ABTA Test Paper 2021-22 Geography Page 746
ABTA Test Paper 2021-22 Geography Page 746
বিভাগ – ‘ক’
১। বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো :
১.১ বহিঃধৌত সমভূমি নদী দ্বারা বিচ্ছিন্ন হলে তাকে বলে –
(ক) টিলাইট
(খ) ভ্যালিট্রেন
(গ) গ্রাবরেখা
(ঘ) ব্যবচ্ছিন্ন সমভূমি
উত্তরঃ (খ) ভ্যালিট্রেন
১.২ অবতল পাড়ের দিকে নদীর খাতের গভীর অংশ জলপূর্ণ হলে তাকে বলে –
(ক) রিফিল
(খ) প্লাঞ্জপুল
(গ) পুল
(ঘ) থলওয়েগ
উত্তরঃ (গ) পুল
১.৩ পাথুরে মরুভূমিকে মিশরে বলা হয় –
(ক) রেগ
(খ) কুম
(গ) সেরীর
(ঘ) আর্গ
উত্তরঃ (গ) সেরীর
১.৪ হিমবাহের সঞ্চয় কার্যের ফলে প্রান্ত গ্রাবরেখার সৃষ্টত্রিকোণাকৃতি ভূমিকা বলে –
(ক) পলল ব্যজনী
(খ) কেম
(গ) ব-দ্বীপ
(ঘ) প্লাবনভূমি
উত্তরঃ (খ) কেম
১.৫ বায়ু অপসারনের ফলে সৃষ্ট পৃথিবীর বৃহত্তম গর্তটি হল –
(ক) সম্বর
(খ) পুষ্কর
(গ) কাতারা
(ঘ) বিনহোল
উত্তরঃ (গ) কাতারা
১.৬ আম্রবৃষ্টি দেখা যায় যে রাজ্যে –
(ক) রাজস্থান
(খ) তামিলনাড়ু
(গ) কেরল
(ঘ) পশ্চিমবঙ্গ
উত্তরঃ (গ) কেরল
১.৭ দামোদর উপত্যকায় পরিকল্পনা নিম্নলিখিত দুই রাজ্যের মিলিত পরিকল্পনা –
(ক) ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গ
(খ) পাঞ্জাব ও হরিয়ানা
(গ) পশ্চিমবঙ্গ ও ওড়িষ্যা
(ঘ) অন্ধ্রপ্রদেশ ও ছত্রিশগড়
উত্তরঃ (ক) ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গ
১.৮ ভারতের নিম্নলিখিত যে হ্রদটি মিষ্টি জল তা হলো –
(ক) প্যাংগং
(খ) উলার
(গ) পুলিকট
(ঘ) সম্বর
উত্তরঃ (খ) উলার
১.৯ কোন্টি মিলেট জাতীয় শস্য –
(ক) জোয়ার
(খ) ইক্ষু
(গ) কফি
(ঘ) বাদাম
উত্তরঃ (ক) জোয়ার
১.১০ যে মৃত্তিকা ‘রেগুর’ নামে পরিচিত তা হল –
(ক) পলিমাটি
(খ) কৃষ্ণ মৃত্তিকা
(গ) ল্যাটেরাইট মৃত্তিকা
(ঘ) মরু মৃত্তিকা
উত্তরঃ (খ) কৃষ্ণ মৃত্তিকা
১.১১ ভারতে বাজরা উৎপাদনে প্রথম স্থানাধিকারী রাজ্য হলো –
(ক) রাজস্থান
(খ) গুজরাট
(গ) মহারাষ্ট্র
(ঘ) উত্তরপ্রদেশ
উত্তরঃ (ক) রাজস্থান
১.১২ শিকড় আলগা শিল্প হলো –
(ক) চা
(খ) কার্পাস বয়ন
(গ) কাগজ
(ঘ) লৌহ ইস্পাত শিল্প
উত্তরঃ (খ) কার্পাস বয়ন
১.১৩ ভারতের উপকূল রেখার দৈর্ঘ্য সবচেয়ে বেশি দেখা যায় –
(ক) অন্ধ্রপ্রদেশে
(খ) তামিলনাড়ুতে
(গ) মহারাষ্ট্রে
(ঘ) গুজরাট
উত্তরঃ (ঘ) গুজরাট
১.১৪ ‘সংযোজনভিত্তিক শিল্প’ বলা হয় –
(ক) লৌহ-ইস্পাত শিল্পকে
(খ) তথ্যপ্রযুক্তি শিল্পকে
(গ) পেট্রোরসায়ন শিল্পকে
(ঘ) মোটরগাড়ি নির্মাণ শিল্পকে
উত্তরঃ (ঘ) মোটরগাড়ি নির্মাণ শিল্পকে
ABTA Test Paper 2021-22 Geography Page 746
বিভাগ – ‘খ’
২। ২.১ নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে ‘শু’ এবং অশুদ্ধ হলে ‘অ’ লেখো (যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও) :
২.১.১ স্পেনীয় ভাষায় মেসা শব্দের অর্থ চেয়ার।
উত্তরঃ ‘অ’
২.১.২ নিক পয়েন্টে জলপ্রপাত সৃষ্টি হয়।
উত্তরঃ ‘শু’
২.১.৩ মরু অঞ্চলের অবশিষ্ট পাহাড়গুলি মোনাডনক নামে পরিচিত।
উত্তরঃ ‘অ’
২.১.৪ শীতকালে ভারতে পশ্চিমি ঝঞ্ঝার প্রভাব দেখা যায়।
উত্তরঃ ‘শু’
২.১.৫ ভারতের বিজ্ঞাননগরী বলা হয় হায়দ্রাবাদকে।
উত্তরঃ ‘অ’
২.১.৬ ভারতে সবুজ বিপ্লবের প্রথম প্রভাব পড়ে গম উৎপাদনে।
উতরঃ ‘শু’
২.১.৭ কলকাতা বন্দরটি স্বাভাবিক পোতাশ্রয়যুক্ত বন্দর।
উত্তরঃ ‘অ’
ABTA Test Paper 2021-22 Geography Page 746
২.২ উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো (যে কোনো ছয়টি) ঃ
২.২.১ আফ্রিকার মরু হ্রদগুলিকে __________ নামে ডাকা হয়।
উত্তরঃ প্যান
২.২.২ হিমবাহ জিভের মতো এগিয়ে গেলে তাকে __________ বলে।
উত্তরঃ স্নাউট
২.২.৩ পাঞ্জাবে প্লাবনভুমি __________ নামে পরিচিত।
উত্তরঃ ধায়া
২.২.৪ ভারতের সবচেয়ে বেশি অঞ্চল জুড়ে আছে __________ মাটি।
উত্তরঃ পলিমাটি
২.২.৫ তাপ্তিনদী __________ উপত্যকার মধ্যদিয়ে প্রবাহিত হয়েছে।
উত্তরঃ গ্রস্ত উপত্যকার
২.২.৬ __________ ভারতের বৃহত্তম ও ব্যস্ততম বিমান বন্দর।
উত্তরঃ নতুন দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর
২.২.৭ __________ হল ভারতের দীর্ঘতম সেচখাল।
উত্তরঃ ইন্দিরা গান্ধী খাল
ABTA Test Paper 2021-22 Geography Page 746
২.৩ একটি বা দুটি শব্দে উত্তর দাও (যে কোনো ছয়টি) ঃ
২.৩.১ ইয়ার্দাং তীক্ষ্ম হয়ে গেলে তাকে কী বলে?
উত্তরঃ নিডিল
২.৩.২ জমাটবদ্ধ তুষারকণাকে কী বলে?
উত্তরঃ ফার্ন
২.৩.৩ ভারতের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য কোন্টি?
উত্তরঃ সুন্দরবন
২.৩.৪ ভারতের কেন্দ্রীয় ধান গবেষণাগার কোথায় অবস্থিত?
উত্তরঃ উড়িষ্যার কটকে
২.৩.৫ পর্বতের কোন ঢালে বৃষ্টিচ্ছায় অঞ্চল সৃষ্টি হয়?
উত্তরঃ অনুবাত ঢালে
২.৩.৬ ভারতের কোন্ অঞ্চলে অধিম ঝুম লক্ষ্য করা যায়?
উত্তরঃ উত্তর-পূর্ব পাহাড়ি অঞ্চলে
২.৩.৭ দক্ষিন ভারতের ম্যাঞ্চেস্টার কোন্ শহরকে বলে?
উত্তরঃ কোয়েম্বাটুর
ABTA Test Paper 2021-22 Geography Page 746
২.৪ বামদিকের সাথে ডানদিক মিলিয়ে লেখো ঃ
বামদিক |
ডানদিক |
২.৪.১ তিলাইয়া |
(১) হিমাদ্রি হিমাচল |
২.৪.২ ধবলগিরি |
(২) শিবালিক হিমালয় |
২.৪.৩ দেরাদুন |
(৩) ব্রহ্মপুত্র |
২.৪.৪ সুবর্ণসিড়ি |
(৪) বরাকর |
উত্তরঃ
বামদিক |
ডানদিক |
২.৪.১ তিলাইয়া |
(৪) বরাকর |
২.৪.২ ধবলগিরি |
(১) হিমাদ্রি হিমাচল |
২.৪.৩ দেরাদুন |
(২) শিবালিক হিমালয় |
২.৪.৪ সুবর্ণসিড়ি |
(৩) ব্রহ্মপুত্র |
আপনারা আমাদেরকে এভাবেই সাহায্য করবেন আর আমরাও চাই আপনাদেরকে সাহায্য করতে তা আপনারাও এরকম কোশ্চেন দিয়ে যে আমাদের মানে সল্ভ করবেন আর এভাবেই পাশে থাকবেন আর কোশ্চেন দিবেন ভালো কোশ্চেন এভাবেই দিবেন কোশ্চেন আমরাও চাই আপনাদের কাছ থেকে সাহায্য করবেন |
আমরা সর্বদাই তোমাদের মতো ছাত্র-ছাত্রীদের সাহায্যের জন্য কাজ করে যাচ্ছি আর ভবিষ্যতেও করবো।
অনেক ধন্যবাদ।