Skip to content

ABTA Test Paper 2021-22 History Page 678

WBBSE Life Science Question Paper 2022 with Answer

ABTA Test Paper 2021-22 History Page 678

 

ABTA Test Paper 2021-22 History Page 678

বিভাগ – ‘ক’

১। সঠিক উত্তরটি নির্বাচন করো :

১.১ ‘দ্য সোশ্যাল সায়েন্স হিস্ট্রি অ্যাসোসিয়েশন’ প্রতিষ্ঠিত হয় –

(ক) ১৯৭৬ খ্রিস্টাব্দে

(খ) ১৯৭৮ খ্রস্টাব্দে

(গ) ১৯৮০ খ্রিস্টাব্দে

(ঘ) ১৯৮২ খ্রিস্টাব্দে

উত্তরঃ (ক) ১৯৭৬ খ্রিস্টাব্দে

 

১.২ ক্রিকেট খেলার সূচনা হয়েছিল –

(ক) দক্ষিণ আফ্রিকাতে

(খ) নিউজিল্যান্ডে

(গ) অস্ট্রেলিয়াতে

(ঘ) ইংল্যান্ডে

উত্তরঃ (ঘ) ইংল্যান্ডে

 

১.৩ ‘লেটারস ফ্রম এ ফাদার টু হিজ ডটার’ -এর লেখক হলেন –

(ক) মতিলাল নেহেরু

(খ) মহাত্মা গান্ধি

(গ) রবীন্দ্রনাথ ঠাকুর

(ঘ) জওহরলাল নেহেরু

উত্তরঃ (ঘ) জওহরলাল নেহেরু

 

১.৪ সরকারি নথিপথ সংরক্ষণ করা হয় –

(ক) জাদুঘর

(খ) সরকারি সেরেস্তায়

(গ) জাতীয় মহাফেজখানায়

(ঘ) দপ্তর খানায়

উত্তরঃ (গ) জাতীয় মহাফেজখানায়

 

১.৫ ‘বামাবোধিনী’ পত্রিকার সম্পাদক ছিলেন –

(ক) ডেভিড হেয়ার

(খ) রামমোহন রায়

(গ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

(ঘ) উমেশচন্দ্র দত্ত

উত্তরঃ (ঘ) উমেশচন্দ্র দত্ত

 

১.৬ ‘হুতোম প্যাঁচা’ ছদ্মনামে লিখেছেন –

(ক) কালীপ্রসন্ন সিংহ

(খ) রাধাকান্ত দেব

(গ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

(ঘ) দেবেন্দ্রনাথ ঠাকুর

উত্তরঃ (ক) কালীপ্রসন্ন সিংহ

 

১.৭ ভারতবর্ষে ইংরেজি শিক্ষা সরকারি আনুকূল্য ল্যাব করে যাঁর সিন্ধান্তের ফলে তিনি হলেন –

(ক) বেথুন

(খ) ডেভিড হেয়ার

(গ) লর্ড কর্নওয়ালিশ

(ঘ) মেকলে

উত্তরঃ (ঘ) মেকলে

 

১.৮ সতীদাহ প্রথা নিষিদ্ধ হয় –

(ক) ১৮২৯ খ্রিস্টাব্দে

(খ) ১৮৩৯ খ্রিস্টাব্দে

(গ) ১৮৪৬ খ্রিস্টাব্দে

(ঘ) ১৮৫৯ খ্রিস্টাব্দে

উত্তরঃ (ক) ১৮২৯ খ্রিস্টাব্দে

 

১.৯ ভারতে প্রথম অরণ্য আইন পাশ হয় –

(ক) ১৮৬৩ খ্রিস্টাব্দে

(খ) ১৮৬৫ খ্রিস্টাব্দে

(গ) ১৮৬৭ খ্রিস্টাব্দে

(ঘ) ১৮৬৯ খ্রিস্টাব্দে

উত্তরঃ (খ) ১৮৬৫ খ্রিস্টাব্দে

 

১.১০ মুন্ডা বিদ্রহকে বলা হয় –

(ক) হুল 

(খ) সিঙ বোঙা

(গ) উলগুলান

(ঘ) পাইক

উত্তরঃ (গ) উলগুলান

 

১.১১ ‘জমি আল্লার দান’ – একথা বলেন 

(ক) তিতুমির 

(খ) দুদু মিঞা

(গ) করম শাহ

(ঘ) ইশান রায়

উত্তরঃ (খ) দুদু মিঞা

ABTA Test Paper 2021-22 History Page 678

 

১.১২ ‘হিন্দু প্যাট্রিয়ট’ পত্রিকা যে বিদ্রোহের খবর নিয়মিতভাবে প্রকাশ করেছিল তা হল –

(ক) সন্ন্যাসী-ফকির বিদ্রোহ

(খ) কোল বিদ্রোহ

(গ) পাবনা বিদ্রোহ

(ঘ) নীল বিদ্রোহ

উত্তরঃ (ঘ) নীল বিদ্রোহ

 

১.১৩ ১৮৫৭ খ্রিস্টাব্দের মহাবিদ্রোহকে ভারতের ‘প্রথম স্বাধীনতার যুদ্ধ’ বলে অভিহিত করেছেন –

(ক) স্বামী বিদ্যানন্দ

(খ) বিনায়ক দামোদর সাভারকার

(গ) বল্লভভাই প্যাটেল

(ঘ) স্বামী সহজানন্দ

উত্তরঃ (খ) বিনায়ক দামোদর সাভারকার

 

১.১৪ ভারতের প্রথম ভাইসরয় ছিলেন –

(ক) লর্ড ক্যানিং

(খ) লর্ড বেন্টিক

(গ) লর্ড ডালহৌসি

(ঘ) লর্ড মাউন্টব্যাটন

উত্তরঃ (ক) লর্ড ক্যানিং

ABTA Test Paper 2021-22 History Page 678

 

১.১৫ ‘ছিয়াত্তরের মন্বন্তর’ ও ‘সন্ন্যাসী-ফকির বিদ্রোহ’ – এর কথা জানা যায় যে উপন্যাস থেকে তা হল –

(ক) পথের দাবী

(খ) দেবী চৌধুরানী

(গ) আনন্দমঠ

(ঘ) শ্রীকান্ত

উত্তরঃ (গ) আনন্দমঠ

 

১.১৬ ‘ভারত সভার’ প্রথম সম্পাদক ছিলেন –

(ক) শিবনাথ শাস্ত্রী

(খ) অক্ষয়কুমার দত্ত

(গ) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়

(ঘ) আনন্দমোহন বসু

উত্তরঃ (ঘ) আনন্দমোহন বসু

 

১.১৭ পূর্ব বাংলার প্রথম ছাপাখানা স্থাপিত হয়েছিল –

(ক) পাবনায়

(খ) ঢাকায়

(গ) বরিশালে

(ঘ) রংপুরে

উত্তরঃ (ঘ) রংপুরে

 

১.১৮ বাংলা পুস্তক ব্যবসার পথিকৃৎ ছিলেন –

(ক) উইলিয়াম কেরি

(খ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

(গ) গঙ্গাকিশোর ভট্টাচার্য

(ঘ) পঞ্চানন কর্মকার

উত্তরঃ (গ) গঙ্গাকিশোর ভট্টাচার্য

 

১.১৯ ‘বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট’ এর প্রথম অধ্যক্ষ ছিলেন – 

(ক) প্রথমনাথ বসু

(খ) তারকনাথ পালিত

(গ) সত্যেন্দ্রনাথ বসু

(ঘ) মেঘনাদ সাহা

উত্তরঃ (ক) প্রথমনাথ বসু

 

১.২০ রবীন্দ্রনাথের শিক্ষাচিন্তা প্রভাবিত হয়েছিল যাঁর দ্বারা তিনি হলেন –

(ক) হিউম

(খ) ফ্রয়বেল

(গ) রুশো

(ঘ) পেস্তালজি

উত্তরঃ (খ) ফ্রয়বেল

 

ABTA Test Paper 2021-22 History Page 678

 

ABTA Test Paper 2021-22 History Page 700

বিভাগ – ‘খ’

২। যে কোনো ষোলটি প্রশ্নের উত্তর দাও (প্রতিটি উপবিভাগ থেকে অন্ততঃ ১টি করে প্রশ্নের উত্তর দাও) :

উপবিভাগ : ২.১

একটি বাক্যে উত্তর দাও :

২.১.১ ‘দ্য সাইলেন্ট স্প্রিং’ গ্রন্থটি কে লেখেন?

উত্তরঃ রাচেল কারসন

২.১.২ কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য কে ছিলেন?

উত্তরঃ স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়

২.১.৩ সাঁওতাল বিদ্রোহের প্রতীক ছিল কোন্‌ গাছ?

উত্তরঃ শাল গাছ

২.১.৪ কত খ্রিস্টাব্দে সি ভি রমন পদার্থবিদ্যায় নোবেল পুরষ্কার পান?

উত্তরঃ ১৯৩০ সালে

ABTA Test Paper 2021-22 History Page 678

 

উপবিভাগ ঃ ২.২

ঠিক বা ভুল নির্ণয় করো ঃ

২.২.১ পুরুলিয়া জেলার ইতিহাস স্থানীয় ইতিহাসের অন্তর্ভুক্ত।

উত্তরঃ ঠিক

২.২.২ দাদাসাহেব ফালকে যুক্ত ছিলেন চলচ্চিত্রের সঙ্গে।

উত্তরঃ ঠিক

২.২.৩ প্রথম ভারতীয় মহিলা ডাক্তার ছিলেন চন্দ্রমুখী বসু।

উত্তরঃ ভুল

২.২.৪ নীল কমিশন গঠিত হয় ১৮৬২ খ্রিস্টাব্দে।

উত্তরঃ ভুল

ABTA Test Paper 2021-22 History Page 678

 

উপবিভাগ ঃ ২.৩

‘ক’ স্তম্ভের সঙ্গে ‘খ’ স্তম্ভ মেলাও ঃ

‘ক’ স্তম্ভ

‘খ’ স্তম্ভ

২.৩.১ মহারানীর ঘোষণাপত্র

(১) নুরুলউদ্দিন

২.৩.২ পাবনা বিদ্রোহ

(২) ১৮৩৫ খ্রিস্টাব্দে

২.৩.৩ ভারতীয় দ্বারা প্রথম শব ব্যবচ্ছেদ

(৩) মধুসূদন গুপ্ত

২.৩.৪ রংপুর বিদ্রোহ

(৪) ১৮৫৮ খ্রিস্টাব্দে

উত্তরঃ

‘ক’ স্তম্ভ

‘খ’ স্তম্ভ

২.৩.১ মহারানীর ঘোষণাপত্র

(৪) ১৮৫৮ খ্রিস্টাব্দে

২.৩.২ পাবনা বিদ্রোহ

(২) ১৮৩৬ খ্রিস্টাব্দে

২.৩.৩ ভারতীয় দ্বারা প্রথম শব ব্যবচ্ছেদ

(৩) মধুসূদন গুপ্ত

২.৩.৪ রংপুর বিদ্রোহ

(১) নুরুলউদ্দিন

ABTA Test Paper 2021-22 History Page 678

 

উপবিভাগ ঃ ২.৪

প্রদত্ত ভারতবর্ষের রেখামানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত ও নামাঙ্কিত করো ঃ

২.৪.১ ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনের শহর – বোম্বাই

২.৪.২ ভারত সভার প্রথম অধিবেশনের শহর – কলকাতা

২.৪.৩ মহাবিদ্রোহের অন্যতম কেন্দ্র – ঝাঁসি

২.৪.৪ ভারতের প্রথম ছাপাখানার কেন্দ্র গোয়া

ABTA Test Paper 2021-22 History Page 678

 

উপবিভাগ ঃ ২.৫

নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক বাক্যটি নির্বাচন করো ঃ

২.৫.১ বিবৃতি ঃ সরলাদেবী চৌধুরানী ‘লক্ষ্মীর ভান্ডার’ প্রতিষ্ঠা করছিলেন।

ব্যাখ্যা ১ ঃ জীবিকা অর্জনের জন্য তিনি নিজস্ব ব্যবসা শুরু করেন।

ব্যাখ্যা ২ ঃ স্বদেশি পণ্য সাধারনের মধ্যে প্রচলনের জন্য তিনি ‘লক্ষ্মীর ভান্ডার’ প্রতিষ্ঠা করেন।

ব্যাখ্যা ৩ ঃ নিত্য পূজার সামগ্রী বিক্রয়ের জন্য তিনি ‘লক্ষ্মীর ভান্ডার’ প্রতিষ্ঠা করেছিলেন।

উত্তরঃ ব্যাখ্যা ২ ঃ স্বদেশি পণ্য সাধারনের মধ্যে প্রচলনের জন্য তিনি ‘লক্ষ্মীর ভান্ডার’ প্রতিষ্ঠা করেন।

 

২.৫.২ বিবৃতি ঃ রামমোহন রায় পাশ্চাত্য শিক্ষা বিস্তারের দাবি জানিয়ে লর্ড আর্মহাস্টকে পত্র লেখেন।

ব্যাখ্যা ১ ঃ তিনি ছিলেন প্রাচ্য শিক্ষার ঘোরতর বিরোধী।

ব্যাখ্যা ২ ঃ তাঁর উদ্দেশ্য ছিল এদেশে পাশ্চাত্য জ্ঞান বিজ্ঞানের প্রসার ঘটানো।

ব্যাখ্যা ৩ ঃ তাঁর উদ্দেশ্য ছিল এদেশে ব্রিটিশ সাম্রাজ্য বিস্তারে সাহায্য করা।

উত্তরঃ ব্যাখ্যা ২ ঃ তাঁর উদ্দেশ্য ছিল এদেশে পাশ্চাত্য জ্ঞান বিজ্ঞানের প্রসার ঘটানো।

 

২.৫.৩ বিবৃতি ঃ ‘বঙ্গভাষা প্রকাশিত সভা’ ছিল এদেশের প্রথম রাজনৈতিক সভা।

ব্যাখ্যা ১ ঃ এই সভা সর্বপ্রথম বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবিতে আন্দোলন করেছিল।

ব্যাখ্যা ২ ঃ রাজনৈতিক উদ্দেশ্য গোপন করার জন্য সভার নামকরণ হয় ‘বঙ্গভাষা প্রকাশিত সভা’। 

ব্যাখ্যা ৩ ঃ সাহিত্য সভারূপে প্রতিষ্ঠিত হলেও এটি রাজনৈতিক সভার রূপান্তরিত হয়েছিল।

উত্তরঃ ব্যাখ্যা ৩ ঃ সাহিত্য সভারূপে প্রতিষ্ঠিত হলেও এটি রাজনৈতিক সভার রূপান্তরিত হয়েছিল।

 

২.৫.৪ বিবৃতি ঃ বাংলার ছাপাখানা বিকাশে একটি স্বতন্ত্র ধারা ছিল বটতলার প্রকশনা।

ব্যাখ্যা ১ ঃ বটতলা থেকে প্রকাশিত অনুবাদ সাহিত্য।

ব্যাখ্যা ২ ঃ শুধুমাত্র পন্ডিত ব্যক্তিদের রচনাবলী বটতলা থেকে প্রকাশিত হত।

ব্যাখ্যা ৩ ঃ বটতলায় বিচিত্র বিষয়ে অত্যন্ত সুলভ মূল্যে বই প্রকাশিত হত।

উত্তরঃ ব্যাখ্যা ৩ ঃ বটতলায় বিচিত্র বিষয়ে অত্যন্ত সুলভ মূল্যে বই প্রকাশিত হত।

 

ABTA Test Paper 2021-22 History Page 678

Thank You

ABTA Test Paper 2021-22 History Page 700

2 thoughts on “ABTA Test Paper 2021-22 History Page 678”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!