Mon. Sep 16th, 2024

ABTA Test Paper 2019-2020 History Page 288

ABTA Test Paper 2019-2020 History Page 288

Q 1.1) ভারতে ফুটবল খেলা প্রবর্তন করেন

() ইংরেজরা

() ওলন্দারা

() পর্তুগিজরা

() ফরাসিরা। 

উত্তরঃ () ইংরেজরা

 

Q 1.2) ‘বঙ্গদর্শন’ প্রথম প্রকাশিত হয়

() 1818 খ্রিস্টাব্দে

() 1858 খ্রিস্টাব্দে

() 1872 খ্রিস্টাব্দে 

() 1875 খ্রিস্টাব্দে। 

উত্তরঃ () 1872 খ্রিস্টাব্দে 

 

Q 1.3) ভারতবর্ষের নিম্নবর্গীয় ইতিহাস চর্চা শুরু করেছিলেন

() রনজিত ঘোষ

() রনজিত গুহ

() সুমিত সরকার

() ইরফান হাবিব।

উত্তরঃ () রনজিত গুহ

 

Q 1.4) নববিধান প্রতিষ্ঠা করেছিলেন

() দয়ানন্দ সরস্বতী

() স্বামী বিবেকানন্দ

() দেবেন্দ্রনাথ ঠাকুর

() কেশব চন্দ্র সেন।

উত্তরঃ () কেশব চন্দ্র সেন

 

Q 1.5) সুই মুন্ডা নেতৃত্ব দিয়েছিলেন

() মুন্ডা বিদ্রোহ

() কোল বিদ্রোহ

() সাঁওতাল বিদ্রোহ

() চুয়াড় বিদ্রোহ। 

উত্তরঃ () কোল বিদ্রোহ

 

Q 1.6) হাজী শরীয়ত উল্লাহ প্রবর্তিত আন্দোলনটি হল

() ওয়াহাবি আন্দোলন

() সাঁওতাল বিদ্রোহ

() ফরাজি আন্দোলন

() বারাসাত বিদ্রোহ। 

উত্তরঃ () ফরাজি আন্দোলন

 

ABTA Test Paper 2019-2020 History Page 288

Q 1.7) ভারতের প্রথম ভাইসরয় ছিলেন

() লর্ড হেস্টিংস

() লর্ড কর্নওয়ালিস

() লর্ড ডালহৌসি

() লর্ড ক্যানিং। 

উত্তরঃ () লর্ড ক্যানিং

 

Q 1.8) এখানে আলাদা গোত্রের উপাদান টি হল

() ভারত মাতা

() গোরা

() আনন্দমঠ

() বর্তমান ভারত। 

উত্তরঃ () ভারত মাতা

 

Q 1.9) বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন

() আনন্দমোহন বসু

() চন্দ্রমুখী বসু

() জগদীশচন্দ্র বসু

() সত্যেন্দ্রনাথ বসু।

উত্তরঃ () জগদীশচন্দ্র বসু

 

ABTA Test Paper 2019-2020 History Page 288

Q 1.10) ইউ রায় এন্ড সন্স ভূমিকা নিয়েছিলেন

() বাংলায় পাশ্চাত্য শিক্ষার প্রসারে

() বাংলায় বিজ্ঞান শিক্ষার প্রসারে

() বাংলায় মুদ্রণ শিল্পের প্রসারে

() বাংলায় চিকিৎসা বিদ্যার প্রসারে

উত্তরঃ () বাংলায় মুদ্রণ শিল্পের প্রসারে

 

Q 1.11) ভারতে প্রথম অরণ্য আইন পাশ হয়

()1859 খ্রিস্টাব্দে

()1860 খ্রিস্টাব্দে

()1865 খ্রিস্টাব্দে

()1878 খ্রিস্টাব্দে। 

উত্তরঃ ()1865 খ্রিস্টাব্দে

 

Q 1.12) ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কালটিভেশন অফ সায়েন্সপ্রতিষ্ঠা করেছিলেন প্রফুল্ল চন্দ্র রায়

() প্রফুল্ল চন্দ্র রায়

() তারকনাথ পালিত

() জগদীশচন্দ্র বসু

() মহেন্দ্রলাল সরকার। 

উত্তরঃ () মহেন্দ্রলাল সরকার

 

ABTA Test Paper 2019-2020 History Page 288

Q 1.13) একা আন্দোলনের নেতা ছিলেন

() মাদারি পাসি

(ডঃ আম্বেদকর

() মহতমা গান্ধী

() বাবা রামচন্দ্র। 

উত্তরঃ () মাদারি পাসি

 

Q 1.14) দিপালী সংঘ প্রতিষ্ঠা করেছিলেন

() লীলা নাগ রায়

() কল্পনা দত্ত

() বীণা দাস

() বাসন্তী দেবী। 

উত্তরঃ () লীলা নাগ রায়

 

ABTA Test Paper 2019-2020 History Page 288

Q 1.15) মিরাট ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত কমিউনিস্ট নেতার সংখ্যা ছি

() 32 জন

() 31 জন

() 30 জন

() 33 জন

উত্তরঃ () 33 জন

 

Q 1.16) মাহার সত্যাগ্রহেনেতৃত্ব দিয়েছিলেন

() নারায়ণ গুরু

() বি আর আম্বেদকর

() মহাত্মা গান্ধী

() জয়প্রকাশ নারায়ণ 

উত্তরঃ () বি আর আম্বেদকর

 

ABTA Test Paper 2019-2020 History Page 288

Q 1.17) নেহেরু লিয়াকৎ চুক্তির অপর নাম হল

(লাহোর চুক্তি

() দিল্লি চুক্তি

() কলকাতা চুক্তি

() করাচি চুক্তি। 

উত্তরঃ () দিল্লি চুক্তি

 

Q 1.18) ভারতের লৌহ মানব বলা হয়

() মহাত্মা গান্ধী

() মহম্মদ আলী জিন্নাহ

() সর্দার বল্লভ ভাই প্যাটেল

() রাজেন্দ্র প্রসাদ। 

উত্তরঃ () সর্দার বল্লভ ভাই প্যাটেল

 

ABTA Test Paper 2019-2020 History Page 288

Q 1.19) রাজ্য পুনর্গঠন কমিশন তৈরি করা হয়েছিল

() 1947 খ্রিস্টাব্দে

() 1950 খ্রিস্টাব্দে

() 1953 খ্রিস্টাব্দে

() 1956 খ্রিস্টাব্দে। 

উত্তরঃ () 1953 খ্রিস্টাব্দে

 

Q 1.20) ‘A Train to Pakistan’ লিখেছিলেন

() জহরলাল নেহেরু

() ভি পি মেনন

() সলমন রুশদি

() খুশবন্ত সিং 

উত্তরঃ () খুশবন্ত সিং

Thank You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Insert math as
Block
Inline
Additional settings
Formula color
Text color
#333333
Type math using LaTeX
Preview
\({}\)
Nothing to preview
Insert
error: Content is protected !!