ABTA Test Paper 2021-22 Geography Page 402
ABTA Test Paper 2021-22 Geography Page 402
বিভাগ – ‘ক’
১। বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো :
১.১ অবরোহণ ও আরোহণের মিলিত ফল হল –
(ক) ক্ষয়ীভবন
(খ) নগ্নীভবন
(গ) পর্যায়ন
(ঘ) পুঞ্জিত ক্ষয়
উত্তরঃ (গ) পর্যায়ন
১.২ সর্বাধিক প্রভাব বিস্তারকারী বহির্জাত শক্তি হল –
(ক) নদী
(খ) হিমবাহ
(গ) বায়ু
(ঘ) সমুদ্র তরঙ্গ
উত্তরঃ (ক) নদী
১.৩ গতিবেগ দ্বিগুণ হলে নদীর বহন ক্ষমতা বাড়ে –
(ক) ২০ গুণ
(খ) ৩০ গুণ
(গ) ৬৪ গুণ
(ঘ) ৫২ গুণ
উত্তরঃ (গ) ৬৪ গুণ
১.৪ পর্বতের পাদদেশে হিমবাহের সঞ্চয়ের ফলে গঠিত ভূমিরূপ হল –
(ক) ফিয়র্ড
(খ) গ্রাবরেখা
(গ) এসকার
(ঘ) রসেমতানে
উত্তরঃ (খ) গ্রাবরেখা
১.৫ পাথুরে মরুভূমিকে মিশরে বলে –
(ক) রেগ
(খ) কুম
(গ) সেরির
(ঘ) আর্গ
উত্তরঃ (গ) সেরির
১.৬ ১৯৫৬ সালে রাজ্য পুর্নগঠনের ভিত্তি ছিল –
(ক) জাতি
(খ) বর্ণ
(গ) ভাষা
(ঘ) সীমানা
উত্তরঃ (গ) ভাষা
১.৭ আম্র বৃষ্টি দেখা যায় –
(ক) উত্তর ভারতে
(খ) পশ্চিম ভারতে
(গ) দক্ষিণ ভারতে
(ঘ) মধ্য ভারতে
উত্তরঃ (গ) দক্ষিণ ভারতে
১.৮ চন্দন গাছ জন্মায় –
(ক) চিরহরিৎ অরণ্যে
(খ) সরলবর্গীয় অরণ্যে
(গ) পর্ণমোচী অরণ্যে
(ঘ) ম্যানগ্রোভ অরন্যে
উত্তরঃ (গ) পর্ণমোচী অরণ্যে
১.৯ আঘায়ণি বলা কোন্ ধানকে?
(ক) আমন
(খ) আউশ
(গ) বোরো
(ঘ) কোনোটিই নয়
উত্তরঃ (ক) আমন
১.১০ ভারতের বৃহত্তম মহানগর –
(ক) কলকাতা
(খ) মুম্বাই
(গ) দিল্লি
(ঘ) চেন্নাই
উত্তরঃ (খ) মুম্বাই
১.১১ ভারতের প্রাচীনতম ব্যস্ততম সরক পথ হল –
(ক) NH-2
(খ) NH-7
(গ) NH- 6
(ঘ) NH-5
উত্তরঃ (ক) NH-2
১.১২ ভারতের করমুক্ত বন্দর হল –
(ক) চেন্নাই
(খ) কান্দালা
(গ) মুম্বাই
(ঘ) কলকাতা
উত্তরঃ (খ) কান্দালা
১.১৩ কলকাতায় পাতাল রেল চালু হয় –
(ক) ১৯৮৪ সালে
(খ) ১৯৮৫ সালে
(গ) ১৯৮৬ সালে
(ঘ) ১৯৮৭ সালে
উত্তরঃ (ক) ১৯৮৪ সালে
১.১৪ ছত্রপতি শিবাজি বিমান বন্দর অবস্থিত –
(ক) দিল্লিতে
(খ) কলকাতাতে
(গ) মুম্বাই
(ঘ) চেন্নাই
উত্তরঃ (গ) মুম্বাই
ABTA Test Paper 2021-22 Geography Page 402
বিভাগ – ‘খ’
২। ২.১ নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে ‘শু’ এবং অশুদ্ধ হলে ‘অ’ লেখো (যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও) :
২.১.১ মধ্যগতিতে নদী ব-দ্বীপ গঠন করে।
উত্তরঃ ‘অ’
২.১.২ মরু অঞ্চলে বায়ুর কাজই প্রধান।
উত্তরঃ ‘শু’
২.১.৩ অবরোহন প্রক্রিয়ায় ভূমির উচ্চতা বৃদ্ধি পায়।
উত্তরঃ ‘অ’
২.১.৪ তেলেঙ্গানা ভারতের নবীনতম রাজ্য।
উত্তরঃ ‘শু’
২.১.৫ ভারতের উত্তরতম বিন্দু ইন্দিরাকল।
উত্তরঃ ‘শু’
২.১.৬ ঠেসমূল চিরহরিৎ উদ্ভিদে দেখা যায়।
উত্তরঃ ‘অ’
২.১.৭ আউশ ধান হলজায়িদ শস্য।
উত্তরঃ ‘শু’
ABTA Test Paper 2021-22 Geography Page 402
২.২ উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো (যে কোনো ছয়টি) ঃ
২.২.১ গ্রেড শব্দটি __________ প্রথম ব্যবহার করেন।
উত্তরঃ জি কে গিলবার্ট
২.২.২ বালুকাময় মরুভূমি সাহারাতে __________ নামে পরিচিত।
উত্তরঃ আর্গ
২.২.৩ _________ প্রণালী দ্বারা ভারত ও শ্রীলঙ্কা বিচ্ছিন্ন।
উত্তরঃ পক্
২.২.৪ কৃষির সাথে উদ্ভিদ পালনকে __________ বলে।
উত্তরঃ হার্টিকালচার বা উদ্যান কৃষি
২.২.৫ __________ ভারতের প্রাচীনতম ইস্পাত কারখানা।
উত্তরঃ বার্ণপুর – কুলটি
২.২.৬ __________ রাজ্যে নারী-পুরুষের অনুপাত সর্বাধিক ।
উত্তরঃ কেরালা
২.২.৭ রেলওয়ে সংক্রান্ত গবেষণা কেন্দ্র __________ অবস্থিত।
উত্তরঃ খড়্গপুরে
ABTA Test Paper 2021-22 Geography Page 402
২.৩ একটি বা দুটি শব্দে উত্তর দাও (যে কোনো ছয়টি) ঃ
২.৩.১ জলপ্রপাতের তলদেশে সৃষ্ট গর্তকে কী বলে?
উত্তরঃ প্রপাত কূপ
২.৩.২ পৃথিবীর গভীরতম ফিয়র্ড কোন্টি?
উত্তরঃ সোজনে ফিয়র্ড
২.৩.৩ চলমান বালিয়াড়িকে কী বলে?
উত্তরঃ ধ্রিয়ান
২.৩.৪ কোন প্রকার মাটিতে গম চাষ ভাল হয়?
উত্তরঃ মৃদু অম্লধর্মী দোয়াঁশ মাটিতে
২.৩.৫ ভারতের রূঢ় কাকে বলে?
উত্তরঃ দুর্গাপুরকে
২.৩.৬ কোন্ উদ্ভিদের পাতা অতি ক্ষুদ্র?
উত্তরঃ জেরোফাইট বা মরু উদ্ভিদের
২.৩.৭ ভারতের কোন্ শহরকে মেট্রো নাম্মা মেট্রো নামে পরিচিত?
উত্তরঃ বেঙ্গালুরু
ABTA Test Paper 2021-22 Geography Page 402
২.৪ বামদিকের সাথে ডানদিক মেলাও ঃ
বামদিক |
ডানদিক |
২.৪.১ বেট ২.৪.২ শিবসমুদ্রম ২.৪.৩ সার্ক ২.৪.৪ স্যালিনা |
(১) ফ্রান্স (২) অতরিক্ত লবনাক্ত প্লায়া (৩) কাবেরী (৪) পাঞ্জাব |
উত্তরঃ
বামদিক |
ডানদিক |
২.৪.১ বেট ২.৪.২ শিবসমুদ্রম ২.৪.৩ সার্ক ২.৪.৪ স্যালিনা |
(৪) পাঞ্জাব (৩) কাবেরী (১) ফ্রান্স (২) অতিরিক্ত লবনাক্ত প্লায়া |
ABTA Test Paper 2021-22 Geography Page 402