ABTA Test Paper 2021-22 History Page 535
ABTA Test Paper 2021-22 History Page 535
বিভাগ – ‘ক’
১। সঠিক উত্তরটি নির্বাচন করো :
১.১ ‘ইতিহাস’ শব্দের উদ্ভব হয়েছে কোন শব্দ থেকে?
(ক) প্রাগৈতিহাসিক
(খ) হিস্টোরিয়া
(গ) সিস্টোরিয়া
(ঘ) ঐতিহাসিক
উত্তরঃ (খ) হিস্টোরিয়া
১.২ Twenty-two Yards to Freedom’ – নামক গবেষণামূলক ক্রিকেট-বিষয়ক গ্রন্থের লেখক হলেন –
(ক) জি কুলকার্নি
(খ) বোরিয়া মজুমদার
(গ) রামচন্দ্র গুহ
(ঘ) এ রবার্টস
উত্তরঃ (খ) বোরিয়া মজুমদার
১.৩ ‘নদীয়া কাহিনি’ গ্রন্থের লেখক হলেন –
(ক) ধনঞ্জয় রায়
(খ) কুমুদনাথ মল্লিক
(গ) মোহিতরঞ্জন রায়
(ঘ) শিবনাথ জোয়ারদার
উত্তরঃ (খ) কুমুদনাথ মল্লিক
১.৪ অক্টারলোনি মনুমেন্ট-টি কী নামে পরিচিত?
(ক) ফোর্ট উইলিয়াম মিনার
(খ) শহিদ মিনার
(গ) পার্থিব মিনার
(ঘ) দিল্লি মিনার
উত্তরঃ (খ) শহিদ মিনার
১.৫ হাজি মহম্মদ মহাসিনের উদ্যোগে গড়ে উঠে –
(ক) হুগলির মঠ
(খ) হুগলির ইমামবাড়া
(গ) হুগলির হাসপাতাল
(ঘ) হুগলির মসজিদ
উত্তরঃ (খ) হুগলির ইমামবাড়া
১.৬ ‘অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশনের’ প্রতিষ্ঠাতা ছিলেন –
(ক) রামতনু লাহিড়ী
(খ) ডিরোজিও
(গ) ডেভিড হেয়ার
(ঘ) ইয়ংবেঙ্গলগোষ্ঠী
উত্তরঃ (ঘ) ইয়ংবেঙ্গলগোষ্ঠী
১.৭ ‘ক্যালকাটা স্কুল বুক সোসাইটি’ প্রতিষ্ঠা করেন –
(ক) ডেভিড হেয়ার
(খ) কেশবচন্দ্র সেন
(গ) আলেকজান্ডার ডাফ
(ঘ) রামমোহন রায়
উত্তরঃ (ক) ডেভিড হেয়ার
১.৮ সাধারণ ব্রাহ্মসমাজের প্রথম আচার্য ছিলেন –
(ক) দেবেন্দ্রনাথ ঠাকুর
(খ) বিজয়কৃষ্ণ গোস্বামী
(গ) কেশবচন্দ্র সেন
(ঘ) দ্বারকানাথ গঙ্গোপাধ্যায়
উত্তরঃ (গ) কেশবচন্দ্র সেন
ABTA Test Paper 2021-22 History Page 535
১.৯ ‘বাংলার নানাসাহেব’ বলা হত –
(ক) রামরতন মল্লিক
(খ) তিতুমিরকে
(গ) বীরসা মুন্ডা
(ঘ) দুদুমিঞাকে
উত্তরঃ (ক) রামরতন মল্লিক
১.১০ ‘দার-উল-হার্ব’ কথার অর্থ হল –
(ক) শান্তির দেশ
(খ) শত্রুর দেশ
(গ) ইসলামের দেশ
(ঘ) মহাজনের এলাকা
উত্তরঃ (খ) শত্রুর দেশ
১.১১ মহারানীর ঘোষণাপত্র প্রকাশিত হয় –
(ক) ১ ডিসেম্বর, ১৮৫৬
(খ) ১ নভেম্বর, ১৮৫৮
(গ) ১ নভেম্বর, ১৮৫৬
(ঘ) ১ ডিসেম্বর, ১৮৫৮
উত্তরঃ (খ) ১ নভেম্বর, ১৮৫৮
ABTA Test Paper 2021-22 History Page 535
১.১২ ‘ফরাজি’ কথার অর্থ হল –
(ক) নবজাগরণ
(খ) আল্লাহ কর্তৃক নির্দেশিত বাধ্যতামূলক কর্তব্য
(গ) আল্লাহর কাছে নিজেকে নিবেদন
(ঘ) মহম্মদ নির্দেশিত পথ
উত্তরঃ (খ) আল্লাহ কর্তৃক নির্দেশিত বাধ্যতামূলক কর্তব্য
১.১৩ স্বামী বিবেকানন্দ শিকাগো বিশ্বধর্ম সম্মেলনে যোগ দিয়েছিলেন –
(ক) ১৮৯২ খ্রিস্টাব্দে
(খ) ১৮৯৩ খ্রিস্টাব্দে
(গ) ১৮৯৪ খ্রিস্টাব্দে
(ঘ) ১৮৯৫ খ্রিস্টাব্দে
উত্তরঃ (খ) ১৮৯৩ খ্রিস্টাব্দে
১.১৪ ভারতীয় জাতীয়তাবাদের জনক বলা হয় –
(ক) বাল গঙ্গাধর তিলককে
(খ) হেমচন্দ্র কানুনগোকে
(গ) স্বামী বিবেকানন্দকে
(ঘ) ভগৎ সিংকে
উত্তরঃ (গ) স্বামী বিবেকানন্দকে
১.১৫ ১৮৫৭ খ্রিস্টাব্দের বিদ্রোহে অযোধ্যায় নেতৃত্ব দিয়েছিলেন –
(ক) কুনওয়ার সিং
(খ) হজরৎ মহল
(গ) মণিরাম দেওয়ান
(ঘ) তাঁতিয়া তোপি
উত্তরঃ (খ) হজরৎ মহল
ABTA Test Paper 2021-22 History Page 535
১.১৬ ‘ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন’ প্রতিষ্ঠিত হয় –
(ক) ১৮৩৯ খ্রিস্টাব্দে
(খ) ১৮৪৩ খ্রিস্টাব্দে
(গ) ১৮৫১ খ্রিস্টাব্দে
(ঘ) ১৮৭৫ খ্রিস্টাব্দে
উত্তরঃ (খ) ১৮৪৩ খ্রিস্টাব্দে
১.১৭ কবি ঈশ্বরচন্দ্র গুপ্ত কোন্ পত্রিকার সম্পাদনা করতেন? –
(ক) সংবাদ কৌমুদী
(খ) সংবাদ প্রভাকর
(গ) সংবাদ চন্দ্রিকা
(ঘ) সংবাদ রত্নাকর
উত্তরঃ (ক) সংবাদ কৌমুদী
১.১৮ ‘Bengal National School and College’ – এর প্রথম অধ্যক্ষ ছিলেন –
(ক) প্রফুল্লচন্দ্র রায়
(খ) অরবিন্দ ঘোষ
(গ) চিত্তরঞ্জন দাশ
(ঘ) জগদীশচন্দ্র বসু
উত্তরঃ (খ) অরবিন্দ ঘোষ
১.১৯ মার্জিত বাংলা হরফের প্রথম কারিগর ছিলেন –
(ক) জেমস হিকি
(খ) পঞ্চানন কর্মকার
(গ) জন ম্যাক
(ঘ) উইলিয়াম কেরি
উত্তরঃ (খ) পঞ্চানন কর্মকার
১.২০ পর্তুগীজদের প্রথম ছাপাখানা ভারতবর্ষের কোথায় স্থাপিত হয়? –
(ক) গোয়াতে
(খ) কালিকটে
(গ) সুরাটে
(ঘ) হুগলিতে
উত্তরঃ (ক) গোয়াতে
বিভাগ – ‘খ’
২। যে কোনো ষোলটি প্রশ্নের উত্তর দাও (প্রতিটি উপবিভাগ থেকে অন্ততঃ ১টি করে প্রশ্নের উত্তর দাও) :
উপবিভাগ : ২.১
একটি বাক্যে উত্তর দাও :
২.১.১ স্কটিশচার্চ কলেজের পূর্বের নাম কী ছিল?
উত্তরঃ জেনারেল অ্যাসোসিয়েশন ইনস্টিটিউশন
২.১.২ স্বামী বিবেকানন্দ কবে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন?
উত্তরঃ ১৮৫৭ খ্রিস্টাব্দে
২.১.৩ কলকাতা বিজ্ঞান কলেজ কার উদ্যোগে স্থাপিত হয়?
উত্তরঃ আশুতোষ মুখোপাধ্যায়
২.১.৪ বাংলা ভাষায় প্রকাশিত প্রথম দৈনিক সংবাদপত্রের নাম লেখো।
উত্তরঃ সংবাদ প্রভাকর
ABTA Test Paper 2021-22 History Page 535
উপবিভাগ : ২.২
ঠিক বা ভুল নির্ণয় করো :
২.২.১ ‘Letters from a Father to his Daughter’ – এর লেখক মতিলাল নেহেরু।
উত্তরঃ ভুল
২.২.২ ‘বাংলার মুকুটহীন রাজা’ সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে বলা হত।
উত্তরঃ ঠিক
২.২.৩ কলকাতা বিজ্ঞান কলেজ বর্তমান রাজাবাজার বিজ্ঞান কলেজ নামে পরিচিত।
উত্তরঃ ঠিক
২.২.৪ বাংলার প্রথম ছাপাখানা স্থাপিত হয় গুহলিতে।
উত্তরঃ ভুল
ABTA Test Paper 2021-22 History Page 535
উপবিভাগ : ২.৩
‘ক’ স্তম্ভের সঙ্গে ‘খ’ স্তম্ভ মেলাও :
‘ক’ স্তম্ভে | ‘খ’ স্তম্ভ |
২.৩.১ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর | (১) মেকলে মিনিট |
২.৩.২ সত্তর বৎসর | (২) ভারতীয় অরন্য আইন |
২.৩.৩ ১৮৩৫ খ্রিস্টাব্দে | (৩) সংস্কৃত যন্ত্র |
২.৩.৪ ১৮৬৫ খ্রিস্টাব্দে | (৪) বিপিনচন্দ্র পাল |
উত্তরঃ
‘ক’ স্তম্ভে | ‘খ’ স্তম্ভ |
২.৩.১ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর | (৩) সংস্কৃত যন্ত্র |
২.৩.২ সত্তর বৎসর | (৪) বিপিনচন্দ্র পাল |
২.৩.৩ ১৮৩৫ খ্রিস্টাব্দে | (১) মেকলে মিনিট |
২.৩.৪ ১৮৬৫ খ্রিস্টাব্দে | (২) ভারতীয় অরণ্য আইন |
ABTA Test Paper 2021-22 History Page 535
উপবিভাগ : ২.৪
প্রদত্ত ভারতবর্ষের রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত ও নামাঙ্কিত করো :
২.৪.১ ভিক্টোরিয়া মেমোরিয়াল হল (কোলকাতা)
২.৪.২ তাজমহল (আগ্রা)
২.৪.৩ সিপাহি বিদ্রোহের কেন্দ্র (লখনউ)
২.৪.৪ রংপুর বিদ্রোহের এলাকা (রংপুর)
ABTA Test Paper 2021-22 History Page 535
উপবিভাগ ঃ ২.৫
নিম্নলিখিত বিবৃতিগুলির সঠিক ব্যাখ্যা নির্বাচন করো :
২.৫.১ বিবৃতি ঃ ‘হিকির গেজেট’ প্রথম সংবাদপত্ররূপে প্রকাশিত হয়।
ব্যাখ্যা ১ ঃ জনসাধারণ ব্রিটিশের বিরোধিতায় প্রকৃত রাস্তা খুঁজে পায়।
ব্যাখ্যা ২ ঃ ভারতে সংবাদপত্রের জগতে নতুন দিগন্তের সূচনা হয়।
ব্যাখ্যা ৩ ঃ প্রথম ইউরোপীয়দের ভাষারূপে গণ্য হয়।
উত্তরঃ ব্যাখ্যা ২ ঃ ভারতে সংবাদপত্রের জগতে নতুন দিগন্তের সূচনা হয়।
২.৫.২ বিবৃতি ঃ স্বামী বিবেকানন্দের কাছে ধর্ম ছিল ‘Man Making Religion’।
ব্যাখ্যা ১ ঃ বিবেকানন্দ শঙ্করাচার্যের ধর্মীয় আদর্শে বিশ্বাসী ছিলেন।
ব্যাখ্যা ২ ঃ বিবেকানন্দ ছিলেন জলন্ত দেশপ্রেম ও আত্মবিশ্বাসের মূর্ত প্রতীক।
ব্যাখ্যা ৩ঃ বিবেকানন্দ ছিলেন আত্মগ্লানি মোচনের ধারক ও বাহক।
উত্তরঃ ব্যাখ্যা ২ ঃ বিবেকানন্দ ছিলেন জলন্ত দেশপ্রেম ও আত্মবিশ্বাসের মূর্ত প্রতীক।
২.৫.৩ বিবৃতি ঃ উনিশ শতকের বাংলার নবজাগরণ ছিল যথার্থ নবজাগরণ।
ব্যাখ্যা ১ ঃ বাংলার নবজাগরণ ছিল ইতালির নবজাগরণের অন্ধ অনুকরণ।
ব্যাখ্যা ২ ঃ বাংলার নবজাগরণ ছিল কলকাতাকেন্দ্রিক ও উচ্চ শ্রেণির মধ্যে সীমাবদ্ধ।
ব্যাখ্যা ৩ ঃ বাংলার নবজাগরণে দেশের আত্মসত্তার উন্মোচন হয়েছিল।
উত্তরঃ ব্যাখ্যা ২ ঃ বাংলার নবজাগরণ ছিল কলকাতাকেন্দ্রিক ও উচ্চ শ্রেণির মধ্যে সীমাবদ্ধ।
২.৫.৪ বিবৃতি ঃ ব্রিটিশ শাসনকালে আদিবাসী বিদ্রোহগুলি হয়েছিল।
ব্যাখ্যা ১ ঃ আদিবাসীদের নিজেরদের মধ্যে ঐক্যবোধ গড়ে তুলতে।
ব্যাখ্যা ২ ঃ আদিবাসীদের উচ্চস্তরে উন্নীত করার লক্ষ্যে।
ব্যাখ্যা ৩ ঃ কোম্পানির দুর্দশার হাত থেকে নিজেদের মুক্ত করতে।
উত্তরঃ ব্যাখ্যা ১ ঃ আদিবাসীদের নিজেরদের মধ্যে ঐক্যবোধ গড়ে তুলতে।