Sun. Dec 22nd, 2024

Koshe dekhi 22 Class 8

Koshe dekhi 22 Class 8

1. একটি সরলরেখা XY-এর বহিস্থ বিন্দু Z দিয়ে কতগুলি সরলরেখাংশ আঁকতে পারব দেখি যারা XY-এর সমান্তরাল।

সমাধানঃ 

Koshe dekhi 22 Class 8

অন্ধন প্রণালীঃ একটি সরলরেখা XY এর উপর বহিস্থ বিন্দু Z নিলাম। Z বিন্দু দিয়ে XY এর সমান্তরাল সরলরেখা অঙ্কন করবো। XY সরলরেখার উপর P একটি বিন্দু নিলাম। P বিন্দু ও  Z বিন্দু দুটি যুক্ত করলাম। এর ফলে ∠ZPY কোণ উৎপন্ন হল। এবার স্কেল ও কম্পাসের সাহায্যে Z বিন্দুতে ∠ZPY এর বিপরীত দিকে ∠ZPY এর সমান কোণ ∠PZQ আঁকলাম। QZ কে উভয়দিকে বর্ধিত করে MN সরলরেখা পেলাম যা XY সরলরেখার সঙ্গে সমান্তরাল।

∴ XY সরলরেখার উপর বহিস্থ বিন্দু Z দিয়ে একটি সরলরেখা আঁকতে পারব যা XY এর সঙ্গে সমান্তরাল৷

 

2. হাবিব খাতায় একটি সরলরেখাংশ PQ এঁকেছে এবং PQ সরলরেখাংশের বহিঃস্থ একটি বিন্দু R এঁকেছে। আমি স্কেল ও পেনসিল কম্পাসের সাহায্যে যেকোনো পদ্ধতিতে PQ সরলরেখাংশের একটি সমান্তরাল সরলরেখাংশ আঁকি যা R বিন্দুগামী হবে।

সমাধানঃ 

Koshe dekhi 22 Class 8

PQ সরলরেখার বহিঃস্থ বিন্দু R নিলাম এবং R বিন্দু দিয়ে PQ সরলরেখার সমান্তরাল সরলরেখা MN অঙ্কন করলাম।

 

3. মেঘা স্কেল ও পেনসিল কম্পাসের সাহায্যে ∠ABC = 60° আঁকল। BA ও BC রশ্মির উপর সথাক্রমে দুটি বিন্দু P ও Q নিলাম। P বিন্দু দিয়ে BC রশ্মির ও Q বিন্দু দিয়ে BA রশ্মির সমান্তরাল সরলরেখা টানলাম ।
এই দুটি সরলরেখার ছেদবিন্দুর নাম দিলাম D; PBQD চতুর্ভুজটি কী ধরনের লিখি।

সমাধানঃ 

Koshe dekhi 22 Class 8

এখানে ∠ABC = 60°; BA সরলরেখার P বিন্দু দিয়ে BC সরলরেখার সমান্তরাল সরলরেখা PY অঙ্কন করলাম। BC সরলরেখার Q বিন্দু দিয়ে BA সরলরেখার সমান্তরাল সরলরেখা QZ অঙ্কন করলাম।
অর্থাৎ, BC||PY এবং BA||QZ
XY ও QZ পরস্পরকে D বিন্দুতে ছেদ করেছে।
PBQD চতুর্ভুজের BQ || PD [যেহেতু BC||PY]
এবং BP||QD [যেহেতু BA||QZ]
∴ PBQD চতুর্ভুজটি একটি সামান্তরিক।

আরও দেখুনঃ 

গণিত প্রকাশ দশম শ্রেণি – সম্পূর্ণ  সমাধান। 

গণিত প্রকাশ নবম শ্রেণি – সম্পূর্ণ  সমাধান।

গণিত প্রভা অষ্টম শ্রেণি – সম্পূর্ণ সমাধান। 

গণিত প্রভা সপ্তম শ্রেণি – সম্পূর্ণ সমাধান। 

গণিত প্রভা ষষ্ঠ শ্রেণি – সম্পূর্ণ সমাধান। 

Koshe Dekhi 22 Class 8

Support Me

If you appreciate my work and would like to support me, your contribution would be immensely valuable. Even a small amount can make a big difference in helping me grow my website.

You can donate via PhonePe, Paytm, or GPay using the details below:

Phone Number: 7980608289
UPI ID: 7980608289-2@ybl
Name: Prasanta Naskar

Thank you for your support!

 

Subscribe my Youtube channel : Science Duniya in Bangla

and    Learning Science

and visit Our website : learningscience.co.in 

আরও দেখুনঃ 

গণিত প্রকাশ দশম শ্রেণি – সম্পূর্ণ  সমাধান। 

গণিত প্রকাশ নবম শ্রেণি – সম্পূর্ণ  সমাধান।

গণিত প্রভা অষ্টম শ্রেণি – সম্পূর্ণ সমাধান। 

গণিত প্রভা সপ্তম শ্রেণি – সম্পূর্ণ সমাধান। 

গণিত প্রভা ষষ্ঠ শ্রেণি – সম্পূর্ণ সমাধান। 

জীবন বিজ্ঞান  (দশম শ্রেণী) (Life Science)

Thank You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Insert math as
Block
Inline
Additional settings
Formula color
Text color
#333333
Type math using LaTeX
Preview
\({}\)
Nothing to preview
Insert
error: Content is protected !!