ABTA Test Paper 2021-22 Geography Page 470
ABTA Test Paper 2021-22 Geography Page 470
বিভাগ – ‘ক’
১। বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো :
১.১ পর্যায়ন বা গ্রেড শব্দটি প্রথম ব্যবহার করেন –
(ক) এল সি কিং
(খ) গিলবার্ট
(গ) ওয়েবার
(ঘ) ডেভিস
উত্তরঃ (খ) গিলবার্ট
১.২ মধ্য ও নিম্নগতিতে নদীর আঁকাবাঁকা গতিপথকে –
(ক) প্লাবন ভূমি
(খ) জলপ্রপাত
(গ) মিয়েন্ডার
(ঘ) মন্থকূপ
উত্তরঃ (গ) মিয়েন্ডার
১.৩ বদ্রীনাথের কাছে ঋষিগঙ্গা একটি –
(ক) নদী উপত্যকা
(খ) পার্বত্য উপত্যকা
(গ) কর্তিত শৈলশিরা
(ঘ) ঝুলন্ত উপত্যকা
উত্তরঃ (ঘ) ঝুলন্ত উপত্যকা
১.৪ মরু অঞ্চলে প্রায় গোলাকার ক্ষয়ীভূত পাহাড় বা টিলাকে বলে –
(ক) ইনসেলবার্জ
(গ) গৌর
(গ) ড্রামলিন
(ঘ) বার্খান
উত্তরঃ (ক) ইনসেলবার্জ
১.৫ মরু অঞ্চলে বাজাদা সৃষ্টি হয় –
(ক) হিমবাহের দ্বারা
(খ) মনুদ্র ক্ষয়ের দ্বারা
(গ) বায়ু ও জলধারার দ্বারা
(ঘ) ভৌমজলের দ্বারা
উত্তরঃ (গ) বায়ু ও জলধারার দ্বারা
১.৬ হিমালয় একটি –
(ক) নবীন ভঙ্গিল পর্বত
(খ) স্তুপ পর্বত
(গ) ক্ষয়জাত পর্বত
(ঘ) প্রাচীন ভঙ্গিল পর্বত
উত্তরঃ (ক) নবীন ভঙ্গিল পর্বত
১.৭ পাঞ্জাবের মালভূমির নদী মধ্যবর্তী ভূমিকে বলে –
(ক) ভাবর
(খ) দোয়াব
(গ) ভুর
(ঘ) তাল
উত্তরঃ (খ) দোয়াব
১.৮ নর্মদা নদী উপত্যকা হল –
(ক) হিমবাহ উপত্যকা
(খ) গ্রস্থ উপত্যকা
(গ) পার্বত্য উপত্যকা
(ঘ) ঝুলন্ত উপত্যকা
উত্তরঃ (খ) গ্রস্থ উপত্যকা
১.৯ মরু মৃত্তিকা কী প্রকৃতির হয় –
(ক) অম্ল ধর্মী
(খ) ক্ষার ধর্মী
(গ) লবণাক্ত
(ঘ) ঘোনোটিই নয়
উত্তরঃ (গ) লবণাক্ত
১.১০ সবুজ বিপ্লবের ফলে ভারতের কি চাষে প্রভূত উন্নতি হয় –
(ক) গম
(খ) ধান
(গ) কার্পাস
(ঘ) পাট
উত্তরঃ (ক) গম
১.১১ ক্রান্তীয় পূর্বালী জেট সৃষ্টি হয় –
(ক) গ্রীষ্মকাল
(খ) বর্ষাকাল
(গ) শরৎকাল
(ঘ) বসন্তকালে
উত্তরঃ (ক) গ্রীষ্মকাল
১.১২ সংযোজনভিত্তিক শিল্প বলা হয় –
(ক) লৌহ-ইস্পাত
(খ) চা
(গ) মোটরগাড়ি
(ঘ) কার্পাস বয়ন শিল্প
উত্তরঃ (গ) মোটরগাড়ি
১.১৩ সাক্ষরতার হার সর্বাধিক –
(ক) বিহার
(খ) কেরল
(গ) অন্ধ্রপ্রদেশ
(ঘ) তেলেঙ্গানাতে
উত্তরঃ (খ) কেরল
১.১৪ ভারতে পাতাল রেল চালু হয় ১৯৮৪ খ্রিস্টাব্দে –
(ক) কলকাতায়
(খ) দিল্লি
(গ) মুম্বাই
(ঘ) আমেদাবাদ
উত্তরঃ (ক) কলকাতায়
ABTA Test Paper 2021-22 Geography Page 470
বিভাগ – ‘খ’
২। ২.১ নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে ‘শু’ এবং অশুদ্ধ হলে ‘অ’ লেখো (যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও) :
২.১.১ আলাস্কার মালাসাপিনা একটি পাদদেশীয় হিমবাহের উদাহরণ।
উত্তরঃ ‘শু’
২.১.২ বালিকাপূর্ণ মরুভূমিকে সাহারায় আর্গ বলে।
উত্তরঃ ‘শু’
২.১.৩ গাঙ্গেয় সমভূমিতে ল্যাটেরাইট মৃত্তিকা দেখা যায়।
উত্তরঃ ‘অ’
২.১.৪ ক্যাকটাস, ফনীমনসা, বাবলা, খেজুর প্রভৃতি উদ্ভিদকে জঙ্গল উদ্ভিদ বা জেরোফাইট বলে।
উত্তরঃ ‘শু’
২.১.৫ চুন ও লবণমিশ্রিত দোঁয়াশ মাটি কফি উৎপাদনের পক্ষে উপযুক্ত।
উত্তরঃ ‘অ’
২.১.৬ মুম্বাইকে ভারতের ম্যাঞ্চেস্টার বলা হয়।
উত্তরঃ ‘অ’
২.১.৭ অরুণাচল প্রদেশে জনঘনত্ব সবচেয়ে কম।
উত্তরঃ ‘শু’
ABTA Test Paper 2021-22 Geography Page 470
২.২ উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো (যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও) ঃ
২.২.১ বায়ুর কার্য প্রাধান্য লাভ করে __________ অঞ্চলে।
উত্তরঃ মরু অঞ্চলে
২.২.২ তুষারমুক্ত পর্বতের শিখরদেশকে বলে ____________।
উত্তরঃ নুনাটাকস
২.২.৩ __________ চ্যানেল দ্বারা আন্দামান ও নিকোবরকে পৃথক করা যায়।
উত্তরঃ ১০ ডিগ্রী
২.২.৪ __________ কে ভারতের ডেট্রয়েট বলা হয়।
উত্তরঃ চেন্নাইকে
২.২.৫ ভারতের প্রাচীনতম ভঙ্গিল পর্বত হল __________।
উত্তরঃ আরাবল্লী
২.২.৬ লিঙ্গ অনুপাত __________ রাজ্যে সবচেয়ে কম।
উত্তরঃ হরিয়ানা
২.২.৭ পরিবেশ রক্ষার __________ শতাংশ অরণ্য থাকা প্রয়োজন।
উত্তরঃ কোন্ অঞ্চলে ১/৩ ভাগ বা ৩৩ শতাংশ
ABTA Test Paper 2021-22 Geography Page 470
২.৩ একটি বা দুটি শব্দে উত্তর দাও (যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও) ঃ
২.৩.১ ভারতের নিউমূরচরকে বাংলাদেশে কী নামে পরিচিত?
উত্তরঃ নিজস্ব অর্থনৈতিক অঞ্চল
২.৩.২ ফিয়োর্ডের দেশ কাকে বলে?
উত্তরঃ নরওয়েকে
২.৩.৩ বৃষ্টির জল সংরক্ষণে আগ্রণী কোন্ রাজ্যে?
উত্তরঃ তামিলনাড়ু
২.৩.৪ কার্পাস চাষ কোন মৃত্তিকায় সর্বোৎকৃষ্ট হয়?
উত্তরঃ রেগুর বা কৃষ্ণ
২.৩.৫ ধান উৎপাদনে কোন্ রাজ্য প্রথম স্থান অধিকার করে?
উত্তরঃ পশ্চিমবঙ্গ
২.৩.৬ ছত্তিশগড়ে ভিলাই ইস্পাত শিল্প কোন্ দেশের সহযোগিতায় গড়ে ওঠে?
উত্তরঃ পূর্বতন সোভিয়েত ইউনিয়নের
২.৩.৭ মুম্বাই নাসিকের মধ্যে গিরিপথটির নাম কী?
উত্তরঃ থলঘাট
ABTA Test Paper 2021-22 Geography Page 470
২.৪ বামদিকের সাথে ডানদিকেরগুলি মিলিয়ে লেখো ঃ
বামদিক |
ডানদিক |
২.৪.১ মাজুলি ২.৪.২ কারেওয়া ২.৪.৩ ম্যানগ্রোভ অরণ্য ২.৪.৪ ম্যাকমোহন লাইন |
(১) জরায়ুজ অঙ্গুরোদগম (২) ভারত-চীন সীমান্ত (৩) ভারতের বৃহত্তম নদীদ্বীপ (৪) জাফরান চাষ |
উত্তরঃ
বামদিক |
ডানদিক |
২.৪.১ মাজুলি ২.৪.২ কারেওয়া ২.৪.৩ ম্যানগ্রোভ অরণ্য ২.৪.৪ ম্যাকমোহন লাইন |
(৩) ভারতের বৃহত্তম নদীদ্বীপ (৪) জাফরান চাষ (১) জরায়ুজ অঙ্গুরোদগম (২) ভারত-চীন সীমান্ত |