Sun. Sep 8th, 2024

ABTA Test Paper 2021-22 History Page 421

 

ABTA Test Paper 2021-22 History Page 421

বিভাগ – ‘ক’

১। সঠিক উত্তরটি নির্বাচন করো :

১.১ ভারত ফুটবল খেলার প্রবর্তন করে –

(ক) ইংরেজরা

(খ) ফরাসীরা

(গ) ওলন্দাজরা

(ঘ) পর্তুগীজরা

উত্তরঃ (ক) ইংরেজরা

 

১.২ ‘বিশ্ব পরিবেশ দিবস’ পালিত হয় –

(ক) ৮ জানুয়ারী

(খ) ২৪ ফেব্রুয়ারি

(গ) ৮ মার্চ

(ঘ) ৫ জুন

উত্তরঃ (ঘ) ৫ জুন

 

১.৩ ,ভারতীয় চলচ্চিত্রের জনক’ বলা হয় –

(ক) হীরালাল সেনকে

(খ) ঋত্বিক ঘটককে

(গ) দাদা সাহেব ফালকেকে

(ঘ) সত্যজিৎ রায়কে

উত্তরঃ (গ) দাদা সাহেব ফালকেকে

 

১.৪ সরকারি নথি সংরক্ষিত হয় –

(ক) সংগ্রহশালায়

(খ) জাতীয় গ্রন্থাগারে

(গ) জাতীয় মহাফেজখানায়

(ঘ) জাদুঘরে

উত্তরঃ (গ) জাতীয় মহাফেজখানায়

 

১.৫ ‘তত্ত্ববোধিনী সভা’র প্রতিষ্ঠাতা –

(ক) রামমোহন রায়

(খ) কেশবচন্দ্র সেন

(গ) দেবেন্দ্রনাথ ঠাকুর

(ঘ) স্বামী বিবেকানন্দ

উত্তরঃ (গ) দেবেন্দ্রনাথ ঠাকুর

 

১.৬ ‘হিন্দু প্যাট্রিয়ট’ পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন –

(ক) হরিশচন্দ্র মুখোপাধ্যায়

(খ) গিরিশচন্দ্র ঘোষ

(গ) দীনবন্ধু মিত্র

(ঘ) মধুসূদন দত্ত

উত্তরঃ (খ) গিরিশচন্দ্র ঘোষ

ABTA Test Paper 2021-22 History Page 421

 

১.৭ প্রথম সরকারি শিক্ষা কমিশন (হান্টার কমিশন) গঠিত হয় –

(ক) ১৮৭২ খ্রিস্টাব্দে

(খ) ১৮৭৮ খ্রিস্টাব্দে

(গ) ১৮৮২ খ্রিস্টাব্দে

(ঘ) ১৮৯০ খ্রিস্টাব্দে

উত্তরঃ (গ) ১৮৮২ খ্রিস্টাব্দে

 

১.৮ বাংলার নবজাগরণ ছিল –

(ক) ব্যক্তিকেন্দ্রিক

(খ) প্রতিষ্ঠানকেন্দ্রিক

(গ) কলকাতাকেন্দ্রিক

(ঘ) গ্রামকেন্দ্রিক

উত্তরঃ (গ) কলকাতাকেন্দ্রিক

 

১.৯ ভারতে প্রথম অরণ্য আইন পাশ হয় –

(ক) ১৮৫৯ খ্রিস্টাব্দে

(খ) ১৮৬০ খ্রিস্টাব্দে

(গ) ১৮৬৫ খ্রিস্টাব্দে

(ঘ) ১৮৭৮ খ্রিস্টাব্দে

উত্তরঃ (গ) ১৮৬৫ খ্রিস্টাব্দে

 

১.১০ ‘দামিন-ই-কোহ’ শব্দের অর্থ হলো –

(ক) জমির প্রান্তদেশ

(খ) সমুদ্রের প্রান্তদেশ

(গ) পাহাড়ের প্রান্তদেশ

(ঘ) অরণ্যের প্রান্তদেশ

উত্তরঃ (গ) পাহাড়ের প্রান্তদেশ

ABTA Test Paper 2021-22 History Page 421

 

১.১১ ভবানী পাঠক ছিলেন –

(ক) মুন্ডা বিদ্রোহের নেতা

(খ) ফরাজী আন্দোলনের নেতা

(গ) সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের নেতা

(ঘ) রংপুর বিদ্রোহের নেতা

উত্তরঃ (গ) সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের নেতা

 

১.১২ নীল বিদ্রোহের সময় বড়লাট ছিলেন –

(ক) লর্ড বেন্টিঙ্ক

(খ) লর্ড ক্যানিং

(গ) লর্ড ডালহৌসি

(ঘ) লর্ড রিপন

উত্তরঃ (খ) লর্ড ক্যানিং

 

১.১৩ সিপাহী বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলে অভিহিত করেন –

(ক) রমেশচন্দ্র মজুমদার

(খ) চার্লস রেকস

(গ) বিনায়ক দামোদর সাভারকর

(ঘ) কার্ল মার্কস

উত্তরঃ (গ) বিনায়ক দামোদর সাভারকর

 

১.১৪ ‘ভারত মাতা’ চিত্রটি আঁকেন –

(ক) অবনীন্দ্রনাথ ঠাকুর

(খ) রবীন্দ্রনাথ ঠাকুর

(গ) নন্দলাল বসু

(ঘ) গগনেন্দ্রনাথ ঠাকুর

উত্তরঃ (ক) অবনীন্দ্রনাথ ঠাকুর

 

১.১৫ ‘বর্তমান ভারত’ – এর লেখক হলেন –

(ক) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

(খ) স্বামী বিবেকানন্দ

(গ) রবীন্দ্রনাথ ঠাকুর

(ঘ) অবনীন্দ্রনাথ ঠাকুর

উত্তরঃ (খ) স্বামী বিবেকানন্দ

 

১.১৬ হিন্দুমেলার সম্পাদক ছিলেন –

(ক) নবগোপাল মিত্র

(খ) গণেন্দ্রনাথ ঠাকুর

(গ) রাজনারায়ণ বসু

(ঘ) রামমোহন রায়

উত্তরঃ (খ) গণেন্দ্রনাথ ঠাকুর

 

১.১৭ ভারতে প্রথম কারা ছাপাখানা প্রবর্তন করেন –

(ক) ইংরেজরা

(খ) পর্তুগীজরা

(গ) ফরাসীরা

(ঘ) ওলন্দাজরা

উত্তরঃ (খ) পর্তুগীজরা

 

১.১৮ বাংলার প্রথম সাপ্তাহিক পত্রিকা ছিল –

(ক) দিগদর্শন

(খ) সমাচার দর্পণ

(গ) দ্য ক্যালকাটা গেজেট

(ঘ) বেঙ্গল গেজেট

উত্তরঃ (খ) সমাচার দর্পণ

 

১.১৯ ‘বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট’ প্রতিষ্ঠিত হয় –

(ক) ১৯০৫ খ্রিস্টাব্দে

(খ) ১৯০৬ খ্রিস্টাব্দে

(গ) ১৯২২ খ্রিস্টাব্দে

(ঘ) ১৯১২ খ্রিস্টাব্দে

উত্তরঃ (খ) ১৯০৬ খ্রিস্টাব্দে

 

১.২০ ‘বসু বিজ্ঞান মন্দির’ প্রতিষ্ঠা করেন –

(ক) জগদীশচন্দ্র বসু

(খ) সত্যেন্দ্রনাথ ঠাকুর

(গ) চন্দ্রমুখী বসু

(ঘ) আনন্দমোহন বসু

উত্তরঃ (ক) জগদীশচন্দ্র বসু

ABTA Test Paper 2021-22 History Page 421

ABTA Test Paper 2021-22 History Page 421

বিভাগ – ‘খ’

২। যে কোনো ষোলটি প্রশ্নের উত্তর দাও (প্রতিটি উপবিভাগ থেকে অন্ততঃ ১টি করে প্রশ্নের উত্তর দাও) :

উপবিভাগ : ২.১

একটি বাক্যে উত্তর দাও :

২.১.১ ভারতে নিম্নবর্গের ইতিহাসের জনক কে?

উত্তরঃ রনজিৎ গুহ

২.১.২ সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক কে ছিলেন?

উত্তরঃ দ্বারকনাথ বিদ্যাভূষণ

২.১.৩ মেধা পাটেকর কোন্‌ আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন?

উত্তরঃ নর্মদা বাঁচাও আন্দোলন

২.১.৪ বিপিনচন্দ্র পালের আত্মজীবনী গ্রন্থের নাম কী?

উত্তরঃ সত্তর বৎসর

ABTA Test Paper 2021-22 History Page 421

 

উপবিভাগ : ২.২

ঠিক বা ভুল নির্ণয় করো :

২.২.১ কাঙাল হরিনাথের প্রকৃত নাম হল হরিনাথ মজুমদার।

উত্তরঃ ঠিক

২.২.২ ‘বন্দেমাতরম্‌’ সংগীতটি প্রথম ‘বঙ্গদর্শন’ পত্রিকায় প্রকাশিত হয়েছিল।

উত্তরঃ ঠিক

২.২.৩ ‘অ্যানাল পত্রিকা’ গোষ্ঠীর উদ্ভব হয় ফ্রান্সে।

উত্তরঃ ঠিক

২.২.৪ ‘চিপকো আন্দোলন’ হল একটি নারী আন্দোলন।

উত্তরঃ ভুল

ABTA Test Paper 2021-22 History Page 421

 

উপবিভাগ : ২.৩ 

‘ক’ স্তম্ভের সঙ্গে ‘খ’ স্তম্ভ মেলাও :

‘ক’ স্তম্ভ ‘খ’ স্তম্ভ
২.৩.১ হিন্দু প্যাট্রিয়ট (১) অক্ষয়কুমার দত্ত
২.৩.২ নীলদর্পণ (২) সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ
২.৩.৩ তত্ববোধিনী পত্রিকা (৩) দীনবন্ধু মিত্র
২.৩.৪ দেবী চৌধুরানী (৪) হরিশচন্দ্র মুখোপাধ্যায়

উত্তরঃ

‘ক’ স্তম্ভ ‘খ’ স্তম্ভ
২.৩.১ হিন্দু প্যাট্রিয়ট (৪) হরিশচন্দ্র মুখোপাধ্যায়
২.৩.২ নীলদর্পণ (৩) দীনবন্ধু মিত্র
২.৩.৩ তত্ববোধিনী পত্রিকা (১) অক্ষয়কুমার দত্ত
২.৩.৪ দেবী চৌধুরানী (২) সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ

ABTA Test Paper 2021-22 History Page 421

 

উপবিভাগ : ২.৪

প্রদত্ত ভারতবর্ষের রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত ও নামাঙ্কিত করো :

২.৪.১ সাঁওতাল বিদ্রোহের এলাকা

২.৪.২ বারাসত বিদ্রোহের এলাকা

২.৪.৩ নীল বিদ্রোহের অন্যতম কেন্দ্র যশোর

২.৪.৪ শ্রীরামপুর মিশন

ABTA Test Paper 2021-22 History Page 421

 

উপবিভাগ : ২.৫

নিচের বিবৃতিগুলির সঙ্গে সথিক ব্যাখ্যাটি নির্বাচন করো :

২.৫.১ বিবৃতি : স্বামী বিবেকানন্দ ‘বর্তমান ভারত’ গ্রন্থটি রচনা করেন।

ব্যাখ্যা ১ ঃ তাঁর উদ্দেশ্য ছিল আধুনিক ভারতের ইতিহাস প্রণয়ন করা।

ব্যাখ্যা ২ ঃ তাঁর উদ্দেশ্য ছিল নব্য হিন্দুধর্ম প্রচার করা।

ব্যাখ্যা ৩ ঃ তাঁর উদ্দেশ্য ছিল স্বাদেশিকতার প্রচার করা।

উত্তরঃ ব্যাখ্যা ২ ঃ তাঁর উদ্দেশ্য ছিল নব্য হিন্দুধর্ম প্রচার করা।

 

২.৫.২ বিবৃতি : জমিদার সভার লক্ষ্য ও উদ্দেশ্য ছিল সংকীর্ণ ও সীমিত।

ব্যাখ্যা ১ ঃ জমিদার সভার কেবলমাত্র শিক্ষিত ব্যক্তিরাই সদস্য হতে পারত।

ব্যাখ্যা ২ ঃ জমিদারদের স্বার্থরক্ষার জন্য এই সমিতি প্রতিষ্ঠিত হয়েছিল।

ব্যাখ্যা ৩ ঃ জমিদার সভার সদস্যদের সঙ্গে সমাজের অধিকাংশ মানুষের কোনো যোগাযোগ ছিল না।

উত্তরঃ ব্যাখ্যা ৩ ঃ জমিদার সভার সদস্যদের সঙ্গে সমাজের অধিকাংশ মানুষের কোনো যোগাযোগ ছিল না।

 

২.৫.৩ বিবৃতি : রবীন্দ্রনাথ ঠাকুর ঔপনিবেশিক শিক্ষাব্যবস্থা পছন্দ করতেন না।

ব্যাখ্যা ১ ঃ কারণ এই শিক্ষা ব্যবস্থা ছিল সাপেক্ষ।

ব্যাখ্যা ২ ঃ কারণ এই শিক্ষা ব্যবস্থার মাধ্যম ছিল মাতৃভাষা।

ব্যাখ্যা ৩ ঃ কারণ এই শিক্ষা ব্যবস্থা শিক্ষার্থীদের মনের বিকাশ ঘটাতো না।

উত্তরঃ ব্যাখ্যা ৩ ঃ কারণ এই শিক্ষা ব্যবস্থা শিক্ষার্থীদের মনের বিকাশ ঘটাতো না।

 

২.৫.৪ বিবৃতি : হ্যালহেড তাঁর বাংলা ব্যাকরণ গ্রন্থ লেখেন এদেশীয় ইংরেজ কর্মচারীদের বাংলা ভাষা শেখাবার জন্য।

ব্যাখ্যা ১ ঃ কারণ, এদেশের ইংরেজ কর্মচারীরা বাংলা ভাষা ও সাহিত্যের অনুরাগী ছিলেন।

ব্যাখ্যা ২ ঃ কারণ, বাংলা ভাষা না জানলে ইংরেজ কর্মচারীদের পদোন্নতি হতো না।

ব্যাখ্যা ৩ ঃ কারণ, এদেশে বাণিজ্য ও প্রশাসন চালাবার জন্য ইংরেজ কর্মচারীদের বাংলা আয়ত্ত করা প্রয়োজন ছিল।

উত্তরঃ ব্যাখ্যা ৩ ঃ কারণ, এদেশে বাণিজ্য ও প্রশাসন চালাবার জন্য ইংরেজ কর্মচারীদের বাংলা আয়ত্ত করা প্রয়োজন ছিল।

ABTA Test Paper 2021-22 History Page 421

Thank You

ABTA Test Paper 2021-22 History Page 421

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Insert math as
Block
Inline
Additional settings
Formula color
Text color
#333333
Type math using LaTeX
Preview
\({}\)
Nothing to preview
Insert
error: Content is protected !!