Skip to content

ABTA Test Paper 2021-22 Geography Page 380

WBBSE Life Science Question Paper 2022 with Answer

ABTA Test Paper 2021-22 Geography Page 380

 

ABTA Test Paper 2021-22 Geography Page 380

বিভাগ – ‘ক’

১। বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো :

১.১ বহির্জাত প্রক্রিয়ার মূল উৎস হল –

(ক) সূর্য

(খ) নদী

(গ) বায়ু

(ঘ) হিমবাহ

উত্তরঃ (ক) সূর্য

 

১.২ বহির্জাত শক্তি নয় এমন এক শক্তি হল –

(ক) নদী প্রবাহ

(খ) অগ্ন্যদ্‌গম

(গ) বায়ু প্রবাহ

(ঘ) সমুদ্র তরঙ্গ

উত্তরঃ (খ) অগ্ন্যদ্‌গম

 

১.৩ নদীর নিক পয়েন্টের মধ্যে সৃষ্টি হয় –

(ক) অশ্বক্ষুরাকৃতি হ্রদ

(খ) প্লাবন

(গ) জলপ্রপাত

(ঘ) পলল শঙ্কু

উত্তরঃ (গ) জলপ্রপাত

 

১.৪ রসেমতানে তৈরি হয় –

(ক) বায়ুর

(খ) নদীর

(গ) হিমবাহের

(ঘ) সমুদ্র তরঙ্গের ক্ষয়কার্যের ফলে

উত্তরঃ (গ) হিমবাহের

 

১.৫ মরু অঞ্চলের শুষ্ক নদীখাতকে বলে –

(ক) প্লায়া

(খ) ওয়াদি

(গ) বাজাদা

(ঘ) পেডিমেন্ট

উত্তরঃ (খ) ওয়াদি

 

১.৬ ভারতে রাজ্য পুর্ণগঠনের মূল ভিত্তি হল –

(ক) ভাষা

(খ) ধর্ম

(গ) জাতি

(ঘ) সমাজ

উত্তরঃ (ক) ভাষা

 

১.৭ কয়াল দেখা যায় –

(ক) কর্ণাটক

(খ) গুজরাট

(গ) কেরালা

(ঘ) পশ্চিমবঙ্গ রাজ্যে

উত্তরঃ (গ) কেরালা

 

১.৮ ভারতের একটি অন্তর্বাহিনী নদী –

(ক) নর্মদা

(খ) তাপ্তি

(গ) লুনি

(ঘ) গোদাবরী

উত্তরঃ (গ) লুনি

 

১.৯ উত্তর পশ্চিম ভারতে গ্রীষ্মকালে দেখা যায় –

(ক) আঁধি

(খ) কালবৈশাখী

(গ) পশ্চিমী ঝঞ্ঝা

(ঘ) লু

উত্তরঃ (ঘ) লু

 

১.১০ খোয়াই ক্ষয় বা গালি ক্ষয় দেখা যায় –

(ক) পলি

(খ) রেগুর

(গ) ল্যাটেরাইট

(ঘ) দোঁয়াশ মৃত্তিকায়

উত্তরঃ (গ) ল্যাটেরাইট

 

১.১১ ম্যানগ্রোভ অরণ্য দেখ যায় –

(ক) মরুভূমি

(খ) মালভূমি

(গ) উপকূল

(ঘ) পার্বত্য অঞ্চলে

উত্তরঃ (গ) উপকূল

 

১.১২ রেটুন প্রথা প্রয়োগ করা হয় –

(ক) ধান চাষে

(খ) গম চাষে

(গ) ইক্ষু চাষে

(ঘ) মাছ চাষে

উত্তরঃ (গ) ইক্ষু চাষে

 

১.১৩ সব শিল্পের মেরুদন্ড বলা হয় –

(ক) লৌহ ইস্পাত শিল্পকে

(খ) কার্পাস বয়ন শিল্পকে

(গ) পাট শিল্পকে

(ঘ) চিনি শিল্পকে

উত্তরঃ (ক) লৌহ ইস্পাত শিল্পকে

 

১.১৪ হীরক চতুর্ভূজ পরিকল্পনাটি যে পরিবহণ ব্যবস্থার সঙ্গে যুক্ত সেটি হল –

(ক) সড়ক পথ

(খ) রেলপথ

(গ) জলপথ

(ঘ) বিমান পথ

উত্তরঃ (খ) রেলপথ

ABTA Test Paper 2021-22 Geography Page 380

ABTA Test Paper 2021-22 Geography Page 380

বিভাগ – ‘খ’

২। ২.১ নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে ‘শু’ এবং অশুদ্ধ হলে ‘অ’ লেখো (যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও) :

২.১.১ নদীর জলপ্রবাহ পরিমাপ করা হয় কিউসেক-এ।

উত্তরঃ ‘শু’

২.১.২ হিমরেখা সারা বছর ও সব স্থানে সমান উচ্চতায় অবস্থান করে।

উত্তরঃ ‘অ’

২.১.৩ থর মরুভূমি রাজস্থান দেখা যায়।

উত্তরঃ ‘শু’

২.১.৪ কুমায়ুন হিমালয়ের হিমবাহ সৃষ্ট হ্রদ ‘তাল’ নামে পরিচিত।

উতরঃ ‘শু’

২.১.৫ নর্মদা উপত্যকা গ্রস্থ উপত্যকার উদাহরণ।

উত্তরঃ ‘শু’

২.১.৬ শরৎকালে পশ্চিমবঙ্গে কালবৈশাখী দেখা যায়।

উত্তরঃ ‘অ’

২.১.৭ আর্দ্র সমুদ্র বায়ু ফসল চাষের পক্ষে উপযুক্ত।

উত্তরঃ ‘অ’

ABTA Test Paper 2021-22 Geography Page 380

 

২.২ উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো (যে কোনো ছয়টি) ঃ

২.২.১ বায়ুকার্যের প্রাধান্য সবচেয়ে বেশি দেখা যায় __________ অঞ্চলে।

উত্তরঃ মরু

২.২.২ তরবারির ন্যায় বালিয়াড়িকে __________ বলে।

উত্তরঃ সিফ বা অনুদৈর্ঘ্য বালিয়াড়ি

২.২.৩ __________ গাছে রেশম কীট প্রতিপালন করা হয়।

উত্তরঃ তুঁত

২.২.৪ ভারতে মৌসুমী বৃষ্টিপাতের সময় __________ ফসল চাষ করা হয়।

উত্তরঃ খারিফ

২.২.৫ ভারতের একক বৃহত্তম শিল্প হল __________ শিল্প।

উত্তরঃ কার্পাস বয়ন শিল্প

২.২.৬ অতিদ্রুত যান চলাচলের সড়কপথ __________ নামে পরিচিত।

উত্তরঃ হাইওয়ে

২.২.৭ ভারতের লিঙ্গ অনুপাত সবচেয়ে বেশী __________ রাজ্যে।

উত্তরঃ কেরালা

ABTA Test Paper 2021-22 Geography Page 380

 

২.৩ একটি বা দুটি শব্দে উত্তর দাও (যে কোনো ছয়টি) ঃ

২.৩.১ শুষ্ক অঞ্চলে গঠিত গিরিখাতকে কি বলে?

উত্তরঃ ক্যানিয়ন

২.৩.২ যোগ জলপ্রপাত কোন্‌ নদীতে আছে?

উত্তরঃ সরাবতী

২.৩.৩ ‘মরুস্থলী’ শব্দের অর্থ কী?

উত্তরঃ মৃতের স্তুপ

২.৩.৪ বৃষ্টির জল সংরক্ষণে ভারতের কোন রাজ্য প্রথম?

উত্তরঃ গোয়া

২.৩.৫ বৃষ্টির জল সংরক্ষণে ভারতের কোন্‌ রাজ্য  প্রথম?

উত্তরঃ তামিলনাড়ু

২.৩.৬ ভারতের উচ্চতম মালভূমির নাম কী?

উত্তরঃ লাদাখ

২.৩.৭ প্রধান কোন্‌ বায়ু প্রবাহ ভারতের জলবায়ুকে নিয়ন্ত্রণ করে?

উত্তরঃ মৌসুমী

২.৩.৮ ২০১১ খ্রিস্টাব্দের সেনসাস অনুযায়ী ভারতের জনঘনত্ব কত?

উত্তরঃ ৩৮২ জন/বর্গকিমি

ABTA Test Paper 2021-22 Geography Page 380

 

২.৪ বামদিকের সাথে ডানদিকেরগুলি মিলিয়ে লেখো :

বামদিক

ডানদিক

২.৪.১ করমুক্ত বন্দর

২.৪.২ বৈদ্যুতিক ডাক ব্যবস্থা

২.৪.৩ আমেদাবাদ

২.৪.৪ ভারতের রূঢ়

(১) দুর্গাপুর

(২) ভারতের ম্যাঞ্চেস্টার

(৩) কান্ডালা

(৪) ই-মেল

উত্তরঃ

বামদিক

ডানদিক

২.৪.১ করমুক্ত বন্দর

২.৪.২ বৈদ্যুতিক ডাক ব্যবস্থা

২.৪.৩ আমেদাবাদ

২.৪.৪ ভারতের রূঢ়

(৩) কান্ডালা

(৪) ই-মেল

(২) ভারতের ম্যাঞ্চেস্টার

(১) দুর্গাপুর

ABTA Test Paper 2021-22 Geography Page 380

Thank You

ABTA Test Paper 2021-22 Geography Page 380

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!