Fri. Dec 13th, 2024

ABTA Test Paper 2019-2020 History Page 413

ABTA Test Paper 2019-2020 History Page 413

Q 1.1) ভারতে “নিম্নবর্গের ইতিহাস চর্চার জনক” হলেন-

() রনজিত গুহ

() অমলেশ ত্রিপাঠী

() রামচন্দ্র গুহ

() সুমিত সরকার। 

উত্তরঃ () রনজিত গুহ

 

Q 1.2) বিপিনচন্দ্র পাল লিখেছেন-

() সত্তর বৎসর

() জীবনস্মৃতি

() এ নেশন ইন মেকিং

() আনন্দমঠ। 

উত্তরঃ () সত্তর বৎসর

 

Q 1.3) কলকাতা মেডিকেল কলেজ স্থাপিত হয় যার আমলে

() লর্ড বেন্টিং

() লর্ড আর্মহাস্ট

() লর্ড ক্যানিং

() লর্ড ডালহৌসি।

উত্তরঃ () লর্ড বেন্টিং

 

Q 1.4) সতীদাহ প্রথা রদ হয়েছিল যে আইন দ্বারা তা হল

() পঞ্চদশ বিধি দ্বারা

() অষ্টাদশ বিধি দ্বারা

() সপ্তদশ বিধি দ্বারা

() চতুর্দশ বিধি দ্বারা।

উত্তরঃ () সপ্তদশ বিধি দ্বারা

 

Q 1.5) সর্বধর্ম সমন্বয়ের আদর্শ প্রচার করেন

() শ্রীরামকৃষ্ণ

() স্বামী বিবেকানন্দ

() শ্রী নারায়ণ গুরু

() কেশব চন্দ্র সেন।

উত্তরঃ () শ্রীরামকৃষ্ণ

 

Q 1.6) ঔপনিবেশিক ভারতে দ্বিতীয় অরণ্য আইন কবে প্রবর্তিত হয়

() 1864 খ্রিস্টাব্দে

() 1865 খ্রিস্টাব্দে

() 1878 খ্রিস্টাব্দে

() 1887 খ্রিস্টাব্দে। 

উত্তরঃ () 1878 খ্রিস্টাব্দে

 

Q 1.7) মুন্ডা সমাজে সিং বোঙা নামে পূজিত হন

() সুই মুন্ডা

() ঝিন্দরাই মানকি

() বিরসা মুন্ডা

() সুগান মুন্ডা।

উত্তরঃ () বিরসা মুন্ডা

 

Q 1.8) বঙ্গভাষা প্রকাশিকা সভা প্রতিষ্ঠিত হয়

() 1829 খ্রিস্টাব্দে

() 1830 খ্রিস্টাব্দে

() 1836 খ্রিস্টাব্দে

() 1838 খ্রিস্টাব্দে। 

উত্তরঃ () 1836 খ্রিস্টাব্দে

 

Q 1.9) হিন্দু মেলার প্রতিষ্ঠাতা ছিলেন

() কেশব চন্দ্র সেন

() রাধাকান্ত দেব

() নবগোপাল মিত্র

() ঈশ্বরচন্দ্র গুপ্ত। 

উত্তরঃ () নবগোপাল মিত্র

 

Q 1.10) বর্তমান ভারতপ্রথম প্রকাশিত হয়

() উদ্বোধন পত্রিকায়

() বঙ্গদর্শন পত্রিকায়

() বেঙ্গলি পত্রিকায়

() বামাবোধিনী পত্রিকায়। 

উত্তরঃ () উদ্বোধন পত্রিকায়

 

Q 1.11) বেঙ্গল কেমিক্যালস‘ প্রতিষ্ঠা করেন

() নীলরতন সরকার

() প্রফুল্ল চন্দ্র রায়

() ইশ্বরচন্দ্র বিদ্যাসাগর

() সুকুমার রায়।

উত্তরঃ () প্রফুল্ল চন্দ্র রায়

 

ABTA Test Paper 2019-2020 History Page 413

Q 1.12) বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন

() রবীন্দ্রনাথ ঠাকুর 

() রথীন্দ্রনাথ ঠাকুর

() অবনীন্দ্রনাথ ঠাকুর

() গগনেন্দ্রনাথ ঠাকুর

উত্তরঃ () রবীন্দ্রনাথ ঠাকুর 

 

Q 1.13) ভারতে প্রথম মে দিবস পালিত যার নেতৃত্বে

() সিঙ্গারাভেলু চেট্টিয়ার

() গোলাম হোসেন

(মুজাফফর আহমেদ

(এস. বি. ঘাটে। 

উত্তরঃ () সিঙ্গারাভেলু চেট্টিয়ার

 

ABTA Test Paper 2019-2020 History Page 413

Q 1.14) হালি প্রথা প্রচলিত ছিল

() খেদায়

() বারদৌলিতে

() আমেদাবাদে

() চম্পারনে।

উত্তরঃ () আমেদাবাদে

 

Q 1.15) নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস প্রতিষ্ঠা হয়েছিল 

() 1917 খ্রিস্টাব্দে

() 1920 খ্রিস্টাব্দে

() 1925 খ্রিস্টাব্দে

() 1934 খ্রিস্টাব্দে।

উত্তরঃ () 1920 খ্রিস্টাব্দে

 

ABTA Test Paper 2019-2020 History Page 413

Q 1.16) তাম্রলিপ্ত জাতীয় সরকার প্রতিষ্ঠিত হয়

() আইন অমান্য আন্দোলনের সময়

() ভারতছাড়ো আন্দোলনের সময়

() তেভাগা আন্দোলনের সময়

() নৌবিদ্রোহের সময়

উত্তরঃ () ভারতছাড়ো আন্দোলনের সময়

 

Q 1.17) দলিতএর বিকল্প হিসেবেহরিজনশব্দটি ব্যবহার করেছিলেন

() বি আর আম্বেদকর

() শ্রী নারায়ণ গুরু

() মহাত্মা গান্ধী

() হরিচাঁদ ঠাকুর।

উত্তরঃ () মহাত্মা গান্ধী

 

ABTA Test Paper 2019-2020 History Page 413

Q 1.18) বাংলায় মতুয়া ধর্মের প্রবর্তক ছিলেন

() শ্রী নারায়ণ গুরু

() শ্রী গুরুচাঁদ ঠাকুর

() হরিচাঁদ ঠাকুর

() কপিলকৃষ্ণ ঠাকুর। 

উত্তরঃ () হরিচাঁদ ঠাকুর

 

Q 1.19) নেহেরু লিয়াকৎ চুক্তি স্বাক্ষরিত হয়

() 1949 খ্রিস্টাব্দে

() 1950 খ্রিস্টাব্দে

() 1952 খ্রিস্টাব্দে

() 1960 খ্রিস্টাব্দে। 

উত্তরঃ () 1950 খ্রিস্টাব্দে

 

ABTA Test Paper 2019-2020 History Page 413

Q 1.20) রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হয়

() 1950 খ্রিস্টাব্দে

() 1953 খ্রিস্টাব্দে

() 1954 খ্রিস্টাব্দে

() 1963 খ্রিস্টাব্দে 

উত্তরঃ () 1953 খ্রিস্টাব্দে

Thank You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Insert math as
Block
Inline
Additional settings
Formula color
Text color
#333333
Type math using LaTeX
Preview
\({}\)
Nothing to preview
Insert
error: Content is protected !!