Fri. Mar 29th, 2024

ABTA Test Paper 2021-22 Life Science Page225

ABTA Test Paper 2021-22 Life Science Page225

1) প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যাসহ বাক্যটি সম্পূর্ণ করে লেখো (সমস্ত প্রশ্নের উত্তর করা আবশ্যিক):

১.১ ফুলদানিতে ফুলকে বেশিদিন রাখতে যে হরমোন প্রয়োগ করা হয় সেটি হল –

(ক) অক্সিন

(খ) জিব্বারেলিন

(গ) সাইটোকাইনিন

(ঘ) ইথিলিন

উত্তরঃ (গ) সাইটোকাইনিন

 

১.২ রেমিজেস-এর সংখ্যা –

(ক) ১২টি

(খ) ১২টি জোড়া

(গ) ২৩টি

(ঘ) ২৩ জোড়া

উত্তরঃ (গ) ২৩টি

 

১.৩ উদ্ভিদের গমন ঘটে –

(ক) কচুরিপানায়

(খ) ক্ল্যামাইডোমোনাস

(গ) লজ্জাবতী

(ঘ) বনচাঁড়াল

উত্তরঃ (খ) ক্ল্যামাইডোমোনাস

 

১.৪ কোশ পর্দার ভেদ্যতা বাড়িয়ে গ্লুকোজ প্রবেশে সাহায্য করে যে হরমোন –

(ক) গ্লুকাগন

(খ) ইনসুলিন

(গ) ADH

(ঘ) থাইরক্সিন

উত্তরঃ (খ) ইনসুলিন

 

১.৫ গুরুমস্তিষ্কের প্রবেশদ্বার হল – 

(ক) হাইপোথ্যালামাস

(খ) থ্যালামাস

(গ) মেটাথ্যালামাস

(ঘ) পনস

উত্তরঃ (খ) থ্যালামাস

 

১.৬ পেশির যে প্রক্রিয়া ফলে ভাঁজ হওয়া অস্থি দুটি পরস্পর দূরে সরে যায় অর্থাৎ কৌণিক দুরত্ব বাড়ে, ওই ক্রিয়াকে বলা হয় –

(ক) ফ্লেক্সন

(খ) এক্সটেনশন

(গ) অ্যাবডাকশন

(ঘ) অ্যাডাকশন

উত্তরঃ (খ) এক্সটেনশন

 

১.৭ বংশগতির একক হল –

(ক) ক্রোমোজোম

(খ) DNA

(গ) RNA

(ঘ) জিন

উত্তরঃ (ঘ) জিন

 

১.৮ কোন্‌টি ক্ষারীয় বা হিস্টোন প্রোটিন নয়?

(ক) আর্জিনিন

(খ) ট্রিপটোফান

(গ) হিস্টিডিন

(ঘ) লাইসিন

উত্তরঃ (খ) ট্রিপটোফান

 

১.৯ ভুল জোড়টি চিহ্নিত করো –

(ক) বহু বিভাজন – প্লাসমোডিয়াম

(খ) কোরকদগম – হাইড্রা

(গ) রেনু উৎপাদন – ইস্ট

(ঘ) পুনরুৎপাদন – প্ল্যানেরিয়া

উত্তরঃ (গ) রেনু উৎপাদন – ইস্ট

 

১.১০ সস্যে ক্রোমোজোম সংখ্যা –

(ক) n

(খ) 2n

(গ) 3n

(ঘ) 4n

উত্তরঃ (গ) 3n

 

১.১১ প্রজাতির আনুপাতিক ধ্রুবক কোন্‌টি?

(ক) U+C/G+A

(খ) A+C/T+G

(গ) G+C/A+T

(ঘ) A+G/T+C

উত্তরঃ (গ) G+C/A+T

 

 ১.১২ DNA প্রতিলিপিকরণ সম্পন্ন হয় কোশ চক্রের যে দশায়।

(ক) G দশায়

(খ) S দশায়

(গ) G₂ দশায়

(ঘ) M দশায়

উত্তরঃ (খ) S দশায়

 

১.১৩ একটি জলপরাগী ফুল বা হাইড্রোফিলি হল –

(ক) পদ্ম

(খ) পাতাঝাঁঝি 

(গ) কচু

(ঘ) স্যালভিয়া

উত্তরঃ (খ) পাতাঝাঁঝি 

 

১.১৪ ক্রোমোজোমের খন্ডাংশের বিনিময়কে বলা হয় –

(ক) সাইন্যাপসিস

(খ) বাইভ্যালেন্ট

(গ) ক্রসিংওভার

(ঘ) কায়াজমা

উত্তরঃ (গ) ক্রসিংওভার

 

১.১৫ কোন্‌টি প্রচ্ছন্ন চরিত্র –

(ক) বেগুনি ফুল

(খ) হলুদ ফল

(গ) হলুদ বীজ

(ঘ) কাক্ষিক পুষ্প

উত্তরঃ (খ) হলুদ ফল

 

ABTA Test Paper 2021-22 Life Science Page225

ABTA Test Paper 2021-22 Life Science Page225

বিভাগ – খ

2) নীচের ২৬টি প্রশ্ন থেকে ২১টি প্রশ্নের উত্তর নির্দেশ অনুসারে লেখো :

নীচের বাক্যগুলির শূন্যস্থানগুলিতে উপযুক্ত শব্দ বসাও (যে কোন পাঁচটি)

২.১ একই উদ্ভিদের দুটি আলাদা ফুলের মধ্যে পরাগযোগকে কি বলা হয়?

উত্তরঃ গেইটোনোগ্যামি

২.২ স্ট্যামিনোড কি?

উত্তরঃ নিষ্ক্রিয় এবং পরাগধানী বিহীন পুংকেশরকে স্ট্যামিনোড বলে।

২.৩ অ্যালোজোম বাহিত একটি রোগের নাম লেখো।

উত্তরঃ বর্ণান্ধতা

২.৪ মিউটেশন তত্ত্বের প্রবক্তা কে?

উত্তরঃ হুগো দ্য ভ্রিস

ABTA Test Paper 2021-22 Life Science Page225

 

২.৫ বিশুদ্ধ লম্বা মটর গাছের সঙ্গে খর্ব মটর গাছের সংকরায়ন ঘটালে F₁ জনুতে উৎপন্ন অপত্যের বৈশিষ্ট্য কি রূপ হবে?

উত্তরঃ সংকর লম্বা

২.৬ নেফ্রনের দুরবর্তী সংবর্ত নালীকা ও সংগ্রাহী নালীকাতে জলের পুনঃশোষণ ঘটায় এবং দেহে জলের ভারসাম্য রক্ষা করে কোন হরমোন?

উত্তরঃ ADH

২.৭ একটি নিউরোট্রান্সমিটারের নাম লেখো।

উত্তরঃ অ্যাসিটাইল কোলিন

২.৮ পীত গ্রন্থি থেকে নিঃসৃত একটি হরমোনের নাম লেখো।

উত্তরঃ প্রোজেস্টেরন

ABTA Test Paper 2021-22 Life Science Page225

 

নীচের বাকগুলিতে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থানগুলি পূরণ করো (যে কোনো পাঁচটি) ঃ

২.৯ সমসংস্থ ক্রোমোজোম দ্বয়ের জোড় বাঁধাকে __________ বলে।

উত্তরঃ সাইন্যাপসিস

২.১০ একটিমাত্র কোশ থেকে পূর্ণাঙ্গ সৃষ্টি করা হলে কোশের সেই ধর্মকে __________ বলে।

উত্তরঃ টোটিপোটেনসি

২.১১ লাল বর্ণান্ধতা ঃ প্রোটোনোপিয়া ঃ ঃ সবুজ বর্ণান্ধতা ঃ __________।

উত্তরঃ টিউটোরানোপিয়া

২.১২ একই জিনের বিভিন্ন রূপগুলি হল __________।

উত্তরঃ অ্যালিন

২.১৩ যে পদ্ধতিতে ফুলের পরাগধানীগুলি কেটে বাদ দেওয়া হয় তাকে __________ বলে।

উত্তরঃ ইমাসকুলেশন

২.১৪ α থ্যালাসেমিয়ার জন্য প্রচ্ছন্ন জিনটি মানুষের __________ নং ক্রোমোজোমে অবস্থিত।

উত্তরঃ ১৬

ABTA Test Paper 2021-22 Life Science Page225

 

নীচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা নিরূপণ করো (যে কোনো পাঁচটি) ঃ

২.১৫ সাইটোকাইনিন উদ্ভিদের পর্বমধ্যের দৈর্ঘ্য বৃদ্ধি ঘটায়।

উত্তরঃ মিথ্যা

২.১৬ দুটি নিউরোণের সংযোগস্থকলে সাইন্যাপসিস বলে।

উত্তরঃ মিথ্যা

২.১৭ গুরুমস্তিষ্কের দুটি অর্ধগোলক ভারমিস নামক স্নায়ুযোজক দ্বারা যুক্ত থাকে।

উত্তরঃ মিথ্যা

২.১৮ নিষেকের পর ডিম্বক ফলে পরিণত হয়।

উত্তরঃ মিথ্যা

২.১৯ ডায়াবেটিস ইনসিপিডাস রোগ হয় ADH – এর অভাবে।

উত্তরঃ সত্য

২.২০ একজন বর্ণান্ধ কন্যাসন্তানের পিতা বর্ণান্ধ ও মাতা বাহক হতে হবে।

উত্তরঃ মিথ্যা

ABTA Test Paper 2021-22 Life Science Page225

 

A স্তম্ভ দেওয়া শব্দের সঙ্গে B স্তম্ভে দেওয়া সররাপেক্ষা উপযুক্ত শব্দটির সমতা বিধান করে উভয় স্তম্ভের ক্রমিক নং উল্লেখসহ সঠিক জোড়টি পুনরায় লেখো (পাঁচটি) ঃ

বামদিক

ডানদিক

২.২১ প্রতিকূল অভিকর্ষবৃত্তীয় চলন

(ক) স্নায়ু কোশ

২.২২ দ্বিনেত্র দৃষ্টি

(খ) ক্রোমোজোমে দেখা যায়

২.২৩ G₀ দশা

(গ) সন্ধ্যামালতি

২.২৪ NOR

(ঘ) গোরু

২.২৭ নির্ণিত নিউক্লিয়াস

(ঙ) 2n

২.২৬ অসম্পূর্ণ প্রকটতা

(চ) শ্বাসমূল

(ছ) মানুষ

উত্তরঃ

বামদিক

ডানদিক

২.২১ প্রতিকূল অভিকর্ষবৃত্তীয় চলন

(চ) শ্বাসমূল

২.২২ দ্বিনেত্র দৃষ্টি

(ছ) মানুষ

২.২৩ G₀ দশা

(ক) স্নায়ু কোষ

২.২৪ NOR

(খ) ক্রোমোজোমে দেখা যায়

২.২৫ নির্ণিত নিউক্লিয়াস

(ঙ) 2n

২.২৬ অসম্পূর্ণ প্রকটতা

(গ) সন্ধ্যামালতি

ABTA Test Paper 2021-22 Life Science Page225

Thank You

ABTA Test Paper 2021-22 Life Science Page225

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Insert math as
Block
Inline
Additional settings
Formula color
Text color
#333333
Type math using LaTeX
Preview
\({}\)
Nothing to preview
Insert
error: Content is protected !!