারতের প্রথম নির্বাক চলচ্চিত্র হল –

(ক) চন্ডীদাস

(খ) দেনা পাওনা

(গ) জামাইষষ্ঠী

(ঘ) রাজা হরিশচন্দ্র

উত্তরঃ (ঘ) রাজা হরিশচন্দ্র

 

১.৪ ‘Historiography’ কথাটির অর্থ –

(ক) ইতিহাসের উপাদান

(খ) ইতিহাস চর্চা

(গ) ঐতিহাসিক তথ্য

(ঘ) ইতিহাসের রূপ

উত্তরঃ (খ) ইতিহাস চর্চা

 

১.৫ ভারতে পাশ্চাত্য শিক্ষাদানের পক্ষে মতপ্রকাশ করেন –

(ক) মেকলে

(খ) প্রিন্সেপ

(গ) কোলব্রুক

(ঘ) উইলসন

উত্তরঃ (ক) মেকলে

 

১.৬ ব্রাহ্মসমাজের মুখপত্র ছিল –

(ক) সংবাদ কৌমুদি

(খ) সমাচার দর্পণ

(গ) বঙ্গদর্শন

(ঘ) তত্ত্ববোধিনী পত্রিকা

উত্তরঃ (ঘ) তত্ত্ববোধিনী পত্রিকা

ABTA Test Paper 2021-22 History Page 489

 

১.৭ ‘বসু বিজ্ঞান মন্দির’ প্রতিষ্ঠা করেন –

(ক) সুভাষচন্দ্র বসু

(খ) সত্যেন্দ্রনাথ বসু

(গ) জগদীশচন্দ্র বসু

(ঘ) চন্দ্রমুখী বসু

উত্তরঃ (গ) জগদীশচন্দ্র বসু

 

১.৮ বাংলায় নারী শিক্ষা প্রসারে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন কে –

(ক) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

(খ) রাজা রামমোহন রায়

(গ) ডেভিড হেয়ার

(ঘ) কাদম্বনী গঙ্গোপাধ্যায়

উত্তরঃ (ক) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

 

১.৯ চুয়াড় বিদ্রোহের নেতৃত্ব দেন –

(ক) গঙ্গানারায়ণ সিংহ

(খ) সুজন সিংহ

(গ) দুর্জন সিংহ

(ঘ) সিংগরাই

উত্তরঃ (গ) দুর্জন সিংহ

 

১.১০ ‘দামিন-ই-শেহ’ তে বসবাস করত –

(ক) ওয়াহাবিরা

(খ) ফরাজিরা

(গ) সাঁওতালরা

(ঘ) কোলরা

উত্তরঃ (গ) সাঁওতালরা

 

১.১১ ‘হুল’ শব্দের অর্থ –

(ক) বিদ্রোহ

(খ) বিপ্লব

(গ) ধারালো

(ঘ) ঠান্ডা

উত্তরঃ (ক) বিদ্রোহ

 

১.১২ ‘খুঁৎকাঠি’ কথার অর্থ –

(ক) বিদ্রোহ

(খ) একক মালিকানা

(গ) যৌথ মালিকানা

(ঘ) বেগার শ্রম

উত্তরঃ (গ) যৌথ মালিকানা

ABTA Test Paper 2021-22 History Page 489

 

১.১৩ ‘Eighteen Fifty Seven’ গ্রন্থটির রচয়িতা –

(ক) রমেশচন্দ্র মজুমদার

(খ) তারাচাঁদ

(গ) সুরেন্দ্রনাথ সেন

(ঘ) শশীভূষণ চৌধুরী

উত্তরঃ (গ) সুরেন্দ্রনাথ সেন

 

১.১৪ ‘বঙ্গভাষা প্রকাশিকা সভা’ প্রতিষ্ঠিত হয় –

(ক) ১৮২৮ খ্রিস্টাব্দ

(খ) ১৮২৯ খ্রিস্টাব্দ

(গ) ১৮৩৬ খ্রিস্টাব্দ

(ঘ) ১৮৫৬ খ্রিস্টাব্দ

উত্তরঃ (খ) ১৮২৯ খ্রিস্টাব্দ

 

১.১৫ ‘বন্দেমাতরম’ সংগীতটি আছে –

(ক) গোরা উপন্যাসে

(খ) আনন্দমঠ উপন্যাসে

(গ) বর্তমান ভারত গ্রন্থে

(ঘ) পথের দাবী গ্রন্থে

উত্তরঃ (খ) আনন্দমঠ উপন্যাসে

 

১.১৬ ‘ভারতমাতা’ চিত্রটি আঁকেন –

(ক) অবনীন্দ্রনাথ ঠাকুর

(খ) রবীন্দ্রনাথ ঠাকুর

(গ) নন্দলাল বসু

(ঘ) গগনেন্দ্রনাথ ঠাকুর

উত্তরঃ (ক) অবনীন্দ্রনাথ ঠাকুর

 

১.১৭ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন –

(ক) রবীন্দ্রনাথ ঠাকুর

(খ) রথীন্দ্রনাথ ঠাকুর

(গ) গগনেন্দ্রনাথ ঠাকুর

(ঘ) অবনীন্দ্রনাথ ঠাকুর

উত্তরঃ (খ) রথীন্দ্রনাথ ঠাকুর

 

১.১৮ বাংলার প্রথম সংবাদপত্র হল –

(ক) সমাচার দর্পন

(খ) ক্যালকাটা গেজেট

(গ) বেঙ্গল গেজেট

(ঘ) ইন্ডিয়া গেজেট

উত্তরঃ (ক) সমাচার দর্পন

 

১.১৯ ভারতে হাফটোন প্রিন্টিং পদ্ধতি প্রবর্তন করেন –

(ক) উপেন্দ্রকিশোর রায়চৌধুরী

(খ) সুকুমার রায়

(গ) পঞ্চানন কর্মকার

(ঘ) চার্লস উইলকিন্স

উত্তরঃ (ক) উপেন্দ্রকিশোর রায়চৌধুরী

 

১.২০ শ্রীরামপুর মিশনে ছাপাখানা প্রতিষ্ঠা করেন –

(ক) উইলিয়াম উডবার্ন

(খ) উইলিয়াম কেরি

(গ) পঞ্চানন কর্মকার

(ঘ) কৃষ্ণদাস মিস্ত্রি

উত্তরঃ (খ) উইলিয়াম কেরি

ABTA Test Paper 2021-22 History Page 489

 

ABTA Test Paper 2021-22 History Page 489

বিভাগ – ‘খ’

২। যে কোনো ষোলটি প্রশ্নের উত্তর দাও (প্রতিটি উপবিভাগ থেকে অন্ততঃ ১টি করে প্রশ্নের উত্তর দাও) :

উপবিভাগ : ২.১

একটি বাক্যে উত্তর দাও :

২.১.১ ইন্দিরা গান্ধীকে লেখা জওহরলাল নেহেরুর চিঠিগুলির হিন্দি অনুবাদ কে করেছেন?

উত্তরঃ মুন্সি প্রেমচাঁদ

২.১.২ ‘হুতোম প্যাঁচা’ কার ছদ্মনাম ছিল?

উত্তরঃ কালীপ্রসন্ন সিংহ

২.১.৩ আরবি ভাষায় ‘ফরাসি’ শব্দের অর্থ কী?

উত্তরঃ ঈশ্বর নির্দিষ্ট বাধ্যতামূলক কর্তব্য

২.১.৪ বর্তমান পশ্চিমবঙ্গে ‘জঙ্গল মহল’ বলতে কোন্‌ অংশকে বোঝায়?

উত্তরঃ পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়ার সমগ্র বনাঞ্চল।

ABTA Test Paper 2021-22 History Page 489

 

উপবিভাগ : ২.২ 

ঠিক বা ভুল নির্ণয় করো : 

২.২.১ ১৯১১ সালে মোহনবাগান দল ইংরেজদের হারিয়ে আই এফ এ শিল্ড জয় করে।

উত্তরঃ ঠিক

২.২.২ ‘বামাবোধিনী’ পত্রিকা সম্পাদনা করতেন উমেশচন্দ্র চালু করেন।

উত্তরঃ ঠিক

২.২.৩ ওয়ারেন হেস্টিংস ১৭৯৩ খ্রিস্টাব্দে চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেন।

উত্তরঃ ভুল

২.২.৪ ‘সিপাহী বিদ্রোহ’ সংঘটিত হয় ১৮৫৭ খ্রিস্টাব্দে।

উত্তরঃ ঠিক

ABTA Test Paper 2021-22 History Page 489

 

উপবিভাগ : ২.৩

‘ক’ স্তম্ভের সঙ্গে ‘খ’ স্তম্ভ মেলাও :

‘ক’ স্তম্ভ ‘খ’ স্তম্ভ
২.৩.১ বিজ্ঞানসম্মত ইতিহাসের জনক (ক) প্রথম ভারতীয় শবব্যবচ্ছেদকারী
২.৩.২ এশিয়াটিক সোসাইটি (খ) থুকিডিডিস
২.৩.৩ মধুসূদন গুপ্ত (গ) উইলিয়াম জোন্স
২.৩.৪ শিক্ষার হেরফের (ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর

উত্তরঃ

‘ক’ স্তম্ভ ‘খ’ স্তম্ভ
২.৩.১ বিজ্ঞানসম্মত ইতিহাসের জনক (খ) থুকিডিডিস
২.৩.২ এশিয়াটিক সোসাইটি (গ) উইলিয়াম জোন্স
২.৩.৩ মধুসূদন গুপ্ত (ক) প্রথম ভারতীয় শবব্যবচ্ছেদকারী
২.৩.৪ শিক্ষার হেরফের (ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর

ABTA Test Paper 2021-22 History Page 489

 

উপবিভাগ : ২.৪

প্রদত্ত ভারতবর্ষের রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত ও নামাঙ্কিত করো :

২.৪.১ শ্রীরামপুর কলেজ

২.৪.২ বাংলার ওয়াহাবি আন্দোলনের কেন্দ্র

২.৪.৩ ১৮৫৭ -এর মহাবিদ্রোহের কেন্দ্র

২.৪.৪ সন্ন্যাসে ও ফকির বিদ্রোহের এলাকা

ABTA Test Paper 2021-22 History Page 489

 

উপবিভাগ : ২.৫

নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো :

২.৫.১ বিবৃতি : উনিশ শতকে বাংলার সমাজে নারীরা ছিল অর্থনৈতিকভাবে পরাধীন।

ব্যাখ্যা ১ ঃ শুধুমাত্র স্ত্রীধনেরা ওপর নারীদের অধিকার ছিল।

ব্যাখ্যা ২ ঃ স্ত্রীধন ব্যতীত সম্পত্তির ওপর নারীরা অধিকার ছিলা না।

ব্যাখ্যা ৩ ঃ অর্থনৈতিকভাবে নারীরা ছিল পুরুষদের ওপর নির্ভরশীল।

উত্তরঃ ব্যাখ্যা ৩ ঃ অর্থনৈতিকভাবে নারীরা ছিল পুরুষদের ওপর নির্ভরশীল।

 

২.৫.২ বিবৃতি : হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা ছিল খুব গুরুত্বপূর্ণ।

ব্যাখ্যা ১ ঃ নীলকর সাহেবের অত্যাচারের কথা তুলে ধরেছিল।

ব্যাখ্যা ২ ঃ তরুন সমাজকে ব্রিটিশ বিরোধী আন্দোলনে সজাগ করে তুলেছিল।

ব্যাখ্যা ৩ ঃ শ্রমিক আন্দোলনকে পাদপ্রদীপের আলোয় নিয়ে এসেছিল।

উত্তরঃ ব্যাখ্যা ১ ঃ নীলকর সাহেবের অত্যাচারের কথা তুলে ধরেছিল।

 

২.৫.৩ বিবৃতি : রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি ত্যাগ করেন।

ব্যাখ্যা ১ ঃ চৌরচৌরা ঘটনার প্রতিবাদে।

ব্যাখ্যা ২ ঃ আইন অমান্য আন্দোলনে ইংরেজ সরকারের নিষ্ঠুর দমন নীতির প্রতিবাদে।

ব্যাখ্যা ৩ ঃ জালিয়ানওয়ালাবাগ হত্যাকান্ডের প্রতিবাদে।

উত্তরঃ ব্যাখ্যা ৩ ঃ জালিয়ানওয়ালাবাগ হত্যাকান্ডের প্রতিবাদে।

 

২.৫.৪ বিবৃতি : ১৮৭৬ খ্রিস্টাব্দে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ‘ভারত সভা’ প্রতিষ্ঠা করেন।

ব্যাখ্যা ১ ঃ ইংরেজ বিরোধী আন্দোলনে জড়িয়ে নিজের সুখ্যাতি অর্জন করার জন্য।

ব্যাখ্যা ২ ঃ ইংরেজ শোষণের বিরুদ্ধে সমস্ত জাতির মানুষকে ঐক্যবদ্ধ করার জন্য।

ব্যাখ্যা ৩ ঃ ইলবার্ট বিলের স্বপক্ষে জনমত গড়ে তোলার জন্য।

উত্তরঃ ব্যাখ্যা ২ ঃ ইংরেজ শোষণের বিরুদ্ধে সমস্ত জাতির মানুষকে ঐক্যবদ্ধ করার জন্য।

 

ABTA Test Paper 2021-22 History Page 489

Thank You

ABTA Test Paper 2021-22 History Page 489

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Insert math as
Block
Inline
Additional settings
Formula color
Text color
#333333
Type math using LaTeX
Preview
\({}\)
Nothing to preview
Insert
error: Content is protected !!