Sat. Jul 27th, 2024

ABTA Test Paper 2021-22 Bengali Page 452

ABTA Test Paper 2021-22 Bengali Page 452

বিভাগ – ‘ক’

১। সঠিক উত্তরটি নির্বাচন করো :

১.১ “এর প্রত্যেকটি লাইন তো নতুন আনকারা,…” আনকোরা শব্দের অর্থ –

(ক) আনাড়ি

(খ) সম্পূর্ণ পুরাতন

(গ) সম্পূর্ণ নতুন

(ঘ) আলাদা

উত্তরঃ (গ) সম্পূর্ণ নতুন

 

১.২ ‘বহুরূপী’ গল্পে কাশীনাথ কে? –

(ক) হরিদার বন্ধু

(খ) বাসের ড্রাইভার

(গ) সন্ন্যাসী

(ঘ) জগদীশবাবুর চাকর

উত্তরঃ (খ) বাসের ড্রাইভার

 

১.৩ “পরকে সেজে দি, নিজে খাইনে।” – কথাটি জগদীশবাবু কেমনভাবে বললেন? –

(ক) চটিয়া

(খ) লজ্জিত হয়ে

(গ) ভয়ে

(ঘ) ঘৃণা করে

উত্তরঃ (ক) চটিয়া

 

১.৪ সভ্যতার শেষ পূন্যবাণীটি কী? –

(ক) দয়া করো

(খ) ভালোবাসো

(গ) হাত ধরো

(ঘ) ক্ষমা করো

উত্তরঃ (ঘ) ক্ষমা করো

 

১.৫ ‘জলতরঙ্গ’ কী? –

(ক) এক ধরনের বাদ্যযন্ত্র

(খ) জলের তরঙ্গ

(গ) ঢেউ

(ঘ) তরঙ্গ আকারে জল

উত্তরঃ (গ) ঢেউ

 

১.৬ দিগম্বরের জটায় হাসে কী? –

(ক) শিশু শশী

(খ) শিশু চাঁদ

(গ) শিশু -চাঁদের কর

(ঘ) ঊষা

উত্তরঃ (গ) শিশু -চাঁদের কর

 

১.৭ ‘না দেখলে বিশ্বাস করা শক্ত’ – কী?

(ক) কালি কত রকমের হয়

(খ) কলম কত রকমের হয়

(গ) দোয়াত কত রকমের হয়

(ঘ) দোয়াত কত রকমের হয়

উত্তরঃ (গ) দোয়াত কত রকমের হয়

ABTA Test Paper 2021-22 Bengali Page 452

 

১.৮ লেখক প্রথম ফাউন্টেন পেন কিনতে কলকাতার কোথায় গিয়েছিলেন? –

(ক) ভবানীপুর

(খ) কলেজস্ট্রীট

(গ) স্কুল

(ঘ) কালীঘাটে

উত্তরঃ (খ) কলেজস্ট্রীট

 

১.৯ এক সময় লেখা শুকানো হতো কী দিয়ে? –

(ক) বালি

(খ) ব্লটিং পেপার

(গ) তুলা

(ঘ) পালক

উত্তরঃ (ক) বালি

 

১.১০ যে দ্বন্দ্ব সমাসে সমস্যামান পদগুলির একটি মাত্র পদ অবশিষ্ট থাকে তাকে বলে –

(ক) সমার্থক দ্বন্দ্ব

(খ) একার্থক দ্বন্দ্ব

(গ) আলোপ দ্বন্দ্ব

(ঘ) একশেষ দ্বন্দ্ব

উত্তরঃ (ঘ) একশেষ দ্বন্দ্ব

 

১.১১ নিত্য সমাসের উদাহরণ –

(ক) গায়ে হলুদ

(খ) ঘরজামাই

(গ) দেশান্তর

(ঘ) বেহায়া

উত্তরঃ (গ) দেশান্তর

ABTA Test Paper 2021-22 Bengali Page 452

 

১.১২ ‘চাঁদমুখ’ সমাসবদ্ধ পদটির সমাস নির্ণয় করলে হয় –

(ক) উপমান কর্মধারয়

(খ) রূপক কর্মধারয়

(গ) মধ্যপদলোপী কর্মধারয়

(ঘ) উপমিত কর্মধারয়

উত্তরঃ (ঘ) উপমিত কর্মধারয়

 

১.১৩ দ্বিগু সমাসের পূর্বপদটি –

(ক) ব্যক্তিবাচক

(খ) বস্তুবাচক

(গ) সংখ্যাবাচক

(ঘ) গুণবাচক

উত্তরঃ (গ) সংখ্যাবাচক

 

১.১৪ নহি আমি দোষী বৎস – ‘বৎস’ কোন্‌ কারক বা অ-কারক? –

(ক) কর্তৃকারক

(খ) সম্বন্ধপদ

(গ) কর্মকারক

(ঘ) সম্বোধন পদ

উত্তরঃ (ঘ) সম্বোধন পদ

 

১.১৫ ‘দ্বন্ধ’ কথার অর্থ –

(ক) মিলন

(খ) বিবাদ

(গ) সংঘাত

(ঘ) বিশ্লেষণ

উত্তরঃ (ক) মিলন

 

১.১৬ যে কর্ম কোনো প্রাণীকে বোঝায়, সেটি হল –

(ক) মুখ্য কর্ম

(খ) গৌণ কর্ম

(গ) দ্বি-কর্ম

(ঘ) কোণোটাই নয়

উত্তরঃ (খ) গৌণ কর্ম

 

১.১৭ আধার-আধেয় সম্বন্ধের উদাহরণ হল –

(ক) মাথার ঘাম

(খ) রঙ্গের কৌটো

(গ) সাপের পা

(ঘ) কৌটোর নাড়ু

উত্তরঃ (খ) রঙ্গের কৌটো

ABTA Test Paper 2021-22 Bengali Page 452

Thank You

ABTA Test Paper 2021-22 Bengali Page 452

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Insert math as
Block
Inline
Additional settings
Formula color
Text color
#333333
Type math using LaTeX
Preview
\({}\)
Nothing to preview
Insert
error: Content is protected !!