ABTA Test Paper 2021-22 Geography Page 209
ABTA Test Paper 2021-22 Geography Page 209
বিভাগ – ‘ক’
১। বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো :
১.১ নিম্নভূমির উচ্চতা বৃদ্ধি পায় –
(ক) আরোহণ প্রক্রিয়া
(খ) অবরোহণ প্রক্রিয়া
(গ) অবঘর্ষ প্রক্রিয়া
(ঘ) নগ্নীভবন প্রক্রিয়া
উত্তরঃ (ক) আরোহণ প্রক্রিয়া
১.২ পার্বত্য হিমবাহের পৃষ্ঠদেশে সৃষ্ঠ গভীর ফাটলগুলিকে বলে –
(ক) নুনাটাক্স
(খ) ক্রেভাস
(গ) অ্যারেট
(ঘ) সার্ক
উত্তরঃ (খ) ক্রেভাস
১.৩ মরু সমপ্রায়ভূমিতে কঠিন শিলাগঠিত অনুচ্চ পাহাড়কে বলে –
(ক) ইয়ার্দাঙ
(খ) জুইগেন
(গ) মোনাডনক
(ঘ) ইনসেলবার্জ
উত্তরঃ (ঘ) ইনসেলবার্জ
১.৪ মরু অঞ্চলের শুষ্ক নদীখাতকে বলে –
(ক) গিরিখাত
(খ) পেডিমেন্ট
(গ) বাজাদা
(ঘ) ওয়াদি
উত্তরঃ (ঘ) ওয়াদি
১.৫ লবণযুক্ত শিলাস্তরের উপর নদীর প্রধানি ক্ষয় প্রক্রিয়াটি হল –
(ক) অবঘর্ষ ক্ষয়
(খ) ঘর্ষণ ক্ষয়
(গ) জলপ্রবাহ ক্ষয়
(ঘ) দ্রবণ ক্ষয়
উত্তরঃ (ঘ) দ্রবণ ক্ষয়
১.৬ নিম্নলিখিত কোন্ রাজ্য ভেঙ্গে তেলেঙ্গানা রাজ্যের সৃষ্টি হয়েছে –
(ক) উত্তরপ্রদেশ
(খ) মধ্যপ্রদেশ
(গ) অন্ধ্রপ্রদেশ
(ঘ) বিহার
উত্তরঃ (গ) অন্ধ্রপ্রদেশ
১.৭ নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোন্ রাজ্যের উপকূল করমন্ডল উপকূল নামে পরিচিত?
(ক) কর্ণাটক
(খ) কেরল
(গ) ওড়িশা
(ঘ) তামিলনাড়ু
উত্তরঃ (ঘ) তামিলনাড়ু
১.৮ আরাবল্লী পর্বতের পশ্চিমে নদীবিধৌত উর্বর প্লাবনভূমিকে বলে –
(ক) বাজাদা
(খ) রোহি
(গ) হামাদা
(ঘ) ক্যারাভান
উত্তরঃ (খ) রোহি
১.৯ নিম্নলিখিত নদীগুলির মধ্যে কোন্টি আরব সাগরে পতিত হয়নি
(ক) মহানদী
(খ) নর্মদা
(গ) তাপ্তী
(ঘ) সরাবতী
উত্তরঃ (ক) মহানদী
১.১০ ভাকরা নাঙ্গাল বাঁধ যে নদীর ওপর অবস্থিত তা হল –
(ক) ঝিলাম
(খ) শতদ্রু
(গ) বিপাশা
(ঘ) সিন্ধু
উত্তরঃ (খ) শতদ্রু
১.১১ মহারাষ্ট্রের কৃষ্ণমৃত্তিকাকে বলে –
(ক) রেগোলিথ
(খ) খাদার
(গ) রেগুর
(ঘ) ভাবর
উত্তরঃ (গ) রেগুর
১.১২ পশ্চিমঘাট পর্বতের পশ্চিমঢালে কী ধরনের বনভূমি দেখা যায় –
(ক) চিরহরিৎ
(খ) আর্দ্র মর্ণমোচী
(গ) শুষ্ক পর্ণমোচী
(ঘ) ম্যানগ্রোভ
উত্তরঃ (ক) চিরহরিৎ
১.১৩ দক্ষিণ ভারতের ম্যাঞ্চেস্টার বলা হয় –
(ক) মাদুরাই
(খ) কোয়েম্বাটুর
(গ) বেঙ্গালুরু
(ঘ) আমেদাবাদ
উত্তরঃ (খ) কোয়েম্বাটুর
১.১৪ SAIL হল একটি –
(ক) কয়লা উত্তোলক সংস্থা
(খ) খনিজ তেল উত্তোলক সংস্থা
(গ) প্রাকৃতিক গ্যাস সংস্থা
(ঘ) লৌহ ও ইস্পাত সংস্থা
উত্তরঃ (ঘ) লৌহ ও ইস্পাত সংস্থা
ABTA Test Paper 2021-22 Geography Page 209
বিভাগ – ‘খ’
২। ২.১ নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে ‘শু’ এবং অশুদ্ধ হলে ‘অ’ লেখো (যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও) :
Nice
thank you
Nice …I want more answers please … Upload as soon as possible.. because my boards are coming near ❤️
Please upload quickly more answers for this page. The board exam started in few days.