ABTA Test Paper 2021-22 Geography Page 724
ABTA Test Paper 2021-22 Geography Page 724
বিভাগ – ‘ক’
১। বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো :
১.১ ক্ষয় ও সঞ্চয়ের মাধ্যমে ভূমিরূপ সমতল হওয়ার প্রক্রিয়াকে বলে –
(ক) পর্যায়ন
(খ) আরোহণ
(গ) অবরোহণ
(ঘ) পুঞ্জিত ক্ষয়
উত্তরঃ (ক) পর্যায়ন
১.২ নদীর গতিবেগ দ্বিগুণ হলে বহন ক্ষমতা বাড়ে –
(ক) ৪৬ গুণ
(খ) ৬৪ গুণ
(গ) ৭৪ গুণ
(ঘ) ৪৭ গুণ
উত্তরঃ (খ) ৬৪ গুণ
১.৩ পৃথিবীর বৃহত্তম পাদদেশীয় হিমবাহ হল –
(ক) মালাসপিনা
(খ) ল্যাম্বার্ট
(গ) হুবার্ট
(ঘ) সিয়াচেন
উত্তরঃ (ক) মালাসপিনা
১.৪ অর্ধচন্দ্রাকৃতি বালিয়াড়িকে বলে –
(ক) ধান্দ
(খ) ধ্রিয়ান
(গ) বার্খান
(ঘ) সিফ বালিয়াড়ি
উত্তরঃ (গ) বার্খান
১.৫ নুনাটাক দেখা যায় –
(ক) পাদদেশীয় হিমবাহে
(খ) পার্বত্য হিমবাহে
(গ) মহাদেশীয় হিমবাহে
(ঘ) নদীতে
উত্তরঃ (গ) মহাদেশীয় হিমবাহে
১.৬ আয়তন অনুসারে ভারতের বৃহত্তম রাজ্য হল –
(ক) উত্তরপ্রদেশ
(খ) মধ্যপ্রদেশ
(গ) রাজস্থান
(ঘ) মহারাষ্ট্র
উত্তরঃ (গ) রাজস্থান
১.৭ রাজ্য পুনর্গঠন সর্বাধিক গুরুত্ব দেওয়া হয় –
(ক) ভাষা
(খ) সংস্কৃতি
(গ) প্রশাসনিক সুবিধা
(ঘ) অর্থনৈতিক উন্নয়ন ও পরিকল্পনাকে
উত্তরঃ (ক) ভাষা
১.৮ পূর্বঘাট পর্বতমালা সর্বোচ্চ শৃঙ্গের নাম হল –
(ক) আর্মাকোন্দা
(খ) ভাভুলমালা
(গ) দোদাবেতা
(ঘ) আন্নামালাই
উত্তরঃ (ক) আর্মাকোন্দা
১.৯ কেরালার বালিয়াড়িগুলিকে স্থানীয় ভাষায় বলে –
(ক) কয়াল
(খ) লেগুন
(গ) ধান
(ঘ) টেরিস
উত্তরঃ (ঘ) টেরিস
১.১০ সোনালী স্তম্ভ বলা হয় –
(ক) কার্পাসকে
(খ) পাটকে
(গ) পাট ও কার্পাস উভয়কেই
(ঘ) ইক্ষুকে
উত্তরঃ (ক) কার্পাসকে
১.১১ SAIL – এর সদর দপ্তর –
(ক) মুম্বাই-এ
(খ) কলকায়
(গ) চেন্নাই-এ
(ঘ) ব্যাঙ্গালোরে
উত্তরঃ উপরের কোনোটিই নয় (দিল্লি)
১.১২ ‘মাইথন’ জলবিদ্যুৎ কেন্দ্র –
(ক) দামোদর
(খ) ময়ূরাক্ষ্মী
(গ) হুগলি
(ঘ) কংসাবতী নদীতে অবস্থিত
উত্তরঃ (ক) দামোদর
১.১৩ ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক হল –
(ক) NH1
(খ) NH2
(গ) NH6
(ঘ) NH44
উত্তরঃ (ঘ) NH44
১.১৪ ভারতের জীবনরেখা বলা হয় –
(ক) রেলকে
(খ) জলপথকে
(গ) বিমান পথকে
(ঘ) স্থলপথকে
উত্তরঃ (ক) রেলকে
ABTA Test Paper 2021-22 Geography Page 724
বিভাগ – ‘খ’
২। ২.১ নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে ‘শু’ এবং অশুদ্ধ হলে ‘অ’ লেখো (যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও) :
২.১.১ জলপ্রপাত ক্রমশ উৎসের দিকে সরে যায়।
উত্তরঃ ‘শু’
২.১.২ মরুঅঞ্চলের অবশিষ্ট পাহাড়াগুলিকে মোনাডনক বলা হয়।
উত্তরঃ ‘অ’
২.১.৩ কারেওয়া সমভূমির ওপর দিয়ে ঝিলাম নদী প্রবাহিত হয়েছে।
উত্তরঃ ‘শু’
২.১.৪ কৃষ্ণা নদী আরব সাগরে পতিত হয়েছে।
উত্তরঃ ‘অ’
২.১.৫ লোয়েস মৃত্তিকা রাজস্থানে দেখা যায়।
উত্তরঃ ‘অ’
২.১.৬ আসাম ভারতের বৃহত্তম চা উৎপাদক রাজ্য।
উত্তরঃ ‘শু’
২.১.৭ ভারতের ম্যাঞ্চেস্টার বলা হয় মুম্বাইকে।
উত্তরঃ ‘অ’
ABTA Test Paper 2021-22 Geography Page 724
২.২ উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো (যে কোনো ছয়টি) ঃ
২.২.১ বালুকাময় মরুভূমি আলজিরিয়ায় ___________ নামে পরিচিত।
উত্তরঃ রেগ
২.২.২ নদীর ক্ষয়কাজের শেষসীমা __________।
উত্তরঃ সমুদ্রতল
২.২.৩ লোকটাক্ হ্রদটি ___________ রাজ্যে অবস্থিত।
উত্তরঃ মনিপুর
২.২.৪ সিন্ধু সমভূমির প্লাবন ভূমিকে __________ বলে।
উত্তরঃ ধায়া
২.২.৫ ছোটনাগপুর মালভূমিতে __________ বৃক্ষ জন্মায়।
উত্তরঃ পর্ণমোচী
২.২.৬ ভারতে __________ জাতীয় চা-এর ব্যবহার সবচেয়ে বেশি।
উত্তরঃ কালো
২.২.৭ ভারতের একমাত্র উপকূলের ইস্পাত কেন্দ্র হল __________।
উত্তরঃ বিশাখাপত্তনম
ABTA Test Paper 2021-22 Geography Page 724
২.৩ একটি বা দুটি শব্দে উত্তর দাও (যে কোনো ছয়টি) ঃ
২.৩.১ বর্হিজাত প্রতিক্রিয়ার শক্তিগুলির মূল উৎস কোন্টি?
উত্তরঃ সূর্য
২.৩.২ অসংখ্য ছোটো ছোটো র্যাপিডস্ একসঙ্গে অবস্থান করলে তা কি নামে পরিচিত?
উত্তরঃ ক্যাসকেড
২.৩.৩ পৃথিবীর গভীরতম ফিয়র্ডের নাম কী?
উত্তরঃ সোজনে ফিয়র্ড
২.৩.৪ মালনাদ কথাটির অর্থ কী?
উতরঃ উঁচু নিচু ভূমি
২.৩.৫ বাংলাদেশে ব্রহ্মপুত্র কী নামে পরিচিত?
উত্তরঃ যমুনা
২.৩.৬ গ্রীষ্মকালীন ঝড় আসামে কী নামে পরিচিত?
উত্তরঃ বরদৈছিলা
২.৩.৭ ভারতের সবুজ বিপ্লবের জনক কে?
উত্তরঃ ডঃ এম এস স্বামীনাথন
২.৩.৮ পশ্চিমবঙ্গে IT Sector কোথায় গড়ে উঠেছে?
উত্তরঃ কলকাতার সল্টলেকে
ABTA Test Paper 2021-22 Geography Page 724
২.৪ বামদিকের সাথে বামদিকেরগুলি মিলিয়ে লেখো ঃ
বামদিক |
ডানদিক |
২.৪.১ গুরুশিখর |
(১) নবীন পলিমাটি |
২.৪.২ খাদার |
(২) পেট্রোরসায়ন শিল্প |
২.৪.৩ ধূপগড় |
(৩) আরাবল্লী পর্বত |
২.৪.৪ হলদিয়া |
(৪) সাতপুরা পর্বত |
উত্তরঃ
বামদিক |
ডানদিক |
২.৪.১ গুরুশিখর |
(৩) আরাবল্লী পর্বত |
২.৪.২ খাদার |
(১) নবীন পলিমাটি |
২.৪.৩ ধূপগড় |
(৪) সাতপুরা পর্বত |
২.৪.৪ হলদিয়া |
(২) পেট্রোরসায়ন শিল্প |