Sat. Dec 21st, 2024

Class 6 koshe dekhi 1.4

Class 6 koshe dekhi 1.4

1. রং করা অংশ দশমিক ভগ্নাংশে প্রকাশ করি –

(a) কষে দেখি – 1.4

সমাধানঃ 

মোট ঘর সংখ্যা = 10 টি 

রং করা ঘরের সংখ্যা = 3 টি 

∴ রং করা অংশের পরিমান 

= 10 ভাগের 3 ভাগ

=\frac{3}{10} অংশ

= 0.3 অংশ (উত্তর)

 

1. রং করা অংশ দশমিক ভগ্নাংশে প্রকাশ করি –

(b) কষে দেখি – 1.4

সমাধানঃ 

মোট ঘর সংখ্যা = 100 টি 

রং করা ঘরের সংখ্যা = 36 টি 

∴ রং করা অংশের পরিমান 

= 100 ভাগের 36 ভাগ 

=\frac{36}{100} অংশ

= 0.36 অংশ (উত্তর)

1. রং করা অংশ দশমিক ভগ্নাংশে প্রকাশ করি –

(c) কষে দেখি – 1.4

সমাধানঃ 

মোট ঘর সংখ্যা = 100 টি 

রং করা ঘরের সংখ্যা = 60 টি 

∴ রং করা অংশের পরিমান 

= 100 ভাগের 60 ভাগ 

=\frac{60}{100} অংশ

=\frac{6}{10} অংশ

= 0.6 অংশ (উত্তর)

 

1. রং করা অংশ দশমিক ভগ্নাংশে প্রকাশ করি –

(d) কষে দেখি – 1.4

সমাধানঃ 

মোট ঘর সংখ্যা = 100 টি 

রং করা ঘরের সংখ্যা = 20 টি 

∴ রং করা অংশের পরিমান 

= 100 ভাগের 20 ভাগ 

=\frac{20}{100} অংশ

=\frac{2}{10} অংশ

= 0.2 অংশ (উত্তর)

1. রং করা অংশ দশমিক ভগ্নাংশে প্রকাশ করি –

(e) কষে দেখি – 1.4

সমাধানঃ 

মোট ঘর সংখ্যা = 100 টি 

রং করা ঘরের সংখ্যা = 27 টি 

∴ রং করা অংশের পরিমান 

= 100 ভাগের 27 ভাগ 

=\frac{27}{100} অংশ

= 0.27 অংশ (উত্তর)

class 6 koshe dekhi 1.4

2. (a) কষে দেখি – 1.4

0.15 অংশ সবুজ রং করি এবং 0.53 অংশ হলুদ রং করি। মােট রং করা অংশ হিসাব করি।

সমাধানঃ 

0.15 অংশ সবুজ রং

এবং

0.53 অংশ হলুদ রং করা হলে, 

মােট রং করা অংশ

= (0.15 + 0.53) অংশ

= 0.68 অংশ

উত্তরঃ মােট রং করা অংশ 0.68 অংশ। 

2. (b) কষে দেখি – 1.4

প্রথমে 0.33 অংশ নীল রং করি ও 0.15 অংশ লাল রং করি। কত অংশ রং করিনি হিসাব করি।

সমাধানঃ 

ধরি, সম্পূর্ণ চিত্রটি 1 অংশের সমান।

0.33 অংশ নীল রং ও 0.15 অংশ লাল রং করা হলে, 

মােট রং করা অংশ

= (0.33 + 0.15) অংশ

= 0.48 অংশ

=\frac{48}{100} অংশ

∴ রংহীন অংশ

= সম্পূর্ণ অংশ − রং করা অংশ

=\left (1-\frac{48}{100} \right ) অংশ

=\frac{100-48}{100} অংশ

=\frac{52}{100} অংশ

= 0.52 অংশ

উত্তরঃ আমি 0.52 অংশ রং করিনি। 

class 6 koshe dekhi 1.4

3. নীচের সংখ্যাগুলি স্থানীয়মানের টেবিল তৈরি করে লিখি ও কথায় লিখি –

(a) 27.9

সমাধানঃ 

সংখ্যা (দশমিক ভগ্নাংশ) স্থানীয়মানে বিস্তার করি কথায় লিখি
27.9 {\color{DarkGreen} 20+7+\frac{9}{10}} সাতাশ দশমিক নয়

বা

দুই দশক সাত একক নয় দশাংশ।

3. নীচের সংখ্যাগুলি স্থানীয়মানের টেবিল তৈরি করে লিখি ও কথায় লিখি –

(b) 1.28

সমাধানঃ 

সংখ্যা (দশমিক ভগ্নাংশ) স্থানীয়মানে বিস্তার করি কথায় লিখি
1.28 {\color{DarkGreen} 1+\frac{2}{10}+\frac{8}{100}} এক দশমিক দুই আট

বা

এক একক দুই দশাংশ আট শতাংশ

 

3. নীচের সংখ্যাগুলি স্থানীয়মানের টেবিল তৈরি করে লিখি ও কথায় লিখি –

(c) 65.134

সমাধানঃ 

সংখ্যা (দশমিক ভগ্নাংশ) স্থানীয়মানে বিস্তার করি কথায় লিখি
65.134 {\color{DarkGreen} 60+5+\frac{1}{10}+\frac{3}{100}+\frac{4}{1000}}

পঁয়ষট্টি দশমিক এক তিন চার

বা

ছয় দশক পাঁচ একক এক দশাংশ তিন শতাংশ চার সহস্রাংশ

 

3. নীচের সংখ্যাগুলি স্থানীয়মানের টেবিল তৈরি করে লিখি ও কথায় লিখি –

(d) 42.009

সমাধানঃ 

সংখ্যা (দশমিক ভগ্নাংশ) স্থানীয়মানে বিস্তার করি কথায় লিখি
42.009 {\color{DarkGreen} 40+2+\frac{9}{1000}} বিয়াল্লিশ দশমিক শূন্য শূন্য নয়

বা

চার দশক দুই একক নয় সহস্রাংশ

3. নীচের সংখ্যাগুলি স্থানীয়মানের টেবিল তৈরি করে লিখি ও কথায় লিখি –

(e) 38.205

সমাধানঃ 

সংখ্যা (দশমিক ভগ্নাংশ) স্থানীয়মানে বিস্তার করি কথায় লিখি
38.205 {\color{DarkGreen} 30+8+\frac{2}{10}+\frac{5}{1000}} আটত্রিশ দশমিক দুই শূন্য পাঁচ

বা

তিন দশক আট একক দুই দশাংশ পাঁচ সহস্রাংশ

 

3. নীচের সংখ্যাগুলি স্থানীয়মানের টেবিল তৈরি করে লিখি ও কথায় লিখি –

(f) 4003.08

সমাধানঃ 

সংখ্যা (দশমিক ভগ্নাংশ) স্থানীয়মানে বিস্তার করি কথায় লিখি
4003.08 {\color{DarkGreen} 4000+3+\frac{8}{100}} চার হাজার তিন দশমিক শূন্য আট

বা

চার হাজার তিন একক আট শতাংশ

 

3. নীচের সংখ্যাগুলি স্থানীয়মানের টেবিল তৈরি করে লিখি ও কথায় লিখি –

(g) 712.5

সমাধানঃ 

সংখ্যা (দশমিক ভগ্নাংশ) স্থানীয়মানে বিস্তার করি কথায় লিখি
712.5 {\color{DarkGreen} 700+10+2+\frac{5}{10}} সাতশ বারাে দশমিক পাঁচ

বা

সাত শতক এক দশক দুই একক পাঁচ দশাংশ

3. নীচের সংখ্যাগুলি স্থানীয়মানের টেবিল তৈরি করে লিখি ও কথায় লিখি –

(h) 45.06

সমাধানঃ 

সংখ্যা (দশমিক ভগ্নাংশ) স্থানীয়মানে বিস্তার করি কথায় লিখি
45.06   {\color{DarkGreen} 40+5+\frac{6}{100}} পঁয়তাল্লিশ দশমিক শূন্য ছয়

বা

চার দশক পাঁচ একক  ছয় শতাংশ।

 

4. দশমিক ভগ্নাংশগুলি সামান্য ভগ্নাংশে লিখি –

(a) 0.3

সমাধানঃ 

0.3

=\frac{3}{10}

উত্তরঃ নির্ণেয় দশমিক ভগ্নাংশটিকে সামান্য ভগ্নাংশে পরিণত করলে হয় {\color{DarkGreen} \frac{3}{10}}

 

4. দশমিক ভগ্নাংশগুলি সামান্য ভগ্নাংশে লিখি –

(b) 0.21

সমাধানঃ 

0.21

=\frac{21}{100}

উত্তরঃ নির্ণেয় দশমিক ভগ্নাংশটিকে সামান্য ভগ্নাংশে পরিণত করলে হয়  {\color{DarkGreen} \frac{21}{100}}

4. দশমিক ভগ্নাংশগুলি সামান্য ভগ্নাংশে লিখি –

(c) 0.039

সমাধানঃ 

0.039

=\frac{39}{1000}

উত্তরঃ নির্ণেয় দশমিক ভগ্নাংশটিকে সামান্য ভগ্নাংশে পরিণত করলে হয় {\color{DarkGreen} \frac{39}{1000}}

 

4. দশমিক ভগ্নাংশগুলি সামান্য ভগ্নাংশে লিখি –

(d) 5.4

সমাধানঃ 

5.4

=\frac{54}{10}

=\frac{27}{5} [ লব ও হরকে 2 দ্বারা ভাগ করে পাই ]

=5\frac{2}{5}

উত্তরঃ নির্ণেয় দশমিক ভগ্নাংশটিকে সামান্য ভগ্নাংশে পরিণত করলে হয় {\color{DarkGreen} 5\frac{2}{5}}

 

4. দশমিক ভগ্নাংশগুলি সামান্য ভগ্নাংশে লিখি –

(e) 102.035

সমাধানঃ 

102.035

=102+\frac{35}{1000}

=102+\frac{7}{200} [ লব ও হরকে 5 দ্বারা ভাগ করে পাই ]

=102\frac{7}{200}

উত্তরঃ নির্ণেয় দশমিক ভগ্নাংশটিকে সামান্য ভগ্নাংশে পরিণত করলে হয় {\color{DarkGreen} 102\frac{7}{200}}

5. ছােটো থেকে বড়াে (উর্ধ্বক্রমে) সাজাই –

(a) 0.534, 0.52, 5.34, 0.513

সমাধানঃ 

0.534, 0.52, 5.34, 0.513

ছােটো থেকে বড়াে (উর্ধ্বক্রমে) সাজালে হয়,

0.513 < 0.52 < 0.534 < 5.34 (উত্তর)

 

5. ছােটো থেকে বড়াে (উর্ধ্বক্রমে) সাজাই –

(b) 0.536, 0.335, 0.3354, 0.52

সমাধানঃ 

0.536, 0.335, 0.3354, 0.52

ছােটো থেকে বড়াে (উর্ধ্বক্রমে) সাজালে হয়,

0.335 < 0.3354 < 0.52 < 0.536 (উত্তর)

 

5. ছােটো থেকে বড়াে (উর্ধ্বক্রমে) সাজাই –

(c) 2.0, 2.005, 20.05, 2.5

সমাধানঃ 

 2.0, 2.005, 20.05, 2.5

ছােটো থেকে বড়াে (উর্ধ্বক্রমে) সাজালে হয়,

 2.0 < 2.005 < 2.5 < 20.05 (উত্তর)

6. বড়াে থেকে ছােটো (অধঃক্রমে) সাজাই –

(a) 13.3, 11.3, 1.33, 2.31

সমাধানঃ 

13.3, 11.3, 1.33, 2.31

বড়াে থেকে ছােটো (অধঃক্রমে) সাজালে হয়,

13.3 > 11.3 > 2.31 > 1.33 (উত্তর)

 

6. বড়াে থেকে ছােটো (অধঃক্রমে) সাজাই –

(b) 3.007, 3.07, 37.03, 7.13

সমাধানঃ 

3.007, 3.07, 37.03, 7.13

বড়াে থেকে ছােটো (অধঃক্রমে) সাজালে হয়,

37.03 > 7.13 > 3.07 > 3.007 (উত্তর)

 

6. বড়াে থেকে ছােটো (অধঃক্রমে) সাজাই –

(c) 0.88, 0.45, 8.45, 0.8217

সমাধানঃ 

0.88, 0.45, 8.45, 0.8217

বড়াে থেকে ছােটো (অধঃক্রমে) সাজালে হয়,

8.45 > 0.88 > 0.8217 > 0.45   (উত্তর)

7.

দশমিক ভগ্নাংশ 8 এর স্থানীয় মান
38.12
2.813
1.283
243.218

সমাধানঃ 

দশমিক ভগ্নাংশ  8 এর স্থানীয় মান 
38.12 8
2.813 {\color{DarkGreen} \frac{8}{10}}
1.283 {\color{DarkGreen} \frac{8}{100}}
243.218 {\color{DarkGreen} \frac{8}{1000}}

(উত্তর)

8.

যেখানে 5 এর স্থানীয় মান নিজে দশমিক ভগ্নাংশ তৈরি করি
500 572.23
5
\small \frac{5}{10}
\small \frac{5}{100}
\small \frac{5}{1000}

সমাধানঃ 

যেখানে এর স্থানীয় মান  নিজে দশমিক ভগ্নাংশ তৈরি করি 
500 572.23
5 125.71
\frac{5}{10} 82.52
\frac{5}{100} 143.052
\frac{5}{1000} 7.005

(উত্তর)

9. ফাঁকা ঘরে >, = অথবা < বসাই –

(a) 5.0 কষে দেখি – 1.4 0.5

সমাধানঃ 

5.0    >     0.5

উত্তরঃ >

 

9. ফাঁকা ঘরে >, = অথবা < বসাই –

(b) 72.10 কষে দেখি – 1.4 72.10

সমাধানঃ 

72.10       =        72.10

উত্তরঃ =

 

9. ফাঁকা ঘরে >, = অথবা < বসাই –

(c) 68.5 কষে দেখি – 1.4 68.52

সমাধানঃ 

68.5           68.52

উত্তরঃ <

9. ফাঁকা ঘরে >, = অথবা < বসাই –

(d) 72.93 কষে দেখি – 1.4 729.3

সমাধানঃ 

72.93          729.3

উত্তরঃ <

 

9. ফাঁকা ঘরে >, = অথবা < বসাই –

(e) 42.6 কষে দেখি – 1.4 42.600

সমাধানঃ 

42.6     =        42.600

উত্তরঃ =

 

9. ফাঁকা ঘরে >, = অথবা < বসাই –

(f) 2.33 কষে দেখি – 1.4 3.22

সমাধানঃ 

2.33          3.22

উত্তরঃ <

9. ফাঁকা ঘরে >, = অথবা < বসাই –

(g) 924 কষে দেখি – 1.4 924.00

সমাধানঃ 

924     =       924.00

উত্তরঃ =

 

9. ফাঁকা ঘরে >, = অথবা < বসাই –

(h) কষে দেখি – 1.4 কষে দেখি – 1.4 কষে দেখি – 1.4 (দশমিক সংখ্যা বসাই)।

সমাধানঃ 

124.83     >      12.483

উত্তরঃ >

10. নীচের সংখ্যাগুলি দশমিক সংখ্যায় লিখি –

(a) ছয় দশাংশ

সমাধানঃ 

ছয় দশাংশ

=\frac{6}{10}

= 0.6

উত্তরঃ নির্ণেয় সংখ্যাটিকে দশমিক সংখ্যায় পরিণত করলে হয় 0.6

 

10. নীচের সংখ্যাগুলি দশমিক সংখ্যায় লিখি –

(b) নয় শতাংশ

সমাধানঃ 

নয় শতাংশ

=\frac{9}{100}

= 0.09

উত্তরঃ নির্ণেয় সংখ্যাটিকে দশমিক সংখ্যায় পরিণত করলে হয় 0.09

 

10. নীচের সংখ্যাগুলি দশমিক সংখ্যায় লিখি –

(c) দুই সহস্রাংশ

সমাধানঃ 

দুই সহস্রাংশ

=\frac{2}{1000}

= 0.002

উত্তরঃ নির্ণেয় সংখ্যাটিকে দশমিক সংখ্যায় পরিণত করলে হয় 0.002

10. নীচের সংখ্যাগুলি দশমিক সংখ্যায় লিখি –

(d) দুইশত তিন দশমিক চার পাঁচ

সমাধানঃ 

দুইশত তিন দশমিক চার পাঁচ

= 203.45

উত্তরঃ নির্ণেয় সংখ্যাটিকে দশমিক সংখ্যায় পরিণত করলে হয় 203.45

 

10. নীচের সংখ্যাগুলি দশমিক সংখ্যায় লিখি –

(e) চার হাজার দুই একক পাঁচ সহস্রাংশ

সমাধানঃ 

চার হাজার দুই একক পাঁচ সহস্রাংশ

= 4002.005

উত্তরঃ নির্ণেয় সংখ্যাটিকে দশমিক সংখ্যায় পরিণত করলে হয় 4002.005

 

10. নীচের সংখ্যাগুলি দশমিক সংখ্যায় লিখি –

(f) ছয়শত উনত্রিশ দশমিক শূন্য শূন্য পাঁচ

সমাধানঃ 

ছয়শত উনত্রিশ দশমিক শূন্য শূন্য পাঁচ

= 629.005

উত্তরঃ নির্ণেয় সংখ্যাটিকে দশমিক সংখ্যায় পরিণত করলে হয় 629.005

10. নীচের সংখ্যাগুলি দশমিক সংখ্যায় লিখি –

(g) \small {\color{Blue} 2+\frac{3}{10}}

সমাধানঃ 

2+\frac{3}{10}

=\frac{2}{1}+\frac{3}{10}

=\frac{2\times 10+3\times 1}{10}

=\frac{23}{10}

= 2.3

উত্তরঃ নির্ণেয় সংখ্যাটিকে দশমিক সংখ্যায় পরিণত করলে হয় 2.3

 

10. নীচের সংখ্যাগুলি দশমিক সংখ্যায় লিখি –

(h) \small {\color{Blue} 10+7+\frac{8}{1000}}

সমাধানঃ 

10+7+\frac{8}{1000}

=\frac{10}{1}+\frac{7}{1}+\frac{8}{1000}

=\frac{10\times 1000+7\times 1000+8}{1000}

=\frac{10000+7000+8}{1000}

=\frac{17008}{1000}

= 17.008

উত্তরঃ নির্ণেয় সংখ্যাটিকে দশমিক সংখ্যায় পরিণত করলে হয় 17.008

class 6 koshe dekhi 1.4

10. নীচের সংখ্যাগুলি দশমিক সংখ্যায় লিখি –

(i) \small {\color{Blue} 400+50+\frac{9}{100}+\frac{1}{1000}}

সমাধানঃ 

400+50+\frac{9}{100}+\frac{1}{1000}

=\frac{400}{1}+\frac{50}{1}+\frac{9}{100}+\frac{1}{1000}

=\frac{400\times 1000+50\times 1000+9\times 10+1}{1000}

=\frac{400000+50000+90+1}{1000}

=\frac{450091}{1000}

= 450.091

উত্তরঃ নির্ণেয় সংখ্যাটিকে দশমিক সংখ্যায় পরিণত করলে হয় 450.091

class 6 koshe dekhi 1.4

11. আমার কাছে 5 টাকা ছিল। আমি 3.50 টাকার পেন কিনেছি। কত টাকা পড়ে আছে দেখি।

সমাধানঃ 

আমার কাছে 5 টাকা ছিল।

আমি 3.50 টাকার পেন কিনেছি।

∴ এখন আমার কাছে পড়ে আছে

= (5 − 3.50) টাকা

= (5.00 − 3.50) টাকা

= 1.50 টাকা

উত্তরঃ আমার কাছে 1.50 টাকা পড়ে আছে। 

class 6 koshe dekhi 1.4

12. 2.75 এর সাথে কত যােগ করলে 3 পাব দেখি।

সমাধানঃ 

ধরি, 2.75 এর সাথে x যােগ করলে 3 পাব।

সুতরাং,

2.75 + x = 3

বা, x = 3 − 2.75

x = 0.25

উত্তরঃ 2.75 এর সাথে 0.25 যােগ করলে 3 পাব।

class 6 koshe dekhi 1.4

13. মীরা 12.5 সেমি. দৈর্ঘ্যের দড়ি থেকে 8.5 সেমি. দৈর্ঘ্যের দড়ি কেটে নিল। এখন কত দৈর্ঘ্যের দড়ি পড়ে আছে দেখি।

সমাধানঃ 

মীরা 12.5 সেমি. দৈর্ঘ্যের দড়ি থেকে 8.5 সেমি. দৈর্ঘ্যের দড়ি কেটে নিল।

এখন মীরার কাছে দড়ি পড়ে আছে

= ( 12.5 − 8.5) সেমি.

= 4.0 সেমি.

= 4 সেমি.

উত্তরঃ এখন মীরার কাছে 4 সেমি. দৈর্ঘ্যের দড়ি পড়ে আছে। 

class 6 koshe dekhi 1.4

14. আমার খাতার দৈর্ঘ্য কষে দেখি – 1.4 সেমি., প্রস্থ কষে দেখি – 1.4 সেমি.। আমার খাতার পরিসীমা কষে দেখি – 1.4 সেমি.। (নিজে বসাই)

সমাধানঃ 

ধরি, আমার খাতার দৈর্ঘ্য 12 সেমি. ও প্রস্থ 7 সেমি.।

অর্থাৎ, আমার খাতাটি আয়তাকার। 

আমরা জানি,

আয়তক্ষেত্রের পরিসীমা 

= 2 × ( দৈর্ঘ্য + প্রস্থ ) একক। 

আমার খাতাটির পরিসীমা 

= 2 × ( 12 + 7 ) সেমি.

= 2 × 19 সেমি.

= 38 সেমি.

উত্তরঃ আমার খাতাটির পরিসীমা 38 সেমি.।

class 6 koshe dekhi 1.4

15. বাড়িতে অনুষ্ঠানের জন্য বাবা 200 টাকার চাল, 125.50 টাকার ডাল ও 242.50 টাকার সবজি এনেছেন। বাবা মােট কত টাকা খরচ করেছেন হিসাব করি।

সমাধানঃ 

বাড়িতে অনুষ্ঠানের জন্য বাবা এনেছেন,

চাল = 200 টাকার,

ডাল = 125.50 টাকার

ও সবজি =242.50 টাকার।

বাবা মােট  খরচ করেছেন

= (200 + 125.50 + 242.50) টাকা

= (200.00 + 125.50 + 242.50)টাকা

= 568.00 টাকা

= 568 টাকা

উত্তরঃ বাড়িতে অনুষ্ঠানের জন্য বাজার করে বাবা মােট 568 টাকা খরচ করেছেন।

class 6 koshe dekhi 1.4

16. লংজাম্প প্রতিযােগিতায় শাহিল 182.88 সেমি. লাফিয়েছে আর মুন্না লাফিয়েছে 179.25 সেমি.। শাহিল কত বেশি লাফিয়েছে দেখি।

সমাধানঃ 

লংজাম্প প্রতিযােগিতায়,

শাহিল লাফিয়েছে = 182.88 সেমি.

এবং মুন্না লাফিয়েছে = 179.25 সেমি.

শাহিল বেশি লাফিয়েছে

= 182.88 সেমি. − 179.25 সেমি.

= 3.63 সেমি.

উত্তরঃ শাহিল মুন্নার থেকে 3.63 সেমি. বেশি লাফিয়েছে।

class 6 koshe dekhi 1.4

17. 5 থেকে কত বিয়ােগ করলে 2.172 পাব দেখি।

সমাধানঃ 

ধরি, 5 থেকে x বিয়ােগ করলে 2.172 পাব।

অর্থাৎ,

5 − x = 2.172

বা, 5 − 2.172 =

বা, 5.000 − 2.172 =

x = 2.828

উত্তরঃ 5 থেকে 2.828 বিয়ােগ করলে 2.172 পাব।

class 6 koshe dekhi 1.4

18. 4.15 থেকে 2.647 বিয়ােগ করে বিয়ােগফলের সঙ্গে কত যােগ করলে 10 পাব দেখি।

সমাধানঃ 

ধরি, 4.15 থেকে 2.647 বিয়ােগ করে বিয়ােগফলের সঙ্গে x যােগ করলে 10 পাব।

অর্থাৎ,

(4.15 − 2.647) + x = 10

বা, (4.150 − 2.647) + x = 10

বা, 1.503 + x = 10

বা,  x = 10 − 1.503

বা,  x = 10.000 − 1.503

x = 8.497

উত্তরঃ 4.15 থেকে 2.647 বিয়ােগ করে বিয়ােগফলের সঙ্গে 8.497 যােগ করলে 10 পাব।

class 6 koshe dekhi 1.4

19. মান খুঁজি –

(a) 0.07 + 0.09

সমাধানঃ 

0.07 + 0.09

= 0.16

উত্তরঃ নির্ণেয় যোগফলটির মান 0.16

class 6 koshe dekhi 1.4

19. মান খুঁজি –

(b) 4.11 + 1.6

সমাধানঃ 

4.11 + 1.6

= 4.11 + 1.60

= 5.71

উত্তরঃ নির্ণেয় যোগফলটির মান 5.71

 

19. মান খুঁজি –

(c) 312.61 + 276.72

সমাধানঃ 

312.61 + 276.72

= 589.33

উত্তরঃ নির্ণেয় যোগফলটির মান 589.33

class 6 koshe dekhi 1.4

19. মান খুঁজি –

(d) 5 − 0.555

সমাধানঃ 

5 − 0.555

= 5.000 − 0.555

= 4.445

উত্তরঃ নির্ণেয় বিয়োগফলটির মান 4.445

class 6 koshe dekhi 1.4

19. মান খুঁজি –

(e) 27.56 + 14.69

সমাধানঃ 

27.56 + 14.69

= 42.25

উত্তরঃ নির্ণেয় যোগফলটির মান 42.25

class 6 koshe dekhi 1.4

19. মান খুঁজি –

(f) 4.3 + 3 − 6.4

সমাধানঃ 

4.3 + 3 − 6.4

BODMAS এর নিয়ম অনুসারে প্রথমে [ Bracket = বন্ধনী , তারপর Of = এর , তারপর Division = ভাগ , তারপর Multiplication = গুণ , তারপর Addition = যোগ , এবং সর্বশেষ Substraction = বিয়োগ এর ] কাজ করতে হয়। 

= 4.3 + 3.0 − 6.4

= 7.3 − 6.4

= 0.9

উত্তরঃ নির্ণেয় সমীকরণটির মান 0.9

class 6 koshe dekhi 1.4

19. মান খুঁজি –

(g) 3.36 − 4.62 + 2.18

সমাধানঃ 

3.36 − 4.62 + 2.18

BODMAS এর নিয়ম অনুসারে প্রথমে [ Bracket = বন্ধনী , তারপর Of = এর , তারপর Division = ভাগ , তারপর Multiplication = গুণ , তারপর Addition = যোগ , এবং সর্বশেষ Substraction = বিয়োগ এর ] কাজ করতে হয়।

= 3.36 + 2.18 − 4.62

= 5.54 − 4.62

= 0.92

উত্তরঃ নির্ণেয় সমীকরণটির মান 0.92

class 6 koshe dekhi 1.4

19. মান খুঁজি –

(h) 2.67 − 3.727 + 4.2

সমাধানঃ 

2.67 − 3.727 + 4.2

BODMAS এর নিয়ম অনুসারে প্রথমে [ Bracket = বন্ধনী , তারপর Of = এর , তারপর Division = ভাগ , তারপর Multiplication = গুণ , তারপর Addition = যোগ , এবং সর্বশেষ Substraction = বিয়োগ এর ] কাজ করতে হয়। 

= 2.67 + 4.2 − 3.727

= 2.67 + 4.20 − 3.727

= 6.87 − 3.727

= 6.870 − 3.727

= 3.143

উত্তরঃ নির্ণেয় সমীকরণটির মান 3.143

আরও দেখুনঃ 

গণিত প্রকাশ দশম শ্রেণি – সম্পূর্ণ  সমাধান।

গণিত প্রকাশ (নবম শ্রেণী) সমাধান

গণিত প্রকাশ (অষ্টম শ্রেণী) সমাধান

গণিত প্রভা (সপ্তম শ্রেণী) সমাধান

গণিত প্রভা (ষষ্ঠ শ্রেণী) সমাধান

জীবন বিজ্ঞান  (দশম শ্রেণী) (Life Science)

Subscribe my Youtube channel : Science Duniya in Bangla and  Learning Science and visit Our website: learningscience.co.in

Class 6 koshe dekhi 1.4

Thank You

2 thoughts on “Class 6 koshe dekhi 1.4”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Insert math as
Block
Inline
Additional settings
Formula color
Text color
#333333
Type math using LaTeX
Preview
\({}\)
Nothing to preview
Insert
error: Content is protected !!