Fri. Dec 27th, 2024

ABTA Test Paper 2021-22 Geography Page 769

 

ABTA Test Paper 2021-22 Geography Page 769

বিভাগ – ‘ক’

১। বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো : 

১.১ একটি বহির্জাত প্রক্রিয়া হল –

(ক) অগ্ন্যুৎপাত

(খ) পাত সঞ্চালন

(গ) অবরোহণ

(ঘ) ভূমিকম্প

উত্তরঃ (গ) অবরোহণ

 

১.২ হিমবাহের সঞ্চয়কার্যের ফলে প্রান্ত গ্রাবরেখার সৃষ্ট হওয়া ত্রিকোণাকার ভূমিকে বলে –

(ক) পলল ব্যজনী

(খ) ড্রামলিন

(গ) কেম

(ঘ) এসকার

উত্তরঃ (গ) কেম

 

১.৩ সাপের ময় আকৃতিবিশিষ্ট বালিয়াড়িটি হল –

(ক) নক্ষত্র বালিয়াড়ি

(খ) অর্শচন্দ্রাকার বালিয়াড়ি

(গ) অর্ধবৃত্তীয় বালিয়াড়ি

(ঘ) আঁকলে বালিয়াড়ি

উত্তরঃ (ঘ) আঁকলে বালিয়াড়ি

 

১.৪ করি জার্মান ভাষায় যে নামে পরিচিত –

(ক) সার্ক

(খ) কার

(গ) কুম

(ঘ) বটন

উত্তরঃ (খ) কার

 

১.৫ শিলাময় মরূভূমি আলজিরিয়ায় যে নামে পরিচিত  তা হল –

(ক) আর্গ

(খ) কুম

(গ) হামাদা

(ঘ) রেগ

উত্তরঃ (ঘ) রেগ

 

১.৬ ভারতের বৃহত্তম হ্রদ হল –

(ক) প্যাংগং

(খ) উলার

(গ) ভেম্বানাদ

(ঘ) কোলেরু

উত্তরঃ (খ) উলার

 

১.৭ গারো পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ –

(ক) দাফাবুম

(খ) নকরেক

(গ) সান্দাকফু

(ঘ) দোদাবেতা

উত্তরঃ (খ) নকরেক

 

১.৮ নরওয়েস্টার প্রবাহিত হয় –

(ক) দক্ষিণ পশ্চিম

(খ) উত্তর পূর্ব

(গ) উত্তর পশ্চিম

(ঘ) দক্ষিণ পূর্ব দিক থেকে

উত্তরঃ (গ) উত্তর পশ্চিম

 

১.৯ ভারতের বনভূমি গবেষণাগার অবস্থিত –

(ক) কলকাতা

(খ) ভূপাল

(গ) দেরাদুন

(ঘ) এলাহাবাদ-এ

উত্তরঃ (গ) দেরাদুন

 

১.১০ ভারতের বৃহত্তম কফি উৎপাদক জেলার নাম –

(ক) মহীশূর

(খ) কোদাগু

(গ) শিমোগা

(ঘ) চিকমাগালুর

উত্তরঃ (ঘ) চিকমাগালুর

 

১.১১ উৎপাদনে ভারতের বৃহত্তম ইস্পাত নির্মাণ কোম্পাণীটি হল –

(ক) হিন্দুস্তান স্টিল লিমিটেড

(খ) টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানী

(গ) বোকারো স্টিল লিমিটেড

(ঘ) বিশ্বেশ্বরায়া আয়রন অ্যান্ড স্টিল লিমিটেড

উত্তরঃ (খ) টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানী

 

১.১২ ভারতে জনবিস্ফোরণ হয়েছিল –

(ক) ১৯০১ – ১৯২১

(খ) ১৯৩১ – ১৯৫১

(গ) ১৯৫১ – ১৯৮৯

(ঘ) ১৯৮৯ – ২০০১ সালে

উত্তরঃ (গ) ১৯৫১ – ১৯৮৯

 

১.১৩ উত্তর-পূর্ব রেলপথের সদর দপ্তর হল –

(ক) কলকাতা

(খ) কানপুর

(গ) মালিগাঁও

(ঘ) গোরক্ষপুর

উত্তরঃ (ঘ) গোরক্ষপুর

 

১.১৪ সম্প্রতি ভারতের যে রাষ্ট্রয়ত্ত আন্তর্জাতিক বিমান সংস্থাটি টাটা গোষ্ঠী কিনে নিল –

(ক) ইন্ডিয়ান এয়ারলাইন্স

(খ) এয়ার ইন্ডিয়া

(গ) বায়ুদূত

(ঘ) জেট এয়ারোয়েজ

উত্তরঃ (খ) এয়ার ইন্ডিয়া

ABTA Test Paper 2021-22 Geography Page 769

 

ABTA Test Paper 2021-22 Geography Page 769

বিভাগ – ‘খ’

২। ২.১ নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে ‘শু’ এবং অশুদ্ধ হলে ‘অ’ লেখো (যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও) :

২.১.১ হুবার্ড ভারতের বৃহত্তম উপত্যকা হিমবাহ।

উত্তরঃ ‘অ’

২.১.২ নদীর ক্ষয় ও সঞ্চয় উভয়ের কারণেই অশ্বক্ষুরাকৃতি হ্রদ সৃষ্টি হয়।

উত্তরঃ ‘শু’

২.১.৩ অধিক বৃষ্টিপাত যুক্ত অঞ্চলে ল্যাটেরাইট মাটির সৃষ্টি হয়।

উত্তরঃ ‘শু’

২.১.৪ আয়তন অনুসারে উত্তরপ্রদেশ ভারতের বৃহত্তম রাজ্য।

উত্তরঃ ‘অ’

২.১.৫ জার্মানির ক্রপস ও ডেমাগ কোম্পানীর সহযোগীতায় বোকারো ইস্পাত কেন্দ্রটি গড়ে ওঠে।

উত্তরঃ ‘অ’

২.১.৬ মুম্বাইকে ভারতের বৃহত্তম মহানগর’ বলে।

উত্তরঃ ‘শু’

২.১.৭ চন্ডীগড় একটি পরিকল্পিত শহর।

উত্তরঃ ‘শু’

ABTA Test Paper 2021-22 Geography Page 769

 

২.২ উপযুক্ত শব্দ বসিয়ে শুন্যস্থান পূরণ করো (যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও) ঃ

২.২.১ বহির্জাত শক্তিগুলির মধ্যে সর্বপ্রধান শক্তি হলো __________।

উত্তরঃ নদী

২.২.২ মরু অঞ্চলে লবণাক্ত জলের হ্রদগুলি আমেরিকায় __________ নামে পরিচিত।

উত্তরঃ স্যালিনা

২.২.৩ পশ্চিমবাহিনী নদীগুলির মধ্যে ব-দ্বীপ দেখা যায় __________ নদীতে।

উত্তরঃ তাপ্তী

২.২.৪ জুনিপার __________ অরণ্যের প্রধান উদ্ভিদ।

উত্তরঃ সরলবর্গীয় অরণ্যের

২.২.৫ গম চাষের জন্য অন্ততঃ __________ টি তুষারমুক্ত দিবস প্রয়োজন।

উত্তরঃ ১১০

২.২.৬ বৃহতম জাহাজ নির্মাণ কেন্দ্রটি __________ এ অবস্থিত।

উত্তরঃ বিশাখাপত্তনমে

২.২.৭ ২০১১ এর জনগণনা অনুযায়ী __________ রাজ্যে নারী-পুরুষ অনুপাত সবচেয়ে কম।

উত্তরঃ হরিয়ানা

ABTA Test Paper 2021-22 Geography Page 769

 

২.৩ একটি বা দুটি শব্দে উত্তর দাও (যে কোনো ছয়টি) ঃ

২.৩.১ ‘গ্রেড’ শব্দটি কে প্রথম ব্যবহার করেন?

উত্তরঃ জি কে গিলবার্ট

২.৩.২ হিমরেখা কোথায় সমুদ্রতলের কাছাকাছি উচ্চতায় অবস্থান করে?

উত্তরঃ উচ্চ অক্ষাংশে বা মেরু অঞ্চলে

২.৩.৩ বিন্ধ্যের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি?

উত্তরঃ মানপুর

২.৩.৪ প্রাণহিতা কোন্‌ নদীর উপনদী?

উত্তরঃ গোদাবরী

২.৩.৫ আন্তর্জাতিক ধান গবেষণাগার কোথায় অবস্থিত?

উত্তরঃ ফিলিপিন্সের ম্যানিলায়

২.৩.৬ পেট্রোরসায়ন শিল্পের প্রধান কাঁচামাল কোন্‌টি?

উত্তরঃ ন্যাপথা

২.৩.৭ ভারতের বর্তমান (২০১১) গড় জনঘনত্ব কত?

উত্তরঃ ৩৮২ জন / বর্গকিমি

ABTA Test Paper 2021-22 Geography Page 769

 

২.৪ বামদিকের সাথে ডানদিকও মিলিয়ে লেখো ঃ

বামদিক

ডানদিক

২.৪.১ নীলকন্ঠ

(১) চেন্নাই

২.৪.২ মরু মৃত্তিকা গবেষণা

(২) নাগপুর

২.৪.৩ সবুজ নগর

(৩) পিরামিড চূড়া

২.৪.৪ কমলালেবুর শহর

(৪) যোধপুর

উত্তরঃ

বামদিক

ডানদিক

২.৪.১ নীলকন্ঠ

(৩) পিরামিড চূড়া

২.৪.২ মরু মৃত্তিকা গবেষণা

(৪) যোধপুর

২.৪.৩ সবুজ নগর

(১) চেন্নাই

২.৪.৪ কমলালেবুর শহর

(২) নাগপুর

ABTA Test Paper 2021-22 Geography Page 769

Thank You

ABTA Test Paper 2021-22 Geography Page 769

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Insert math as
Block
Inline
Additional settings
Formula color
Text color
#333333
Type math using LaTeX
Preview
\({}\)
Nothing to preview
Insert
error: Content is protected !!