Fri. Dec 13th, 2024

ABTA Test Paper 2021-22 History Page 446

 

ABTA Test Paper 2021-22 History Page 446

বিভাগ – ‘ক’

১। সঠিক উত্তরটি নির্বাচন করো :

১.১ ভারতে ফুটবল খেলার প্রবর্তন করেন –

(ক) ইংরেজরা

(খ) ওলন্দাজরা

(গ) ফরাসীরা

(ঘ) চীনারা

উত্তরঃ (ক) ইংরেজরা

 

১.২ বিপিনচন্দ্র পাল লিখেছেন –

(ক) সত্তর বৎসর

(খ) জীবন স্মৃতি

(গ) আনন্দমঠ

(ঘ) জীবনের ঝরাপাতা

উত্তরঃ (ক) সত্তর বৎসর

 

১.৩ কলকাতা বিজ্ঞান কলেজের ইতিহাস অন্তর্গত হবে –

(ক) ফোটোগ্রাফির ইতিহাসের

(খ) খেলাধূলার ইতিহাসে

(গ) বিজ্ঞান-প্রযুক্তির ইতিহাসে

(ঘ) পরিবেশের ইতিহাসে

উত্তরঃ (গ) বিজ্ঞান-প্রযুক্তির ইতিহাসে

 

১.৪ ভারতের জাতীয় মহাফেজখানা অবস্থিত –

(ক) কলকাতাতে

(খ) দিল্লীতে

(গ) পুণেতে

(ঘ) নাগপুরে

উত্তরঃ (খ) দিল্লীতে

 

১.৫ সাধারণ জনশিক্ষা কমিটি গঠিত হয় –

(ক) ১৭১৩ খ্রিস্টাব্দে

(খ) ১৯১৩ খ্রিস্টাব্দে

(গ) ১৮১৩ খ্রিস্টাব্দে

(ঘ) ১৮২৩ খ্রিস্টব্দে

উত্তরঃ (ঘ) ১৮২৩ খ্রিস্টব্দে

 

১.৬ ‘হুতোম প্যাঁচার নকশা’য় প্রথম প্রকাশিত নকশা হলো –

(ক) চড়ক

(খ) রথ

(গ) হাতি

(ঘ) দুর্গোৎসব

উত্তরঃ (ক) চড়ক

 

১.৭ ‘ব্রহ্মনন্দ’ নামে পরিচিত ছিলেন –

(ক) কেশবচন্দ্র সেন

(খ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

(গ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

(ঘ) শ্রীরামকৃষ্ণ

উত্তরঃ (ক) কেশবচন্দ্র সেন

 

১.৮ ভারতে পাশ্চাত্য শিক্ষাবিস্তারের ক্ষেত্রে বেমানান নামটি হলো –

(ক) রাজা রামমোহন রায়

(খ) কালীপ্রপ্সন্ন সিংহ

(গ) ডেভিড হেয়ার

(ঘ) ড্রিংকওয়াটার বিটন (বেথুন)

উত্তরঃ (খ) কালীপ্রপ্সন্ন সিংহ

 

১.৯ কোল বিদ্রোহ হয়েছিল –

(ক) উত্তরবঙ্গে

(খ) পূর্ববঙ্গে

(গ) ছোটনাগপুরে

(ঘ) ভাগলপুরে

উত্তরঃ (গ) ছোটনাগপুরে

 

১.১০ সুই মুন্ডা নেতৃত্ব দিয়েছিলেন –

(ক) চুয়াড় বিদ্রোহ

(খ) কোল বিদ্রোহ

গ) সাঁওতাল বিদ্রোহ

ঘ) মুন্ডা বিদ্রোহ

উত্তরঃ (খ) কোল বিদ্রোহ

 

১.১১ বারাসাত বিদ্রোহের নেতৃত্ব দেন –

(ক) তিতুমির

(খ) দুদুমিঞা

(গ) শরিয়ৎ উল্লাহ

(ঘ) বিরসা মুন্ডা

উত্তরঃ (ক) তিতুমির

 

১.১২ ‘ডিং খরচা’ নামে চাঁদা সংগ্রহ করা হতো কোন্‌ বিদ্রোহে –

(ক) রংপুর

(খ) সাঁওতাল

(গ) মুন্ডা

(ঘ) কোল

উত্তরঃ (ক) রংপুর

 

১.১৩ ‘ভারত সভার’ কার্যক্রমে যুক্ত ছিলেন –

(ক) কেশবচন্দ্র সেন

(খ) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়

(গ) হরিশচন্দ্র মুখোপাধ্যায়

(ঘ) গগনেন্দ্রনাথ ঠাকুর

উত্তরঃ (খ) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়

 

১.১৪ ‘বন্দেমাতরম’ সংগীতটি কোন্‌ উপন্যাসের অন্তর্গত –

(ক) গোরা

(খ) আনন্দমঠ

(গ) বর্তমান ভারত

(ঘ) পথের দাবী

উত্তরঃ (খ) আনন্দমঠ

 

১.১৫ আধুনিক ভারতে কোন্‌ পত্রিকায় প্রথম ব্যঙ্গচিত্র প্রকাশিত হয় –

(ক) অমৃতবাজার

(খ) সোমপ্রকাশ

(গ) বেঙ্গলী

(ঘ) সঞ্জীবনী

উত্তরঃ (ক) অমৃতবাজার

 

১.১৬ অযোধ্যায় সিপাহি বিদ্রোহে নেতৃত্ব দেন কে?

(ক) নানা সাহেব

(খ) বেগম হজরৎ মহল

(গ) তাঁতিয়াতোপি

(ঘ) মঙ্গল পান্ডে

উত্তরঃ (খ) বেগম হজরৎ মহল

 

১.১৭ ‘বিশ্বভারতী’ কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে পরিণত হয় –

(ক) ১৯৫০ খ্রিস্টাব্দে

(খ) ১৯৫১ খ্রিস্টাব্দে

(গ) ১৯৫২ খ্রিস্টাব্দে

(ঘ) ১৮৫১ খ্রিস্টাব্দে

উত্তরঃ (খ) ১৯৫১ খ্রিস্টাব্দে

 

১.১৮ বাংলা মুদ্রন শিল্পের জনক বলা হয় –

(ক) চার্লস উইলকিনসকে

(খ) পঞ্চানন কর্মকারকে

(গ) ব্রাসি হ্যালহেডকে

(ঘ) অগাস্টাস হিকিকে

উত্তরঃ (ক) চার্লস উইলকিনসকে

ABTA Test Paper 2021-22 History Page 446

 

১.১৯ ‘ইতিহাস মালা’ গ্রন্থটির রচরিতা হলেন –

(ক) রামরাম বসু

(খ) উইলিয়াম কেরি

(গ) যদুনাথ সরকার

(ঘ) ডেভিড হেয়ার

উত্তরঃ (খ) উইলিয়াম কেরি

 

১.২০ ‘এ গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ’ গ্রন্থটি রচনা করেন –

(ক) ওয়ারেন হেস্টিংস

(খ) চার্লস উইলকিনস

(গ) জেমস অগাস্টাস হিকি

(ঘ) নাথানিয়েল ব্রাসি হ্যালহেড

উত্তরঃ (ঘ) নাথানিয়েল ব্রাসি হ্যালহেড

ABTA Test Paper 2021-22 History Page 446

 

ABTA Test Paper 2021-22 History Page 446

বিভাগ – ‘খ’

২। যে কোনো ষোলটি প্রশ্নের উত্তর দাও (প্রতিটি উপবিভাগ থেকে অন্ততঃ ১টি করে প্রশ্নের উত্তর দাও) :

উপবিভাগ : ২.১

একটি বাক্যে উত্তর দাও :

২.১.১ সরকারি নথিপত্র কোথায় সংরক্ষণ করা হয়?

উত্তরঃ মহাফেজখানায়

২.১.২ বাংলায় কোন্‌ শতককে নবজাগরণের শতক বলা হয়?

উত্তরঃ উনিশ শতককে

২.১.৩ ‘লক্ষ্মীর ভান্ডার’ কে প্রতিষ্ঠা করেন?

উত্তরঃ সরলাদেবী চৌধুরানী

২.১.৪ ‘উলগুলান’ বলতে কী বোঝায়?

উত্তরঃ ভয়ংকর বিশৃঙ্খলা

ABTA Test Paper 2021-22 History Page 446

 

উপবিভাগ : ২.২ 

ঠিক বা ভুল নির্ণয় করো :

২.২.১ মীর নিসার আলি বাঁশের কেল্লা বানিয়েছিলেন।

উত্তরঃ ঠিক

২.২.২ শ্রীশচন্দ্র বিদ্যারত্ন প্রথম বিধবা বিবাহ করেন।

উত্তরঃ ঠিক

২.২.৩ মধুসূধন গুপ্ত ভারতে প্রথম শব ব্যবচ্ছেদ করেন।

উত্তরঃ ঠিক

২.২.৪ বসু বিজ্ঞান মন্দির স্থাপিত হয় ১৯১৬ খ্রিস্টাব্দে।

উত্তরঃ ভুল

ABTA Test Paper 2021-22 History Page 446

 

উপবিভাগ : ২.৩

‘ক’ স্তম্ভের সঙ্গে ‘খ’ স্তম্ভ মেলাও :

‘ক’ স্তম্ভ ‘খ’ স্তম্ভ
২.৩.১ নর্মদা বাঁচাও (১) খাজনা
২.৩.২ গ্রামবার্তা প্রকাশিকা (২) অবনীন্দ্রনাথ ঠাকুর
২.৩.৩ মালগুজারি (৩) মেধা পাটেকর
২.৩.৪ ভারতমাতা (৪) কাঙাল হরিনাথ

উত্তরঃ

‘ক’ স্তম্ভ ‘খ’ স্তম্ভ
২.৩.১ নর্মদা বাঁচাও (৩) মেধা পাটেকর
২.৩.২ গ্রামবার্তা প্রকাশিকা (৪) কাঙাল হরিনাথ
২.৩.৩ মালগুজারি (১) খাজনা
২.৩.৪ ভারতমাতা (২) অবনীন্দ্রনাথ ঠাকুর

ABTA Test Paper 2021-22 History Page 446

 

উপবিভাগ : ২.৪

প্রদত্ত ভারতবর্ষের রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত ও নামাঙ্কিত করো :

২.৪.১ মুর্শিদাবাদ

২.৪.২ সাঁওতাল বিদ্রোহের একটি কেন্দ্র

২.৪.৩ দিল্লী

২.৪.৪ গোয়া

ABTA Test Paper 2021-22 History Page 446

 

উপবিভাগ : ২.৫

নিম্নলিখিত বিবৃতিগুলির সঠিক ব্যাখ্যা নির্বাচন করো :

২.৫.১ বিবৃতি : উডের ডেসপ্যাচ (১৮৫৪ খ্রিস্টাব্দ) হলো ভারতের শিক্ষাক্ষেত্রে ‘ম্যাগনা কার্টা’।

ব্যাখ্যা ১ ঃ ইংল্যান্ডের অনুকরণে ভারতে শিক্ষা ব্যবস্থা প্রবর্তিত হয়।

ব্যাখ্যা ২ ঃ ভারতীয়দের শিক্ষার সব দায়িত্ব সরকার গ্রহণ করে।

ব্যাখ্যা ৩ ঃ প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত শিক্ষা ব্যবস্থায় সামঞ্জস্য প্রতিষ্ঠা করা হয়।

উত্তরঃ ব্যাখ্যা ৩ ঃ প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত শিক্ষা ব্যবস্থায় সামঞ্জস্য প্রতিষ্ঠা করা হয়।

 

২.৫.২ বিবৃতি : হিন্দু মেলাকে ‘চৈত্র মেলাও’ বলা হয়।

ব্যাখ্যা ১ ঃ ১৮৬৭-১৮৮০ খ্রিস্টাব্দ পর্যন্ত হিন্দু মেলা চৈত্র মাসে হয়।

ব্যাখ্যা ২ ঃ চৈত্র মাসে হিন্দু মেলা প্রতিষ্ঠিত হয়েছিল।

ব্যাখ্যা ৩ ঃ চৈত্র মাস হিন্দুদের পবিত্র মাস।

উত্তরঃ ব্যাখ্যা ১ ঃ ১৮৬৭-১৮৮০ খ্রিস্টাব্দ পর্যন্ত হিন্দু মেলা চৈত্র মাসে হয়।

 

২.৫.৩ বিবৃতি ঃ ১৮৫৫ খ্রিস্টাব্দে সাঁওতালরা বিদ্রোহী হয়ে ওঠে।

ব্যাখ্যা ১ ঃ ইংরেজরা সাঁওতালদের ওপর অত্যাচার চালাত।

ব্যাখ্যা ২ ঃ ইংরেজরা সাঁওতালদের জোর করে যুদ্ধে নিয়ে যেত।

ব্যাখ্যা ৩ ঃ জমিদার, মহাজন, ব্যবসায়ী ও ইংরেজরা সাঁওতালদের উপর শোষণ ও অত্যাচার চালাত।

উত্তরঃ ব্যাখ্যা ৩ ঃ জমিদার, মহাজন, ব্যবসায়ী ও ইংরেজরা সাঁওতালদের উপর শোষণ ও অত্যাচার চালাত।

 

২.৫.৪ বিবৃতি ঃ রবীন্দ্রনাথ ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থা পছন্দ করতেন না।

ব্যাখ্যা ১ ঃ এই শিক্ষা ব্যবস্থা ছিল ব্যয়সাপেক্ষ।

ব্যাখ্যা ২ ঃ এই শিক্ষা ব্যবস্থার মাধ্যম ছিল মাতৃভাষা।

ব্যাখ্যা ৩ ঃ এই শিক্ষা ব্যবস্থা শিক্ষার্থীদের মনের বিকাশ ঘটাত না।

উত্তরঃ ব্যাখ্যা ৩ ঃ এই শিক্ষা ব্যবস্থা শিক্ষার্থীদের মনের বিকাশ ঘটাত না।

 

ABTA Test Paper 2021-22 History Page 446

Thank You

ABTA Test Paper 2021-22 History Page 446

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Insert math as
Block
Inline
Additional settings
Formula color
Text color
#333333
Type math using LaTeX
Preview
\({}\)
Nothing to preview
Insert
error: Content is protected !!