Madhyamik ABTA Test Papers 2024 : History Page 300
বিভাগ- ‘ক’ ১| সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো:
১.১ সর্বপ্রথম আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়—
ক) ১৯৭৫ খ্রিস্টাব্দে ৮ মার্চ
খ) ১৯৭৬ খ্রিস্টাব্দে ৮ মার্চ
গ) ১৯৭৭ খ্রিস্টাব্দে ৮ মার্চ
ঘ) ১৯৭৮ খ্রিস্টাব্দে ৮ মার্চ।
১.২ ‘জীবনের ঝরাপাতা’ হল একটি—
ক) উপন্যাস
খ) স্মৃতিকথা
গ) আত্মজীবনী
ঘ) নাটক।
১.৩ হরিনাথ মজুমদারের সম্পাদনায়—প্রকাশিত হত—
ক) গ্রামবার্তা প্রকাশিকা পত্রিকা
খ) হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা
গ) সোমপ্রকাশ পত্রিকা
ঘ) বঙ্গদর্শন পত্রিকা।
১.৪ ভারতীয় উপমহাদেশের প্রথম মহিলা কলেজ হল—
ক) হিন্দু কলেজ
খ) স্কটিশচার্য কলেজ
গ) বিদ্যাসাগর কলেজ
ঘ) বেথুন কলেজ।
১.৫ ‘অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশন‘ প্রতিষ্ঠা করেন—
ক) কেশবচন্দ্র সেন
খ) হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও
গ) দেবেন্দ্রনাথ ঠাকুর
ঘ) রামমোহন রায়।
১.৬ ‘উলঘুলান’ শব্দের অর্থ হল—
ক) ভয়ঙ্কর বিশৃঙ্খলা
খ) বিপ্লব
গ) বিদ্রোহ
ঘ) গণসংগ্রাম।
১.৭ ‘জমি হল আল্লাহ্র দান‘—কথাটি বলেছিলেন—
ক) তিতুমির
খ) নোয়া মিঞা
গ) দুদু মিঞা
ঘ) শরিয়ৎ উল্লাহ্।
১.৮ ‘এইটটিন ফিফটি সেভেন‘ গ্রন্থটির রচনা করেন—
ক) ড. রমেশচন্দ্র মজুমদার
খ) ড. সুরেন্দ্রনাথ সেন
গ) ড. এ মাহাতো
ঘ) পি সি যোশি।
১.৯ ‘জমিদার সভা‘র সভাপতি ছিলেন—
ক) দ্বারকানাথ ঠাকুর
খ) রাজা রাধাকান্ত দেব
গ) প্রসন্নকুমার ঠাকুর
ঘ) দুর্গাপ্রসাদ পঞ্চানন।
১.১০ ‘বন্দে মাতরম’ সংগীতটি রচিত হয়—
ক) ১৮৭০ খ্রিস্টাব্দ
খ) ১৮৭৫ খ্রিস্টাব্দ
গ) ১৮৭৬ খ্রিস্টাব্দ
ঘ) ১৮৮২ খ্রিস্টাব্দ।
আরও পড়ুনঃ
Madhyamik ABTA Test Papers 2024 Bangla Solution
Madhyamik ABTA Test Papers 2024 English Solution
Madhyamik ABTA Test Papers 2024 History Solution
Madhyamik ABTA Test Papers 2024 Geography Solution
Madhyamik ABTA Test Papers 2024 Physical Science Solution
Madhyamik ABTA Test Papers 2024 Mathematics Solution
Madhyamik ABTA Test Papers 2024 Life Science Solution
১.১১ প্রথম সচিত্র বাংলা বইয়ের নাম হল—
ক) শিশু শিক্ষা
খ) অন্নদামঙ্গল
গ) প্রতাপাদিত্য চরিত্র
ঘ) বর্ণপরিচয়।
১.১২ ‘ভারতের বিজ্ঞানাচার্য’ বলা হয়—
ক) সত্যেন্দ্রনাথ বসুকে
খ) প্রফুল্লচন্দ্র রায়কে
গ) মেঘনাদ সাহাকে
ঘ) জগদীশচন্দ্র বসুকে।
১.১৩ ‘মোপালা কৃষক বিদ্রোহ‘ হয়েছিল—
ক) ১৯২১ খ্রিস্টাব্দ
খ) ১৯২৩ খ্রিস্টাব্দ
গ) ১৯২৫ খ্রিস্টাব্দ
ঘ) ১৯৩০ খ্রিস্টাব্দ
১.১৪ ভারতের ‘দ্বিজ’ পার্টি বলে পরিচিত—
ক) জাতীয় কংগ্রেস
খ) কমিউনিস্ট পার্টি
গ) মুসলিম লিগ
ঘ) র্যাডিকাল ডেমোক্রেটিক পার্টি।
১.১৫ AITUC এর প্রথম সম্পাদক ছিলেন—
ক) জয়প্রকাশ নারায়ণ
খ) আর এস নিম্বকার
গ) দেওয়ান চমনলাল
ঘ) লালা লাজপত রায়।
১.১৬ ‘বাংলার অগ্নিকন্যা‘ নামে খ্যাত ছিলেন—
ক) বীণা দাস
খ) প্রীতিলতা ওয়াদ্দেদার
গ) মাতঙ্গিনী হাজরা
ঘ) কল্পনা দত্ত।
১.১৭ ‘অলিন্দ যুদ্ধ‘ হয়েছিল—
ক) ১৯৩০ খ্রিস্টাব্দ
খ) ১৯৩২ খ্রিস্টাব্দ
গ) ১৯৪০ খ্রিস্টাব্দ
ঘ) ১৯৪২ খ্রিস্টাব্দ।
১.১৮ ভারতে দলিত আন্দোলনের ‘পথপ্রদর্শক‘ ছিলেন—
ক) ড. বি আর আম্বেদকর
খ) জ্যোতিবা ফুলে
গ) মহাত্মা গান্ধী
ঘ) শ্রী নারায়ণ গুরু।
১.১৯ দেশীয় রাজ্য দপ্তরের প্রধান ছিলেন—
ক) জওহরলাল নেহেরু
খ) ড. রাজেন্দ্র প্রসাদ
গ) চক্রবর্তী রাজা গোপালাচারি
ঘ) বল্লভভাই প্যাটেল।
১.২০ ‘দ্য মার্জিন্যাল মেন‘ গ্রন্থটির রচয়িতা হলেন—
ক) খুশবন্ত সিং
খ) প্রফুল্লকুমার চক্রবর্তী
গ) অতীন বন্দ্যোপাধ্যায়
ঘ ) সলমন রুশদি।
বিভাগ-‘খ’ ২ । যে কোনো ষোলোটি প্রশ্নের উত্তর দাও : (প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি প্রশ্নের উত্তর দাও) :
উপবিভাগ : ২.১ একটি বাক্যে উত্তর দাও :
(২.১.১) ভারতবর্ষীয় ব্রাহ্মসমাজের নেতা কে ছিলেন?
উত্তরঃ কেশবচন্দ্র সেন।
Note: ভারতবর্ষীয় ব্রাহ্মসমাজের প্রতিষ্ঠাতা ছিলেন রাজা রামমোহন রায়। কিন্তু তিনি ১৮৩৩ সালে মারা যান। তার মৃত্যুর পর দেবেন্দ্রনাথ ঠাকুর ব্রাহ্মসমাজের নেতৃত্ব গ্রহণ করেন। কিন্তু দেবেন্দ্রনাথ ঠাকুর ছিলেন একজন রক্ষণশীল ব্রাহ্ম। তিনি ব্রাহ্মসমাজকে হিন্দুধর্মের মধ্যেই রাখার চেষ্টা করেন।
কেশবচন্দ্র সেন ছিলেন একজন প্রগতিশীল ব্রাহ্ম। তিনি ব্রাহ্মসমাজকে হিন্দুধর্ম থেকে পৃথক করতে চেয়েছিলেন। তিনি নারী শিক্ষা, সতীদাহ প্রথা বিলুপ্তি ও সমাজের অন্যান্য কুসংস্কার দূর করার জন্য আন্দোলন করেন।
১৮৬৬ সালে কেশবচন্দ্র সেন ভারতবর্ষীয় ব্রাহ্মসমাজ প্রতিষ্ঠা করেন। এই ব্রাহ্মসমাজ ছিল দেবেন্দ্রনাথ ঠাকুর নেতৃত্বাধীন আদি ব্রাহ্মসমাজের থেকে অনেক বেশি প্রগতিশীল।
সুতরাং, বলা যায় যে, ভারতবর্ষীয় ব্রাহ্মসমাজের নেতা ছিলেন কেশবচন্দ্র সেন।
(২.১.২) ‘দামিন-ই কোহ্‘ কথাটির অর্থ কী?
উত্তরঃ পাহাড়ের প্রান্তদেশে।
Note: ‘দামিন-ই কোহ্‘ কথাটি ফারসি ভাষা থেকে এসেছে। এর অর্থ হলো ‘পাহাড়ের প্রান্তদেশে’।
‘দামিন-ই কোহ্’ শব্দটি সাধারণত ভারতের উত্তর-পশ্চিম সীমান্তবর্তী এলাকাকে বোঝাতে ব্যবহৃত হয়। এই এলাকাটি পাঞ্জাব, সিন্ধু, কাশ্মীর ও উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশের অংশ নিয়ে গঠিত।
(২.১.৩) ‘ভারতমাতা‘ চিত্রটির পূর্ব নাম কী ছিল?
উত্তরঃ বঙ্গমাতা।
Note: ‘ভারতমাতা‘ চিত্রটি আঁকেন অবনীন্দ্রনাথ ঠাকুর। তিনি এই চিত্রটি ১৯০৫ সালে আঁকেন।
এই চিত্রটি প্রথম প্রকাশিত হয়েছিল ‘ভারতী’ পত্রিকায়। সেই সময় এই চিত্রটির নাম ছিল ‘বঙ্গমাতা’।
পরবর্তীতে, ১৯১৪ সালে ‘ভারতবর্ষীয় জাতীয় কংগ্রেস’-এর কলকাতা অধিবেশনে এই চিত্রটি প্রদর্শিত হয়। সেই সময় এই চিত্রটির নাম পরিবর্তন করে রাখা হয় ‘ভারতমাতা’।
(২.১.৪) ‘ফরওয়ার্ড ব্লক‘ কত সালে প্রতিষ্ঠিত হয়?
উত্তরঃ ১৯৩৯ খ্রিস্টাব্দে।
Note: ‘ফরওয়ার্ড ব্লক’ ভারতের একটি বামপন্থী রাজনৈতিক দল। এই দলটি ১৯৩৯ সালে প্রতিষ্ঠিত হয়।
এই দলের প্রতিষ্ঠাতা ছিলেন সুভাষচন্দ্র বসু। তিনি ছিলেন একজন বিপ্লবী নেতা ও স্বাধীনতা সংগ্রামী।
‘ফরওয়ার্ড ব্লক’ ভারতের স্বাধীনতা আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই দলটি ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামের পক্ষে ছিল।
উপবিভাগ : ২.২ ঠিক বা ভুল নির্ণয় করো :
(২.২.১) ‘সোম প্রকাশ” পত্রিকার সম্পাদক ছিলেন দ্বারকানাথ বন্দ্যোপাধ্যায়।
উত্তরঃ ঠিক।
ব্যাখ্যাঃ ‘সোম প্রকাশ’ পত্রিকাটি ১৮৩১ সালের ১লা জানুয়ারি প্রকাশিত হয়। এই পত্রিকার সম্পাদক ছিলেন দ্বারকানাথ বন্দ্যোপাধ্যায়। তিনি ছিলেন একজন প্রখ্যাত বাঙালি সাংবাদিক ও লেখক। তিনি ব্রিটিশ শাসনের বিরুদ্ধে আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
‘সোম প্রকাশ’ পত্রিকাটি ছিল বাংলা ভাষার প্রথম সাপ্তাহিক পত্রিকা। এই পত্রিকাটি ব্রিটিশ শাসনের বিভিন্ন অবিচার ও অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ছিল। এই পত্রিকাটি হিন্দুধর্মের সংস্কার আন্দোলনেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
(২.২.২) ১৮৫৬ খ্রিস্টাব্দে লর্ড ডালহৌসি বিধবা বিবাহ আইন পাস করেন।
উত্তরঃ ঠিক।
ব্যাখ্যাঃ ১৮৫৬ খ্রিস্টাব্দে লর্ড ডালহৌসি বিধবা বিবাহ আইন পাস করেন। এই আইনের ফলে বিধবা নারীরা জীবিত স্বামীর ভাই বা অন্য কোনও পুরুষের সাথে বিবাহ করতে পারতেন। এই আইনটি ব্রিটিশ ভারতে বিধবা নারীদের অধিকারের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।
এই আইন পাস হওয়ার ফলে বিধবা নারীদের জীবনযাত্রার মান উন্নত হয়। তারা সমাজে আরও স্বাধীনভাবে বসবাস করতে পারতেন।
(২.২.৩) হিকির ‘বেঙ্গল গেজেট‘ ছিল একটি মাসিক পত্রিকা।
উত্তরঃ ভুল।
ব্যাখ্যাঃ হিকির ‘বেঙ্গল গেজেট‘ ছিল একটি সাপ্তাহিক পত্রিকা। এই পত্রিকাটি ১৭৮০ সালের ২৯শে জানুয়ারি প্রকাশিত হয়। এই পত্রিকাটি ছিল বাংলা ভাষার প্রথম সাপ্তাহিক পত্রিকা।
‘বেঙ্গল গেজেট’ পত্রিকাটি ব্রিটিশ ভারতের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই পত্রিকাটি ব্রিটিশ শাসনের বিভিন্ন অবিচার ও অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ছিল। এই পত্রিকাটি ভারতীয় সংস্কৃতি ও সাহিত্যের বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
(২.২.৪) ‘মতুয়া মহাসংঘ‘ প্রতিষ্ঠা করেন শ্রী হরিচাঁদ ঠাকুর।
উত্তরঃ ঠিক।
ব্যাখ্যাঃ ‘মতুয়া মহাসংঘ’ প্রতিষ্ঠা করেন শ্রী হরিচাঁদ ঠাকুর। তিনি ছিলেন একজন প্রখ্যাত বাঙালি ধর্মগুরু। তিনি হিন্দুধর্মের সংস্কার আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
শ্রী হরিচাঁদ ঠাকুর ১৮১৭ সালে ‘মতুয়া মহাসংঘ’ প্রতিষ্ঠা করেন। এই সংঘটি হিন্দুধর্মের বিভিন্ন কুসংস্কার ও অন্ধবিশ্বাস দূর করার জন্য কাজ করে।
‘মতুয়া মহাসংঘ’ ছিল হিন্দুধর্মের সংস্কার আন্দোলনে একটি গুরুত্বপূর্ণ সংগঠন। এই সংঘের মাধ্যমে হিন্দুধর্মে অনেক নতুন ধারণা ও প্রথা প্রবর্তিত হয়।
আরও পড়ুনঃ
Madhyamik ABTA Test Papers 2024 Bangla Solution
Madhyamik ABTA Test Papers 2024 English Solution
Madhyamik ABTA Test Papers 2024 History Solution
Madhyamik ABTA Test Papers 2024 Geography Solution
Madhyamik ABTA Test Papers 2024 Physical Science Solution
Madhyamik ABTA Test Papers 2024 Mathematics Solution
Madhyamik ABTA Test Papers 2024 Life Science Solution
উপবিভাগ : ২.৩ ‘ক’ স্তম্ভের সঙ্গে ‘খ’ স্তম্ভ মেলাও :
‘ক’ স্তম্ভ | ‘খ’ স্তম্ভ |
(২.৩.১) হরিশচন্দ্র মুখোপাধ্যায় | (১) ‘একা’ আন্দোলন |
(২.৩.২) গগনেন্দ্রনাথ ঠাকুর | (২) দীপালি সংঘ |
(২.৩.৩) মাদারি পাশি | (৩) নীল বিদ্রোহ |
(২.৩.৪) লীলা নাগ রায় | (৪) ব্যঙ্গ চিত্র |
উত্তরঃ
‘ক’ স্তম্ভ | ‘খ’ স্তম্ভ |
(২.৩.১) হরিশচন্দ্র মুখোপাধ্যায় | (৩) নীল বিদ্রোহ |
(২.৩.২) গগনেন্দ্রনাথ ঠাকুর | (৪) ব্যঙ্গ চিত্র |
(২.৩.৩) মাদারি পাশি | (১) ‘একা’ আন্দোলন |
(২.৩.৪) লীলা নাগ রায় | (২) দীপালি সংঘ |
উপবিভাগ : ২.৪ প্রদত্ত ভারতবর্ষের রেখামানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত ও নামাঙ্কিত করো:
(২.৪.১) মুণ্ডা বিদ্রোহের এলাকা।
(২.৪.২) মহাবিদ্রোহের কেন্দ্র – ঝাঁসি
(২.৪.৩) আইন অমান্য আন্দোলনের কেন্দ্র – ডান্ডি
(২.৪.৪) দেশীয় রাজ্য জুনাগড়।
উপবিভাগ : ২.৫ নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো :
(২.৫.১) বিবৃতি : সোমপ্রকাশ ছিল বাংলাভাষায় প্রকাশিত প্রথম রাজনৈতিক পত্রিকা।
ব্যাখ্যা-১: এই পত্রিকার সম্পাদক ছিলেন একজন বিশিষ্ট রাজনৈতিক নেতা।
ব্যাখ্যা-২: সমকালীন পত্রিকাগুলির মধ্যে সোমপ্রকাশই প্রথম রাজনৈতিক আলোচনার সূত্রপাত করে।
ব্যাখ্যা-৩: এই পত্রিকা রাজনৈতিক নেতাদের সমালোচনা করত।
উত্তরঃ ব্যাখ্যা-২: সমকালীন পত্রিকাগুলির মধ্যে সোমপ্রকাশই প্রথম রাজনৈতিক আলোচনার সূত্রপাত করে।
(২.৫.২) বিবৃতি: নব্যবঙ্গ আন্দোলন ব্যর্থ হয়েছিল।
ব্যাখ্যা-১: এই আন্দোলনের কোনো সংগঠন ছিল না।
ব্যাখ্যা-২: এই আন্দোলন ব্রিটিশরা সমর্থন করেনি।
ব্যাখ্যা- ৩: এই আন্দোলন শহরের কিছু শিক্ষিত ব্যক্তিদের মধ্যেই সীমাবদ্ধ ছিল।
উত্তরঃ ব্যাখ্যা- ৩: এই আন্দোলন শহরের কিছু শিক্ষিত ব্যক্তিদের মধ্যেই সীমাবদ্ধ ছিল।
(২.৫.৩) বিবৃতি: রবীন্দ্রনাথ ঠাকুর প্রকৃতির সান্নিধ্যে শিক্ষাদানের সমর্থক ছিলেন।
ব্যাখ্যা-১: রবীন্দ্রনাথ ঠাকুর প্রকৃতি প্রেমিক ছিলেন।
ব্যাখ্যা-২: তিনি শুধুমাত্র প্রকৃতি শিক্ষার উপর জোর দিতেন।
ব্যাখ্যা-৩: রবীন্দ্রনাথ মনে করতেন প্রকৃতির কোলেই আদর্শ শিক্ষা হয়।
উত্তরঃ ব্যাখ্যা-৩: রবীন্দ্রনাথ মনে করতেন প্রকৃতির কোলেই আদর্শ শিক্ষা হয়।
(২.৫.৪) বিবৃতি: ব্রিটিশ সরকার ১৯২৯ খ্রিস্টাব্দের মীরাট ষড়যন্ত্র মামলা শুরু করেছিল।
ব্যাখ্যা-১: এর উদ্দেশ্য ছিল বিপ্লবীদের দমন করা।
ব্যাখ্যা-২: এর উদ্দেশ্য ছিল দেশব্যাপী সাম্যবাদী আন্দোলন দমন করা।
ব্যাখ্যা-৩: এর উদ্দেশ্য ছিল আইন অমান্য আন্দোলন দমন করা।
উত্তরঃ ব্যাখ্যা-২: এর উদ্দেশ্য ছিল দেশব্যাপী সাম্যবাদী আন্দোলন দমন করা।
আরও পড়ুনঃ
Madhyamik ABTA Test Papers 2024 Bangla Solution
Madhyamik ABTA Test Papers 2024 English Solution
Madhyamik ABTA Test Papers 2024 History Solution
Madhyamik ABTA Test Papers 2024 Geography Solution
Madhyamik ABTA Test Papers 2024 Physical Science Solution
Madhyamik ABTA Test Papers 2024 Mathematics Solution
Madhyamik ABTA Test Papers 2024 Life Science Solution