Fri. Oct 4th, 2024

Madhyamik ABTA Test Papers 2024 : History Page 269

বিভাগ- ‘ক’ ১| সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো:

১.১ নতুন সামাজিক ইতিহাস চর্চা শুরু হয়—
ক) ১৯৪০-এর দশকে
খ) ১৯৫০-এর দশকে 
গ) ১৯৬০-এর দশকে
ঘ) ১৯৯০-এর দশকে।

১.২ পৃথিবীর প্রাচীন খেলা হল—
ক) কবাড়ি
খ) মানাকালা
গ) হকি
ঘ) জুডো।

১.৩ বামাবোধিনী পত্রিকা প্রকাশিত হয়—
ক) ১৮৬০ খ্রিস্টাব্দে
খ) ১৮৬১ খ্রিস্টাব্দে
গ) ১৮৬৩ খ্রিস্টাব্দে
ঘ) ১৮৬৪ খ্রিস্টাব্দে।

১.৪ ক্যালকাটা ফিমেল স্কুল প্রতিষ্ঠা করেন-
ক) বেথুন
খ) উইলিয়াম কেরি
গ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
ঘ) ডেভিড হেয়ার।

১.৫ ‘উনিশ শতকের বাংলার নবজাগরণ ছিল এক ধরনের অতিকথা‘—একথা বলেছেন-
ক) সুশোভন সরকার
খ) যদুনাথ সরকার
গ) সুপ্রকাশ রায়
ঘ) বিনয় ঘোষ।

১.৬ ‘বিপ্লব‘ কথার অর্থ হল—
ক) পরিবর্তন
খ) ধীরে পরিবর্তন
গ) আমূল পরিবর্তন
ঘ) কোনোটিই । নয়।

১.৭ ‘বাংলার ওয়াট টাইলর‘ নামে পরিচিত ছিলেন—
ক) বিষ্ণুচরণ বিশ্বাস
খ) রামরতন মল্লিক
গ) বিশ্বনাথ সর্দার
ঘ) রফিক মণ্ডল।

১.৮ কার্ল মার্কসের মতে ১৮৫৭-র মহাবিদ্রোহ ছিল—
ক) সামন্ততান্ত্রিক প্রতিক্রিয়া
খ) জাতীয় বিদ্রোহ
গ) প্রথম স্বাধীনতা যুদ্ধ 
ঘ) সিপাহি বিদ্রোহ।

আরও পড়ুনঃ 

Madhyamik ABTA Test Papers 2024 Bangla Solution

Madhyamik ABTA Test Papers 2024 English Solution 

Madhyamik ABTA Test Papers 2024 History Solution 

Madhyamik ABTA Test Papers 2024 Geography Solution

Madhyamik ABTA Test Papers 2024 Physical Science Solution

Madhyamik ABTA Test Papers 2024 Mathematics Solution 

Madhyamik ABTA Test Papers 2024 Life Science Solution 

 

১.৯ ‘বঙ্গভাষা প্রকাশিকা সভা‘ ছিল একটি –
ক) সাহিত্য সভা
খ) ব্যবসায়ী সংগঠন
গ) রাজনৈতিক সভা
ঘ) শিক্ষক সভা।

১.১০ ‘আনন্দমঠ’ উপন্যাসটি যে পত্রিকায় প্রকাশিত হয়—
ক) সংবাদ প্রভাকর
খ) সংবাদ ভাস্কর
গ) বঙ্গদর্শন
ঘ) বঙ্গবাসী পত্রিকায়।

১.১১ প্রথম বাঙালী প্রকাশক হলেন-
ক) গঙ্গাকিশোর ভট্টাচার্য
খ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
গ) মদনমোহন তর্কালঙ্কার
ঘ) পঞ্চানন কর্মকার।

১.১২ শান্তিনিকেতন আশ্রম প্রতিষ্ঠিত হয়—
ক) ১৮৩৬ খ্রিস্টাব্দে
খ) ১৮৩৭ খ্রিস্টাব্দে
গ) ১৮৩৮ খ্রিস্টাব্দে
ঘ) ১৮৪০ খ্রিস্টাব্দে।

১.১৩ সর্বপ্রথম বয়কট আন্দোলনের ডাক দেন—
ক) রবীন্দ্রনাথ ঠাকুর
খ) কৃষ্ণকুমার মিত্র
গ) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
ঘ) অরবিন্দ ঘোষ।

১.১৪ সর্বভারতীয় ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন—
ক) বালগঙ্গাধর তিলক।
খ) লালা লাজপত রায়
গ) দেওয়ান চমনলাল
ঘ) ব্যোমকেশ চক্রবর্তী।

১.১৫ ‘লাঙ্গল’ পত্রিকা কোন দলের মুখপত্র ছিল?—
ক) যুগান্তর দল
খ) স্বরাজ্য দল
গ) বাংলার শ্রমিক-কৃষক দল
ঘ) কংগ্রেস সমাজতন্ত্রী দল।

১.১৬ ‘ভারত স্ত্রী মহামণ্ডল‘ প্রতিষ্ঠা করেন–
ক) বাসন্তী দেবী,
খ) ঊর্মিলা দেবী
গ) সুনীতি দেবী
ঘ) সরলা দেবী চৌধুরানী।

১.১৭ আইন-অমান্য আন্দোলনে নাগাল্যান্ডে অগ্রণী ভূমিকা নেন-
ক) কনকলতা বড়ুয়া
খ) অমৃতা কাউর
গ) ভোগেশ্বরী ফুকোননী
ঘ) রানী গুইডালো।

১.১৮ বাংলায় নমঃশুদ্র আন্দোলনের প্রারম্ভিক পর্বের প্রধান নেতা ছিলেন-
ক) প্রমথরঞ্জন ঠাকুর
খ) শ্রী গুরুচাঁদ ঠাকুর
গ) যোগেন্দ্রনাথ মণ্ডল
ঘ) সুভাষচন্দ্র বসু।

১.১৯ জুনাগড় রাজ্য কীভাবে ভারতের অন্তর্ভুক্ত হয়েছিল-
ক) স্বেচ্ছায়
খ) যুদ্ধের মাধ্যমে
গ) গণভোটের মধ্যমে
ঘ) অধিগ্রহণের মাধ্যমে।

১.২০ ভারতের স্বাধীনতাকালে দেশীয় রাজ্যের সংখ্যা ছিল—
ক) ৫৪৫টি
খ) ৫৬২টি
গ) ৫৭০টি
ঘ) ৫৮০টি।

 

আরও পড়ুনঃ 

Madhyamik ABTA Test Papers 2024 Bangla Solution

Madhyamik ABTA Test Papers 2024 English Solution 

Madhyamik ABTA Test Papers 2024 History Solution 

Madhyamik ABTA Test Papers 2024 Geography Solution

Madhyamik ABTA Test Papers 2024 Physical Science Solution

Madhyamik ABTA Test Papers 2024 Mathematics Solution 

Madhyamik ABTA Test Papers 2024 Life Science Solution 

বিভাগ-‘খ’ ২ । যে কোনো ষোলোটি প্রশ্নের উত্তর দাও : (প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি প্রশ্নের উত্তর দাও) :

(২.১.১) উপবিভাগ : ২.১ একটি বাক্যে উত্তর দাও :

(২.১.১) “জীবনের ঝরাপাতা‘ আত্মজীবনী ধারাবাহিকভাবে কোন পত্রিকায় প্রকাশিত হয়?

উত্তরঃ দেশ পত্রিকায়। 

ব্যাখ্যাঃ “জীবনের ঝরাপাতা” আত্মজীবনী সরলা দেবী রচিত একটি বাংলা আত্মজীবনী। এই আত্মজীবনীটি ১৯৪৬ থেকে ১৯৫১ সাল পর্যন্ত সাপ্তাহিক “দেশ” পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়।

 

(২.১.২) কলকাতায় কবে বৈদ্যুতিক ট্রামযাত্রা শুরু হয়?

উত্তরঃ ১৮৭৩ সালে। 

ব্যাখ্যাঃ কলকাতায় বৈদ্যুতিক ট্রামযাত্রা শুরু হয় ১৮৭৩ সালের ২৩ ফেব্রুয়ারি। এই ট্রামটি ছিল কলকাতা থেকে হাওড়া পর্যন্ত। এই ট্রামটি চালু হয়েছিল কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের উদ্যোগে।

 

(২.১.৩) ‘হিন্দু প্যাট্রিয়ট‘ পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন?

উত্তরঃ গিরিশচন্দ্র ঘোষ। 

ব্যাখ্যাঃ ‘হিন্দু প্যাট্রিয়ট’ পত্রিকাটি ১৮৫৭ সালের ১৪ জুন প্রকাশিত হয়। এই পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন গিরিশচন্দ্র ঘোষ। তিনি ছিলেন একজন প্রখ্যাত বাঙালি সাংবাদিক ও লেখক। তিনি ব্রিটিশ শাসনের বিরুদ্ধে আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

 

(২.১.৪) অনুশীলন সমিতির প্রতিষ্ঠাতা কে ছিলেন?

উত্তরঃ সতীশচন্দ্র বসু। 

ব্যাখ্যাঃ অনুশীলন সমিতি ছিল একটি বিপ্লবী সংগঠন। এই সমিতি ১৯০২ সালের ২৪ জুন কলকাতায় প্রতিষ্ঠিত হয়। এই সমিতির প্রতিষ্ঠাতা ছিলেন সতীশচন্দ্র বসু। তিনি ছিলেন একজন প্রখ্যাত বাঙালি বিপ্লবী। তিনি ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামের পক্ষে ছিলেন।

উল্লেখ্য, “জীবনের ঝরাপাতা” আত্মজীবনীটি সরলা দেবী রচিত একটি বাংলা আত্মজীবনী। এই আত্মজীবনীটিতে তিনি তার জীবনের বিভিন্ন ঘটনা ও অভিজ্ঞতা বর্ণনা করেছেন। এই আত্মজীবনীটি বাঙালি সাহিত্যে একটি গুরুত্বপূর্ণ অবদান।

কলকাতায় বৈদ্যুতিক ট্রামযাত্রার সূচনা ছিল একটি ঐতিহাসিক ঘটনা। এই ঘটনাটি কলকাতা শহরের উন্নয়নের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

‘হিন্দু প্যাট্রিয়ট’ পত্রিকাটি ছিল ব্রিটিশ শাসনের বিরুদ্ধে আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার। এই পত্রিকাটি ব্রিটিশ শাসনের বিভিন্ন অবিচার ও অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ছিল।

অনুশীলন সমিতি ছিল ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামের একটি গুরুত্বপূর্ণ সংগঠন। এই সংগঠন ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বেশ কিছু সফল আক্রমণ চালায়।

 

 

উপবিভাগ : ২.২ ঠিক বা ভুল নির্ণয় করো :

(২.২.১) দাদাভাই ফালকের পরিচালনায় প্রথম নির্বাক চলচ্চিত্র রাজা হরিশচন্দ্র।

উত্তরঃ ঠিক। 

ব্যাখ্যাঃ দাদাভাই ফালকের পরিচালনায় ১৯১৩ সালের ৩ মে প্রথম নির্বাক চলচ্চিত্র “রাজহরিশ্চন্দ্র” মুক্তি পায়। এই চলচ্চিত্রটি ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে একটি মাইলফলক।

 

(২.২.২) কলিকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়।

উত্তরঃ ঠিক।

ব্যাখ্যাঃ কলিকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়। তিনি ১৯২১ সালের ১লা জানুয়ারি থেকে ১৯২২ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত কলিকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন।

 

(২.২.৩) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে ‘মুকুটহীন সম্রাট‘ বলা হয়।

উত্তরঃ ঠিক। 

ব্যাখ্যাঃ সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ছিলেন একজন প্রখ্যাত বাঙালি কবি, লেখক, সাংবাদিক ও সম্পাদক। তিনি ব্রিটিশ শাসনের বিরুদ্ধে অসহযোগ আন্দোলনে নেতৃত্ব দেন। তিনি ছিলেন একজন জাতিতত্ত্ববিদ। তিনি ভারতীয় জাতীয়তাবাদের প্রবক্তা ছিলেন।

সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের সাহিত্যকর্মের মধ্যে “ছিন্নপত্র”, “উত্তরপত্র”, “আত্মপরিচয়”, “নবজীবন” প্রভৃতি উল্লেখযোগ্য।

সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের সাহিত্যকর্ম ও রাজনৈতিক কর্মকাণ্ডের জন্য তিনি “মুকুটহীন সম্রাট” নামে পরিচিত।

 

(২.২.৪) ‘ভারত মাতার’ চিত্র আঁকেন গগনেন্দ্রনাথ ঠাকুর।

উত্তরঃ ভুল। 

ব্যাখ্যাঃ “ভারত মাতার” চিত্রটি আঁকেন অবনীন্দ্রনাথ ঠাকুর। তিনি ছিলেন একজন প্রখ্যাত বাঙালি চিত্রশিল্পী, শিক্ষাবিদ ও সাহিত্যিক। তিনি ভারতীয় চিত্রকলার ইতিহাসে একজন অগ্রগামী ব্যক্তিত্ব।

অবনীন্দ্রনাথ ঠাকুর ১৯০৫ সালে “ভারত মাতার” চিত্রটি আঁকেন। এই চিত্রটি ভারতীয় জাতীয়তাবাদের প্রতীক হিসেবে বিবেচিত হয়।

সুতরাং, বলা যায় যে, “ভারত মাতার” চিত্রটি আঁকেন গগনেন্দ্রনাথ ঠাকুর নয়, অবনীন্দ্রনাথ ঠাকুর।

 

আরও পড়ুনঃ 

Madhyamik ABTA Test Papers 2024 Bangla Solution

Madhyamik ABTA Test Papers 2024 English Solution 

Madhyamik ABTA Test Papers 2024 History Solution 

Madhyamik ABTA Test Papers 2024 Geography Solution

Madhyamik ABTA Test Papers 2024 Physical Science Solution

Madhyamik ABTA Test Papers 2024 Mathematics Solution 

Madhyamik ABTA Test Papers 2024 Life Science Solution 

উপবিভাগ : ২.৩ ‘ক’ স্তম্ভের সঙ্গে ‘খ’ স্তম্ভ মেলাও :

‘ক’ স্তম্ভ ‘খ’ স্তম্ভ
(২.৩.১) রামমোহন রায় (১) বালিকা বিদ্যালয়
(২.৩.২) ডিরোজিও (২) নব্যবেদান্ত
(২.৩.৩) ড্রিংকওয়াটার বিটন (৩) সম্বাদ কৌমুদি
(২.৩.৪) স্বামী বিবেকানন্দ (৪) নব্যবঙ্গগোষ্ঠী

উত্তরঃ 

‘ক’ স্তম্ভ ‘খ’ স্তম্ভ
(২.৩.১) রামমোহন রায় (৩) সম্বাদ কৌমুদি
(২.৩.২) ডিরোজিও (৪) নব্যবঙ্গগোষ্ঠী
(২.৩.৩) ড্রিংকওয়াটার বিটন (১) বালিকা বিদ্যালয়
(২.৩.৪) স্বামী বিবেকানন্দ (২) নব্যবেদান্ত

 

উপবিভাগ : ২.৪ প্রদত্ত ভারতবর্ষের রেখামানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত করো ও নাম লেখো :
(২.৪.১) মহাবিদ্রোহের (১৮৫৭) অন্যতম কেন্দ্র–দিল্লি।
(২.৪.২) কোলবিদ্রোহের এলাকা-ছোটনাগপুর।
(২.৪.৩) নীল বিদ্রোহের অন্যতম কেন্দ্ৰ— নদীয়া।
(২.৪.৪) পুনর্গঠিত রাজ্য (১৯৫৩) অন্ধ্রপ্রদেশ।

 

 

উপবিভাগ : ২.৫ নিম্নলিখিত বিবৃতিগুরি সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো :

(২.৫.১) বিবৃতি : ‘হুতোম প্যাঁচার নকশা‘ গ্রন্থ সমকালীন সমাজকে কটাক্ষ করে লেখা।
ব্যাখ্যা-১: সমাজ ও রাজনীতির ব্যঙ্গ করা হয়েছে।
ব্যাখ্যা-২: ‘হুতোম’ বলে ভালো মানুষকে ব্যঙ্গ করেছেন।
ব্যাখ্যা-৩ : কলকাতার বাবুসমাজকে সমালোচনা করা হয়েছে।

উত্তরঃ ব্যাখ্যা-১: সমাজ ও রাজনীতির ব্যঙ্গ করা হয়েছে।

 

(২.৫.২) বিবৃতি : বিরশা মুণ্ডাকে মুণ্ডারা ভগবান ভাবতো –
ব্যাখ্যা-১: তীর বা গুলি চালালে বিরশার গায়ে লাগত না বা জেলখানায় আটকে রাখা যেত না।
ব্যাখ্যা-২: বিরশা ধর্মপ্রচার করতো।
ব্যাখ্যা-৩: বিরশা নিজেকে ‘ভগবানের দূত’ হিসাবে প্রচার করেছিল।

উত্তরঃ ব্যাখ্যা-৩: বিরশা নিজেকে ‘ভগবানের দূত’ হিসাবে প্রচার করেছিল।

 

(২.৫.৩) বিবৃতি : ১৮৫৭ সালের বিদ্রোহকে শিক্ষিত বাঙালিও বুদ্ধিজীবী সমর্থন জানায়নি—
ব্যাখ্যা-১: তারা বিদ্রোহকে অবজ্ঞা করত।
ব্যাখ্যা-২: বিদ্রোহীদের সঙ্গে তাদের মত পার্থক্য ঘটে ছিল
ব্যাখ্যা-৩: ব্রিটিশ শাসনকে তারা দেশের জন্য মঙ্গলময় বলে মনে করত।

উত্তরঃ ব্যাখ্যা-৩: ব্রিটিশ শাসনকে তারা দেশের জন্য মঙ্গলময় বলে মনে করত।

 

(২.৫.৪) বিবৃতি : বিজ্ঞানচর্চার ইতিহাসে মহেন্দ্রলাল সরকার ছিলেন পথিকৃৎ-
ব্যাখ্যা-১: তিনি ছিলেন ভারতবর্ষের প্রথম বৈজ্ঞানিক।
ব্যাখ্যা-২: তিনি ‘বসু বিজ্ঞান মন্দির’ প্রতিষ্ঠা করেন।
ব্যাখ্যা-৩: তিনি ভারতে বিজ্ঞান গবেষণার জন্য IACS প্রতিষ্ঠা করেন।

উত্তরঃ ব্যাখ্যা-৩: তিনি ভারতে বিজ্ঞান গবেষণার জন্য IACS প্রতিষ্ঠা করেন।

 

আরও পড়ুনঃ 

Madhyamik ABTA Test Papers 2024 Bangla Solution

Madhyamik ABTA Test Papers 2024 English Solution 

Madhyamik ABTA Test Papers 2024 History Solution 

Madhyamik ABTA Test Papers 2024 Geography Solution

Madhyamik ABTA Test Papers 2024 Physical Science Solution

Madhyamik ABTA Test Papers 2024 Mathematics Solution 

Madhyamik ABTA Test Papers 2024 Life Science Solution 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Insert math as
Block
Inline
Additional settings
Formula color
Text color
#333333
Type math using LaTeX
Preview
\({}\)
Nothing to preview
Insert
error: Content is protected !!