Fri. Dec 13th, 2024

ABTA Test Paper 2021-22 Geography Page 358

 

ABTA Test Paper 2021-22 Geography Page 358

বিভাগ – ‘ক’

১। বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো :

১.১ “পর্যায়ন” শব্দটি প্রথম ব্যবহার করেন –

(ক) ডেভিস

(খ) কিং

(গ) গিলবার্ট

(ঘ) পেঙ্ক

উত্তরঃ উপরের কেউই নন ( চেম্বারলিন ও স্যালিসবারি)

 

১.২ কোন্‌ ভূমিরূপকে Mushroom Rocks বলা হয় –

(ক) ইয়ারদাঙ

(খ) গৌর

(গ) জুগ্যান

(ঘ) ইনসেলবার্জ

উত্তরঃ (খ) গৌর

 

১.৩ পৃথিবীর বৃহত্তম নদী দ্বীপ হল –

(ক) সাগরদ্বীপ

(খ) মাজুলি

(গ) ইলহো-দ্য-মারজো

(ঘ) নিউমুর

উত্তরঃ (গ) ইলহো-দ্য-মারজো

 

১.৪ দুটি কেটলের মধ্যবর্তী উঁচু অংশ হল –

(ক) ভার্ব

(খ) নব

(গ) এসকার

(ঘ) গ্রাবরেখা

উত্তরঃ (খ) নব

 

১.৫ করির মধ্যে দেওয়ালে আগে জমে থাকা বরফ ও হিমবাহের মধ্যে ফাঁক হল –

(ক) ক্রেভাস

(খ) বার্গস্রুন্ড

(গ) সার্ক

(ঘ) হিমদ্রোণী

উত্তরঃ (খ) বার্গস্রুন্ড

 

১.৬ দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী হল –

(ক) মহানদী

(খ) গোদাবরী

(গ) কৃষ্ণা

(ঘ) কাবেরী

উত্তরঃ (খ) গোদাবরী

 

১.৭ মরুঅঞ্চলের উদ্ভিদকে বলে –

(ক) মেসোফাইট

(খ) জেরোফাইট

(গ) হ্যালোফাইট

(ঘ) হেলিওফাইট

উত্তরঃ (খ) জেরোফাইট

 

১.৮ শিবসমুদ্রম জলপ্রপাতটি কোন নদীতে অবস্থিত –

(ক) কাবেরী

(খ) কৃষ্ণা

(গ) গোদাবরী

(ঘ) নর্মদা

উত্তরঃ (ক) কাবেরী

 

১.৯ ‘ভারতের পূর্বতম বিন্দু হল –

(ক) কিবিথু

(খ) গুহার মোটার

(গ) ইন্দিরা পয়েন্ট

(ঘ) ইন্দিরা কল

উত্তরঃ (ক) কিবিথু

 

১.১০ ভারতের বৃহত্তম উপহ্রদ হল –

(ক) চিল্কা

(খ) ভেন্বানাদ

(গ) অষ্টমুদি

(ঘ) পুলিকট

উত্তরঃ (ক) চিল্কা

 

১.১১ পূর্ব রেলপথের সদর দপ্তর হল –

(ক) মুম্বাই

(খ) কলকাতা

(গ) চেন্নাই

(ঘ) দিল্লী

উত্তরঃ (খ) কলকাতা

 

১.১২ আম্রবৃষ্টি লক্ষ্য করা যায় –

(ক) উত্তর ভারতে

(খ) দক্ষিণ ভারতে

(গ) পূর্ব ভারতে

(ঘ) পশ্চিম ভারতে

উত্তরঃ (খ) দক্ষিণ ভারতে

 

১.১৩ উকাই জলবিদ্যুৎ কেন্দ্রটি অবস্থিত –

(ক) উড়িষ্যায়

(খ) গুজরাট

(গ) মহারাষ্ট্রে

(ঘ) বিহারে

উত্তরঃ (খ) গুজরাট

 

১.১৪ ভারতের বৃহত্তম জেলা হল –

(ক) গুজরাটের কচ্ছ

(খ) কেরলের মাহে

(গ) পঃবঙ্গের নদীয়া

(ঘ) মহারাষ্ট্রের সাতারা

উত্তরঃ (ক) গুজরাটের কচ্ছ

ABTA Test Paper 2021-22 Geography Page 358

 

ABTA Test Paper 2021-22 Geography Page 358

বিভাগ – ‘খ’

২। ২.১ নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে ‘শু’ এবং অশুদ্ধ হলে ‘অ’ লেখো (যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও) :

২.১.১ শিলাময় মরুভূমি হামাদা নামে পরিচিত।

উত্তরঃ ‘শু’

২.১.২ একটি ধনুকাকৃতি ব-দ্বীপ হল নীলনদের ব-দ্বীপ।

উত্তরঃ ‘শু’

২.১.৩ হিমশৈলের ১/৯ অংশ সমুদ্রের জলে ভেসে থাকে।

উত্তরঃ ‘শু’

২.১.৪ র‍্যাডক্লিফলাইন ভারত-শ্রীলঙ্কার সীমারেখা।

উত্তরঃ ‘অ’

২.১.৫ চন্দন একটি সরলবর্গীয় অরণ্যের উদ্ভিদ।

উত্তরঃ ‘অ’

২.১.৬ কলকাতা একটি নদী বন্দর।

উত্তরঃ ‘শু’

২.১.৭ SAIL -এর সদর দপ্তর হল দুর্গাপুর।

উত্তরঃ ‘অ’

ABTA Test Paper 2021-22 Geography Page 358

 

২.২  উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো (যে কোনো ছয়টি) ঃ

২.২.১ যে প্রক্রিয়ায় ভূ-পৃষ্টের উচ্চতা হ্রাস পায় তাকে __________ বলে।

উত্তরঃ অবরোহন

২.২.২ হিমদ্রোণী গঠিত হয় __________ এর ক্ষয় কার্যের ফলে।

উত্তরঃ হিমাবাহের

২.২.৩ পাঞ্জাবের নতুন পলিগঠিত অঞ্চলকে __________ বলে।

উত্তরঃ বেট

২.২.৪ খারিপ শষ্য চাষের জন্য __________ আবহাওয়া প্রয়োজন।

উত্তরঃ উষ্ণ-আর্দ্র

২.২.৫ ইক্ষু উৎপাদনে ভারতে __________ রাজ্য প্রথমস্থান অধিকার করে।

উত্তরঃ উত্তর প্রদেশ

২.২.৬ হিমালয় পর্বতের ৪০০০ মিটার উচ্চতায় ________ উদ্ভিদ দেখা যায়।

উত্তরঃ সরলবর্গীয়

২.২.৭ ভারতের বৃহত্তম হ্রদ হল __________।

উত্তরঃ উলার

২.২.৮ __________ বন্দরকে আরব সাগরের রানী বলে।

উত্তরঃ কোচি

ABTA Test Paper 2021-22 Geography Page 358

 

২.৩ দু-এক কথায় উত্তর দাও (যে কোনো ছয়টি) ঃ

২.৩.১ থর মরুভূমির শুষ্ক নদীখাতকে কী বলে?

উত্তরঃ ওয়াদি

২.৩.২ উপত্যকা হিমবাহের সম্মুখ ভাগকে কী বলে?

উত্তরঃ

২.৩.৩ বায়ুর গতিপথের সমান্তরালে গঠিত বালিয়াড়িকে কী বলে?

উত্তরঃ সিফ বা অনুদৈর্ঘ্য বালিয়াড়ি

২.৩.৪ SAARC  এর সদর দপ্তর কোথায় অবস্থিত?

উত্তরঃ কাঠমান্ডুতে

২.৩.৫ বরদৈইছিলা কী?

উত্তরঃ কালবৈশাখী ঝড়কে অসমে বরদৈছিলা বলে।

২.৩.৬ কলকাতার সহযোগী বন্দর কোন্‌টি?

উত্তরঃ হলদিয়া

২.৩.৭ ভারতের দীর্ঘতম জাতীয় সরকপথ কোন্‌টি?

উত্তরঃ ৪৪ নং

২.৩.৮ পেট্রোরসায়ন শিল্পে প্রধান কাঁচামাল কোন্‌টি?

উত্তরঃ ন্যাপথা

ABTA Test Paper 2021-22 Geography Page 358

 

২.৪ বামদিকের সাথে ডানদিকের গুলি মিল্যে লেখো ঃ

বামদিক

ডানদিক

২.৪.১ গঙ্গোত্রী

২.৪.২ বলউইভিল

২.৪.৩ বন্দর

২.৪.৪ PTI

(১) কার্পাস

(২) সংবাদসংস্থা

(৩) হিমবাহ

(৪) তুতিকোরিন

উত্তরঃ

বামদিক

ডানদিক

২.৪.১ গঙ্গোত্রী

২.৪.২ বলউইভিল

২.৪.৩ বন্দর

২.৪.৪ PTI

(৩) হিমবাহ

(১) কার্পাস

(৪) তুতিকোরিন

(২) সংবাদসংস্থা

ABTA Test Paper 2021-22 Geography Page 358

Thank You

ABTA Test Paper 2021-22 Geography Page 358

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Insert math as
Block
Inline
Additional settings
Formula color
Text color
#333333
Type math using LaTeX
Preview
\({}\)
Nothing to preview
Insert
error: Content is protected !!