ABTA Test Paper 2021-22 Physical Science Page 134
ABTA Test Paper 2021-22 Physical Science Page 134
বিভাগ – ‘ক’
1. প্রতিটি প্রশ্নের নীচে চারটি করে বিকল্প দেওয়া আছে। যেটি ঠিক সেটি লেখো :
1.1
উত্তরঃ (b)
1.2
উত্তরঃ (b)
1.3
উত্তরঃ (b)
1.4
উত্তরঃ (c)
1.5
উত্তরঃ (d)
1.6
উত্তরঃ (a)
1.7
উত্তরঃ (a)
1.8
উত্তরঃ (a)
1.9
উত্তরঃ (b)
1.10
উত্তরঃ (a)
1.11
উত্তরঃ (a)
1.12
উত্তরঃ (d)
1.13
উত্তরঃ (d)
1.14
উত্তরঃ (a)
1.15
উত্তরঃ (c)
ABTA Test Paper 2021-22 Physical Science Page 134
বিভাগ – খ
2) নীচের ২৬টি প্রশ্ন থেকে ২১টি প্রশ্নের উত্তর নির্দেশ অনুসারে লেখো :
নীচের বাক্যগুলির শূন্যস্থানগুলিতে উপযুক্ত শব্দ বসাও (যে কোন পাঁচটি)
2.1
উত্তরঃ বায়োমাসের পচন ঘটিয়ে মিথেন গ্যাস উৎপন্ন করে।
2.2
উত্তরঃ সত্য
2.3
উত্তরঃ 3 গুণ
অথবা
উত্তরঃ সত্য
2.4
উত্তরঃ
2.5
উত্তরঃ কম হবে
অথবা
উত্তরঃ
2.6
উত্তরঃ প্রধান অক্ষের খুব কাছাকাছি থাকা আলোকরশ্মিকে উপাক্ষীয় রশ্মি বলে।
2.7
উত্তরঃ বস্তুটি লাল বর্ণের হওয়ায় ওই বস্তুটি সাদা আলোর সমস্ত বর্ণের আলোকে শোষণ করে। তাই কেবলমাত্র লাল বর্ণকে প্রতিফলিত করে।
2.8
উত্তরঃ উচ্চ বিভবের থেকে নিম্ন বিভবের দিকে।
2.9
উত্তরঃ হ্রাস পাবে
অথবা
উত্তরঃ তড়িৎ প্রবাহের মান ও অভিমুখ
2.10
উত্তরঃ ক্ষমতা
2.11 বামহস্তের সঙ্গে ডানহস্তের সমতা বিধান করো :
A স্তম্ভ | B স্তম্ভ |
2.11.1 | (a) |
2. 11.2 | (b) |
2.11.3 | (c) |
2. 11.4 | (d) |
উত্তরঃ
A স্তম্ভ | B স্তম্ভ |
2.11.1 | (d) |
2. 11.2 | (a) |
2.11.3 | (b) |
2. 11.4 | (c) |
2.12
উত্তরঃ মৌলের রাসায়নিক ধর্ম মৌলের পরমাণু ক্রমাঙ্কের ওপর নির্ভর করে, পারমাণবিক ভরের ওপর নয়।
অথবা
উত্তরঃ হ্রাস পায়
2.13
উত্তরঃ ইলেকট্রন সমান সংখ্যায় ব্যবহৃত হয়
2.14
উত্তরঃ সমযোজী যৌগ – চিনি , তড়িৎযোজী যৌগ – NaCl
অথবা
উত্তরঃ NaCN
2.15
উত্তরঃ কারণ গলিত বা দ্রবীভূত অবস্থায় আয়নীয় যৌগের অনু আয়নে বিয়োজিত অবস্থায় থাকে। এই আয়নগুলি তড়িৎ পরিবহন করে কিন্তু যা কঠিন অবস্থায় সম্ভব না।
2.16
উত্তরঃ সত্য
2.17
উত্তরঃ ক্যাটায়ন ও অ্যানায়ন
অথবা
উত্তরঃ সাধারণত বিশুদ্ধ জল H+ ও OH− তে বিয়োজিত হয়। কিন্তু তাতে H2SO4 মেশালে H2O এর আয়নে বিয়োজনের মাত্রা বৃদ্ধি পায়, ফলে পরিবাহিতা বৃদ্ধি পায়।
2.18
উত্তরঃ পটাসিয়াম অ্যারো সায়ানাইড K [Au (CN)2]