Skip to content

ABTA Test Paper 2021-22 Bengali Page 473

WBBSE Life Science Question Paper 2022 with Answer

ABTA Test Paper 2021-22 Bengali Page 473

ABTA Test Paper 2021-22 Bengali Page 473

বিভাগ – ‘ক’

১। সঠিক উত্তরটি নির্বাচন করো :

১.১ তপনের নতুন মেসোমশাইয়ের পেশা ছিল –

(ক) সংবাদপত্রে চাকরি

(খ) পত্রিকা সম্পাদনা

(গ) কলেজে অধ্যাপনা

(ঘ) স্কুলে শিক্ষকতা

উত্তরঃ (গ) কলেজে অধ্যাপনা

 

১.২ বাইজির ছদ্মবেশে সেদিন হরিদার রোজগার হয়েছিল –

(ক) পাঁচ টাকা দশ আনা

(খ) সাত টাকা দশ আনা

(গ) আট টাকা দশ আনা

(ঘ) নয় টাকা দশ আনা

উত্তরঃ (গ) আট টাকা দশ আনা

 

১.৩ গিরীশ মহাপাত্রের সাথে অপূর্বর পুনরায় দেখা হয়েছিল –

(ক) পুলিশ স্টেশনে

(খ) জাহাজ ঘাটায়

(গ) বিমান বন্দরে

(ঘ) রেল স্টেশনে

উত্তরঃ (ঘ) রেল স্টেশনে

 

১.৪ মৃত পাথরের মূর্তির মাথায় ঠিক কোন্‌ বিশেষিণে বিশেষিত করা হয়েছে? –

(ক) ভয়ংকর

(খ) নরখাদক

(গ) বীভৎস

(ঘ) হিংস্র

উত্তরঃ (গ) বীভৎস

 

১.৫ “শিঞ্জিনী’ আকর্ষি রোষে” – এখানে ‘শিঞ্জিনী’ শব্দের অর্থ হল –

(ক) দুন্দুভি

(খ) পথের নূপুর

(গ) ধনুকের ছিলো

(ঘ) অসি

উত্তরঃ (গ) ধনুকের ছিলো

ABTA Test Paper 2021-22 Bengali Page 473

 

১.৬ “সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী” – শেষ ‘পুণ্যবাণী’ হল –

(ক) মঙ্গল করো

(খ) ভালোবাসো

(গ) ক্ষমা করো

(ঘ) বিদ্বেষ ত্যাগ

উত্তরঃ (গ) ক্ষমা করো

 

১.৭ খন্ড খন্ড করিয়া কাটিনু বরষি প্রচন্ড শর –

(ক) শত্রু দলে

(খ) রাক্ষস দলে

(গ) কর্বুর দলে

(ঘ) বৈরি দলে

উত্তরঃ (ঘ) বৈরি দলে

 

১.৮ বেশি বয়সে চিত্রশিল্পী হিসেবে বিশ্বময় সম্মানিত হয়েছিলেন –

(ক) সুকুমার রায়

(খ) নন্দলাল বসু

(গ) সত্যজিৎ রায়

(ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর

উত্তরঃ (ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর

 

১.৯ সত্যজিৎ রায়ের সুস্থ সুন্দর নেশায় মধ্যে অন্যতম ছিল –

(ক) মুদ্রণ শিল্প

(খ) লিপি শিল্প

(গ) মৃৎ শিল্প

(ঘ) বয়ন শিল্প

উত্তরঃ (খ) লিপি শিল্প

 

১.১০ যার পোশাকি নাম স্টাইলাস – কার পোশাকি নাম? –

(ক) কুইল

(খ) নলখাগড়া

(গ) খাদের কলম

(ঘ) ব্রোজ্ঞের শলাকা

উত্তরঃ (ঘ) ব্রোজ্ঞের শলাকা

ABTA Test Paper 2021-22 Bengali Page 473

 

১.১১ মুন্সি পত্র ওয়াটসকে দিলেন। রেখাঙ্কিত পদটি কী ধরনের কর্ম? –

(ক) মুখ্যকর্ম

(খ) গৌণ কর্ম

(গ) সমধাতুজ কর্ম

(ঘ) বিধেয় কর্ম

উত্তরঃ (খ) গৌণ কর্ম

 

১.১২ ‘অনুসর্গ’ এক ধরনের –

(ক) বিশেষ্য পদ

(খ) বিশেষণ পদ

(গ) সর্বনাম পদ

(ঘ) অব্যয় পদ

উত্তরঃ (ঘ) অব্যয় পদ

 

১.১৩ পন্ডিতে তর্ক হয়। এই বাক্যে কর্তাটি হল –

(ক) প্রযোজ্য কর্তা

(খ) সহযোগী কর্তা

(গ) ব্যতিহার কর্তা

(ঘ) সমধাতুজ কর্তা

উত্তরঃ (গ) ব্যতিহার কর্তা

 

১.১৪ ‘শাখায় শাখায় ভরা পুষ্প’ পদটি হল –

(ক) করণে বীপ্সা

(খ) কর্মে বীপ্সা

(গ) অপাদানে বীপ্সা

(ঘ) অধিকরণে বীপ্সা

উত্তরঃ (ঘ) অধিকরণে বীপ্সা

 

১.১৫ ক্রিয়াপদের সাথে বাক্যের নামপদের সম্পর্কেকে বলে –

(ক) সমাস

(খ) প্রত্যয়

(গ) বিভক্তি

(ঘ) কারক

উত্তরঃ (ঘ) কারক

 

১.১৬ ‘উপনগরী’ সমাসটি গড়ে উঠেছে –

(ক) সাদৃশ্য অর্থে

(খ)  সামীপা অর্থে

(গ) পশ্চাৎ অর্থে

(ঘ) বীপ্সা অর্থে

উত্তরঃ (খ)  সামীপা অর্থে

 

১.১৭ কোন্‌ সমাসের সবকটি পদই সাধারণত বিশেষ্য হয়? –

(ক) কর্মধারয়

(খ) তৎপুরুষ

(গ) দ্বন্ধ

(ঘ) অব্যয়ীভাব

উত্তরঃ (ঘ) অব্যয়ীভাব

ABTA Test Paper 2021-22 Bengali Page 473

Thank You

ABTA Test Paper 2021-22 Bengali Page 473

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!