Fri. Dec 13th, 2024

ABTA Test Paper 2021-22 History Page 557

 

ABTA Test Paper 2021-22 History Page 557

বিভাগ – ‘ক’

১। সঠিক উত্তরটি নির্বাচন করো :

১.১ মোহনবাগান দল প্রথম IFA শিল্ড জয় করে –

(ক) ১৯১১ খ্রিস্টাব্দে

(খ) ১৯১২ খ্রিস্টাব্দে

(গ) ১৯১৩ খ্রিস্টাব্দে

(ঘ) ১৯১৪ খ্রিস্টাব্দে

উত্তরঃ (ক) ১৯১১ খ্রিস্টাব্দে

 

১.২ প্রথম মহিলা ডাক্তার ছিলেন –

(ক) চন্দ্রমুখী বসু

(খ) কাদম্বিনী গাঙ্গুলী 

(গ) স্বর্ণকুমারী দেবী

(ঘ) অবলা বসু

উত্তরঃ (খ) কাদম্বিনী গাঙ্গুলী 

 

১.৩ প্রথম নির্বাক চলচ্চিত্র হল –

(ক) জামাইষষ্ঠী

(খ) রাজা হরিশচন্দ্র

(গ) চন্ডীদাস

(ঘ) দেনা পাওনা

উত্তরঃ (খ) রাজা হরিশচন্দ্র

ABTA Test Paper 2021-22 History Page 557

 

১.৪ ‘সোমপ্রকাশ’ – এর সম্পাদক ছিলেন –

(ক) বঙ্কিমচন্দ্র চট্টপাধ্যায়

(খ) অক্ষয় দত্ত

(গ) দ্বারকানাথ বিদ্যাভূষণ

(ঘ) হরিশচন্দ্র মুখোপাধ্যায়

উত্তরঃ (গ) দ্বারকানাথ বিদ্যাভূষণ

 

১.৫ ‘হুতোম প্যাঁচার নকশা’ গ্রন্থটি রচনা করেন –

(ক) গিরিশচন্দ্র ঘোষ

(খ) মধুসূদন মিত্র

(গ) কালীপ্রসন্ন সিংহ

(ঘ) দীনবন্ধু মিত্র

উত্তরঃ (গ) কালীপ্রসন্ন সিংহ

 

১.৬ ‘নীলদর্পণ’ নাটক রচনা করেন –

(ক) দীনবন্ধু মিত্র

(খ) হরিশচন্দ্র মুখোপাধ্যায়

(গ) মধুসূধন দত্ত

(ঘ) গিরিশচন্দ্র ঘোষ

উত্তরঃ (ক) দীনবন্ধু মিত্র

 

১.৭ ‘গ্রামবার্তা প্রকাশিকা’ প্রকাশিত হত –

(ক) নদীয়া জেলা থেকে

(খ) কলকাতা

(গ) কুষ্ঠিয়া জেলা থেকে

(ঘ) ঢাকা থেকে

উত্তরঃ (গ) কুষ্ঠিয়া জেলা থেকে

 

১.৮ যে বাঙালি প্রথম মেডিক্যাল কলেজে শবব্যবচ্ছেদ করেন তিনি হলেন –

(ক) নবীনচন্দ্র মিত্র

(খ) দ্বারকানাথ বিদ্যাভূষণ

(গ) রাজকৃষ্ণ দে

(ঘ) মধুসূধন গুপ্ত

উত্তরঃ (ঘ) মধুসূধন গুপ্ত

 

১.৯ ভারতীয় অরণ্য আইন পাশ হয় –

(ক) ১৮৪৫ খ্রিস্টাব্দ

(খ) ১৮৫২ খ্রিস্টাব্দ

(গ) ১৮৬৪ খ্রিস্টাব্দ

(ঘ) ১৮৬৫ খ্রিস্টাব্দ

উত্তরঃ (ঘ) ১৮৬৫ খ্রিস্টাব্দ

 

১.১০ ‘চুয়াড়’ শব্দের অর্থ –

(ক) অসভ্য বা বর্বর

(খ) কৃষক

(গ) প্রতারক

(ঘ) বিদ্রোহী

উত্তরঃ (ক) অসভ্য বা বর্বর

 

১.১১ ‘দামিন-ই-কোহ’ কথার অর্থ হল –

(ক) পাহাড়ের প্রান্ত বা পাদদেশ

(খ) পাহাড়ের চূড়া

(গ) সাঁওতালি গ্রাম

(ঘ) বনভূমি

উত্তরঃ (ক) পাহাড়ের প্রান্ত বা পাদদেশ

 

১.১২ বাংলার ‘নানা সাহেব’ বলা হত –

(ক) দিগম্বর বিশ্বাসকে

(খ) বিষ্ণুচরণ বিশ্বাসকে

(গ) মহেশ বন্দ্যোপাধ্যায়কে

(ঘ) রামরতন মল্লিককে

উত্তরঃ (ঘ) রামরতন মল্লিককে

 

১.১৩ মহাবিদ্রোহের সূচনা হয়েছিল –

(ক) মীরাটে

(খ) বারাকপুরে

(গ) বহরমপুরে

(ঘ) কলকাতায়

উত্তরঃ (খ) বারাকপুরে

ABTA Test Paper 2021-22 History Page 557

 

১.১৪ সিপাহি বিদ্রহের প্রথম শহীদ হলেন –

(ক) তাঁতিয়া তোপি

(খ) নানাসসাহেব

(গ) লক্ষ্মীবাঈ

(ঘ) মঙ্গল পান্ডে

উত্তরঃ (ঘ) মঙ্গল পান্ডে

 

১.১৫ হিন্দুমেলার প্রধান উদ্যোক্তা ছিলেন –

(ক) দ্বিজেন্দ্রনাথ ঠাকুর

(খ) রাজনারায়ণ বসু

(গ) নবগোপাল মিত্র

(ঘ) গগনেন্দ্রনাথ ঠাকুর

উত্তরঃ (গ) নবগোপাল মিত্র

 

১.১৬ ‘বর্তমান ভারত’ লিখেছিলেন –

(ক) স্বামী বিবেকানন্দ

(খ) শ্রী অরবিন্দ

(গ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

(ঘ) বিপিনচন্দ্র পাল

উত্তরঃ (ক) স্বামী বিবেকানন্দ

 

১.১৭ বাংলা হরফে প্রথম ছাপা বই হয় –

(ক) A Grammar of the Bengali Language

(খ) অন্নদামঙ্গল

(গ) রামায়ণ

(ঘ) মহাভারত

উত্তরঃ (ক) A Grammar of the Bengali Language

 

১.১৮ বাংলা ভাষায় প্রথম বই ছাপা হয় –

(ক) শ্রীরামপুরে

(খ) কলকাতায়

(গ) হুগলীতে

(ঘ) লিসবন-এ

উত্তরঃ (গ) হুগলীতে

 

১.১৯ ভারতের প্রথম সংবাদপত্র হল –

(ক) বেঙ্গল গেজেট

(খ) দিকদর্শন

(গ) সমাচার দর্পন

(ঘ) সমাচার পত্রিকা

উত্তরঃ (ক) বেঙ্গল গেজেট

 

১.২০ ‘বর্ণপরিচয়’ প্রকাশিত হয় –

(ক) ১৮৫৫ খ্রিস্টাব্দ

(খ) ১৮৫৬ খ্রিস্টাব্দ

(গ) ১৮৫৭ খ্রিস্টাব্দ

(ঘ) ১৯৫৮ খ্রিস্টাব্দ

উত্তরঃ (ক) ১৮৫৫ খ্রিস্টাব্দ

ABTA Test Paper 2021-22 History Page 557

ABTA Test Paper 2021-22 History Page 557

বিভাগ – ‘খ’

২। যে কোনো ষোলটি প্রশ্নের উত্তর দাও (প্রতিটি উপবিভাগ থেকে অন্ততঃ ১টি করে প্রশ্নের উত্তর দাও) :

উপবিভাগ : ২.১

একটি বাক্যে উত্তর দাও :

২.১.১ পথের পাঁচালি ছবির পরিচালক কে ছিলেন?

উত্তরঃ সত্যজিৎ রায়

২.১.২ কত খ্রিস্টাব্দে ভিক্টোরিয়াকে ‘ভারত সাম্রাজ্ঞী’ বলে ঘোষণা করা হয়?

উত্তরঃ ১৮৭৭ খ্রিস্টাব্দে

২.১.৩ ‘গোরা’ উপন্যাসটি কার রচনা?

উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা।

২.১.৪ ছাপাখানার ব্যবসায় প্রথম বাঙালি ব্যবসায়ী কে ছিলেন?

উত্তরঃ গঙ্গাকিশোর ভট্টাচার্য

ABTA Test Paper 2021-22 History Page 557

 

উপবিভাগ : ২.২

ঠিক বা ভুল নির্ণয় করো :

২.২.১ গোরুর গাড়ি প্রাচীনতম যানবাহন।

উত্তরঃ ঠিক

২.২.২ ‘খুঁৎকাঠি’ কথার অর্থ হল যৌথ মালিকানা।

উত্তরঃ ঠিক

২.২.৩ ‘ফরাজি’ কথাটির অর্থ হল মহম্মদ প্রদর্শিত পথ।

উত্তরঃ ভুল

২.২.৪ এশিয়াটিক সোসাইটি ১৭৮১ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়।

উত্তরঃ ভুল

ABTA Test Paper 2021-22 History Page 557

 

উপবিভাগ : ২.৩

‘ক’ স্তম্ভের সঙ্গে ‘খ’ স্তম্ভ মেলাও :

‘ক’ স্তম্ভ ‘খ’ স্তম্ভ
২.৩.১ মুন্ডা বিদ্রোহ (ক) তিতুমির
২.৩.২ বাঁশের কেল্লা (খ) বীরসা
২.৩.৩ ন্যাশনাল পেপার (গ) হিন্দুমেলা
২.৩.৪ শিশুশিক্ষা (ঘ) মদনমোহন তর্কালঙ্কার

উত্তরঃ

‘ক’ স্তম্ভ ‘খ’ স্তম্ভ
২.৩.১ মুন্ডা বিদ্রোহ (খ) বীরসা
২.৩.২ বাঁশের কেল্লা (ক) তিতুমির
২.৩.৩ ন্যাশনাল পেপার (গ) হিন্দুমেলা
২.৩.৪ শিশুশিক্ষা (ঘ) মদনমোহন তর্কালঙ্কার

ABTA Test Paper 2021-22 History Page 557

 

উপবিভাগ : ২.৪

প্রদত্ত ভারতবর্ষের রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত ও নামাঙ্কিত করো :

২.৪.১ বারাসাত

২.৪.২ বারাকপুর

২.৪.৩ মীরাট

২.৪.৪ গোয়া

ABTA Test Paper 2021-22 History Page 557

 

উপবিভাগ : ২.৫

নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক বাক্যটি নির্বাচন করো :

২.৫.১ বিবৃতি : গ্রামবার্তা প্রকাশিকা ছিল এক জনপ্রিয় পত্রিকা।

ব্যাখ্যা ১ ঃ এই পত্রিকা নীলবিদ্রোহকে সমর্থন করে।

ব্যাখ্যা ২ ঃ এর পূর্ববর্তী কোনো সংবাদপত্রে গ্রামের কথা বলা হয়নি।

ব্যাখ্যা ৩ ঃ এর সম্পাদক কাঙাল হরিনাথ ছিলেন একজন জনপ্রিয় ব্যক্তিত্ব।

উত্তরঃ ব্যাখ্যা ১ ঃ এই পত্রিকা নীলবিদ্রোহকে সমর্থন করে।

 

২.৫.২ বিবৃতি ঃ ব্রিটিশ সরকার অরণ্য আইন পাশ করে –

ব্যাখ্যা ১ ঃ অরণ্য আইনের উদ্দেশ্যে ছিল অরণ্য সংরক্ষণ করা।

ব্যাখ্যা ২ ঃ অরণ্যের পশুপাখিদের রক্ষা করা।

ব্যাখ্যা ৩ ঃ অরণ্য আইনের উদ্দেশ্য ছিল অরণ্য সম্পদের ওপর থেকে আদিবাসীদের অধিকার কেড়ে নেওয়া।

উত্তরঃ ব্যাখ্যা ৩ ঃ অরণ্য আইনের উদ্দেশ্য ছিল অরণ্য সম্পদের ওপর থেকে আদিবাসীদের অধিকার কেড়ে নেওয়া।

 

২.৫.৩ বিবৃতি ঃ শিক্ষিত বাঙালি সমাজের একটি বড়ো অংশ ১৮৫৭ খ্রিস্টাব্দের মহাবিদ্রোহকে সমর্থন করেনি।

ব্যাখ্যা ১ ঃ বিদ্রোহীরা সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ রাখেনি।

ব্যাখ্যা ২ ঃ শিক্ষিত বাঙালিদের অনেকেই ব্রিটিশ শাসনকে ভারতের পক্ষে কল্যানকর বলে মনে করত।

ব্যাখ্যা ৩ ঃ শিক্ষিত বাঙালিরা যুদ্ধ বা লড়াইকে সমর্থন করতেন না।

উত্তরঃ ব্যাখ্যা ২ ঃ শিক্ষিত বাঙালিদের অনেকেই ব্রিটিশ শাসনকে ভারতের পক্ষে কল্যানকর বলে মনে করত।

 

২.৫.৪ বিবৃতি ঃ রবীন্দ্রনাথ ঠাকুর প্রকৃতির সান্নিধ্যে শিক্ষাদানের সমর্থন ছিলেন।

ব্যাখ্যা ১ ঃ রবীন্দ্রনাথ মনে করতেন প্রকৃতির কোলেই আদর্শ শিক্ষা হয়।

ব্যাখ্যা ২ ঃ রবীন্দ্রনাথ চাইতেন শিক্ষার্থীরা প্রকৃতির গুরুত্ব উপলদ্ধি করুক।

ব্যাখ্যা ৩ ঃ রবীন্দ্রনাথ মানুষ ও প্রকৃতিকে বিচ্ছিন্ন কোনো বিষয় বলে মনে করতেন না।

উত্তরঃ ব্যাখ্যা ১ ঃ রবীন্দ্রনাথ মনে করতেন প্রকৃতির কোলেই আদর্শ শিক্ষা হয়।

 

ABTA Test Paper 2021-22 History Page 557

Thank You

ABTA Test Paper 2021-22 History Page 557

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Insert math as
Block
Inline
Additional settings
Formula color
Text color
#333333
Type math using LaTeX
Preview
\({}\)
Nothing to preview
Insert
error: Content is protected !!