Mon. Oct 7th, 2024

ABTA Test Paper 2021-22 History Page 766

 

ABTA Test Paper 2021-22 History Page 766

বিভাগ – ‘ক’

 

১। সঠিক উত্তরটি নির্বাচন করো ঃ

১.১ ‘ম্যাডনেস অ্যান্ড সিভিলাইজেশন’ গ্রন্থটি লেখেন –

(ক) রুশো

(খ) মিশেল ফুকো

(গ) ফারনান্ড ব্রদেল

(ঘ) পার্থ ঘোষ

উত্তরঃ (খ) মিশেল ফুকো

 

১.২ ভারতের প্রথম নির্বাক চলচ্চিত্র হল –

(ক) রাজা হরিশচন্দ্র

(খ) আলম আরা

(গ) বিল্বমঙ্গল

(ঘ) আওয়ারা

উত্তরঃ (ক) রাজা হরিশচন্দ্র

 

১.৩ ভারতীয় হকি প্রথম অলিম্পিক সোনা জেতে –

(ক) ১৯২৮ খ্রিস্টাব্দে

(খ) ১৯৩২ খ্রিস্টাব্দে

(গ) ১৯৩৬ খ্রিস্টাব্দে

(ঘ) ১৯২৩ খ্রিস্টাব্দে

উত্তরঃ (ক) ১৯২৮ খ্রিস্টাব্দে

 

১.৪ ভারতীয় গণনাট্য সংঘ তৈরি হয় (আই পি টি এ) –

(ক) ১৯৪৩

(খ) ১৯৪২

(গ) ১৯৩৮

(ঘ) ১৯৪০

উত্তরঃ (ক) ১৯৪৩

 

১.৫ কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করেন –

(ক) লর্ড কার্জন

(খ) লর্ড ক্যানিং

(গ) লর্ড বেন্টিক

(ঘ) লর্ড ওয়েলেসলি

উত্তরঃ (গ) লর্ড বেন্টিক

 

১.৬ ভারতের প্রথম ভাইসরয় হলেন –

(ক) ওয়ারেন হেস্টিংস

(খ) লর্ড কর্ণওয়ালিস

(গ) লর্ড ক্যানিং

(ঘ) লর্ড মাউন্টব্যাটেন

উত্তরঃ (গ) লর্ড ক্যানিং

 

১.৭ মধুসূদন গুপ্ত ছিলেন –

(ক) মেডিকেল ছাত্র

(খ) বিপ্লবী

(গ) সম্পাদক

(ঘ) শ্রমিক নেতা

উত্তরঃ (ক) মেডিকেল ছাত্র

 

১.৮ ঊনবিংশ শতাব্দীকে ‘সভা-সমিতির যুগ’ বলেছেন –

(ক) রমেশচন্দ্র মজুমদার

(খ) নিমাইসাধন বসু

(গ) অনিল শীল

(ঘ) রণজিৎ গুহ

উত্তরঃ (গ) অনিল শীল

 

১.৯ দুর্জন সিং ছিলেন –

(ক) কোল বিদ্রোহের নেতা

(খ) সাঁওতাল বিদ্রোহের নেতা

(গ) মুন্ডা বিদ্রোহের নেতা

(ঘ) চুয়াড় বিদ্রোহের নেতা

উত্তরঃ (ঘ) চুয়াড় বিদ্রোহের নেতা

 

১.১০ ভারতে প্রথম অরণ্য আইন পাশ হয় –

(ক) ১৮৫৫ খ্রিস্টাব্দে

(খ) ১৮৬৫ খ্রিস্টাব্দে

(গ) ১৮৭৫ খ্রিস্টাব্দে

(ঘ) ১৮৭৮খ্রিস্টাব্দে

উত্তরঃ (খ) ১৮৬৫ খ্রিস্টাব্দে

 

১.১১ সিধু নেতা ছিলেন –

(ক) সাঁওতাল বিদ্রোহের

(খ) ভিল বিদ্রোহের

(গ) মুন্ডা বিদ্রোহের

(ঘ) কোল বিদ্রহের

উত্তরঃ (ক) সাঁওতাল বিদ্রোহের

 

১.১২ বারাসাত বিদ্রোহের নেতা ছিলেন –

(ক) তিতুমির

(খ) দুদুমিঞা

(গ) দিগম্বর বিশ্বাস

(ঘ) বিনয় বসু

উত্তরঃ (ক) তিতুমির

 

১.১৩ ‘বর্ণপরিচয়’ প্রথম প্রকাশিত হয় –

(ক) ১৮৫৫ খ্রিস্টাব্দে

(খ) ১৮৫৬ খ্রিস্টাব্দে

(গ) ১৮৫৭ খ্রিস্টাব্দে

(ঘ) ১৮৫৮ খ্রিস্টাব্দে

উত্তরঃ (ক) ১৮৫৫ খ্রিস্টাব্দে

 

১.১৪ ‘ভারত সভার’ প্রথম সভাপতি ছিলেন –

(ক) আনন্দমোহন বসু

(খ) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়

(গ) কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়

(ঘ) শিবনাথ শাস্ত্রী

উত্তরঃ (গ) কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়

 

১.১৫ আধুনিক ভারতীয় চিত্ররীতির জনক হলেন –

(ক) জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর

(খ) অবনীন্দ্রনাথ ঠাকুর

(গ) গগনেন্দ্রনাথ ঠাকুর

(ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর

উত্তরঃ (খ) অবনীন্দ্রনাথ ঠাকুর

 

১.১৬ ‘খুৎকাঠি’ কথার অর্থ হল –

(ক) বেগার শ্রম

(খ) যৌথ মালিকানা

(গ) ব্যক্তিগত মালিকানা

(ঘ) দাদন

উত্তরঃ (খ) যৌথ মালিকানা

 

১.১৭ ভারতে প্রথম ছাপাখানা প্রতিষ্ঠা করেন –

(ক) পর্তুগিজরা

(খ) ইংরেজরা

(গ) দিনেমাররা

(ঘ) ফরাসীরা

উত্তরঃ (ক) পর্তুগিজরা

 

১.১৮ প্রথম ভারতীয় ইঞ্জিনিয়ার হলেন –

(ক) কেশবচন্দ্র সেন

(খ) শিবচন্দ্র নন্দী

(গ) গোলকচন্দ্র নন্দী

(ঘ) সুরেশচন্দ্র

উত্তরঃ (খ) শিবচন্দ্র নন্দী

 

১.১৯ বিশ্বভারতীর প্রথম উপাচার্য ছিলেন –

(ক) রবীন্দ্রনাথ ঠাকুর

(খ) অবনীন্দ্রনাথ ঠাকুর

(গ) দেবেন্দ্রনাথ ঠাকুর

(ঘ) রথীন্দ্রনাথ ঠাকুর

উত্তরঃ (ঘ) রথীন্দ্রনাথ ঠাকুর

 

১.২০ বামাবোধিনী পত্রিকার ‘বামা’ আসলে –

(ক) বালিকারা

(খ) বিধবারা

(গ) দরিদ্র নারীরা

(ঘ) সমগ্র নারীকূল

উত্তরঃ (ঘ) সমগ্র নারীকূল

ABTA Test Paper 2021-22 History Page 766

ABTA Test Paper 2021-22 History Page 766

 

বিভাগ – ‘খ’

২। যে কোনো ষোলটি প্রশ্নের উত্তর দাও (প্রতিটি উপবিভাগ থেকে অন্ততঃ ১টি করে প্রশ্নের উত্তর দাও) :

উপবিভাগ : ২.১

একটি বাক্যে উত্তর দাও :

২.১.১ কাকে বিদ্যাবণিক বলা হয়?

উত্তরঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে

 

২.১.২ ‘নবান্ন’ নাটকটি কার লেখা?

উত্তরঃ বিজন ভট্টাচার্যের

 

২.১.৩ ‘কলকাতা মাদ্রাসা’ কে স্থাপন করেন?

উত্তরঃ ওয়ারেন হেস্টিংস

 

২.১.৪ কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম বাঙালী ভাইস চ্যান্সেলর কে ছিলেন?

উত্তরঃ স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়

 

ABTA Test Paper 2021-22 History Page 766

উপবিভাগ ঃ ২.২

ঠিক বা ভুল নির্ণিয় করো ঃ

২.২.১ জয়পুরকে ‘গোলাপি’ শহর বলা হয়?

উত্তরঃ ঠিক

 

২.২.২ দেবী সিংহ ছিলেন মহাবিদ্রোহের নেতা।

উত্তরঃ ভুল

 

২.২.৩ ভারতমাতার চিত্রটি ভগিনী নিবেদিতার আঁকা।

উত্তরঃ ভুল

 

২.২.৪ ‘কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি’ ১৮৫৫ খ্রিস্টাব্দে যাদবপুর বিশ্ববিদ্যালয় দিসাবে আত্মপ্রকাশ করে।

উত্তরঃ ভুল

ABTA Test Paper 2021-22 History Page 766

 

উপবিভাগ ঃ ২.৩

‘ক’ স্তম্ভের সঙ্গে ‘খ’ স্তম্ভ মেলাও ঃ

‘ক’ স্তম্ভ ‘খ’ স্তম্ভ
২.৩.১ মার্শমান (১) নীলবিদ্রোহ
২.৩.২ জেমস লঙ (২) ইতিহাস সমিতি
২.৩.৩ স্থানীয় ইতিহাস (৩) সংবাদ প্রভাকর
২.৩.৪ ঈশ্বরচন্দ্র গুপ্ত (৪) শ্রীরামপুর ত্রয়ী

উত্তরঃ

‘ক’ স্তম্ভ ‘খ’ স্তম্ভ
২.৩.১ মার্শমান (৪) শ্রীরামপুর ত্রয়ী
২.৩.২ জেমস লঙ (১) নীলবিদ্রোহ
২.৩.৩ স্থানীয় ইতিহাস (২) ইতিহাস সমিতি
২.৩.৪ ঈশ্বরচন্দ্র গুপ্ত (৩) সংবাদ প্রভাকর

ABTA Test Paper 2021-22 History Page 766

 

উপবিভাগ ঃ ২.৪

প্রদত্ত মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত ও নামাঙ্কিত করো ঃ

২.৪.১ চুয়াড় বিদ্রোহের একটি জায়গা – জঙ্গলমহল

২.৪.২ মহাবিদ্রোহের একটি জায়গা – মিরাট

২.৪.৩ শান্তিনিকেতন

২.৪.৪ প্রথম ছাপাখানা প্রতিষ্ঠিত হয় – গোয়া

উত্তরঃ

ABTA Test Paper 2021-22 History Page 766

 

উপবিভাগ ঃ ২.৫

নিম্নলিখিত বিবৃতিগুলির সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো।

২.৫.১ বিবৃতি ঃ ১৮৫৪ খ্রিস্টাব্দে উডের ডেসপ্যাচ প্রকাশিত হয় –

ব্যাখ্যা ১ ঃ এদেশে সংস্কৃত ভাষায় প্রসারের জন্য।

ব্যাখ্যা ২ ঃ এদেশে পাশ্চাত্য শিক্ষার প্রসারের জন্য।

ব্যাখ্যা ৩ ঃ এদেশে শিক্ষাসংকোচন করার জন্য।

উত্তরঃ ব্যাখ্যা ২ ঃ এদেশে পাশ্চাত্য শিক্ষার প্রসারের জন্য।

 

২.৫.২ বিবৃতি ঃ রবীন্দ্রনাথ ঔপনিবেশিক শিক্ষাব্যবস্থা পছন্দ করতেন না –

ব্যাখ্যা ১ ঃ এই শিক্ষাব্যবস্থা ছিল ব্যয়সাপেক্ষ।

ব্যাখ্যা ২ ঃ এই শিক্ষাব্যবস্থার মাধ্যম ছিল মাতৃভাষা।

ব্যাখ্যা ৩ ঃ এই শিক্ষাব্যবস্থা শিক্ষার্থীদের মনের বিকাশ ঘটাতো না।

উত্তরঃ ব্যাখ্যা ৩ ঃ এই শিক্ষাব্যবস্থা শিক্ষার্থীদের মনের বিকাশ ঘটাতো না।

 

২.৫.৩ বিবৃতি ঃ নীলবিদ্রোহ ঘটেছিল –

ব্যাখ্যা ১ ঃ ইংরেজরা কৃষকদের নীলচাষে বাধ্য করত।

ব্যাখ্যা ২ ঃ ইংরেজরা মহিলাদের অত্যাচার করত।

ব্যাখ্যা ৩ ঃ নীলচাষিরা ‘দাদন’ প্রথার কাজ করত।

উত্তরঃ ব্যাখ্যা ১ ঃ ইংরেজরা কৃষকদের নীলচাষে বাধ্য করত।

ABTA Test Paper 2021-22 History Page 766

 

২.৫.৪ বিবৃতি ঃ উনিশ শতকের একটি প্রভাবশালী পত্রিকা হল – ‘গ্রামবার্তা প্রকাশিকা’ –

ব্যাখ্যা ১ ঃ পত্রিকাটি গ্রামবাংলায় জনমত গঠন করেছিল।

ব্যাখ্যা ২ ঃ পত্রিকাটি ব্রিটিশের সহযোগী।

ব্যাখ্যা ৩ ঃ পত্রিকাটি শুধু শিক্ষিত লোকেদের কথা বলত।

উত্তরঃ ব্যাখ্যা ১ ঃ পত্রিকাটি গ্রামবাংলায় জনমত গঠন করেছিল।

 

ABTA Test Paper 2021-22 History Page 766

Thank You

 

ABTA Test Paper 2021-22 History Page 766

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Insert math as
Block
Inline
Additional settings
Formula color
Text color
#333333
Type math using LaTeX
Preview
\({}\)
Nothing to preview
Insert
error: Content is protected !!