Wed. Mar 12th, 2025

    ABTA Test Paper 2021-22 Bengali Page 124

    ABTA Test Paper 2021-22 Bengali Page 124

    বিভাগ – ‘ক’

    ১। সঠিক উত্তরটি নির্বাচন  করো : 

    ১.১ “কিন্তু গেলেন তো – গেলেনইযে” – কার কথা বলা হয়েছে?

    (ক) মাসী

    (খ) মেসোমশাই

    (গ) মেজোকাকু

    (ঘ) ছোটোমেসো

    উত্তরঃ (ঘ) ছোটোমেসো

     

    ১.২ “এক সন্ন্যাসী এসে জগদীশবাবুর বাড়িতে ছিলেন” –

    (ক) চারদিন

    (খ) পাঁচদিন

    (গ) ছয়দিন

    (ঘ) সাতদিন

    উত্তরঃ (ঘ) সাতদিন

     

    ১.৩ “তার আমি জামিন হতে পারি”। – উক্তিটি কার –

    (ক) জগদীশের

    (খ) নিমাইবাবু

    (গ) তলোয়ারকরের

    (ঘ) অপূর্বের

    উত্তরঃ (ঘ) অপূর্বের

     

    ১.৪ “হৈমবতীসূত যথা নাপিতে তারকে” – হৈমবতীসুত কে –

    (ক) গনেশ

    (খ) কার্তিক

    (গ) অর্জুন

    (ঘ) কর্ণ

    উত্তরঃ (খ) কার্তিক

     

    ১.৫ দিনের অন্তিমকাল ঘোষণা করল” –

    (ক) ডমরু বাজিয়ে

    (খ) শাঁখ বাজিয়ে

    (গ) ঘন্টা বাজিয়ে

    (ঘ) অশুভ ধ্বনিতে

    উত্তরঃ (ঘ) অশুভ ধ্বনিতে

     

    ১.৬ পাবলো নেরুদা কোন্‌ দেশের কবি –

    (ক) ব্রাজিল

    (খ) চিলি

    (গ) পেরু

    (ঘ) আর্জেন্টিনা

    উত্তরঃ (খ) চিলি

     

    ১.৭ “ফিনিসীয় হলে লেখক বনপ্রান্ত থেকে কুড়িয়ে নিতেন “-

    (ক) হাড়

    (খ) বোঞ্জের শলাকা

    (গ) লোহদন্ড

    (ঘ) নলখাগড়া

    উত্তরঃ (ক) হাড়

     

    ১.৮ চারখন্ড রামায়ণ কপি করে একজন লেখক অষ্টাদশ শতকে কত পেতেন?

    (ক) সাত টাকা

    (খ) আট টাকা

    (গ) ন’টাকা

    (ঘ) দশ টাকা

    উত্তরঃ (ক) সাত টাকা

     

    ১.৯ কার সোনার দোয়াত কলম ছিল-

    (ক) শরতচন্দের

    (খ) রবীন্দ্রেনাথের

    (গ) বঙ্কিমচন্দের

    (ঘ) সুভো ঠাকুরের

    উত্তরঃ (ঘ) সুভো ঠাকুরের

     

    ১.১০ শিক্ষক ছাত্রটিকে বাংলা পড়াচ্ছে- চিহ্নিত পদটি

    (ক) প্রযোজক কর্তা

    (খ) প্রযোজ্য কর্তা

    (গ) নিরপেক্ষ কর্তা

    (ঘ) ব্যতিহার কর্তা

    উত্তরঃ (খ) প্রযোজ্য কর্তা

     

    ১.১১ রাম এলে শ্যাম যাবে – চিহ্নিত পদটি

    (ক) নিরপেক্ষ কর্তা

    (খ) উক্ত কর্তা

    (গ) অনুক্ত কর্তা

    (ঘ) সমধাতুজ কর্তা

    উত্তরঃ (ক) নিরপেক্ষ কর্তা

     

    ১.১২ আমি দশটার সময় স্কুলে যেতাম- চিহ্নিত পদটি কী কারক

    (ক) অপাদান কারক

    (খ) অধিকরণ কারক

    (গ) সম্বন্ধপদ

    (ঘ) করণ কারক

    উত্তরঃ (খ) অধিকরণ কারক

     

    ১.১৩ বাক্যের ক্রিয়াপদের সঙ্গে নামপদের কোনো না থকলে তাকে বলে-

    (ক) কারক

    (খ) বিশেষ্য পদ

    (গ) অ-কারক

    (ঘ) অব্যয় পদ

    উত্তরঃ (গ) অ-কারক

    ABTA Test Paper 2021-22 Bengali Page 124

     

    ১.১৪ ব্যাসবাক্যের ‘ব্যাস’ শব্দের অর্থ হ’ল –

    (ক) সংক্ষেপ

    (খ) বিস্তার

    (গ) বিশ্লেষণ

    (ঘ) সুন্দর

    উত্তরঃ (খ) বিস্তার

     

    ১.১৫ তৃতীয় পদের প্রাধান্য লাভ যে সমাসে –

    (ক) তৎপুরুষ

    (খ) দ্বন্দ্ব

    (গ) বহুব্রীহি

    (ঘ) নিত্য

    উত্তরঃ (গ) বহুব্রীহি

     

    ১.১৬ ‘উপপদ’ শব্দটি আর্থ হ’ল –

    (ক) কৃদন্ত পদ

    (খ) নিকটবর্তী পদ

    (গ) সমার্থক পদ

    (ঘ) নাম পদ

    উত্তরঃ (ক) কৃদন্ত পদ

     

    ১.১৭ উভয়পদই প্রাধান্য লাভ কওরে-

    (ক) দ্বিগু

    (খ) দ্বন্দ্ব

    (গ) বহুব্রীহি

    (ঘ) নিত্য সমাস

    উত্তরঃ (খ) দ্বন্দ্ব

    ABTA Test Paper 2021-22 Bengali Page 124

    Thank You

    ABTA Test Paper 2021-22 Bengali Page 124

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    Insert math as
    Block
    Inline
    Additional settings
    Formula color
    Text color
    #333333
    Type math using LaTeX
    Preview
    \({}\)
    Nothing to preview
    Insert
    error: Content is protected !!