ABTA Test Paper 2019 – 2020
Page : 666 (ইতিহাস)
ABTA Test Paper 2019 – 2020
Q 1.1) “Study the history from below “- এই ধারণার জনক–
(ক) বামপন্থী ঐতিহাসিকরা
(খ) উদারপন্থী ঐতিহাসিকরা
(গ) কেমব্রিজ ঐতিহাসিকরা
(ঘ) সবলটার্ন ঐতিহাসিকরা।
উত্তর :(ক) বামপন্থী ঐতিহাসিকরা
Q 1.2) ই বি হ্যাভেল যুক্ত ছিলেন–
(ক) স্থাপত্যবিদ্যার সঙ্গে
(খ) চলচ্চিত্রের সঙ্গে
(গ) দৃশ্য শিল্পের সঙ্গে
(ঘ) ক্রিয়া ইতিহাসের সঙ্গে।
উত্তর :(গ) দৃশ্য শিল্পের সঙ্গে
Q 1.3) নিম্নের পত্রিকাগুলির মধ্যে কোনটি দীর্ঘজীবী ছিল–
(ক) বামাবোধিনী
(খ) হিন্দু পেট্রিয়ট
(গ) সোমপ্রকাশ
(ঘ) গ্রামবার্তা প্রকাশিকা।
উত্তর :() #
Q 1.4) কাউন্সিল অফ এডুকেশন গঠিত হয়েছিল–
(ক) 1839 খ্রিস্টাব্দে
(খ) 1840 খ্রিস্টাব্দে
(গ) 1841 খ্রিস্টাব্দে
(ঘ)1842 খ্রিস্টাব্দে।
উত্তর :(ঘ)1842 খ্রিস্টাব্দে
Q 1.5) কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার মডেল ছিল-
(ক) প্যারিস বিশ্ববিদ্যালয়
(খ) অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়
(গ) লন্ডন বিশ্ববিদ্যালয়
(ঘ) কেমব্রিজ বিশ্ববিদ্যালয়।
উত্তর :() #
Q 1.6) দুদুমিঞার আসল নাম ছিল-
(ক) মির রাশেদীন
(খ) মুহম্মদ মুহসিন
(গ) আবদুল গফুর
(ঘ) ইন্তাজ আলী।
উত্তর :(খ) মুহম্মদ মুহসিন
Q 1.7) ‘ বাংলার নানাসাহেব’ নামে পরিচিত ছিলেন-
(ক) বিষ্ণুচরন বিশ্বাস
(খ) বিশ্বনাথ সর্দার
(গ) রফিক মন্ডল
(ঘ) রামরতন মল্লিক।
উত্তর :(ঘ) রামরতন মল্লিক
Q 1.8) নিম্নের কোন রাজনীতিক মহাবিদ্রোহকে ‘ জাতীয় বিদ্রোহ‘ বলে অভিহিত করেন–
(ক) জে বি নর্টন
(খ) আলেকজান্ডার ডাফ
(গ) বেঞ্জামিন ডিজরেইলি
(ঘ) সি এ বেইলি।
উত্তর :(গ) বেঞ্জামিন ডিজরেইলি
Q 1.9) ভারত সভার প্রথম সম্পাদক ছিলেন–
(ক) আনন্দমোহন বসু
(খ) শিবনাথ শাস্ত্রী
(গ) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
(ঘ) শিশির কুমার ঘোষ।
উত্তর :(গ) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
Q 1.10) নিম্নের কোনটি গগনেন্দ্রনাথ ঠাকুরের ব্যঙ্গচিত্রের সংকলন নয়–
(ক) অদ্ভুত লোক
(খ) বিরূপ বজ্র
(গ) নয়া হুল্লোড়
(ঘ) নবরঙ্গ।
উত্তর :(ঘ) নবরঙ্গ
Q 1.11) ‘ শিশুশিক্ষা’ পুস্তকটির লেখক-
(ক) ইশ্বরচন্দ্র বিদ্যাসাগর
(খ) মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার
(গ) মদনমোহন তর্কালঙ্কার
(ঘ) ফেলিক্স কেরি।
উত্তর :(গ) মদনমোহন তর্কালঙ্কার
Q 1.12) বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যাল প্রতিষ্ঠা করেন-
(ক) আচার্য প্রফুল্ল চন্দ্র রায়
(খ) মহেন্দ্রলাল সরকার
(গ) আচার্য জগদীশচন্দ্র বসু
(ঘ) রাধারমণ মল্লিক।
উত্তর :(ক) আচার্য প্রফুল্ল চন্দ্র রায়
Q 1.13) ‘ ব্রুমফিল্ড ম্যাক্সওয়েল কমিটি’ তৈরি হয়েছিল-
(ক) একা আন্দোলনে
(খ) বারদৌলি সত্যাগ্রহ
(গ) বঙ্গভঙ্গ আন্দোলনে
(ঘ) চম্পারন আন্দোলনে।
উত্তর :() #
ABTA Test Paper 2019 – 2020
Q 1.14) ‘ গণবাণী‘ পত্রিকার সম্পাদক ছিলেন–
(ক) কাজী নজরুল ইসলাম
(খ) ধরণী গোস্বামী
(গ) মুজাফফর আহমেদ
(ঘ) অবনী লাহিড়ী।
উত্তর :(গ) মুজাফফর আহমেদ
ABTA Test Paper 2019 – 2020
Q 1.15) ‘ তেভাগা‘ আন্দোলনের সঙ্গে যুক্ত কমিশন–
(ক) সন্ডার্স কমিশন
(খ) মার্কোস কমিশন
(গ) রাওলাট কমিশন
(ঘ) ফ্লাউড কমিশন।
উত্তর :(ঘ) ফ্লাউড কমিশন
ABTA Test Paper 2019 – 2020
Q 1.16) ‘ ভারতছাড়ো আন্দোলনের রানী‘ বলা হয়–
(ক) অরুনা আসফ আলি
(খ) সুচেতা কৃপালিনী
(গ) অ্যানি বেসান্ত
(ঘ) সরোজিনী নাইডু।
উত্তর :(ক) অরুনা আসফ আলি
ABTA Test Paper 2019 – 2020
Q 1.17) যুগান্তর দল গঠিত হয়–
(ক) 1905 খ্রিস্টাব্দে
(খ) 1906 খ্রিস্টাব্দে
(গ) 1907 খ্রিস্টাব্দে
(ঘ) 1908 খ্রিস্টাব্দে।
উত্তর :(খ) 1906 খ্রিস্টাব্দে
ABTA Test Paper 2019 – 2020
Q 1.18) আত্মসম্মান আন্দোলন শুরু করেন–
(ক) জ্যোতিরাও ফুলে
(খ) শ্রী নারায়ন গুরু
(গ) ই ভি রামস্বামী নাইকার
(ঘ) বি আর আম্বেদকর।
উত্তর :(গ) ই ভি রামস্বামী নাইকার
ABTA Test Paper 2019 – 2020
Q 1.19) নিম্নের কোনটি পর্তুগিজ উপনিবেশ ছিল–
(ক) চন্দননগর
(খ) পন্ডিচেরি
(গ) মাহে
(ঘ) দিউ।
উত্তর :() #
ABTA Test Paper 2019 – 2020
Q 1.20) 1963 খ্রিস্টাব্দে ‘ সরকারি ভাষা আইন ‘ অনুসারে সংবিধান স্বীকৃত ভাষা ছিল–
(ক) 12 টি
(খ) 13 টি
(গ) 14 টি
(ঘ) 15 টি।
উত্তর :() #