ABTA Test Paper 2021-22 Bengali Page 191
ABTA Test Paper 2021-22 Bengali Page 191
বিভাগ – ‘ক’
১। সঠিক উত্তরটি নির্বাচন করো :
১.১ তপনের গল্পের নাম ছিল –
(ক) প্রথম দিন
(খ) স্কুলের প্রথম দিন
(গ) প্রথম লেখা
(ঘ) প্রথম প্রতিশ্রুতি
উত্তরঃ (ক) প্রথম দিন
১.২ গিরীশ মহাপাত্রের রুমালে ছবি আঁকা ছিল –
(ক) পাখির
(খ) হরিণের
(গ) বাঘের
(ঘ) গন্ডারের
উত্তরঃ (গ) বাঘের
১.৩ বাইজির ছদ্মবেশে হরিদার রোজগার হয় –
(ক) আট টাকা আট আনা
(খ) আট টাকা দশ আনা
(গ) দশ টাকা দশ আনা
(ঘ) দশ টাকা আট আনা
উত্তরঃ (খ) আট টাকা দশ আনা
১.৪ “ছড়ানো করতলের মতো পাতা” – আলোচ্যমান গাছটির রঙ ছিল –
(ক) সবুজ
(খ) সোনালি
(গ) গোপালি
(ঘ) আকাশি
উত্তরঃ (গ) গোপালি
১.৫ ‘অভিষেক’ কবিতাটি মেঘনাদবধ কাব্যের কোন সর্গ থেকে গৃহীত? –
(ক) প্রথম সর্গ
(খ) সপ্তম সর্গ
(গ) চতুরথ সর্গ
(ঘ) নবম সর্গ
উত্তরঃ (ক) প্রথম সর্গ
১.৬ ‘তোরা সব জয়ধ্বনি কর’ – পঙক্তিটি ‘প্রলয়োল্লাস’ কবিতায় কতবার আছে?
(ক) আঠারো
(খ) উনিশ
(গ) কুড়ি
(ঘ) একুশ
উত্তরঃ (ক) আঠারো
১.৭ ওস্তাদ কলমবাজদের বলা হয় –
(ক) ক্যালিগ্রাফিস্ট
(খ) লিপিকর
(গ) শ্রুতিলেখক
(ঘ) পেশকার
উত্তরঃ (ক) ক্যালিগ্রাফিস্ট
১.৮ ফাউন্টেন পেন সংগ্রহ করতেন –
(ক) রবীন্দ্রনাথ ঠাকুর
(খ) সত্যজিৎ রায়
(গ) শৈলজানন্দ
(ঘ) সুভো ঠাকুর
উত্তরঃ (গ) শৈলজানন্দ
১.৯ লেখক প্রাচীন ফিনিসীর হলে লেখার জন্য ব্যবহার করতেন –
(ক) পালক
(খ) স্টাইলাস
(গ) হাড়
(ঘ) নলখাগড়া
উত্তরঃ (গ) হাড়
১.১০ প্রদত্ত কোনটি নির্দেশক –
(ক) এর
(খ) চেয়ে
(গ) তে
(ঘ) খানা
উত্তরঃ (ঘ) খানা
১.১১ ‘মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন’ – এখানে ‘ শিশুকে কোন শ্রেণির কর্তা? –
(ক) প্রযোজক কর্তা
(খ) প্রয়োজ্য কর্তা
(গ) ব্যতিহার কর্তা
(ঘ) নিরপেক্ষ কর্তা
উত্তরঃ (খ) প্রয়োজ্য কর্তা
১.১২ ‘অনুসর্গ’ অন্য যে নামে পরিচিত –
(ক) অনুপ্রাস
(খ) বিভাজন
(গ) সংক্ষেপ
(ঘ) কর্মপ্রবচনীয়
উত্তরঃ (ঘ) কর্মপ্রবচনীয়
ABTA Test Paper 2021-22 Bengali Page 191
১.১৩ ‘ছেলেরা ফুটবল খেলে – নিম্নরেখ পদটি
(ক) কর্ম কারক
(খ) করণ কারক
(গ) নিমিত্ত কারক
(ঘ) অপাদান কারক
উত্তরঃ (খ) করণ কারক
১.১৪ ‘বহুব্রীহি’ সমাসে প্রাধান্য পায় –
(ক) পূর্বপদ
(খ) পরপদ
(গ) উভয়পদ
(ঘ) তৃতীয়পদ
উত্তরঃ (ঘ) তৃতীয়পদ
১.১৫ কোনটি নিত্য সমাসের দৃষ্টান্ত –
(ক) খেচর
(খ) যুগান্তর
(গ) গরমিল
(ঘ) চতুরঙ্গ
উত্তরঃ (খ) যুগান্তর
১.১৬ ‘সিংহাসন’ – কোন কর্মধারয় সমাসের উদাহরণ –
(ক) মধ্যপদলোপী
(খ) উপমান
(গ) উপমিত
(ঘ) রূপক
উত্তরঃ (ক) মধ্যপদলোপী
১.১৭ কোন সমাসের ব্যাসবাক্য হয় না?
(ক) দ্বন্ধ
(খ) তৎপুরুষ
(গ) দ্বিগু
(ঘ) নিত্য
উত্তরঃ (ঘ) নিত্য