ABTA Test Paper 2021-22 History Page 512
ABTA Test Paper 2021-22 History Page 512
বিভাগ – ‘ক’
১। সঠিক উত্তরটি নির্বাচন করো :
১.১ ভারতে ফুটবল খেলা প্রবর্তন করেন –
(ক) ইংরেজরা
(খ) ওলন্দাজরা
(গ) ফরাসিরা
(ঘ) পতির্গীজরা
উত্তরঃ (ক) ইংরেজরা
১.২ ‘খেলা যখন ইতিহাস’ গ্রন্থটি রচনা করেন –
(ক) কৌশিক বন্দ্যোপাধ্যায়
(খ) বোরিয়া মজুমদার
(গ) রূপক সাহা
(ঘ) গৌতম ভট্টাচার্য
উত্তরঃ (ক) কৌশিক বন্দ্যোপাধ্যায়
১.৩ সাবলর্টান স্টাডিজের প্রবর্তন –
(ক) মার্ক ব্লখ
(খ) রণজিৎ গুহ
(গ) তপন রায়চৌধুরী
(ঘ) রমেশচন্দ্র মজুমদার
উত্তরঃ (খ) রণজিৎ গুহ
১.৪ ভারতের প্রথম চলচ্চিত্র হল –
(ক) জামাই ষষ্ঠী
(খ) বিল্বমঙ্গল
(গ) বালিকা বধূ
(ঘ) রাজা হরিশচন্দ্র
উত্তরঃ (ঘ) রাজা হরিশচন্দ্র
১.৫ ‘ব্রাহ্মসভা’ প্রতিষ্ঠা করেন –
(ক) দেবেন্দ্রনাথ ঠাকুর
(খ) রাজা রামমোহন রায়
(গ) কেশবচন্দ্র সেন
(ঘ) দ্বারকানাথ বিদ্যাভূষণ
উত্তরঃ (খ) রাজা রামমোহন রায়
১.৬ পটলডাঙা অ্যাকাডেমির বর্তমান নাম হল –
(ক) হেয়ার স্কুল
(খ) বেথুন স্কুল
(গ) কলেজিয়েট স্কুল
(ঘ) হিন্দু স্কুল
উত্তরঃ (ক) হেয়ার স্কুল
১.৭ মেকলের মিনিট কবে পাশ করা হয় –
(ক) ১৮১৩ খ্রিস্টাব্দে
(খ) ১৮২৩ খ্রিস্টাব্দে
(গ) ১৮৩৫ খ্রিস্টাব্দে
(ঘ) ১৮৩৫ খ্রিস্টাব্দে
উত্তরঃ (গ) ১৮৩৫ খ্রিস্টাব্দে
১.৮ কলকাতা মেডিকেল কলেজ প্রথম শব ব্যবচ্ছেদ করেন –
(ক) নবীনচন্দ্র মিত্র
(খ) দ্বারকানাথ বিদ্যাভূঢণ
(গ) উমাচরণ ধর
(ঘ) মধুসূদন গুপ্ত
উত্তরঃ (ঘ) মধুসূদন গুপ্ত
১.৯ ‘বাংলার নানাসাহেব’ নামে পরিচিত ছিলেন –
(ক) হরিশচন্দ্র মিখোপাধ্যায়
(খ) কুমুদরঞ্জন মল্লিক
(গ) দেবেন্দ্রনাথ ঠাকুর
(ঘ) রামরতন মল্লিক
উত্তরঃ (ঘ) রামরতন মল্লিক
১.১০ ভারতে প্রথম ওয়াহাবি আন্দোলনের প্রসার ঘটান –
(ক) সৈয়দ আহমেদ
(খ) আবদুল ওয়াহাব
(গ) তিতুমির
(ঘ) মৈনুদ্দিন
উত্তরঃ (ক) সৈয়দ আহমেদ
ABTA Test Paper 2021-22 History Page 512
১.১১ উপনিবেশিক শোষণের বিরুদ্ধে ভারতে সংঘটিত প্রথম কৃষক বিদ্রোহ হল –
(ক) রংপুর বিদ্রোহ
(খ) সন্ন্যাসী বিদ্রোহ
(গ) নীল বিদ্রোহ
(ঘ) পাবনা বিদ্রোহ
উত্তরঃ (খ) সন্ন্যাসী বিদ্রোহ
১.১২ ‘ফরাজি’ কথার অর্থ হল –
(ক) আল্লাহর কাছে নিজেকে নিবেদন
(খ) নবজাগরণ
(গ) আল্লাহ কর্তৃক নির্দেশিত বাধ্যতামূলক কর্তব্য
(ঘ) মহম্মদ নির্দেশিতিপথ
উত্তরঃ (গ) আল্লাহ কর্তৃক নির্দেশিত বাধ্যতামূলক কর্তব্য
১.১৩ ‘ভারত সভার’ প্রথম সভাপতি ছিলেন –
(ক) রাজনারায়ণ বসু
(খ) শিবনাথ শাস্ত্রী
(গ) কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়
(ঘ) মনমোহন ঘোষ
উত্তরঃ (গ) কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়
১.১৪ ‘দেশীয় সংবাদপত্র আইন’ ও অস্ত্র আইন চালু হয় –
(ক) ১৮৭৬ খ্রিস্টাব্দে
(খ) ১৮৭৮ খ্রিস্টাব্দে
(গ) ১৮৮৫ খ্রিস্টাব্দে
(ঘ) ১৮৭ খ্রিস্টাব্দে
উত্তরঃ (খ) ১৮৭৮ খ্রিস্টাব্দে
১.১৫ সিপাহি বিদ্রোহের প্রথম শহিদ ছিলেন –
(ক) নানাসাহেব
(খ) তাঁতিয়া তোপি
(গ) রানী লক্ষ্মীবাঈ
(ঘ) মঙ্গল পান্ডে
উত্তরঃ (ঘ) মঙ্গল পান্ডে
১.১৬ ভারতের প্রথম উল্লেখযোগ্য রাজনৈতিক সংগঠন ছিল –
(ক) ভারত সভা
(খ) বিন্দুমেলা
(গ) মহাজন সভা
(ঘ) জমিদার সভা
উত্তরঃ (ক) ভারত সভা
১.১৭ বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন –
(ক) জগদীশচন্দ্র বসু
(খ) মেঘনাদ সাহা
(গ) চন্দ্রমুখী বসু
(ঘ) প্রফুল্লচন্দ্র রায়
উত্তরঃ (ক) জগদীশচন্দ্র বসু
১.১৮ ‘রমন এফেক্ট’ আবিষ্কারের জন্য নোবেল পুরষ্কার পান –
(ক) মেঘনাদ সাহা
(খ) আচার্য প্রফুল্লচন্দ্র রায়
(গ) সি ভি রমন
(ঘ) সত্যেন্দ্রনাথ বসু
উত্তরঃ (গ) সি ভি রমন
ABTA Test Paper 2021-22 History Page 512
১.১৯ ‘ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অব সায়েন্স’ -এর প্রথম অধিকর্তা ছিলেন –
(ক) ডঃ মহেন্দ্রলাল সরকার
(খ) ডঃ নীলরতন সরকার
(গ) ইউজিন লাঁফো
(ঘ) প্যারিমোহন মুখোপাধ্যায়
উত্তরঃ (ক) ডঃ মহেন্দ্রলাল সরকার
১.২০ ‘সন্দেশ’ পত্রিকার সম্পাদক ছিলেন –
(ক) গঙ্গাকিশোর ভট্টাচার্য
(খ) লীলা মজুমদার
(গ) উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
(ঘ) সত্যজিৎ রায়
উত্তরঃ (গ) উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
ABTA Test Paper 2021-22 History Page 512
বিভাগ – ‘খ’
২। যে কোনো ষোলটি প্রশ্নের উত্তর দাও (প্রতিটি উপবিভাগ থেকে অন্ততঃ ১টি করে প্রশ্নের উত্তর দাও) :
উপবিভাগ : ২.১
একটি বাক্যে উত্তর দাও :
২.১.১ সরকারি নথিপত্র সংরক্ষণ করা হয়।
উত্তরঃ জাতীয় মহাফেজখানায়
২.১.২ কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন?
উত্তরঃ জেমস উইলিয়াম কোলভিল
২.১.৩ ‘ধরতি আবা’ নামে কে পরিচিত ছিলেন?
উত্তরঃ বিরসা মুন্ডা
২.১.৪ বাংলার প্রথম সংবাদপত্র কোন্টি?
উত্তরঃ দিকদর্শন
ABTA Test Paper 2021-22 History Page 512
উপবিভাগ : ২.২
ঠিক বা ভূল নির্ণয় করো :
২.২.১ বঙ্গদর্শন পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন রাজা রামমোহন রায়।
উত্তরঃ ভুল
২.২.২ কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন ওয়ারেন হেস্টিংস।
উত্তরঃ ঠিক
২.২.৩ ‘হুল’ কথার অর্থ হল হিদ্রোহ।
উত্তরঃ ঠিক
২.২.৪ বাংলায় লাইনো টাইপ প্রবর্তন করেন উপেন্দ্রকিশোর রায়চৌধুরী।
উত্তরঃ ভুল
ABTA Test Paper 2021-22 History Page 512
উপবিভাগ : ২.৩
‘ক’ স্তম্ভের সঙ্গে ‘খ’ স্তম্ভ মেলাও :
‘ক’ স্তম্ভ | ‘খ’ স্তম্ভ |
২.৩.১ ডিরোজিও | (১) হিন্দুমেলা |
২.৩.২ সুই মুন্ডা | (২) প্রথম বাংলা অক্ষর টাইপ |
২.৩.৩ নবগোপাল মিত্র | (৩) নব্যবঙ্গ আন্দোলন |
২.৩.৪ চার্লস উইলকিনস | (৪) কোল বিদ্রোহ |
উত্তরঃ
‘ক’ স্তম্ভ | ‘খ’ স্তম্ভ |
২.৩.১ ডিরোজিও | (৩) নব্যবঙ্গ আন্দোলন |
২.৩.২ সুই মুন্ডা | (৪) কোল বিদ্রোহ |
২.৩.৩ নবগোপাল মিত্র | (১) হিন্দুমেলা |
২.৩.৪ চার্লস উইলকিনস | (২) প্রথম বাংলা অক্ষর টাইপ |
ABTA Test Paper 2021-22 History Page 512
উপবিভাগ : ২.৪
প্রদত্ত ভারতবর্ষের রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত ও নামাঙ্কিত করো :
২.৪.১ সাঁওতাল বিদ্রোহের এলাকা
২.৪.২ মহাবিদ্রোহের অন্যতম কেন্দ্র – কানপুর
২.৪.৩ নীল বিদ্রোহের একটি কেন্দ্র
২.৪.৪ চুঁচুড়া – চার্লস উইলকিসের ছাপাখানার অবস্থান
ABTA Test Paper 2021-22 History Page 512
উপবিভাগ : ২.৫
নিম্নলিখিত বিবৃতিগুলির সঠিক ব্যাখ্যা নির্বাচন করো :
২.৫.১ বিবৃতি : উনিশ শতকে বাংলার নবজাগরণের ব্যাপ্তি ছিল খুবই সীমিত।
ব্যাখ্যা ১ ঃ কারণ শুধুমাত্র গ্রামবাংলায় নবজাগরণ হয়েছিল।
ব্যাখ্যা ২ ঃ কারণ এই নবজাগরণ সীমিত ছিল শুধুমাত্র সাহিত্যের ক্ষেত্রে।
ব্যাখ্যা ৩ ঃ কারণ এই নবজাগরণ শুধুমাত্র পাশ্চাত্য শিক্ষার শিক্ষিত প্রগতিশীল সমাজের মধ্যে সীমিত ছিল।
উত্তরঃ ব্যাখ্যা ৩ ঃ কারণ এই নবজাগরণ শুধুমাত্র পাশ্চাত্য শিক্ষার শিক্ষিত প্রগতিশীল সমাজের মধ্যে সীমিত ছিল।
২.৫.২ বিবৃতি : সরলাদেবী চৌধুরানী ‘লক্ষ্মীর ভান্ডার’ প্রতিষ্ঠা করেছিলেন।
ব্যাখ্যা ১ ঃ বিদেশী পণ্য বিক্রির জন্য।
ব্যাখ্যা ২ ঃ আন্দোলনকারী মহিলাদের সাহায্যের জন্য।
ব্যাখ্যা ৩ ঃ স্বদেশী পন্য বিক্রির জন্য।
উত্তরঃ ব্যাখ্যা ৩ ঃ স্বদেশী পন্য বিক্রির জন্য।
২.৫.৩ বিবৃতি : ব্রিটিশ সরকার ‘আনন্দমঠ’ উপন্যাসটি নিষিদ্ধ করেন।
ব্যাখ্যা ১ ঃ ‘আনন্দমঠ’ উপন্যাসে ‘বন্দেমাতরম’ সঙ্গীতটি আছে।
ব্যাখ্যা ২ ঃ ‘আনন্দমঠ’ উপন্যাসটি শিক্ষিতদের স্বদেশপ্রেমে উদ্বুদ্ধ করে।
ব্যাখ্যা ৩ ঃ ‘আনন্দমঠ’ উপন্যাসটি সাম্প্রদায়িকতার প্রসার ঘটায়।
উত্তরঃ ব্যাখ্যা ২ ঃ ‘আনন্দমঠ’ উপন্যাসটি শিক্ষিতদের স্বদেশপ্রেমে উদ্বুদ্ধ করে।
২.৫.৪ বিবৃতি : তিতুমিরের আন্দোলনকে কেউ কেউ ধর্মীয় আন্দোলন বলে মনে করে।
ব্যাখ্যা ১ ঃ তিতুমির হিন্দুদের আন্দোলনে অংশ দিতে চাননি।
ব্যাখ্যা ২ ঃ তিতুমির শুধু মুসলিমদের নিয়ে আন্দোলন চালান।
ব্যাখ্যা ৩ ঃ তিতুমিরের আন্দোলনে ইসলামের নীতি-আদর্শের প্রধান্য ছিল।
উত্তরঃ ব্যাখ্যা ৩ ঃ তিতুমিরের আন্দোলনে ইসলামের নীতি-আদর্শের প্রধান্য ছিল।