Mon. Sep 16th, 2024

ABTA Test Paper 2021-22 Life Science Page182

ABTA Test Paper 2021-22 Life Science Page182

1) প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যাসহ বাক্যটি সম্পূর্ণ করে লেখো (সমস্ত প্রশ্নের উত্তর করা আবশ্যিক):

1.1 নীচের কোন জোড়াটি সঠিক তা স্থির করাে

() প্রতিকূল জলবৃত্তিজ চলন − মূল জলের উৎসের দিকে বৃদ্ধি

() সিসমেন্যাস্টিক চলন − স্পর্শ দ্বারা লজ্জার পত্ৰকগুলি বন্ধ হওয়া

() ফটোন্যাস্টিক চলন টিউলিপ ফুলের বেশি উষ্ণতায় কােন

() জিওট্রপিক চলন উদ্ভিদের কাণ্ডের আলাের উৎসের দিকে বৃদ্ধি পাওয়া

উত্তরঃ () সিসমেন্যাস্টিক চলন − স্পর্শ দ্বারা লজ্জার পত্ৰকগুলি বন্ধ হওয়া

 

1.2 নীচের কোন গ্রন্থিটি মিশ্র প্রকৃতির নয়

() অগ্ন্যাশয়

() থাইরয়েড

() শুক্রাশয়

() ডিম্বাশয়

উত্তরঃ () থাইরয়েড

 

1.3 মেন্ডেলের দ্বিসংকর জননের পরীক্ষায় F2 জনুতে yyrr জিনােটাইপ বিশিষ্ট অপত্যের সংখ্যা কটি ছিল তা স্থির করাে

() 1

() 2

() 3

(4

উত্তরঃ () 1

 

1.4 একটি বিশুদ্ধ লম্বা (TT) মটর গাছের সাথে একটি সংকর লম্বা (Tt) মটর গাছের সংকরায়নে কত শতাংশ উদ্ভিদ বিশুদ্ধ লম্বা প্রকৃতির হবে

() 25%

() 50%

() 75%

() 100%

উত্তরঃ () 50%

 

1.5 সংযুক্তি পদ্ধতিতে জনন ঘটে এমন উদ্ভিদ হল

() স্পাইরােগাইরা

(খ) মস

() অ্যাগারিকাস

() ফার্ন

উত্তরঃ (ক) স্পাইরােগাইরা

 

1.6 একজন মহিলা বর্ণান্ধ হলে কোনটি সঠিক তা স্থির করাে

() মহিলার মাতা বর্ণান্ধ

() মহিলার পিতা বর্ণান্ধ

() মহিলার মাতা বর্ণান্ধ পিতা স্বাভাবিক

() মহিলার মাতা পিতা উভয়েই বর্ণান্ধ

উত্তরঃ () মহিলার মাতা পিতা উভয়েই বর্ণান্ধ

 

1.7 মানবদেহে গ্যামেট উৎপাদনে সাহায্যকারী কোশবিভাজনটি হল

() মাইটোসিস

(খ) মিয়ােসিস

() অ্যামাইটোসিস

() সাইটোকাইনেসিস

উত্তরঃ (খ) মিয়ােসিস

 

1.8 জেনেটিক্স(Genetics) কথাটি প্রথম ব্যবহার করেন

(ক) জোহানসেন

() বেটসন

() খােরানা

() ডারউইন

উত্তরঃ () বেটসন

 

1.9 নীচের বাক্যগুলি পড়াে এবং যে বাক্যটি সঠিক নয় তা চিহ্নিত করাে

() হাইপােথ্যালা অগ্র পিটুইটারির ক্ষরণ নিয়ন্ত্রণ করে

() ADH অক্সিটোসিন পশ্চাৎ পিটুইটারিতে হয়।

() ইনসুলিন কলাকোশে গ্লুকোজ গ্রহণ ক্ষমতা বাড়িয়ে দেয় এবং রক্তে গ্লুকোজের  পরিমাণ হ্রাস করে

() ইস্ট্রোজেন শুক্রাশয়ের লেডিগ কোশ থেকে ক্ষরিত হয়।

উত্তরঃ () ইস্ট্রোজেন শুক্রাশয়ের লেডিগ কোশ থেকে ক্ষরিত হয়।

 

1.10 প্রদত্ত ক্ৰশগুলির মধ্যে কোনটি টেস্ট ক্রশ খুঁজে বার করাে

() TT × TT

() TT × tt

() Tt × tt

() tt × tt

উত্তরঃ () Tt × tt

 

1.11 ইউক্যারিওটিক ক্রোমােজোমের হিস্টোন প্রােটিন –

(ক) তিন প্রকার

() পাঁচ প্রকার

() সাত প্রকার

() দশ প্রকার

উত্তরঃ () পাঁচ প্রকার

 

1.12 যে যৌন জননে দুটি মিলিত গ্যামেটের আকার সমান হয় তাকে বলে –

(ক) অ্যাইসােগ্যামী

() গ্যামী

() সিনগ্যামী 

() অ্যানাইসােগ্যামী

উত্তরঃ (ক) অ্যাইসােগ্যামী

 

1.13 DNAএর ক্ষেত্রে কোন বক্তব্যটি সঠিক করাে

() DNAতে পিরিমিডিন ক্ষারকরূপে অ্যাডেনিন গুয়ানিন থাকে

(খ) DNAতে শুধুমাত্র হিস্টোন প্রােটিন থাকে

() DNAতে রাইবােজ শর্করা থাকে

(ঘ) DNA-তে ডিঅক্সিরাইবোেজ শর্করা থাকে

উত্তরঃ (ঘ) DNA-তে ডিঅক্সিরাইবোেজ শর্করা থাকে

 

1.14 নীচের কোনটি সঠিক নয় তা স্থির করো –

() ক্লেরা অক্ষিগােলকের গঠনে সাহায্য করে

() রেটিনা বস্তুর প্রতিবিম্ব গঠন করে।

() কর্ণিয়া তারারন্ধকে ছােটো বড়াে হতে সাহায্য করে

() লেন্স উপযােজনের মাধ্যমে আলােকরশ্মিকে রেটিনার উপর কেন্দ্রীভূত করে।

উত্তরঃ () কর্ণিয়া তারারন্ধকে ছােটো বড়াে হতে সাহায্য করে

 

1.15 জননাঙ্গ জননগ্রন্থির পরিপূর্ণতা ঘটে মানব পরিস্ফুটণের যে দশায়, সেই দশাটি শনাক্ত করাে

() শৈশব দশায়

() বয়ঃসন্ধি দশায়

() সদ্যোজাত দশায়

() বাধ্যক্য দশায়

উত্তরঃ () বয়ঃসন্ধি দশায়

ABTA Test Paper 2021-22 Life Science Page182

ABTA Test Paper 2021-22 Life Science Page182

বিভাগ – খ

2) নীচের ২৬টি প্রশ্ন থেকে ২১টি প্রশ্নের উত্তর নির্দেশ অনুসারে লেখো :

নীচের বাক্যগুলির শূন্যস্থানগুলিতে উপযুক্ত শব্দ বসাও (যে কোন পাঁচটি)

2.1 সিলিয়ারি গমন দেখা যায় _______ প্রাণীতে।

উত্তরঃ প্যারামেসিয়াম 

 

2.2 আলােক জারনের ফলে বিনষ্ট হয় ______ হরমােন

উত্তরঃ অক্সিন 

 

2.3 ফ্ল্যাজেলা যুক্ত রেনুকে বলে _____

উত্তরঃ চলরেণু 

 

2.4 লিঙ্গ নির্ধারণে সাহায্য করে _____ ক্রোমােজোম

উত্তরঃ

 

2.5 জিন সংযুক্তি দ্বারা নির্ধারিত বৈশিষ্ট্যকে বলে _____

উত্তরঃ জিনোটাইপ 

 

2.6 DNAএর কার্যকরী বিশেষ অংশই হলাে _____

উত্তরঃ জিন 

ABTA Test Paper 2021-22 Life Science Page182

 

নীচের বাক্যগুলো সত্য অথবা মিথ্যা নিরূপণ করো (যে কোনো পাঁচটি) :

2.7 মহিলাদের দুটি Xক্রোমােজোমের একই লােকাসে বর্ণান্ধতার জিন(C+) থাকলে তবেই তারা বর্ণান্ধ হবে

উত্তরঃ সত্য

 

2.8 প্রাণীকোশের স্পিন্ডিলকে বলে অ্যানাস্ট্রাল স্পিন্ডিল।

উত্তরঃ মিথ্যা

 

2.9 ইতর পরাগযােগে বাহকের দরকার হয় না

উত্তরঃ মিথ্যা

 

2.10 নিজল দানা দেখা যায় স্নায়ুকোশের অ্যাক্সনে

উত্তরঃ মিথ্যা

 

2.11 গুরুমস্তিন্ধের গােলার্ধদ্বয়ের যােজক হল ভারমিস

উত্তরঃ মিথ্যা

 

2.12 ক্রোমােজোমগুলাে প্রফেজ দশায় বেমের দুই প্রান্তে গমন করে

উত্তরঃ মিথ্যা

ABTA Test Paper 2021-22 Life Science Page182

 

A-স্তম্ভে দেওয়া শব্দের সঙ্গে B-স্তম্ভে দেওয়া সর্বাপেক্ষা উপযুক্ত শব্দটি সমতা বিধান করে উভয় স্তম্ভের ক্রমিক নং উল্লেখ সহ সঠিক জোরটি পুনরায় লেখো (যে কোনো পাঁচটি) :

A স্তম্ভ B স্তম্ভ
2.13 ফিডব্যাক নিয়ন্ত্রণ (ক) মিয়োসিস
2. 14 অসম্পূর্ণ প্রকটতা (খ) নিষ্ক্রিয় জিনসম্পন্ন অধিকুণ্ডলীকৃত
2.15 টেলােফেজ (গ) TSHথাইরক্সিন
2. 16 হেটারাে ক্রোমাটিন (ঘ) নিউক্লিয় জালিকার পুনর্গঠন
2.17 ক্রসিং ওভার (ঙ) ফিনােটাইপ জিনােটাইপ অনুপাত অভিন্ন
2.18 অ্যাসিটাইল কোলিন (চ) নিউরােট্রান্স মিটার
(ছ) নিউরাে হরমােন

ABTA Test Paper 2021-22 Life Science Page182

উত্তরঃ

A স্তম্ভ B স্তম্ভ
2.13 ফিডব্যাক নিয়ন্ত্রণ (গ) TSHথাইরক্সিন
2. 14 অসম্পূর্ণ প্রকটতা (ঙ) ফিনােটাইপ জিনােটাইপ অনুপাত অভিন্ন
2.15 টেলােফেজ (ঘ) নিউক্লিয় জালিকার পুনর্গঠন
2. 16 হেটারাে ক্রোমাটিন (খ) নিষ্ক্রিয় জিনসম্পন্ন অধিকুণ্ডলীকৃত
2.17 ক্রসিং ওভার (ক) মিয়োসিস
2.18 অ্যাসিটাইল কোলিন (চ) নিউরােট্রান্স মিটার

ABTA Test Paper 2021-22 Life Science Page182

 

একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও (যে কোনো ছ’টি) :

2.19 বিসদৃশ শব্দটি বেছে লেখাে : লম্বা মটর গাছ, হলুদ বীজপত্র, সবুজ বীজপত্র,স্ফীত মটর ফল

উত্তরঃ সবুজ বীজপত্র

ABTA Test Paper 2021-22 Life Science Page182

 

2.20 কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের গহ্বরে অবস্থিত তরলটির নাম কী?

উত্তরঃ CSF (সেরিব্রো স্পাইনাল ফ্লুইড )

 

2.21 নীচের সম্পর্কযুক্ত একটি শব্দজোড় দেওয়া আছেপ্রথম জোড়টির সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়টির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও :

নিউক্লিয়াস : ক্রোমােজোম ধারণ :: _____ : প্রােটিন সংশ্লেষ

উত্তরঃ রাইবোজোম 

 

2.22 BMR বৃদ্ধিকারী হরমানটির নাম কী?

উত্তরঃ থাইরক্সিন 

ABTA Test Paper 2021-22 Life Science Page182

 

2.23 নীচের চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গতসেই বিষয়টি খুঁজে বার করাে এবং লেখাে

অডিটরি স্নায়ু, ভেগাস স্নায়ু, করােটিক স্নায়ু, অপটিক স্নায়ু

উত্তরঃ  অডিটরি স্নায়ু, ভেগাস স্নায়ু, অপটিক স্নায়ু এই তিনটি করােটিক স্নায়ু এর অন্তর্গত। 

 

2.24 লােকাস কাকে বলে?

উত্তরঃ ক্রোমোজোমের ওপর যে নির্দিষ্ট স্থানে জিন অবস্থান করে, সেই স্থান টিকে লোকাস বলা হয়। 

ABTA Test Paper 2021-22 Life Science Page182

 

2.25 মাইক্রোটিউবিউল কী?

উত্তরঃ উদ্ভিদকোশের কোষবিভাজনে বেমতন্তু গঠনকারী অঙ্গাণুটি হল মাইক্রোটিউবিউল। 

 

2.26 জনুক্রমে কোন দুটি জনুর আবর্তন ঘটে?

উত্তরঃ রেণুধর ও লিঙ্গধর। 

 

ABTA Test Paper 2021-22 Life Science Page182

Thank You

ABTA Test Paper 2021-22 Life Science Page182

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Insert math as
Block
Inline
Additional settings
Formula color
Text color
#333333
Type math using LaTeX
Preview
\({}\)
Nothing to preview
Insert
error: Content is protected !!