ABTA Test Paper 2021-22 Geography Page 449
ABTA Test Paper 2021-22 Geography Page 449
বিভাগ – ‘ক’
১। বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো :
১.১ অবরোহণ প্রক্রিয়ায় গঠিত একটি ভূমিরূপ হল –
(ক) ক্যানিয়ন
(খ) পললব্যজনী
(গ) প্লাবন ভূমি
(ঘ) ব-দ্বীপ
উত্তরঃ (ক) ক্যানিয়ন
১.২ নদী, হিমবাহ ও বায়ু কর্তৃক ক্ষয় প্রক্রিয়াগুলির অন্যতম হল –
(ক) উৎপাদন ক্ষয়
(খ) অপবাহণ ক্ষয়
(গ) অবঘর্ষ ক্ষয়
(ঘ) দ্রবণ ক্ষয়
উত্তরঃ (গ) অবঘর্ষ ক্ষয়
১.৩ Basket of egg topography দেখা যায় যে ভূমিড়ুপ অঞ্চলে –
(ক) সার্ক
(খ) ড্রামলিন
(গ) ফিয়র্ড
(ঘ) এসকার
উত্তরঃ (খ) ড্রামলিন
১.৪ মিশরের কাতারা হল একটি –
(ক) লোয়েশ ভূমি
(খ) গৌর
(গ) বার্খান
(ঘ) অপবাহনে সৃষ্ট হ্রদ
উত্তরঃ (ঘ) অপবাহনে সৃষ্ট হ্রদ
১.৫ একটি নীতিশীতোষ্ণ মরুভূমির উদাহরণ –
(ক) গোবি
(খ) সাহারা
(গ) থর
(ঘ) কালাহারি
উত্তরঃ (ক) গোবি
১.৬ ভারতের প্রমাণ দ্রাঘিমা –
(ক) 82⁰30′ পূর্ব
(খ) 84⁰30′ পূর্ব
(গ) 86⁰30′ পূর্ব
(ঘ) 88⁰30′ পূর্ব
উত্তরঃ (ক) 82⁰30′ পূর্ব
১.৭ গোদাবরী ও কৃষ্ণা নদীর বদ্বীপের মধ্যবর্তী ভূখন্ডে অবস্থিত –
(ক) চিল্কা হ্রদ
(খ) কোলেরু হ্রদ
(গ) পুলিকট হ্রদ
(ঘ) লোকটাক হ্রদ
উত্তরঃ (খ) কোলেরু হ্রদ
১.৮ নদী থেকে দূরবর্তী প্রাচীন পলিমাটিকে উত্তর ভারতে বলে –
(ক) ভাঙ্গার
(খ) খাদার
(গ) ভাবর
(ঘ) ভূর
উত্তরঃ (ক) ভাঙ্গার
১.৯ ভারতের শীতলতম অঞ্চল্টি হল –
(ক) জয়সলমীর
(খ) লে
(গ) নাথুলা
(ঘ) দ্রাস
উত্তরঃ (ঘ) দ্রাস
১.১০ পশ্চিমঘাট পর্বতের উচ্চতম শৃঙ্গটির নাম –
(ক) কলসুবাই
(খ) ভাভুলমালা
(গ) জিন্দাগাড়া
(ঘ) আনাইমুদি
উত্তরঃ (খ) ভাভুলমালা
১.১১ ভারতে লৌহ ইস্পাত ও সংকর ইস্পাত কারখানা উভয়ই রয়েছে –
(ক) জামশেদপুরে
(খ) ভিলাইতে
(গ) রৌরকেল্লাই
(ঘ) দুর্গাপুরে
উত্তরঃ (ঘ) দুর্গাপুরে
১.১২ ভারতে পৌরবসতির ন্যূনতম জনসংখ্যা –
(ক) ৪০০০ জন
(খ) ৪৫০০ জন
(গ) ৫০০০ জন
(ঘ) ৬০০০ জন
উত্তরঃ (গ) ৫০০০ জন
১.১৩ ভারতের রাজ্যগুলির মধ্যে সর্বনিম্ন জনঘনত্ব রয়েছে –
(ক) সিকিমে
(খ) মিজোরামে
(গ) অরুণাচল প্রদেশে
(ঘ) রাজস্থানে
উত্তরঃ (গ) অরুণাচল প্রদেশে
১.১৪ ভারতের প্রবেশদ্বার নামে অভিহিত বন্দরটি হল –
(ক) কলকাতা বন্দর
(খ) মুম্বাই বন্দর
(গ) বিশাখাপত্তনম বন্দর
(ঘ) মার্মাগাঁও বন্দর
উত্তরঃ (খ) মুম্বাই বন্দর
ABTA Test Paper 2021-22 Geography Page 449
বিভাগ – ‘খ’
২। ২.১ নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে ‘শু’ এবং অশুদ্ধ হলে ‘অ’ লেখো (যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও) :
২.১.১ হিমদ্রোণীর আকৃতি ইংরাজী ‘V’ আক্ষরের মতো।
উত্তরঃ ‘অ’
২.১.২ ভূমিরূপ পরিবর্তনকারী শক্তি হিসাবে বায়ুর ভূমিকা সর্বাধিক গুরুত্বপূর্ণ।
উত্তরঃ ‘অ’
২.১.৩ ভারতের রাজ্যগুলির মধ্যে রাজস্থান বৃহত্তম।
উত্তরঃ ‘শু’
২.১.৪ ব্যাসল্ট শিলা থেকে লোহিত মৃত্তিকার সৃষ্টি হয়েছে।
উত্তরঃ ‘অ’
২.১.৫ বিন্ধ্য একটি স্তুপ পর্বত।
উত্তরঃ ‘শু’
২.১.৬ আউটসোর্সিং বিষয়টি তথ্য প্রযুক্তি শিপ্লের সঙ্গে জড়িত।
উত্তরঃ ‘শু’
২.১.৭ কলকাতার মেট্রো রেলপথ ভারতে দীর্ঘতম।
উত্তরঃ ‘অ’
ABTA Test Paper 2021-22 Geography Page 449
২.২ উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো (যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও) ঃ
২.২.১ __________ নদীর বদ্বীপের আকৃতি পাখির পায়ের মতো।
উত্তরঃ মিসিসিপি-মিসৌরি
২.২.২ ভারতের দীর্ঘতম হিমবাহ সিয়াচেন __________ পর্বতে অবস্থিত।
উত্তরঃ কারাকোরাম
২.২.৩ ধুঁইয়াধর জলপ্রপাত __________ নদীতে সৃষ্টি হয়েছে।
উত্তরঃ নর্মদা
২.২.৪ রাজস্থান সমভূমির পশ্চিমের শুষ্ক, রুক্ষ, উদ্ভিদহীন অঞ্চলকে বলে __________।
উত্তরঃ মরুস্থলি
২.২.৫ ভারতে সর্বাধিক __________ শ্রেণির কফির চাষ হয়।
উত্তরঃ রোবাস্টা
২.২.৬ ভারতে সর্বনিম্ন সাক্ষরতা দেখা যায় __________ রাজ্যে।
উত্তরঃ বিহার
২.২.৭ __________ কে ‘উত্তর ভারতের ম্যাঞ্চেস্টার’ বলে।
উত্তরঃ কানপুরকে
ABTA Test Paper 2021-22 Geography Page 449
২.৩ একটি বা দুটি শব্দে উত্তর দাও (যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও) ঃ
২.৩.১ মহাদেশীয় হিমবাহ অঞ্চলে বরফমুক্ত পর্বতশীর্ষকে কী বলে?
উত্তরঃ নুনাটাকস
২.৩.২ পৃথিবীর উচ্চতম জলপ্রপাত কোন্টি?
উত্তরঃ সাল্টো এজ্ঞেল
২.৩.৩ গ্রীষ্মে উত্তর-পশ্চিম ভারতে সৃষ্টি ধূলিঝড় কী নামে পরিচিত?
উত্তরঃ আঁধি
২.৩.৪ অন্ধ্রপ্রদেশ রাজ্যটি ভেঙে নতুন কোন রাজ্যের সৃষ্টি হয়েছে?
উতরঃ তেলেঙ্গনা
২.৩.৫ ভারতে হিমালয় পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ কোন্টি?
উত্তরঃ কাঞ্চনজঙ্ঘা
২.৩.৬ ভারতের একটি গুরুত্বপূর্ণ রবি ফসলের নাম করো।
উতরঃ গম
২.৩.৭ পশ্চিমবঙ্গের কোথায় রেলইঞ্জিন নির্মিত হয়?
উত্তরঃ চিত্তরঞ্জন
২.৩.৮ ভারতের কোন্ পরিবহণ ব্যবস্থাকে ‘ভারতের জীবনরেখা’ বলা হয়।
উত্তরঃ রেলপথকে
ABTA Test Paper 2021-22 Geography Page 449
২.৪ বামদিকের সাথে ডানদিকেরগুলি মিলিয়ে লেখো ঃ
বামদিক |
ডানদিক |
২.৪.১ Mushroom rocks ২.৪.২ ব্যবচ্ছিন্ন মালভূমি ২.৪.৩ মৌসুমী বিস্ফোরণ ২.৪.৪ পূর্ব-পশ্চিম করিডর |
(১) মালনাদ অঞ্চল (২) গৌর (৩) পোরবন্দন (৪) মালাবার উপকূল |
উত্তরঃ
বামদিক |
ডানদিক |
২.৪.১ Mushroom rocks ২.৪.২ ব্যবচ্ছিন্ন মালভূমি ২.৪.৩ মৌসুমী বিস্ফোরণ ২.৪.৪ পূর্ব-পশ্চিম করিডর |
(২) গৌর (১) মালনাদ অঞ্চল (৪) মালাবার উপকূল (৩) পোরবন্দর |