Wed. Jan 8th, 2025 2:35:31 PM

ABTA Test Paper 2021-22 History Page 787

 

ABTA Test Paper 2021-22 History Page 787

বিভাগ – ‘ক’

১। সঠিক উত্তরটি নির্বাচন করো :

১.১ ক্রিকেট খেলার উদ্ভব হয়েছিল –

(ক) জার্মানিতে

(খ) অস্ট্রেলিয়াতে

(গ) ওয়েস্ট ইন্ডিজে

(ঘ) ইংল্যান্ডে

উত্তরঃ (ঘ) ইংল্যান্ডে

 

১.২ বঙ্গদর্শন পত্রিকা প্রথম প্রকাশিত হয় –

(ক) ১৮৭০ খ্রিস্টাব্দে

(খ) ১৮৭৫ খ্রিস্টাব্দে

(গ) ১৮৭২ খ্রিস্টাব্দে

(ঘ) ১৮৭৪ খ্রিস্টাব্দে

উত্তরঃ (গ) ১৮৭২ খ্রিস্টাব্দে

 

১.৩ এখন ইতিহাসে যাদের কথা বলার চেষ্টা করা হয় তাঁরা হলেন –

(ক) আমলা

(খ) রাজা

(গ) মন্ত্রী

(ঘ) সমাজের সর্বস্তরের মানুষ

উত্তরঃ (ঘ) সমাজের সর্বস্তরের মানুষ

 

১.৪ ‘লেটারস ফ্রেম ফাদার টু হিজ ডটার’ গ্রন্থের লেখক হলেন –

(ক) রাজা রামমোহন রায়

(খ) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়

(গ) জওহরলাল নেহেরু

(ঘ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

উত্তরঃ (গ) জওহরলাল নেহেরু

 

১.৫ ‘পটলডাঙা অ্যাকাডেমি’-র বর্তমান নাম –

(ক) প্রেসিডেন্সি কলেজ

(খ) বেথুন স্কুল

(গ) হিন্দু স্কুল

(ঘ) হেয়ার স্কুল

উত্তরঃ (ঘ) হেয়ার স্কুল

 

১.৬ ‘মেট্রোপলিটন ইন্সটিটিউশন’ -এর প্রতিষ্ঠাতা ছিলেন –

(ক) রাজা রামমোহন রায়

(খ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

(গ) রাধাকান্ত দেব

(ঘ) দেবেন্দ্রনাথ ঠাকুর

উত্তরঃ (খ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

 

১.৭ ‘কলকাতা বিশ্ববিদ্যালয়ের’ প্রথম উপচার্য ছিলেন –

(ক) লর্ড ক্যানিং

(খ) লর্ড ডালহৌসি

(গ) আলেকজান্ডার ডাফ

(ঘ) উইলিয়াম কোলভিন

উত্তরঃ (খ) লর্ড ডালহৌসি

 

১.৮ ‘শিবজ্ঞানে জীবসেবা’ কথাটি বলেছিলেন –

(ক) স্বামী বিবেকানন্দ

(খ) শ্রীরামকৃষ্ণ

(গ) বিজয়কৃষ্ণ গোস্বামী

(ঘ) কেশবচন্দ্র সেন

উত্তরঃ (খ) শ্রীরামকৃষ্ণ

 

১.৯ মুন্ডা বিদ্রোহ কী নামে পরিচিত ছিল?

(ক) হুল

(খ) দিকু

(গ) ওয়াহাবি

(ঘ) উলঘুলান

উত্তরঃ (ঘ) উলঘুলান

১.১০ ‘নীলদর্পণ’ নাটকটি লেখেন –

(ক) দীনবন্ধু মিত্র

(খ) অক্ষয়কুমার দত্ত

(গ) জেমস লঙ

(ঘ) মাইকেল মধুসূদন দত্ত

উত্তরঃ (ক) দীনবন্ধু মিত্র

 

১.১১ সাঁওতাল বিদ্রোহের একজন নেতা হলেন –

(ক) দুর্জন সিংহ

(খ) বিরসা মুন্ডা

(গ) সিধু

(ঘ) তিতুমির

উত্তরঃ (গ) সিধু

 

১.১২ তিতুমিরের প্রধান সেনাপতি ছিলেন –

(ক) সৈয়দ আহমেদ

(খ) গোলাম রসুল

(গ) গোলাম মাসুম

(ঘ) করিম শাহ

উত্তরঃ (গ) গোলাম মাসুম

 

১.১৩ কোন গর্ভনর জেনারেল পেশোয়া পদ অবলুপ্ত করেন?

(ক) লর্ড লিটন

(খ) লর্ড ডালহৌসি

(গ) লর্ড ক্যানিং

(ঘ) লর্ড এডিনবরা

উত্তরঃ (খ) লর্ড ডালহৌসি

 

১.১৪ ভারতের প্রথম স্বদেশী কার্টুনিস্ট হলেন –

(ক) গগনেন্দ্রনাথ ঠাকুর

(খ) অবনেন্দ্রনাথ ঠাকুর

(গ) চন্ডী লাহিড়ী

(ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর

উত্তরঃ (ক) গগনেন্দ্রনাথ ঠাকুর

 

১.১৫ ‘বঙ্গভাষা প্রকাশিকা সভা’ ছিল ভারতের প্রথম –

(ক) ভাষাগত প্রতিষ্ঠান

(খ) ধর্মীয় প্রতিষ্ঠান

(গ) রাজনৈতিক প্রতিষ্ঠান

(ঘ) সাংস্কৃতিক প্রতিষ্ঠান

উত্তরঃ (গ) রাজনৈতিক প্রতিষ্ঠান

 

১.১৬ ‘ভারত সভার’ অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন –

(ক) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

(খ) রাধাকান্ত দেব

(গ) রামমোহন রায়

(ঘ) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়

উত্তরঃ (ঘ) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়

 

১.১৭ ‘ছেলেদের রামায়ণ’ গ্রন্থটি রচনা করেন –

(ক) রবীন্দ্রনাথ ঠাকুর

(খ) উপেন্দ্রকিশোর রায়চৌধুরী

(গ) জন কেরি

(ঘ) মথুরানাথ মিত্র

উত্তরঃ (খ) উপেন্দ্রকিশোর রায়চৌধুরী

 

১.১৮ কলকাতা বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠিত হয় –

(ক) ১৯১০ খ্রিস্টাব্দে

(খ) ১৯২০ খ্রিস্টাব্দে

(গ) ১৯২৮ খ্রিস্টব্দে

(ঘ) ১৯১৪ খ্রিস্টাব্দে

উত্তরঃ (ঘ) ১৯১৪ খ্রিস্টাব্দে

 

১.১৯ শান্তিনিকেতনে বৃক্ষরোপন উৎসব পালিত হয় –

(ক) ১লা বৈশাখ

(খ) ২৫শে বৈশাখ

(গ) ২২শে শ্রাবণ

(ঘ) ৩০শে শ্রাবণ

উত্তরঃ (গ) ২২শে শ্রাবণ

ABTA Test Paper 2021-22 History Page 787

 

১.২০ এশিয়ার প্রথম ডিগ্রি কলেজ প্রতিষ্ঠিত হয় –

(ক) ঢাকায়

(খ) কলকাতায়

(গ) শ্রীরামপুরে

(ঘ) রংপুরে

উত্তরঃ (গ) শ্রীরামপুরে

ABTA Test Paper 2021-22 History Page 787

ABTA Test Paper 2021-22 History Page 787

 

বিভাগ – ‘খ’

২। যে কোনো ষোলটি প্রশ্নের উত্তর দাও (প্রতিটি উপবিভাগ থেকে অন্ততঃ ১টি করে প্রশ্নের উত্তর দাও) :

উপবিভাগ : ২.১

একটি বাক্যে উত্তর দাও :

২.১.১ সরলা দেবী চৌধুরাণীর আত্মজীবনী গ্রন্থের নাম কী?

উত্তরঃ জীবনের ঝরাপাতা

 

২.১.২ কাকে কাঙাল হরিনাথ নামে পরিচিত ছিলেন?

উত্তরঃ হরিনাথ মজুমদার

 

২.১.৩ ‘ভারতমাতা’ ছবিটি কার আঁকা?

উত্তরঃ অবনীন্দ্রনাথ ঠাকুর

 

২.১.৪ কে চুয়াড় বিদ্রোহের নেতৃত্ব দেন?

উত্তরঃ দুর্জন সিংহ

ABTA Test Paper 2021-22 History Page 787

 

উপবিভাগ ঃ ২.২

ঠিক বা ভুল নির্ণয় করো ঃ

২.২.১ ইতিহাসচর্চার খাদ্যাভ্যাসের বিবর্তনের কোনো গুরুত্ব নেই।

উত্তরঃ ভুল

ABTA Test Paper 2021-22 History Page 787

 

২.২.২ ভারতের প্রথম মহিলা চিকিৎসক হলেন কাদম্বিনী গাঙ্গুলি।

উত্তরঃ ঠিক

 

২.২.৩ ‘অরণ্য আইন’ অনুসারে বনভূমীকে চারভাগে ভাগ করা হয়েছিল।

উত্তরঃ ভুল

 

২.২.৪ ভারতের প্রথম ভাইসরয় ছিলেন লর্ড ডালহৌসি।

উত্তরঃ ভুল

ABTA Test Paper 2021-22 History Page 787

 

উপবিভাগ ঃ ২.৩

‘ক’ স্তম্ভের সঙ্গে ‘খ’ স্তম্ভ মেলাও ঃ

‘ক’ স্তম্ভ ‘খ’ স্তম্ভ
২.৩.১ উপেন্দ্রকিশর রায়চৌধুরী (১) আচার্য প্রফুল্লচন্দ্র রায়
২.৩.২ ক্রেসকোগ্রাফ যন্ত্র (২) সুরেশচন্দ্র মজুমদার
২.৩.৩ লাইনো টাইপ (৩) জগদীশচন্দ্র বসু
২.৩.৪ বেঙ্গল কেমিক্যাল (৪) প্রেসেস প্রিন্টিং

উত্তরঃ

‘ক’ স্তম্ভ ‘খ’ স্তম্ভ
২.৩.১ উপেন্দ্রকিশর রায়চৌধুরী (৪) প্রসেস প্রিন্টিং
২.৩.২ ক্রেসকোগ্রাফ যন্ত্র (৩) জগদীশচন্দ্র বসু
২.৩.৩ লাইনো টাইপ (২) সুরেশচন্দ্র মজুমদার
২.৩.৪ বেঙ্গল কেমিক্যাল (১) আচার্য প্রফুল্লচন্দ্র রায়

ABTA Test Paper 2021-22 History Page 787

 

উপবিভাগ ঃ ২.৪

প্রদত্ত ভারতবর্ষের রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত ও নামাঙ্কিত করো ঃ

২.৪.১ ভারতীয় ফুটবলের একটি প্রাণকেন্দ্র – কলকাতা

২.৪.২ নীল বিদ্রোহের একটি কেন্দ্র – ঝাঁসি

২.৪.৩ সন্ন্যাসী – ফকির বিদ্রোহের এলাকা

২.৪.৪ বাংলা ছাপাখানার পথিকৃৎ – শ্রীরামপুর

ABTA Test Paper 2021-22 History Page 787

 

উপবিভাগঃ ২.৫

নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক বাক্যটি নির্বাচন করোঃ

২.৫.১ বিবৃতিঃ সাম্প্রতিক ইতিহাস চর্চার প্রযুক্ত ও বিজ্ঞানের ইতিহাস গুরুত্বপূর্ণ।

ব্যাখ্যা ১ ঃ আধুনিক যুগ হল পযুক্তি ও বিজ্ঞানের যুগ।

ব্যাখ্যা ২ঃ প্রযুক্তি ও বিজ্ঞানের কীভাবে ক্রমোন্নতি ঘটেছে তা জানা যায়।

ব্যাখ্যা ৩ ঃ প্রযুক্তি ও বিজ্ঞান মানুষকে প্রভাবিত করছে।

উত্তরঃ ব্যাখ্যা ১ ঃ আধুনিক যুগ হল পযুক্তি ও বিজ্ঞানের যুগ।

 

২.৫.২ বিবৃতি ঃ বামাবোধিনী স্ত্রীজাতির উন্নতিকল্পে প্রকাশিত হয়।

ব্যাখ্যা ১ ঃ শিক্ষিত নারীরা কেউ কেউ এই পত্রিকা পাঠ করতেন।

ব্যাখ্যা ২ ঃ অল্প শিক্ষিত নারীরাও এর দ্বারা উপকৃত হতেন।

ব্যাখ্যা ৩ ঃ নারী শিক্ষা ছিল তখন অবহেলিত।

উত্তরঃ ব্যাখ্যা ৩ ঃ নারী শিক্ষা ছিল তখন অবহেলিত।

 

২.৫.৩ বিবৃতি ঃ বাংলার সামাজিক উন্নয়নে ব্রাহ্মসমাজের অগ্রণী ভূমিকা ছিল।

ব্যাখ্যা ১ ঃ ব্রাহ্ম সমাজের মানুষেরা শিক্ষিত ছিলনে।

ব্যাখ্যা ২ ঃ ব্রাহ্মণদের কর্মকান্ডের সাধারণের মধ্যে আলোড়ন পড়েছিল।

ব্যাখ্যা ৩ ঃ কুসংস্কারাচ্ছান্ন সামাজিক কাঠামোয় জোরালো আঘাত হেনেছিল ব্রাহ্মসমাজ।

উত্তরঃ ব্যাখ্যা ৩ ঃ কুসংস্কারাচ্ছান্ন সামাজিক কাঠামোয় জোরালো আঘাত হেনেছিল ব্রাহ্মসমাজ।

 

২.৫.৪ বিবৃতি ঃ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘আনন্দমঠ’ উপন্যাস নিষিদ্ধ ঘোষণা করেছিল ব্রিটিশ সরকার।

ব্যাখ্যা ১ঃ ‘আনন্দমঠ’ উপন্যাস ছিল একটি সাম্প্রদায়িক উপন্যাস।

ব্যাখ্যা ২ঃ ‘আনন্দমঠ’ উপন্যাস হিসাবে খুবই নিকৃষ্টমানের ছিল।

ব্যাখ্যা ৩ ঃ ‘আনন্দমঠ’ উপন্যাস শিক্ষিত মানসে জাতীয় চেতনা জাগ্রত করেছিল।

উত্তরঃ ব্যাখ্যা ৩ ঃ ‘আনন্দমঠ’ উপন্যাস শিক্ষিত মানসে জাতীয় চেতনা জাগ্রত করেছিল।

ABTA Test Paper 2021-22 History Page 787

Thank You

ABTA Test Paper 2021-22 History Page 787

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Insert math as
Block
Inline
Additional settings
Formula color
Text color
#333333
Type math using LaTeX
Preview
Nothing to preview
Insert
error: Content is protected !!