Mon. Oct 7th, 2024

ABTA Test Paper 2021-22 History Page 467

 

ABTA Test Paper 2021-22 History Page 467

বিভাগ – ‘ক’

১। সঠিক উত্তরটি নির্বাচন করো :

১.১ ভারতে নিম্নবর্গীয় ইতিহাস চর্চার পথিকৃৎ হলেন –

(ক) সুমিত সরকার

(খ) অমলেশ ত্রিপাঠী

(গ) রণজিৎ গুহ

(ঘ) রামচন্দ্র গুহ

উত্তরঃ (গ) রণজিৎ গুহ

 

১.২ ‘আন্তর্জাতিক নারী বর্ষ’ পালন করা হয় –

(ক) ১৯৭৫ খ্রিস্টাব্দ

(খ) ১৮৭৫ খ্রিস্টাব্দ

(গ) ১৯৭৬ খ্রিস্টাব্দ

(ঘ) ১৯৮৫ খ্রিস্টাব্দে

উত্তরঃ (ক) ১৯৭৫ খ্রিস্টাব্দ

 

১.৩ ‘কেকের দেশ’ বলা হয় –

(ক) সুইজারল্যান্ড

(খ) স্কটল্যান্ড

(গ) নেপাল

(ঘ) ভারতবর্ষ

উত্তরঃ (খ) স্কটল্যান্ড

 

১.৪ ‘ভারতীয় উপমহাদেশে’ কাওয়ালির জনক বলা হয় –

(ক) আমির খসরু

(খ) সুকুমার রায়

(গ) মল্লিকা সারাভাই

(ঘ) তানসেন

উত্তরঃ (ক) আমির খসরু

 

১.৫ ভারতের প্রথম মহিলা স্নাতক ছিলেন –

(ক) চন্দ্রমুখী বসু

(খ) সরলাদেবী চৌধুরানী

(গ) সরোজিনী দেবী

(ঘ) লীলা নাগ রায়

উত্তরঃ (ক) চন্দ্রমুখী বসু

 

১.৬ ‘জমির মালিক ঈশ্বর’ এই উদ্ধৃতিটি কার? –

(ক) দুদু মিঞা

(খ) বীরসা মুন্ডা

(গ) শরিয়তুল্লাহ

(ঘ) তিতুমির

উত্তরঃ (ক) দুদু মিঞা

 

১.৭ বাংলা ভাষায় প্রকাশিত প্রথম মাসিক পত্রিকাটি হল –

(ক) দিগদর্শন

(খ) সমাচার দর্পন

(গ) বঙ্গদর্শন

(ঘ) বামাবোধিনী

উত্তরঃ (ক) দিগদর্শন

 

১.৮ ‘নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন’ পাশ হয়েছিল –

(ক) ১৮৭২ খ্রিস্টাব্দে

(খ) ১৮৭৬ খ্রিস্টাব্দে

(গ) ১৮৭৮ খ্রিস্টাব্দে

(ঘ) ১৮৭৪ খ্রিস্টাব্দে

উত্তরঃ (খ) ১৮৭৬ খ্রিস্টাব্দে

 

১.৯ ‘আধুনিক ভারতীয় চিত্রকলার’ উদ্ভাবক ছিলেন –

(ক) গগনেন্দ্রনাথ ঠাকুর

(খ) সত্যেন্দ্রনাথ ঠাকুর

(গ) অবনীন্দ্রনাথ ঠাকুর

(ঘ) দেবেন্দ্রনাথ ঠাকুর

উত্তরঃ (গ) অবনীন্দ্রনাথ ঠাকুর

 

১.১০ ১৮৫৭ খ্রিস্টাব্দে মহাবিদ্রোহকে ‘ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ’ বলেছেন –

(ক) অমলেশ ত্রিপাঠী

(খ) জওহরলাল নেহেরু

(গ) বি ডি সাভারকার

(ঘ) রাসবিহারী বসু

উত্তরঃ (গ) বি ডি সাভারকার

 

১.১১ ‘বাংলা’ ভাষায় মুদ্রিত প্রথম প্রকাশনার সময়কাল হল –

(ক) ১৭৮৫ খ্রিস্টাব্দ

(খ) ১৫৫৬ খ্রিস্টাব্দ

(গ) ১৮০০ খ্রিস্টাব্দ

(ঘ) ১৭৭৮ খ্রিস্টাব্দ

উত্তরঃ উপরের কোনোটিই নয় (১৮১৮ খ্রিস্টাব্দে)

 

১.১২ ‘স্বরাজ’ পত্রিকার সম্পাদক ছিলেন –

(ক) ঈশ্বরচন্দ্র গুপ্ত

(খ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

(গ) বালগঙ্গাধর তিলক

(ঘ) ব্রহ্মবান্ধব উপাধ্যায়

উত্তরঃ উপরের কোনোটিই নয় (মতিলাল নেহেরু)

 

১.১৩ মহাবিদ্রোহে কেন্দ্রীয় নেতৃত্ব ছিলেন –

(ক) মঙ্গল পান্ডে

(খ) দ্বিতীয় বাহাদুর শাহ

(গ) নানা সাহেব

(ঘ) ওয়াজেদ আলি

উত্তরঃ (খ) দ্বিতীয় বাহাদুর শাহ

 

১.১৪ ‘বাংলার ওয়াট টাইটেলার’ কাদের বলা হয় –

(ক) দিগম্বর বিশ্বাস

(খ) বিষ্ণচরণ বিশ্বাস

(গ) দিগম্বর বিশ্বাস ও বিষ্ণুচরণ বিশ্বাস

(ঘ) বৈদ্যনাথ সর্দার ও বিশ্বনাথ সর্দার

উত্তরঃ (গ) দিগম্বর বিশ্বাস ও বিষ্ণুচরণ বিশ্বাস

 

১.১৫ ‘ভারতীয় জাতীয়তাবাদের গীতা’ বলা হয় –

(ক) পথের দাবী

(খ) বর্তমান ভারত

(গ) আনন্দমঠ

(ঘ) প্রাচ্য পাশ্চাত্য

উত্তরঃ (গ) আনন্দমঠ

 

১.১৬ বাংলায় বয়কট আন্দোলনে আর্থিক দিক থেকে ক্ষতিগ্রস্থ হয়েছিল –

(ক) কৃষক শ্রেণি

(খ) মধ্যবিত্ত সম্প্রদায়

(গ) জমিদার শ্রেণি

(ঘ) ছাত্র সমাজ

উত্তরঃ (ক) কৃষক শ্রেণি

 

১.১৭ ‘বন্দেমাতরম সংগীত’টি রচিত হয় –

(ক) ১৮৭০ খ্রিস্টাব্দ

(খ) ১৮৭২ খ্রিস্টাব্দ

(গ) ১৮৭৫ খ্রিস্টাব্দ

(ঘ) ১৮৭৬ খ্রিস্টাব্দ

উত্তরঃ (ঘ) ১৮৭৬ খ্রিস্টাব্দ

 

১.১৮ ‘ইন্ডিয়ান অ্যাসোসিয়েশোন ফর দ্য কাল্টিভিশন অব সায়েন্স’ – এর যে বিজ্ঞানী নোবেল পুরষ্কার পেয়েছিলেন তিনি হলেন –

(ক) জগদীশচন্দ্র বসু

(খ) সি ভি রমন

(গ) সত্যেন্দ্রনাথ বসু

(ঘ) আনন্দমোহন বসু

উত্তরঃ (খ) সি ভি রমন

 

১.১৯ ‘ক্রেস কো গ্রাফ’ যন্ত্রের আবিষ্কারক হলেন –

(ক) ডঃ মহেন্দ্রলাল সরকার

(খ) তারকনাথ পালিত

(গ) সি ভি রমন

(ঘ) জগদীশচন্দ্র বসু

উত্তরঃ (ঘ) জগদীশচন্দ্র বসু

 

১.২০ ভারতের প্রথম রাশিবিজ্ঞান খোলা হয় –

(ক) কলকাতা বিশ্ববিদ্যালয়

(খ) কলকাতা মেডিক্যাল কলেজ

(গ) যাদবপুর বিশ্ববিদ্যালয়

(ঘ) হেয়ার স্কুল

উত্তরঃ (ক) কলকাতা বিশ্ববিদ্যালয়

 

ABTA Test Paper 2021-22 History Page 467

বিভাগ – ‘খ’

২। যে কোনো ষোলটি প্রশ্নের উত্তর দাও (প্রতিটি উপবিভাগ থেকে অন্ততঃ ১টি করে প্রশ্নের উত্তর দাও) :

উপবিভাগ : ২.১

একটি বাক্যে উত্তর দাও :

 

ABTA Test Paper 2021-22 History Page 467

Thank You

ABTA Test Paper 2021-22 History Page 467

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Insert math as
Block
Inline
Additional settings
Formula color
Text color
#333333
Type math using LaTeX
Preview
\({}\)
Nothing to preview
Insert
error: Content is protected !!