Sun. Sep 8th, 2024

ABTA Test Paper 2021-22 History Page 721

 

ABTA Test Paper 2021-22 History Page 721

বিভাগ – ‘ক’

 

১। সঠিক উত্তরটি নির্বাচন করো ঃ

১.১ নতুন সামাজিক ইতিহাসে বলা হয়েছে –

(ক) রাজা মহারাজাদের কথা

(খ) প্রজা সাধারণের কথা’

(গ) সাধারণ মানুষের কথা

(ঘ) সমাজবিদ্যার কথা

উত্তরঃ (গ) সাধারণ মানুষের কথা

 

১.২ মোহনবাগান দল আই এফ এ শিল্ড জয় করেছিল –

(ক) ১৯০৫ খ্রিস্টাব্দে

(খ) ১৯১০ খ্রিস্টাব্দে

(গ) ১৯১১ খ্রিস্টাব্দে

(ঘ) ১৯১২ খ্রিস্টাব্দে

উত্তরঃ (গ) ১৯১১ খ্রিস্টাব্দে

 

১.৩ ‘Silent Spring’ গ্রন্থটির রচয়িতা হলেন –

(ক) চালর্স চিলি

(খ) রিচার্ড গ্রোভা

(গ) র‍্যাচেল কারমন

(ঘ) আলফ্রেড কমবি

উত্তরঃ (গ) র‍্যাচেল কারমন

 

১.৪ সরকারি নথিপত্র সংরক্ষন করা হয় –

(ক) জাদুঘরে

(খ) সরকারি সেরেস্তায়

(গ) মহাফেজখানায়

(ঘ) দপ্তরখানায়

উত্তরঃ (গ) মহাফেজখানায়

 

১.৫ ‘বামাবোধিনী’ পত্রিকার সম্পাদক ছিলেন –

(ক) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

(খ) সরলাদেবী চৌধুরানী

(গ) শিবনাথ শাস্ত্রে

(ঘ) উমেশচন্দ্র দত্ত

উত্তরঃ (ঘ) উমেশচন্দ্র দত্ত

 

১.৬ ‘হুতোম প্যাঁচা’ ছদ্দনামে লিখেছেন –

(ক) হরিনাথ মজুমদার

(খ) দীনবন্ধু মিত্র

(গ) ঈশ্বরচন্দ্র গুপ্ত

(ঘ) কালীপ্রসন্ন সিংহ

উত্তরঃ (ঘ) কালীপ্রসন্ন সিংহ

 

১.৭ ‘নীলদর্পন’ নাটকের ইংরেজি অনুবাদের প্রকাশক ছিলেন –

(ক) মাইকেল মধুসূদন দত্ত

(খ) হরিশচন্দ্র মুখোপাধ্যায়

(গ) কালীপ্রসন্ন সিংহ

(ঘ) রেভারেন্ড জেমস লং

উত্তরঃ (ঘ) রেভারেন্ড জেমস লং

 

১.৮ সতীদাহ প্রথা নিষিদ্ধ হয় –

(ক) ১৮২৮ খ্রিস্টাব্দে

(খ) ১৮২৯ খ্রিস্টাব্দে

(গ) ১৮৩০ খ্রিস্টাব্দে

(ঘ) ১৮২৭ খ্রিস্টাব্দে

উত্তরঃ (খ) ১৮২৯ খ্রিস্টাব্দে

 

১.৯ ভারতে প্রথম অরণ্য আইন পাশ হয় –

(ক) ১৮৬০ খ্রিস্টাব্দে

(খ) ১৮৬৪ খ্রিস্টাব্দে

(গ) ১৮৬৫ খ্রিস্টাব্দে

(ঘ) ১৮১৭ খ্রিস্টাব্দে

উত্তরঃ (গ) ১৮৬৫ খ্রিস্টাব্দে

 

১.১০ রাণি শিরোমনি নেতৃত্ব দিয়েছিলেন –

(ক) কোলবিদ্রোহে

(খ) পাগলাপন্থীদের বিদ্রোহে

(গ) সাঁওতাল বিদ্রোহে

(ঘ) চুয়াড় বিদ্রোহে

উত্তরঃ (ঘ) চুয়াড় বিদ্রোহে

 

১.১১ মুন্ডা বিদ্রোহ হয়েছিল –

(ক) বীরভূমে

(খ) রাঁচীতে

(গ) মেদিনীপুরে

(ঘ) উড়িষ্যায়

উত্তরঃ (খ) রাঁচীতে

 

১.১২ হাজি শরিয়ৎ উল্লাহ নেতৃত্ব দিয়েছিলেন –

(ক) ফকির বিদ্রোহে

(খ) ওয়াহাবি আন্দোলনে

(গ) নীল বিদ্রোহে

(ঘ) ফরাজি আন্দোলনে

উত্তরঃ (ঘ) ফরাজি আন্দোলনে

ABTA Test Paper 2021-22 History Page 721

 

১.১৩ সমসামরিক যে সংবাদপত্রটি সিপাহী বিদ্রোহীদের সমর্থন করেছিল সেটি হল –

(ক) সংবাদ প্রভাকর

(খ) সমাচার সুধাবর্ষণ

(গ) বঙ্গদূত

(ঘ) অরুণোদয়

উত্তরঃ (খ) সমাচার সুধাবর্ষণ

 

১.১৪ উনিশ শতককে ‘সভাসমিতির যুগ’ বলেছেন –

(ক) রামমোহন রায়

(খ) রমেশচন্দ্র মজুমদার

(গ) অনিল শীল

(ঘ) রজনীপাম দত্ত

উত্তরঃ (গ) অনিল শীল

 

১.১৫ ভারতীয় জাতীয়তাবাদের পিতামহ নামে পরিচিত ছিলেন –

(ক) নবগোপাল মিত্র

(খ) রাজনারায়ণ বসু

(গ) সত্যেন্দ্রনাথ ঠাকুর

(ঘ) দেবেন্দ্রনাথ ঠাকুর

উত্তরঃ (খ) রাজনারায়ণ বসু

ABTA Test Paper 2021-22 History Page 721

 

১.১৬ রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ‘গোরা’ হল একটি –

(ক) কাব্যগ্রন্থ

(খ) উপন্যাস

(গ) ছোটগল্প

(ঘ) প্রবন্ধ

উত্তরঃ (খ) উপন্যাস

 

১.১৭ বাংলার গুটেনবার্গ বলা হয় –

(ক) চার্লস উইলকিনসকে

(খ) ন্যাথানিয়েল হ্যালহেডকে

(গ) পঞ্চানন কর্মকারকে

(ঘ) উইলিয়াম কেরিকে

উত্তরঃ (ক) চার্লস উইলকিনসকে

 

১.১৮ বাংলা পুস্তক ব্যবসায়ের পথিকৃৎ ছিলেন –

(ক) উইলিয়াম কেরি

(খ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

(গ) গঙ্গাকিশোর ভট্টাচার্য

(ঘ) স্কুল বুক সোসাইটি

উত্তরঃ (গ) গঙ্গাকিশোর ভট্টাচার্য

 

১.১৯ বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজ স্থানান্তরিত হয় শিবপুরে –

(ক) ১৮৫৬ খ্রিস্টাব্দে

(খ) ১৮৭৫ খ্রিস্টাব্দে

(গ) ১৮৮০ খ্রিস্টাব্দে

(ঘ) ১৯০৫ খ্রিস্টাব্দে

উত্তরঃ উপরের কোনোটিই নয় (১৮৮৩ খ্রিস্টাব্দে)

 

১.২০ ‘বিশ্বভারতী’ প্রতিষ্ঠা করেন –

(ক) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

(খ) রবীন্দ্রনাথ ঠাকুর

(গ) স্বামী বিবেকানন্দ

(ঘ) দেবেন্দ্রনাথ ঠাকুর

উত্তরঃ (খ) রবীন্দ্রনাথ ঠাকুর

ABTA Test Paper 2021-22 History Page 721

ABTA Test Paper 2021-22 History Page 721

 

ABTA Test Paper 2021-22 History Page 721

বিভাগ – ‘খ’

২। যে কোনো ষোলটি প্রশ্নের উত্তর দাও (প্রতিটি উপবিভাগ থেকে অন্ততঃ ১টি করে প্রশ্নের উত্তর দাও) :

উপবিভাগ : ২.১

একটি বাক্যে উত্তর দাও :

২.১.১ বাঙালি মহিলার শাড়ি পরিধানের ব্রাহ্মিকা রীতির প্রচলন প্রথম কোথায় শুরু হয়?

উত্তরঃ কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারের থেকে শুরু হয়।

 

২.১.২ জেনারেল এ্যাসেম্বলীজ ইনস্টিটিউশন কে প্রতিষ্ঠা করেন?

উত্তরঃ আলেকজান্ডার ডাফ

 

২.১.৩ আত্মীয় সভা কে প্রতিষ্ঠা করেন?

উত্তরঃ রাজা রামমোহন রায়

 

২.১.৪ বেঙ্গল কেমিক্যালস-এর প্রতিষ্ঠাত ছিলেন আচার্য প্রফুল্লচন্দ্র রায়।

উত্তরঃ ১৮৩৬ খ্রিস্টাব্দে

 

উপবিভাগ ঃ ২.২

ঠিক বা ভুল নির্ণয় করো ঃ

২.২.১ শিল্পচর্চার সূচনা হয়েছে আধুনিক যুগে।

উত্তরঃ ঠিক

 

২.২.২ ঊনিশ শতকে নারীদের পত্রিকা ছিল বামাবোধিনী।

উত্তরঃ ঠিক

 

২.২.৩ ফরাজি একটি প্রাচীন উপজাতির নাম।

উত্তরঃ ভুল

 

২.২.৪ বেঙ্গল কেমিক্যালস-এর প্রতিষ্ঠাতা ছিলেন আচার্য প্রফুল্লচন্দ্র রায়।

উত্তরঃ ঠিক

ABTA Test Paper 2021-22 History Page 721

উপবিভাগ ঃ ২.৩

‘ক’ স্তম্ভের সঙ্গে ‘খ’ স্তম্ভ মেলাও ঃ

‘ক’ স্তম্ভ

‘খ’ স্তম্ভ

২.৩.১ সরলাদেবী চৌধুরানী

(১) সংস্কৃত প্রেস

২.৩.২ টিপু শাহ

(২) আনন্দমঠ উপন্যাস

২.৩.৩ বন্দেমাতরম

(৩) পাগলাপন্থীদের বিদ্রোহ

২.৩.৪ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

(৪) স্বর্ণকুমারী দেবী

উত্তরঃ

‘ক’ স্তম্ভ

‘খ’ স্তম্ভ

২.৩.১ সরলাদেবী চৌধুরানী

(৪) স্বর্ণকুমারী দেবী

২.৩.২ টিপু শাহ

(৩) পাগলাপন্থীদের বিদ্রোহ

২.৩.৩ বন্দেমাতরম

(২) আনন্দমঠ উপন্যাস

২.৩.৪ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

(১) সংস্কৃত প্রেস

 

উপবিভাগ ঃ ২.৫

প্রদত্ত ভারতবর্ষের রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত ও নামাঙ্কিত করো ঃ

২.৪.১ রংপুর বিদ্রোহের এলাকা

২.৪.২ কোল বিদ্রোহের এলাকা

২.৪.৩ মহাবিদ্রোহের কেন্দ্র ঝাঁসি

২.৪.৪ শ্রীরামপুর

ABTA Test Paper 2021-22 History Page 721

উপবিভাগ ঃ ২.৫

নিম্নলিখিত বিবৃতিগুলির সঠিক ব্যাখ্যা নির্বাচন করো ঃ

২.৫.১ বিবৃতি ঃ ১৮৭০ এর দশককে বঙ্গদর্শনের যুগ বলা হয় –

ব্যাখ্যা ১ ঃ এ সময় বঙ্গদর্শন পত্রিকাটি নিয়মিত প্রকাশিত হতো।

ব্যাখ্যা ২ ঃ এই পত্রিকাটি ছিল স্বাদেশিকতার আদর্শে পরিপূর্ণ।

ব্যাখ্যা ৩ ঃ এই পত্রিকার মধ্যদিয়ে বাংলায় নবযুগের সূচনা হয়।

উত্তরঃ ব্যাখ্যা ২ ঃ এই পত্রিকাটি ছিল স্বাদেশিকতার আদর্শে পরিপূর্ণ।

 

২.৫.২ বিবৃতি ঃ ৩৭ বছর বয়সে হিন্দু পেট্রিয়ট পত্রিকার সম্পাদক হিরিশচন্দ্রের অকালমৃত্যু ঘটে।

ব্যাখ্যা ১ ঃ তিনি নীলকরদের অত্যাচারে মারা যান।

ব্যাখ্যা ২ ঃ অত্যাধিক পরিশ্রমে তাঁর স্বাস্থ্য ভেঙে পড়ে।

ব্যাখ্যা ৩ ঃ তিনি গুপ্তঘাতকের দ্বারা নিহত হন।

উত্তরঃ ব্যাখ্যা ২ ঃ অত্যাধিক পরিশ্রমে তাঁর স্বাস্থ্য ভেঙে পড়ে।

 

২.৫.৩ বিবৃতি ঃ শিক্ষিত বাঙ্গালি সমাজের একটি বড়ো অংশ ১৮৫৭ খ্রিস্টাব্দে বিদ্রোহকে সমর্থন করেনি –

ব্যাখ্যা ১ ঃ বিদ্রোহীরা বহু সাধারণ মানুষকে হত্যা করেছিল।

ব্যাখ্যা ২ ঃ এই বিদ্রোহ ছিল মূলত অশিক্ষিত মানুষের বিদ্রোহ।

ব্যাখ্যা ৩ ঃ শিক্ষিত বাঙালিদের অনেকেই ব্রিশিট শাসনকে ভারতের পক্ষে কল্যাকর মনে করতো।

উত্তরঃ ব্যাখ্যা ৩ ঃ শিক্ষিত বাঙালিদের অনেকেই ব্রিশিট শাসনকে ভারতের পক্ষে কল্যাকর মনে করতো।

 

২.৫.৪ বিবৃতি ঃ রবীন্দ্রনাথ ঔপনিবেশিক শিক্ষাব্যবস্থা পছন্দ করতেন না –

ব্যাখ্যা ১ ঃ এই শিক্ষাব্যবস্থা ছিল ব্যয় সাপেক্ষ।

ব্যাখ্যা ২ ঃ এই শিক্ষাব্যবস্থার মাধ্যম ছিল মাতৃভাষা।

ব্যাখ্যা ৩ ঃ এই শিক্ষাব্যবস্থা শিক্ষার্থীদের মনের বিকাশ ঘটাত না।

উত্তরঃ ব্যাখ্যা ৩ ঃ এই শিক্ষাব্যবস্থা শিক্ষার্থীদের মনের বিকাশ ঘটাত না।

ABTA Test Paper 2021-22 History Page 721

ABTA Test Paper 2021-22 History Page 721

Thank You

ABTA Test Paper 2021-22 History Page 721

2 thoughts on “ABTA Test Paper 2021-22 History Page 721”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Insert math as
Block
Inline
Additional settings
Formula color
Text color
#333333
Type math using LaTeX
Preview
\({}\)
Nothing to preview
Insert
error: Content is protected !!