Sat. Jul 27th, 2024

ABTA Test Paper 2021-22 History Page 700

 

ABTA Test Paper 2021-22 History Page 700

বিভাগ – ‘ক’

১। সঠিক উত্তরটি নির্বাচন করো :

১.১ ‘নাইনটিনস সেঞ্চুরি ইন্ডিয়ান ফোটোগ্রাফি’ গ্রন্থের রচয়িতা হলেন –

(ক) জন ওয়েভ

(খ) বিদ্যা দেহেজিয়া

(গ) সোফি গর্ডন

(ঘ) আর জালাস নিকেল

উত্তরঃ (গ) সোফি গর্ডন

 

১.২ আধুনিক ভারতের স্থাপত্যকর্মের সবচাইতে বড়ো শিল্পী ছিলেন –

(ক) লরি বেকার

(খ) চার্লস কোরিয়া

(গ) লা কোরবুজিয়ার

(ঘ) বি আর নন্দ

উত্তরঃ (খ) চার্লস কোরিয়া

 

১.৩ ‘এ নেশন ইন মেকিং’ গ্রন্থের রচয়িতা হলেন –

(ক) মহাত্মা গান্ধী

(খ) শিবনাথ শাস্ত্রী

(গ) সুভাষচন্দ্র বসু

(ঘ) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়

উত্তরঃ (ঘ) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়

 

১.৪ ‘রাজা হরিশচন্দ্র’ সিনেমাটির পরিচালক কে ছিলেন?

(ক) সত্যজিৎ রায়

(খ) মৃণাল সেন

(গ) দাদাসাহেব ফালকে

(ঘ) তপন সিনহা

উত্তরঃ (গ) দাদাসাহেব ফালকে

 

১.৫ ‘কমিটি অব পাবলিক ইনস্ট্রাকশনের’ সভাপতি ছিলেন –

(ক) জোনাথান ডানকান

(খ) টমাস ব্যাবিংটন

(গ) লর্ড ওয়েলেসলি

(ঘ) হল্ট ম্যাকেনজি

উত্তরঃ (খ) টমাস ব্যাবিংটন

ABTA Test Paper 2021-22 History Page 700

 

১.৬ ‘নববিধান ব্রাহ্মসমাজ’ গঠন করেন –

(ক) দেবেন্দ্রনাথ ঠাকুর

(খ) কেশবচন্দ্র সেন

(গ) রামমোহন রায়

 (ঘ) রাধাকান্ত দেব

উত্তরঃ (খ) কেশবচন্দ্র সেন

 

১.৭ বাংলা ভাষায় প্রথম মাসিক পত্রিকাটি হল –

(ক) বেঙ্গল গেজেট

(খ) সমাচার দর্পণ

(গ) হিন্দু প্যাট্রিয়ট

(ঘ) দিগদর্শন

উত্তরঃ (ঘ) দিগদর্শন

 

১.৮ বিজয়কৃষ্ণ গোস্বামী ব্রাহ্মধর্মে ‘আচার্য’ হিসেবে দীক্ষিত হন –

(ক) ১৮৬০ খ্রিস্টাব্দে

(খ) ১৮৭১ খ্রিস্টাব্দে

(গ) ১৮৬৪ খ্রিস্টাব্দে

(ঘ) ১৮৫৯ খ্রিস্টাব্দে

উত্তরঃ (গ) ১৮৬৪ খ্রিস্টাব্দে

 

১.৯ ভারতবর্ষে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান হয় –

(ক) ১৮৫৭ খ্রিস্টাব্দে

(খ) ১৮৬৫ খ্রিস্টাব্দে

(গ) ১৮৫৬ খ্রিস্টাব্দে

(ঘ) ১৮৫৮ খ্রিস্টাব্দে

উত্তরঃ (ঘ) ১৮৫৮ খ্রিস্টাব্দে

 

১.১০ ‘করিম শাহ’ কোন্‌ আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন –

(ক) ফরাজি আন্দোলন

(খ) ওয়াহাবি আন্দোলন

(গ) পাগলাপন্থী অন্দোলন

(ঘ) চুয়াড় আন্দোলন

উত্তরঃ (গ) পাগলাপন্থী অন্দোলন

ABTA Test Paper 2021-22 History Page 700

 

১.১১ ‘মেদিনীপুরের লক্ষ্মীবাঈ’ নামে পরিচিত হন –

(ক) দুর্জন সিং

(খ) রানী শিরোমণি

(গ) অচল সিং

(ঘ) দেবী সিংহ

উত্তরঃ (খ) রানী শিরোমণি

 

১.১২ কোন্‌ শহরটিকে কেন্দ্র করে দুর্গম বনাঞ্চল নিয়ে ‘জঙ্গলমহল’ নামে একটি বিশেষ জেলা গঠন করা হয় –

(ক) তমলুক

(খ) ইংরেজবাজার

(গ) বিষ্ণুপুর

(ঘ) সিউড়ি

উত্তরঃ (গ) বিষ্ণুপুর

 

১.১৩ আসামে সিপাহী বিদ্রোহের নেতৃত্ব দেন –

(ক) নানাসাহেব

(খ) মণিরাম দেওয়ান

(গ) মৌলবি আহমদুল্লা

(ঘ) বক্তা খাঁ

উত্তরঃ (খ) মণিরাম দেওয়ান

 

১.১৪ ঐতিহাসিক আর জি প্রধান-এর মতে কাকে ‘ভারতীয় জাতীয়তাবাদের জনক’ বলা হয় –

(ক) সাভারকার

(খ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

(গ) স্বামী বিবেকানন্দ

(ঘ) অরবিন্দ ঘোষ

উত্তরঃ (গ) স্বামী বিবেকানন্দ

 

১.১৫ ‘গোরা’ উপন্যাস লিখেছেন –

(ক) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

(খ) অবনীন্দ্রনাথ ঠাকুর

(গ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

(ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর

উত্তরঃ (ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর

 

১.১৬ কত খ্রিস্টাব্দে মোহনবাগান ক্লাব আই এফ এ শিল্ড জিতলে বাঙালির রক্তে ফুটবলপ্রীতি তীব্র হয়ে ওঠে –

(ক) ১৯০৫ খ্রিস্টাব্দে

(খ) ১৯১৪ খ্রিস্টাব্দে

(গ) ১৯১১ খ্রিস্টাব্দে

(ঘ) ১৯০৯ খ্রিস্টাব্দে

উত্তরঃ (গ) ১৯১১ খ্রিস্টাব্দে

ABTA Test Paper 2021-22 History Page 700

 

১.১৭ ‘হাফটোন ব্লক প্রিন্টিং’ -এর রচয়িতা হলেন –

(ক) সুকুমার রায়

(খ) যোগীন্দ্রনাথ সরকার

(গ) উপেন্দ্রকিশোর রায়চৌধুরী

(ঘ) সত্যজিৎ রায়

উত্তরঃ (গ) উপেন্দ্রকিশোর রায়চৌধুরী

 

১.১৮ ‘ব্রাহ্মাণ-রোমাণ ক্যাথলিক সংবাদ’ গ্রন্থটির লেখক হলেন –

(ক) উইলিয়াম কেরি

(খ) দোম আন্তনিও

(গ) গঙ্গাকিশোর ভট্টাচার্য

(ঘ) ন্যাথালিয়েল ব্রাসিহালহেদ

উত্তরঃ (খ) দোম আন্তনিও

 

১.১৯ বিশ্বভারতী প্রতিষ্ঠিত হয় –

(ক) ১৯১৫ খ্রিস্টাব্দে

(খ) ১৯০৫ খ্রিস্টাব্দে

(গ) ১৯২১ খ্রিস্টাব্দে

(ঘ) ১৯১২ খ্রিস্টাব্দে

উত্তরঃ (গ) ১৯২১ খ্রিস্টাব্দে

 

১.২০ ‘ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কালটিভেশন অব সায়েন্স’ প্রতিষ্ঠা করেন –

(ক) জগদীশচন্দ্র বসু

(খ) সি ভি রমন

(গ) মহেন্দ্রলাল সরকার

(ঘ) তারকনাথ পালিত

উত্তরঃ (গ) মহেন্দ্রলাল সরকার

 

ABTA Test Paper 2021-22 History Page 700

 

ABTA Test Paper 2021-22 History Page 700

বিভাগ – ‘খ’

২। যে কোনো ষোলটি প্রশ্নের উত্তর দাও (প্রতিটি উপবিভাগ থেকে অন্ততঃ ১টি করে প্রশ্নের উত্তর দাও) :

উপবিভাগ : ২.১

একটি বাক্যে উত্তর দাও :

২.১.১ ব্রাহ্মিকা শাড়ি পড়ার সূত্রপাত কোথা থেকে নয়।

উত্তরঃ কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারের থেকে চালু হয়।

২.১.২ কত খ্রিস্টাব্দে কাশ্মীরকে কেন্দ্র করে ইন্দো-পাক যুদ্ধে (কার্গিল যুদ্ধ) ভারতের সামরিক শক্তির উজ্জ্বল ভূমিকা লক্ষ্য করা যায়?

উত্তরঃ ১৯৯৯ খ্রিস্টাব্দে

২.১.৩ ভারতীয় চিত্রশিল্পে কার আঁকা ছবিগুলি অবনীন্দ্রশৈলী নামে খ্যাত?

উত্তরঃ অবনীন্দ্রনাথ ঠাকুরের আঁকা ছবিগুলি

২.১.৪ ‘রক্তকরবী’ নাটকটি কার লেখা?

উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর

ABTA Test Paper 2021-22 History Page 700

 

উপবিভাগ ঃ ২.২

ঠিক বা ভুল নির্ণয় করো ঃ

২.২.১ ১৮৬০ খ্রিস্টাব্দে কলকাতা থেকে প্রকাশিত হয় দীনবন্ধু মিত্রের নাটক ‘নীলদর্পণ’।

উত্তরঃ ভুল

২.২.২ জেনারেল অ্যাসেম্বলিজ ইন্সটিটিউশন বর্তমান নাম স্কটিশ চার্চ কলেজ।

উত্তরঃ ঠিক

২.২.৩ ‘গ্রামবার্তা প্রকাশিকা’ পত্রিকা প্রকাশ করেন হরিনাথ মজুমদার।

উত্তরঃ ঠিক

২.২.৪ ঊনবিংশ শতক ছিল বাংলার নবজাগরণের যুগ।

উত্তরঃ ঠিক

ABTA Test Paper 2021-22 History Page 700

 

উপবিভাগ ঃ ২.৩

‘ক’ স্তম্ভের সঙ্গে ‘খ’ স্তম্ভ মেলাও ঃ

‘ক’ স্তম্ভ ‘খ’ স্তম্ভ
২.৩.১ জমির যৌথ মালিকানা (১) সাঁওতাল বিদ্রোহ
২.৩.২ দামিন-ই-কোহ বা পাহাড়ের প্রান্ত দেশ (২) পাবনা বিদ্রোহ
২.৩.৩ ইসলাম নির্দিষ্ট বাধ্যতামূলক কর্তব্য (৩) মুন্ডা বিদ্রোহ
২.৩.৪ প্রজাস্বত্ত্ব আইন (৪) ফরাজি আন্দোলন

উত্তরঃ

‘ক’ স্তম্ভ ‘খ’ স্তম্ভ
২.৩.১ জমির যৌথ মালিকানা (৩) মুন্ডা বিদ্রোহ
২.৩.২ দামিন-ই-কোহ বা পাহাড়ের প্রান্ত দেশ (১) সাঁওতাল বিদ্রোহ
২.৩.৩ ইসলাম নির্দিষ্ট বাধ্যতামূলক কর্তব্য (৪) ফরাজি আন্দোলন
২.৩.৪ প্রজাস্বত্ত্ব আইন (২) পাবনা বিদ্রোহ

ABTA Test Paper 2021-22 History Page 700

 

উপবিভাগ ঃ ২.৪

প্রদত্ত ভারতবর্ষের রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত ও নামাঙ্কিত করো ঃ

২.৪.১ চুয়াড় বিদ্রোহের এলাকা – মেদিনীপুর

২.৪.২ মহারা ঘোষণাপত্রের ঘোষণাস্থল – এলাহাবাদ

২.৪.৩ ১৮৫৭-এর বিদ্রোহের কেন্দ্র 

২.৪.৪ ওয়াহাবি আন্দোলনের কেন্দ্র – বারাসাত

ABTA Test Paper 2021-22 History Page 700

 

উপবিভাগ ঃ ২.৫

নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক বাক্যটি নির্বাচন করো ঃ

২.৫.১ বিবৃতি ঃ উনিশ শতকে ছাপা বইয়ের চাহিদা বেড়ে যায়।

ব্যাখ্যা ১ ঃ উনিশ শতকে মানুষের মধ্যে বই পড়ার ঝোঁক অন্ত্যন্ত বেড়ে যায়।

ব্যাখ্যা ২ ঃ এই সময় যে বইগুলি ছাপা হত সেগুলি ছিল রঙিন, সুন্দর ও চিত্তাকর্ষক।

ব্যাখ্যা ৩ ঃ এই সময় প্রচুর শিক্ষা প্রতিষ্ঠান গড়ে ওঠে।

উত্তরঃ ব্যাখ্যা ৩ ঃ এই সময় প্রচুর শিক্ষা প্রতিষ্ঠান গড়ে ওঠে।

 

২.৫.২ বিবৃতি ঃ রবীন্দ্রনাথ ঠাকুর ‘বিশ্বভারতী’ প্রতিষ্ঠা করেছিলেন।

ব্যাখ্যা ১ ঃ কবির কাছে ‘বিশ্বভারতী’ ও ‘বিশ্বমানবতাবাদ একই অর্থবোধক।

ব্যাখ্যা ২ঃ চিরাচরিত শিক্ষা দেবার জন্য।

ব্যাখ্যা ৩ ঃ প্রাতিষ্ঠানিক শিক্ষার প্রতিষ্ঠার জন্য।

উত্তরঃ ব্যাখ্যা ১ ঃ কবির কাছে ‘বিশ্বভারতী’ ও ‘বিশ্বমানবতাবাদ একই অর্থবোধক।

 

২.৫.৩ বিবৃতি ঃ পঞ্চানন কর্মকার ছাড়া চার্লস উইলকিনস সফল হতেন না।

ব্যাখ্যা ১ ঃ চার্লস উইলকিনস একাই বাংলা হরফ নির্মাণ করেন।

ব্যাখ্যা ২ ঃ বাংলা ছাপা হরফ নির্মাণে চার্লস উইলকিনসকে সাহায্য করেছিলেন পঞ্চানন কর্মকার।

ব্যাখ্যা ৩ ঃ পঞ্চানন কর্মকারের ভূমকা ছিল নগণ্য।

উত্তরঃ ব্যাখ্যা ২ ঃ বাংলা ছাপা হরফ নির্মাণে চার্লস উইলকিনসকে সাহায্য করেছিলেন পঞ্চানন কর্মকার।

 

২.৫.৪ বিবৃতি ঃ কলকাতায় জাতীয় শিক্ষাপরিষদ গঠিত হয়েছিল।

ব্যাখ্যা ১ ঃ বিদেশি শিক্ষার প্রভাবমুক্ত জাতীয় আদর্শে পরিচালিত শিক্ষার প্রসারের জন্য।

ব্যাখ্যা ২ ঃ ঔপনিবেশিক শিক্ষার প্রসারের জন্য।

ব্যাখ্যা ৩ ঃ বিজ্ঞানভিত্তিক শিক্ষার প্রসারের জন্য।

উত্তরঃ ব্যাখ্যা ১ ঃ বিদেশি শিক্ষার প্রভাবমুক্ত জাতীয় আদর্শে পরিচালিত শিক্ষার প্রসারের জন্য।

 

ABTA Test Paper 2021-22 History Page 700

Thank You

ABTA Test Paper 2021-22 History Page 700

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Insert math as
Block
Inline
Additional settings
Formula color
Text color
#333333
Type math using LaTeX
Preview
\({}\)
Nothing to preview
Insert
error: Content is protected !!