Sun. Dec 22nd, 2024

ABTA Test Paper 2021-22 Bengali Page 495

ABTA Test Paper 2021-22 Bengali Page 495

বিভাগ – ‘ক’

১। সঠিক উত্তরটি নির্বাচন করো :

১.১ “দয়ার সাগর! পরকে সেজে দি, নিজে খাইনে।” – বক্তা হলেন –

(ক) জগদীশবাবু

(খ) নিমাইবাবু

(গ) অপূর্ব

(ঘ) গিরীশ মহাপাত্র

উত্তরঃ (ক) জগদীশবাবু

 

১.২ ‘আজ তোমাদের একটা জবর খেলা দেখাব।’ – কথাটা বলেছেন –

(ক) ভবতোষ

(খ) বিরোধী

(গ) হরিদা

(ঘ) জগদীশবাবু

উত্তরঃ (গ) হরিদা

 

১.৩ ‘আমাদের থাকলে আমরাও চেষ্টা করে দেখতাম।’ – কথাটি বলেছেন –

(ক) বাবা

(খ) মেজোকাকু

(গ) ছোটোমামা

(ঘ) বড়োমামা

উত্তরঃ (খ) মেজোকাকু

 

১.৪ ‘শিঞ্জিনী আকর্ষি রোষে’ – ‘শিঞ্জিনী’ শব্দের অর্থ হল –

(ক) অসি

(খ) মাথার চুল

(গ) ধনুকের ছিলা

(ঘ) হাতের লাঠি

উত্তরঃ (গ) ধনুকের ছিলা

 

১.৫ তারপর যুদ্ধ এল –

(ক) নদীর স্রোতের মতো

(খ) ঝড়ের মতো

(গ) বৃষ্টিধারার মতো

(ঘ) রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো

উত্তরঃ (ঘ) রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো

 

১.৬ বজ্রশিখার মশাল জ্বেলে আসছে –

(ক) প্রলয়ঙ্কর

(খ) ভয়ঙ্কর

(গ) তীর্থঙ্কর

(ঘ) শুভঙ্কর

উত্তরঃ (খ) ভয়ঙ্কর

 

১.৭ ‘লেখার পাত’ বলেতে বোঝানো হয়েছে –

(ক) লেখার কাগজে

(খ) শালপাতা

(গ) তালপাতা

(ঘ) কলাপাতা

উত্তরঃ (ঘ) কলাপাতা

 

১.৮ চিনারা চিরিকাল লেখার ক্ষেত্রে ব্যবহার কে আসছে –

(ক) তুলি

(খ) কলম

(গ) কুইল

(ঘ) ডটপেন

উত্তরঃ (ক) তুলি

 

১.৯ ‘বাবু কুইল ড্রাইভারস’ – কথাটি বলতেন –

(ক) লর্ড লিটন

(খ) লর্ড রিপন

(গ) লর্ড কার্জন

(ঘ) লর্ড ক্লাইভ

উত্তরঃ (গ) লর্ড কার্জন

 

১.১০ অনুসর্গের অপর নাম –

(ক) কর্মকারক

(খ) অনুপ্রাস

(গ) সম্বন্ধপদ

(ঘ) কর্মপ্রবচনীয়

উত্তরঃ (ঘ) কর্মপ্রবচনীয়

 

১.১১ পূর্বপদটি সংখ্যাবাচক হয় –

(ক) দ্বন্ধ সমাসে

(খ) দ্বিগু সমাসে

(গ) তৎপুরুষ সমাসে

(ঘ) অব্যয়ীভাব সমাসে

উত্তরঃ (খ) দ্বিগু সমাসে

 

১.১২ ‘বিভক্তি’ শব্দের অর্থ হল –

(ক) বিকাশ

(খ) গুচ্ছবর্ণ

(গ) বিশেষভাগ

(ঘ) শান্তি

উত্তরঃ (গ) বিশেষভাগ

 

১.১৩ অ-কারক হল –

(ক) সম্বোধন ও বিশেষণ পদ

(খ) বিশেষ্য ও সর্বনামপদ

(গ) সম্বন্ধ ও সম্বোধন পদ

(ঘ) সম্বন্ধ ও সর্বনাম পদ

উত্তরঃ (গ) সম্বন্ধ ও সম্বোধন পদ

 

১.১৪ তোরা সব জয়ধ্বনি কর – নিম্নরেখ পদটি হল –

(ক) দ্বন্ধ সমাস

(খ) তৎপুরুষ সমাস

(গ) মধ্যপদলোপী কর্মধারয় সমাস

(ঘ) বহুব্রীহি সমাস

উত্তরঃ (গ) মধ্যপদলোপী কর্মধারয় সমাস

ABTA Test Paper 2021-22 Bengali Page 495

 

১.১৫ ‘কারক’ শব্দটির বুৎপত্তি হল –

(ক) কৃ+তব্য

(খ) কর্‌+অক

(গ) √কৃ+অক

(ঘ) কৃ+অক

উত্তরঃ (গ) √কৃ+অক

 

১.১৬ ‘সমাস’ শব্দের অর্থ হল –

(ক) যুক্ত করা

(খ) বিযুক্ত করা

(গ) ভাগ করা

(ঘ) সংক্ষেপ

উত্তরঃ (ঘ) সংক্ষেপ

 

১.১৭ নিত্য সমাসের উদাহরণ হল –

(ক) দুর্ভিক্ষ

(খ) চোখমুখ

(গ) পঙ্কজ

(ঘ) যুগান্তর

উত্তরঃ (ঘ) যুগান্তর

ABTA Test Paper 2021-22 Bengali Page 495

Thank You

ABTA Test Paper 2021-22 Bengali Page 495

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Insert math as
Block
Inline
Additional settings
Formula color
Text color
#333333
Type math using LaTeX
Preview
\({}\)
Nothing to preview
Insert
error: Content is protected !!