ABTA Test Paper 2021-22 Geography Page 424
ABTA Test Paper 2021-22 Geography Page 424
বিভাগ – ‘ক’
১। বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো :
১.১ বহির্জাত প্রক্রিয়ার মূল উৎস হল –
(ক) সূর্য
(খ) বায়ু
(গ) নদী
(ঘ) হিমবাহ
উত্তরঃ (ক) সূর্য
১.২ অবরোহণ ও আরোহণের সম্মিলিত ফল হল –
(ক) পুঞ্জিত ক্ষয়
(খ) পর্যায়ন
(গ) ক্ষয়ীভবন
(ঘ) নগ্নীভবন
উত্তরঃ (খ) পর্যায়ন
১.৩ পশ্চিমবঙ্গের কোন জেলায় ক্ষয়সীমা রয়েছে –
(ক) হাওড়া
(খ) নদীয়া
(গ) বর্ধমান
(ঘ) পূর্ব মেদিনীপুর
উত্তরঃ (ঘ) পূর্ব মেদিনীপুর
১.৪ মহাদেশীয় হিমবাহে বরফমুক্ত পর্বতশৃঙ্গকে বলে –
(ক) এসকার
(খ) নুনাটকস
(গ) হিমশৈল
(ঘ) ফিয়র্ড
উত্তরঃ (খ) নুনাটকস
১.৫ মরু অঞ্চলের শুষ্ক নদীখাতকে বলে –
(ক) ওয়াদি
(খ) প্লায়া
(গ) স্যালিনা
(ঘ) বাজাদা
উত্তরঃ (ক) ওয়াদি
১.৬ হিমালয়ের উচ্চতম অংশ হল –
(ক) হিমাচল
(খ) শিবালিক
(গ) টেথিস
(ঘ) হিমাদ্রি
উত্তরঃ (ঘ) হিমাদ্রি
১.৭ ভারতের বৃহত্তম কয়াল –
(ক) চিল্কা
(খ) কোলেরু
(গ) ভেন্বানাদ
(ঘ) অষ্টমুডি
উত্তরঃ (গ) ভেন্বানাদ
১.৮ ভারতে পশ্চিমী ঝঞ্ঝা দেখা যায় –
(ক) গ্রীষ্মকালে
(খ) শীতকালে
(গ) বর্ষাকালে
(ঘ) শরৎকালে
উত্তরঃ (খ) শীতকালে
১.৯ গঙ্গা সমভূমির নবীন পলিগঠিত মাটিকে বলে –
(ক) ভাঙ্গর
(খ) ভুর
(গ) খাদার
(ঘ) ভাবর
উত্তরঃ (গ) খাদার
১.১০ কোন মৃত্তিকায় সরলবর্গীয় উদ্ভিদ ভালো জন্মায়?
(ক) পডসল
(খ) সিরোজেম
(গ) লবণাক্ত
(ঘ) কৃষ্ণ
উত্তরঃ (ক) পডসল
১.১১ কোন্টি ভারতে বাগিচা ফসল নয় –
(ক) গম
(খ) চা
(গ) রাবার
(ঘ) কফি
উত্তরঃ (গ) রাবার
১.১২ উদীয়মান শিল্প হল –
(ক) কার্পাস বয়ন
(খ) মোটরগাড়ি
(গ) লৌহ-ইস্পাত
(ঘ) পেট্রোরসায়ন
উত্তরঃ (ঘ) পেট্রোরসায়ন
১.১৩ ভারতে সর্বাধিক সাক্ষর রাজ্য হল –
(ক) পশ্চিমবঙ্গ
(খ) কেরল
(গ) বিহার
(ঘ) মেঘালয়
উত্তরঃ (খ) কেরল
১.১৪ সোনালি চতুর্ভুজ বিষয়টি কোন ব্যবস্থায় সাথে সম্পর্কিত?
(ক) জলপথ
(খ) রেলপথ
(গ) সড়কপথ
(ঘ) আকাশপথ
উত্তরঃ (গ) সড়কপথ
ABTA Test Paper 2021-22 Geography Page 424
বিভাগ – ‘খ’
২। ২.১ নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে ‘শু’ এবং অশুদ্ধ হলে ‘অ’ লেখো (যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও) :
২.১.১ নীলনদের ব-দ্বীপ ধনুকাকৃতি ব-দ্বীপ।
উত্তরঃ ‘শু’
২.১.২ হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট আংশিক জলমগ্ন উপত্যকাকে বলে ফিয়র্ড।
উত্তরঃ ‘শু’
২.১.৩ আঁধির অপর নাম ‘নর-ওয়েস্টার’ ।
উত্তরঃ ‘অ’
২.১.৪ রেটুন শব্দটির সাথে গম ফসল জরিত।
উত্তরঃ ‘অ’
২.১.৫ ভারতের প্রাচীনতম ও একক বৃহত্তম শিল্প কার্পাস শিল্প।
উত্তরঃ ‘শু’
২.১.৬ কলকাতায় ভারতের সর্বপ্রথম মেট্রোরেল চালু হয়।
উত্তরঃ ‘শু’
২.১.৭ মানুষের বন্টনগত তারতম্যের সূচক হল জনঘনত্ব।
উত্তরঃ ‘শু’
ABTA Test Paper 2021-22 Geography Page 424
২.২ উপযুক্ত শব্দ বসিয়ে শুণ্যস্থান পূরণ করো (যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও) :
২.২.১ সমুদ্রে ভাসমান বরফস্তূপকে __________ বলে।
উত্তরঃ হিমশৈল
২.২.২ কেরলের মালবার উপকূলের বালিয়াড়িকে স্থানীয় ভাষায় __________বলে।
উত্তরঃ থেরিস
২.২.৩ কারেওয়া মৃত্তিকাতে ____________ চাষ প্রসিদ্ধ।
উত্তরঃ জাফরান
২.২.৪ মরু অঞ্চলের উদ্ভিদের অপর নাম হল __________।
উত্তরঃ জেরোফাইট
২.২.৫ __________ প্রদেশে সর্বপ্রথম কফি গাছের সন্ধান মেলে।
উত্তরঃ ইথিওপিয়ার কাফা প্রদেশে
২.২.৬ দক্ষিণ ভারতের ম্যাঞ্চেস্টার হল __________।
উত্তরঃ কোয়েম্বাটুর
২.২.৭ দক্ষিণ – পূর্ব রেলপথের সদর দপ্তর __________।
উত্তরঃ কলকাতা
ABTA Test Paper 2021-22 Geography Page 424
২.৩ একটি বা দুটি শব্দে উত্তর দাও (যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও) :
২.৩.১ নদীর গতিবেগ দ্বিগুণ বাড়লে বহন ক্ষমতা কত বৃদ্ধি পায়?
উত্তরঃ ৬৪ গুণ
২.৩.২ পৃথিবীর বৃহত্তম উপত্যকা হিমবাহের নাম কী?
উত্তরঃ হুবার্ড
২.৩.৩ সাহারায় বালুকাময় মরুভূমি কি নামে পরিচিত?
উত্তরঃ আর্গ
২.৩.৪ কর্ণাটকে আম্রবৃষ্টি কি নামে পরিচিত?
উত্তরঃ চেরি ব্লুসোম
২.৩.৫ কোন্ উদ্ভিদের মূল অভিকর্ষের বিপরীতে মাটির ওপরে উঠে আসে?
উত্তরঃ ম্যানগ্রোভ বা লবণাম্বু উদ্ভিদের
২.৩.৬ শিল্প স্থানিকতার তত্ত্বটি কার?
উত্তরঃ অগাস্ট লশের
২.৩.৭ ভারতের সাক্ষরতার হার কত?
উত্তরঃ ৭৪.০৪%
২.৩.৮ ভারতে নগরায়ণের একটি সমস্যা উল্লেখ করো।
উত্তরঃ অপরিকল্পিত নগরায়ণ
ABTA Test Paper 2021-22 Geography Page 424
২.৪ বামদিকের সাথে ডানদিকেরগুলি মিলিয়ে লেখো :
বামদিক |
ডানদিক |
২.৪.১ হীরাকুঁদ বাঁধ ২.৪.২ নিউমূর ২.৪.৩ চারনোজেম ২.৪.৪ ভারতের ডেট্রয়েট |
(১) নিমজ্জিত ব-দ্বীপ (২) চেন্নাই (৩) মহানদী (৪) পেডোক্যাল |
উত্তরঃ
বামদিক |
ডানদিক |
২.৪.১ হীরাকুঁদ বাঁধ ২.৪.২ নিউমূর ২.৪.৩ চারনোজেম ২.৪.৪ ভারতের ডেট্রয়েট |
(৩) মহানদী (১) নিমজ্জিত ব-দ্বীপ (৪) পেডোক্যাল (২) চেন্নাই |