Sat. Jul 27th, 2024

ABTA Test Paper 2021-22 History Page 743

 

ABTA Test Paper 2021-22 History Page 743

বিভাগ – ‘ক’

 

১। সঠিক উত্তরটি নির্বাচন করো ঃ

১.১ ইউরোপে ক্রীড়া ইতিহাসচর্চা শুরু হয় –

(ক) ১৯৪০-এর দশক

(খ) ১৯২০-এর দশক

(গ) ১৯৭০-এর দশক

(ঘ) ১৯৩০-এর দশক

উত্তরঃ (গ) ১৯৭০-এর দশক

 

১.২ ‘এ নেশন ইন মেকিং’ হল – আত্মজীবনী –

(ক) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের

(খ) বিপিনচন্দ্র পালের

(গ) রবীন্দ্রনাথ ঠাকুরের

(ঘ) দাদাভাই গৌরজীর

উত্তরঃ (ক) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের

 

১.৩ প্রথম নাট্যচর্চার উদ্ভব হয় কোন্‌ দেশে? –

(ক) রোম

(খ) গ্রীস

(গ) পারস্য

(ঘ) প্যারিস

উত্তরঃ (খ) গ্রীস

 

১.৪ বাংলায় প্রথম প্রকাশিত সংবাদপত্র হল –

(ক) বঙ্গদর্শন

(খ) সংবাদপত্র

(গ) সম্বাদ কৌমুদি

(ঘ) হিকির বেঙ্গল গেজেট

উত্তরঃ উপরের কোনোটিই নয় (সমাচার দর্পণ)

 

১.৫ ‘বিধবাবিবাহ আইন’ পাস হয় –

(ক) ১৮২৯ খ্রিস্টাব্দে

(খ) ১৮৩০ খ্রিস্টাব্দে

(গ) ১৮৫৬ খ্রিস্টাব্দে

(ঘ) ১৮৫৮ খ্রিস্টাব্দে

উত্তরঃ (গ) ১৮৫৬ খ্রিস্টাব্দে

 

১.৬ ‘নীলদর্পন’ নাটকের ইংরেজি অনুবাদের প্রকাশক ছিলেন –

(ক) মাইকেল মধুসুদন দত্ত

(খ) কালীপ্রসন্ন  সিংহ

(গ) রেভাঃ জেমস লঙ

(ঘ) হরিশ্চচন্দ্র মুখোপাধ্যায়

উত্তরঃ (গ) রেভাঃ জেমস লঙ

 

১.৭ কোন্‌টি বেমানান? 

(ক) জ্ঞানান্বেষণ

(খ) পার্থেনন

(গ) এথেনিয়াম

(ঘ) ইন্ডিয়ান মিরর

উত্তরঃ (ঘ) ইন্ডিয়ান মিরর

 

১.৮ লালন ফকির ছিলেন –

(ক) আধ্যাত্মিক সাধক

(খ) সুফী সাধক

(গ) মুসলিম সাধক

(ঘ) বৈষ্ণব সাধক

উত্তরঃ (ক) আধ্যাত্মিক সাধক

 

১.৯ ‘জমি আল্লাহর দান’ বলেছিলেন –

(ক) তিতুমির

(খ) গোলাম মাসুম

(গ) দুদু মিঞা

(ঘ) শরিয়ৎ উল্লাহ

উত্তরঃ (গ) দুদু মিঞা

 

১.১০ ‘দক্ষিণ-পশ্চিম সীমান্ত এজেন্সি’ গঠন করা হয় –

(ক) কোল বিদ্রোহের পরে

(খ) মুন্ডা বিদ্রোহের পর

(গ) সাঁওতাল বিদ্রোহের পর

(ঘ) ভিল বিদ্রোহের পর

উত্তরঃ (ক) কোল বিদ্রোহের পরে

 

১.১১ ১৮৭৮ খ্রিস্টাব্দের অরণ্য আইনে ভাগ করা হয় –

(ক) দুটি স্তরে

(খ) তিনটি স্তরে

(গ) চারটি স্তরে

(ঘ) পাঁচটি স্তরে

উত্তরঃ (খ) তিনটি স্তরে

 

১.১২ ভারতে প্রথম নীলকর হলেন –

(ক) ব্রান্ডিস 

(খ) জেমস মিল

(গ) বোনার্ড

(ঘ) উইলিয়াম হান্টার

উত্তরঃ (গ) বোনার্ড

 

১.১৩ ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির অবসান ঘটে –

(ক) ১৮৫৭ খ্রিস্টাব্দে

(খ) ১৮৫৮ খ্রিস্টাব্দে

(গ) ১৭৫৭ খ্রিস্টাব্দে

(ঘ) ১৮৭৭ খ্রিস্টব্দে

উত্তরঃ (খ) ১৮৫৮ খ্রিস্টাব্দে

 

১.১৪ ‘ভারতমাতা’ চিত্রটির পূর্ব নাম ছিল –

(ক) রাষ্ট্রমাতা

(খ) বিশ্বমাতা

(গ) বঙ্গমাতা

(ঘ) দেশমাতা

উত্তরঃ (গ) বঙ্গমাতা

 

১.১৫ ‘জাতীয়তাবাদের গীতা’ বলা হয় –

(ক) আনন্দমঠকে

(খ) বর্তমান ভারতকে

(গ) গোরাকে

(ঘ) নীলদর্পনকে

উত্তরঃ (ক) আনন্দমঠকে

 

১.১৬ ১৮৫৭ খ্রিস্টাব্দে মহাবিদ্রোহে প্রথম বিক্ষোভ হয়েছিল –

(ক) মিরাট

(খ) নাগপুর

(গ) ব্যারাকপুর

(ঘ) বহরমপুরে

উত্তরঃ (গ) ব্যারাকপুর

 

১.১৭ বাংলা ভাষায় প্রথম ছাপাবই হল –

(ক) বর্ণপরিচয়

(খ) এ গ্রামার অব দি বেঙ্গল ল্যাঙ্গোয়েজ

(গ) মঙ্গল সমাচার মতিয়েক

(ঘ) অন্নদামঙ্গল

উত্তরঃ (খ) এ গ্রামার অব দি বেঙ্গল ল্যাঙ্গোয়েজ

 

১.১৮ ‘বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট’ প্রতিষ্ঠিত হয় –

(ক) হাওড়ায়

(খ) শান্তিনিকেতনে

(গ) কলকাতায়

(ঘ) রিষড়ায়

উত্তরঃ (গ) কলকাতায়

 

১.১৯ ‘শিবপুর বোটানিক্যাল গার্ডেনের’ প্রতিষ্ঠাতা হলেন –

(ক) কর্নেল রবার্ট কিঙ

(খ) উইলিয়াম রকসবার্গ

(গ) জেমস রেনেল

(ঘ) জন ম্যাক

উত্তরঃ (ক) কর্নেল রবার্ট কিঙ

 

১.২০ মুদ্রণশিল্পের প্রথম উদ্ভব ঘটে –

(ক) আরব দেশে

(খ) জার্মানিতে

(গ) চিন দেশে

(ঘ) পর্তুগাল দেশে

উত্তরঃ (গ) চিন দেশে

ABTA Test Paper 2021-22 History Page 743

ABTA Test Paper 2021-22 History Page 743

 

ABTA Test Paper 2021-22 History Page 743

বিভাগ – ‘খ’

২। যে কোনো ষোলটি প্রশ্নের উত্তর দাও (প্রতিটি উপবিভাগ থেকে অন্ততঃ ১টি করে প্রশ্নের উত্তর দাও) :

উপবিভাগ : ২.১

একটি বাক্যে উত্তর দাও :

২.১.১ মোহনবাগান প্রথম কবে IFA শিল্ড জেতে?

উত্তরঃ ১৯১১ সালে

 

২.১.২ বাংলা ভাষায় প্রকাশিত প্রথম রাজনৈতিকপত্রিকা কোন্‌টি?

উত্তরঃ সোমপ্রকাশ

 

২.১.৩ শিক্ষা সংক্রান্ত কোন প্রতিবেদনকে ‘ম্যাগনাকার্টা’ (Magnacarta) বলা হয়?

উত্তরঃ উডের ডেসপ্যাচ

 

২.১.৪ ‘হুল কথার অর্থ কী?

উত্তরঃ বিদ্রোহ

ABTA Test Paper 2021-22 History Page 743

উপবিভাগ ঃ ২.২ 

ঠিক বা ভুল নির্ণয় করো –

২.২.১ “India wins freedom’ গ্রন্থটির রচয়িতা হলেন জওহরলাল নেহেরু।

উত্তরঃ ভুল

 

২.২.২ কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য হলেন গুরুদাস বন্দ্যোপাধ্যায়।

উত্তরঃ ঠিক

 

২.২.৩ বাংলা লাইনোটাইপ প্রবর্তন করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।

উত্তরঃ ভুল

 

২.২.৪ ‘মানুষ জন্ম থেকেই মায়ের জন্য বলিপ্রদত্ত’ – এটি স্বামী বিবেকানন্দের উক্তি।

উত্তরঃ ঠিক

ABTA Test Paper 2021-22 History Page 743

উপবিভাগ ঃ ২.৩ 

‘ক’ স্তম্ভের সঙ্গে ‘খ’ স্তম্ভ মেলাও ঃ

‘ক’ স্তম্ভ ‘খ’ স্তম্ভ
২.৩.১ স্বামী বিবেকানন্দ (১) সম্বাদ কৌমুদি
২.৩.২ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় (২) নববিধান ব্রাহ্মসমাজ
২.৩.৩ কেশবচন্দ্র সেন (৩) বর্তমান ভারত
২.৩.৪ রাজা রামমোহন রায় (৪) আনন্দমঠ

উত্তরঃ

‘ক’ স্তম্ভ ‘খ’ স্তম্ভ
২.৩.১ স্বামী বিবেকানন্দ (৩) বর্তমান ভারত
২.৩.২ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় (৪) আনন্দমঠ
২.৩.৩ কেশবচন্দ্র সেন (২) বর্তমান ভারত
২.৩.৪ রাজা রামমোহন রায় (১) সম্বাদ কৌমুদি

ABTA Test Paper 2021-22 History Page 743

উপবিভাগ ঃ ২.৪

প্রদত্ত ভারতবর্ষের রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত ও নামাঙ্কিত করো ঃ

২.৪.১ সাঁওতাল বিদ্রোহের এলাকা

২.৪.২ নীল বিদ্রোহের অন্যতম কেন্দ্র ঃ যশোর

২.৪.৩ চুয়াড় বিদ্রোহের এলাকা

২.৪.৪ মহাবিদ্রোহের কেন্দ্র ঃ ব্যারাকপুর

ABTA Test Paper 2021-22 History Page 743

উপবিভাগ ঃ ২.৫

২.৫.১ বিবৃতি ঃ ঔপনিবেশিক শিক্ষা প্রণালী হল ‘কলের প্রণালী’।

ব্যাখ্যা ১ ঃ ঔপনিবেশিক শিক্ষা প্রণালীর মূল উদ্দেশ্য ছিল।

ব্যাখ্যা ২ ঃ ঔপনিবেশিক শিক্ষা প্রণালীর মূল উদ্যোগ ছিল।

ব্যাখ্যা ৩ ঃ জ্ঞান নির্ভর শিক্ষা প্রণালীতে ভারতীয় জীবনাদর্শ ও রীতিনীতি উপেক্ষিত হয়।

উত্তরঃ ব্যাখ্যা ৩ ঃ জ্ঞান নির্ভর শিক্ষা প্রণালীতে ভারতীয় জীবনাদর্শ ও রীতিনীতি উপেক্ষিত হয়।

 

২.৫.২ বিবৃতি ঃ ১৯০৬ খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয়।

ব্যাখ্যা ১ ঃ বৈজ্ঞানিক গবেষণাগার শিক্ষা প্রদানের জন্য।

ব্যাখ্যা ২ ঃ কারগরি শিক্ষার উন্নতির জন্য।

ব্যাখ্যা ৩ ঃ জাতীয় শিক্ষা প্রদানের জন্য।

উত্তরঃ ব্যাখ্যা ৩ ঃ জাতীয় শিক্ষা প্রদানের জন্য।

 

২.৫.৩ বিবৃতি ঃ চার্লস উইলকিনস ‘বাংলার গুটেনবার্গ’ নামে পরিচিত!

ব্যাখ্যা ১ ঃ তিনি সর্বপ্রথম বাংলার মুদ্রণ-কৌশল প্রবর্তন করেন।

ব্যাখ্যা ২ ঃ তিনি বাংলা মুদ্রণের জন্য মুদ্রাক্ষর তৈরি করেন।

ব্যাখ্যা ৩ ঃ গুটেনবার্গের পরামর্শ মতো মুদ্রণ প্রক্রিয়া শুরু করেন।

উত্তরঃ ব্যাখ্যা ২ ঃ তিনি বাংলা মুদ্রণের জন্য মুদ্রাক্ষর তৈরি করেন।

 

২.৫.৪ বিবৃতি ঃ গগনেন্দ্রনাথ ঠাকুর ব্যঙ্গচিত্রগুলিতে বাঙালিবাবুদের সমালোচনা করেছেন।

ব্যাখ্যা ১ ঃ বাঙালিবাবুরা পাশ্চাত্য সভ্যতার অনুরাগী ছিলেন।

ব্যাখ্যা ২ ঃ বাঙালিবাবুরা শিক্ষিত ছিলেন।

ব্যাখ্যা ৩ ঃ বাঙালিবাবুরা ধনী ছিলেন।

উত্তরঃ ব্যাখ্যা ১ ঃ বাঙালিবাবুরা পাশ্চাত্য সভ্যতার অনুরাগী ছিলেন।

 

ABTA Test Paper 2021-22 History Page 743

ABTA Test Paper 2021-22 History Page 743

Thank You

ABTA Test Paper 2021-22 History Page 743

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Insert math as
Block
Inline
Additional settings
Formula color
Text color
#333333
Type math using LaTeX
Preview
\({}\)
Nothing to preview
Insert
error: Content is protected !!