Tue. May 21st, 2024

ABTA Test Paper 2021-22 Bengali Page 169

ABTA Test Paper 2021-22 Bengali Page 169

বিভাগ – ‘ক’

১। সঠিক উত্তরটি নির্বাচন করো :

১.১ তপনের নতুন মেসোমশাই পেশায় –

(ক) স্কুলের শিক্ষক

(খ) কলেজের প্রফেসার

(গ) চিকিৎসক

(ঘ) বিজ্ঞানী

উত্তরঃ (খ) কলেজের প্রফেসার

 

১.২ “আমি বাবু ভারী ধর্মভীরু মানুষ।” – ধর্মভীরু মানুষটি হলেন –

(ক) অপূর্ব

(খ) তলওয়ারকর

(গ) তেওয়ারী

(ঘ) গিরিশ মহাপাত্র

উত্তরঃ (ঘ) গিরিশ মহাপাত্র

 

১.৩ জগদীশবাবু বিরাগীকে তীর্থভ্রমণের জন্য কত টাকা দিতে চেয়েছিলেন? –

(ক) ৫০০ টাকা

(খ) ৫০১ টাকা

(গ) ১০০ টাকা

(ঘ) ১০১ টাকা

উত্তরঃ (ঘ) ১০১ টাকা

 

১.৪ ‘অসুখী একজন’ কবিতাটি তরজমা করেন –

(ক) নবারুণ ভট্টাচার্য

(খ) অনিন্দ্য সৌরভ

(গ) শঙ্খ ঘোষ

(ঘ) উৎপলকুমার বসু

উত্তরঃ (ক) নবারুণ ভট্টাচার্য

 

১.৫ ‘পায়ে পায়ে হিমানীর বাঁধ’ – ‘হিমানী’ শব্দের আক্ষরিক অর্থ –

(ক) জল

(খ) আগুন

(গ) তুষার

(ঘ) পর্বত

উত্তরঃ (গ) তুষার

 

১.৬ ‘অভিষেক’ শীর্ষক কাব্যাংশটি মূল কাব্যের কোন্‌ সর্গ থেকে গৃহীত? –

(ক) প্রথম

(খ) পঞ্চম

(গ) সপ্তম

(ঘ) নবম

উত্তরঃ (ক) প্রথম

 

১.৭ লেখক শ্রীপান্থ প্রথম যে ফাউন্টেন পেনটি কিনেছিলেন তার নাম –

(ক) পার্কার

(খ) শেফার্ড

(গ) সোয়ান

(ঘ) জাপানি পাইলট

উত্তরঃ (ঘ) জাপানি পাইলট

 

১.৮ শৈলজানন্দ ফাউন্টেন পেন সংগ্রহের নেশা পেয়েছিলেন –

(ক) রবীন্দ্রনাথের থেকে

(খ) শরৎচন্দ্রের থেকে

(গ) বঙ্কিমচন্দ্রের থেকে

(ঘ) ত্রৈলোক্যনাথের থেকে

উত্তরঃ (খ) শরৎচন্দ্রের থেকে

 

১.৯ ‘অনেক ধরে ধরে টাইপরাইটারে লিখে গেছেন মাত্র একজন।’ – তিনি হলেন –

(ক) সত্যজিৎ রায়

(খ) রাজশেখর বসু

(গ) শ্রীপান্থ

(ঘ) অন্নদাশঙ্কর রায়

উত্তরঃ (ঘ) অন্নদাশঙ্কর রায়

 

১.১০ যে কোনো কারকের যে কোনো পদকে অন্বিত করে যে বিভক্তি, তাকে বলে –

(ক) ধাতু বিভক্তি

(খ) তির্যক বিভক্তি

(গ) নির্দেশক

(ঘ) অনুসর্গ

উত্তরঃ (খ) তির্যক বিভক্তি

ABTA Test Paper 2021-22 Bengali Page 169

 

১.১১ নীচের কোন্‌টি অনুসর্গের দৃষ্টান্ত? –

(ক) এ

(খ) চেয়ে

(গ) টি

(ঘ) ইয়াছি

উত্তরঃ (খ) চেয়ে

 

১.১২ বীপ্সা শব্দের অর্থ হল –

(ক) ব্যাপ্তি

(খ) সংক্ষেপ

(গ) পুনরাবৃত্তি

(ঘ) ঊহ্য

উত্তরঃ (গ) পুনরাবৃত্তি

 

১.১৩ ‘মন্দিরে বাজছিল পূজার ঘন্টা’। রেখাঙ্কিত পদটি কোন্‌ কারক? –

(ক) কর্তৃকারক

(খ) করক কারক

(গ) অপাদান কারক

(ঘ) অধিকরন কারক

উত্তরঃ (ঘ) অধিকরন কারক

 

১.১৪ যে সমাসের প্রকৃত-অর্থে ব্যাসবাক্য হয় না, তাকে বলে –

(ক) নিত্য সমাস

(খ) অলোপ সমাস

(গ) দ্বন্ধ সমাস

(ঘ) কর্মধারয় সমাজ

উত্তরঃ (খ) অলোপ সমাস

ABTA Test Paper 2021-22 Bengali Page 169

 

১.১৫ ‘বসে আঁকা প্রতিযোগিতা’ বাক্যাংশটি সমাসবদ্ধ পদ রূপে প্রযুক্ত হলে, তাকে বলা হবে –

(ক) অব্যয়ীভাব সমাজ

(খ) বাক্যাশ্রয়ী

(গ) তৎপুরুষ সমাস

(ঘ) অলোপ সমাস

উত্তরঃ (খ) বাক্যাশ্রয়ী

 

১.১৬ ‘কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল’ – রেখাঙ্কিত পদটি –

(ক) সম্বোধন পদ

(খ) কর্তৃকারক

(গ) নিমিত্ত কারক

(ঘ) সম্বন্ধ পদ

উত্তরঃ (ঘ) সম্বন্ধ পদ

 

১.১৭ নীচের কোন্‌টি নিত্যসমাস নয় –

(ক) তেপান্তর

(খ) যুগান্তর

(গ) গ্রামান্তর

(ঘ) দেশান্তর

উত্তরঃ (ক) তেপান্তর

 

ABTA Test Paper 2021-22 Bengali Page 169

Thank You

ABTA Test Paper 2021-22 Bengali Page 169

2 thoughts on “ABTA Test Paper 2021-22 Bengali Page 169”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Insert math as
Block
Inline
Additional settings
Formula color
Text color
#333333
Type math using LaTeX
Preview
\({}\)
Nothing to preview
Insert
error: Content is protected !!