Fri. Oct 4th, 2024

ABTA Test Paper 2021-22 History Page 578

 

ABTA Test Paper 2021-22 History Page 578

বিভাগ – ‘ক’

১। সঠিক উত্তরটি নির্বাচন করো :

১.১ ‘সত্তর বৎসর’ আত্মজীবনীটির রচয়িতা –

(ক) বিপিনচন্দ্র পাল

(খ) রামোহন রায়

(গ) সরলাদেবী চৌধুরানী

(ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর

উত্তরঃ (ক) বিপিনচন্দ্র পাল

 

১.২ ‘বঙ্গদর্শন’ প্রথম প্রকাশিত হয় –

(ক) ১৮১৮ খ্রিস্টাব্দে

(খ) ১৮৫৮ খ্রিস্টব্দে

(গ) ১৮৭২ খ্রিস্টাব্দে

(ঘ) ১৮৭৫ খ্রিস্টব্দে

উত্তরঃ (গ) ১৮৭২ খ্রিস্টাব্দে

 

১.৩ ‘হুতোম প্যাঁচার নকশা’ রচনা করেন –

(ক) হরিশচন্দ্র মুখোপাধ্যায়

(খ) দীনবন্ধু মিত্র

(গ) উমেশচন্দ্র দত্ত

(ঘ) কালীপ্রসন্ন সিংহ

উত্তরঃ (ঘ) কালীপ্রসন্ন সিংহ

 

১.৪ ‘ব্রহ্মনন্দ’ নামে পরিচিত ছিলেন –

(ক) দেবেন্দ্রনাথ ঠাকুর

(খ) কেশবচন্দ্র সেন

(গ) রাধাকান্ত দ্রব

(ঘ) শিবনাথ শাস্ত্রী

উত্তরঃ (খ) কেশবচন্দ্র সেন

 

১.৫ বিধবাবিবাহ আইন পাশ হয় –

(ক) ১৮১৭ খ্রিস্টাব্দে

(খ) ১৮৫৬ খ্রিস্টাব্দে

(গ) ১৮৬৫ খ্রিস্টাব্দে

(ঘ) ১৮৭৮ খ্রিস্টাব্দে

উত্তরঃ (খ) ১৮৫৬ খ্রিস্টাব্দে

 

১.৬ কোল বিদ্রোহ (১৮৩১-১৮৩২ খ্রিস্টাব্দ) হয়েছিল –

(ক) ছোটোনাগপুরে

(খ) ভাগলপুরেআ

(গ) উত্তরবঙ্গে

(ঘ) পূর্ববঙ্গে

উত্তরঃ (ক) ছোটোনাগপুরে

 

১.৭ বারাসাত বিদ্রোহের নেতৃত্ব দেন –

(ক) বীরসা মুন্ডা

(খ) তিতুমির

(গ) দুদুমিঞা

(ঘ) দিগম্বর বিশ্বাস

উত্তরঃ (খ) তিতুমির

 

১.৮ ভারতের প্রথম ভাইসরয় হলেন –

(ক) ওয়ারেন হেস্টিংস

(খ) লর্ড কর্ণওয়ালিস

(গ) লর্ড ক্যানিং

(ঘ) লর্ড মাউন্ট ব্যাটেন

উত্তরঃ (গ) লর্ড ক্যানিং

 

১.৯ ‘ভারত সভার’ কার্যক্রমে যুক্তি ছিলেন –

(ক) প্রসন্নকুমার ঠাকুর

(খ) হরিশচন্দ্র মুখোপাধ্যায়

(গ) নবগোপাল মিত্র

(ঘ) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়

উত্তরঃ (ঘ) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়

ABTA Test Paper 2021-22 History Page 578

 

১.১০ ব্যঙ্গ চিত্রকর হলেন –

(ক) অবনীন্দ্রনাথ ঠাকুর

(খ) যতীন্দ্রমোহন ঠাকুর

(গ) গগনেন্দ্রনাথ ঠাকুর

(ঘ) দ্বারকানাথ ঠাকুর

উত্তরঃ (গ) গগনেন্দ্রনাথ ঠাকুর

 

১.১১ ‘এ গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাগুয়েজ’ রচনা করেন –

(ক) চার্লস উইলকিন্স

(খ) জে এ হিকি

(গ) ব্রাসি হ্যালহেড

(ঘ) পঞ্চানন কর্মকার

উত্তরঃ (গ) ব্রাসি হ্যালহেড

 

১.১২ বিশ্বভারতী কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের মর্যাদা পায় –

(ক) ১৯৪৭ খ্রিস্টাব্দ

(খ) ১৯৫০ খ্রিস্টাব্দ

(গ) ১৯৫১ খ্রিস্টাব্দ

(ঘ) ১৯৫৩ খ্রিস্টাব্দ

উত্তরঃ (গ) ১৯৫১ খ্রিস্টাব্দ

 

১.১৩ ভারতে ফুটবল খেলা প্রবর্তন করেন  –

(ক) ইংরেজরা

(খ) ওলন্দাজরা

(গ) ফরাসিরা

(ঘ) পর্তুগীজরা

উত্তরঃ (ক) ইংরেজরা

 

১.১৪ কলকাতা সংস্কৃত কলেজ প্রতিষ্ঠিত হয় –

(ক) ১৮১৭ খ্রিস্টাব্দে

(খ) ১৮২০ খ্রিস্টাব্দে

(গ) ১৮২৪ খ্রিস্টাব্দে

(ঘ) ১৮২৬ খ্রিস্টাব্দে

উত্তরঃ (গ) ১৮২৪ খ্রিস্টাব্দে

 

১.১৫ ভারতে প্রথম অরণ্য আইন পাশ হয় –

(ক) ১৯৫৯ খ্রিস্টাব্দে

(খ) ১৮৬০ খ্রিস্টাব্দে

(গ) ১৮৬৫ খ্রিস্টাব্দে

(ঘ) ১৮৭৮ খ্রিস্টাব্দে

উত্তরঃ (গ) ১৮৬৫ খ্রিস্টাব্দে

 

১.১৬ দিগম্বর বিশ্বাস ছিলেন –

(ক) মুন্ডা বিদ্রোহের নেতা

(খ) সাঁওতাল বিদ্রোহের নেতা

(গ) চুয়াড় বিদ্রোহের নেতা

(ঘ) নীল বিদ্রোহের নেতা

উত্তরঃ (ঘ) নীল বিদ্রোহের নেতা

 

১.১৭ বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্র কোন্‌টি –

(ক) সংবাদ প্রভাকর

(খ) সোমপ্রকাশ

(গ) দিগদর্শন

(ঘ) বঙ্গদর্শন

উত্তরঃ (গ) দিগদর্শন

 

১.১৮ সিপাহি বিদ্রোহের প্রথম ঘটনাস্থল ছিল –

(ক) মীরাট

(খ) বারাকপুর

(গ) ঝাঁসি

(ঘ) কানপুর

উত্তরঃ (খ) বারাকপুর

 

১.১৯ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ‘সংস্কৃত যন্ত্র’ স্থাপন করেন –

(ক) ১৮৪৭ খ্রিস্টাব্দে

(খ) ১৮৪৮ খ্রিস্টাব্দে

(গ) ১৮৪৯ খ্রিস্টাব্দে

(ঘ) ১৮৫০ খ্রিস্টাব্দে

উত্তরঃ (ক) ১৮৪৭ খ্রিস্টাব্দে

 

১.২০ ছাপাখানার জনক বলা হয় –

(ক) জোহানেস গুটেনবার্গকে

(খ) জেমস অগাস্টাস হিকিকে

(গ) চার্লস উইলকিন্সকে

(ঘ) উইলিয়াম কেরিকে

উত্তরঃ (ক) জোহানেস গুটেনবার্গকে

ABTA Test Paper 2021-22 History Page 578

ABTA Test Paper 2021-22 History Page 578

বিভাগ – ‘খ’

২। যে কোনো ষোলটি প্রশ্নের উত্তর দাও (প্রতিটি উপবিভাগ থেকে অন্ততঃ ১টি করে প্রশ্নের উত্তর দাও) :

উপবিভাগ : ২.১

একটি বাক্যে উত্তর দাও :

২.১.১ সরলাদেবী চৌধুরানীর আত্মজীবনী মূলক গ্রন্থের নাম কী?

উত্তরঃ জীবনের ঝরাপাতা

২.১.২ কোন্‌ পত্রিকাতে ‘আনন্দমঠ’ উপন্যাস প্রথম প্রকাশিত হয়?

উত্তরঃ বঙ্গদর্শন

২.১.৩ প্রথম ভারতীয় ইঞ্জিনিয়ার কাকে বলা হয়?

উত্তরঃ শিবচন্দ্রকে

২.১.৪ কবে ‘ব্রিটিশ সোসাইটি অফ স্পোর্টস হিস্ট্রি’ প্রতিষ্ঠিত হয়?

উত্তরঃ ১৯৮২ খ্রিস্টাব্দে

ABTA Test Paper 2021-22 History Page 578

 

উপবিভাগ ঃ ২.২

ঠিক বা ভুল নির্ণয় করো ঃ

২.২.১ ‘রাজা হরিশ্চন্দ্র’ চলচ্চিত্রটি ছিল ভারতের প্রথম নির্বাক চলচ্চিত্র।

উত্তরঃ ঠিক

২.২.২ ‘নীলদর্পণ’ রচনা করেন দীনবন্ধু মিত্র।

উত্তরঃ ঠিক

২.২.৩ ‘জীবনের ঝরাপাতা’ একটি আত্মজীবনীমূলক রচনা।

উত্তরঃ ঠিক

২.২.৪ শ্রীশচন্দ্র বিদ্যারত্ন প্রথম বিধবাবিবাহ করেন।

উত্তরঃ ঠিক

ABTA Test Paper 2021-22 History Page 578

 

উপবিভাগ ঃ ২.৩

‘ক’ স্তম্ভের সঙ্গে ‘খ’ স্তম্ভ মেলাও :

‘ক’ স্তম্ভ ‘খ’ স্তম্ভ
২.৩.১ আনন্দমঠ (১) কর্ণেল টড
২.৩.২ চিত্রকলা (২) রবি বর্মা
২.৩.৩ রাজস্থানের ইতিহাস (৩) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
২.৩.৪ সোমপ্রকাশ (৪) দ্বারকানাথ বিদ্যাভূষণ

উত্তরঃ

‘ক’ স্তম্ভ ‘খ’ স্তম্ভ
২.৩.১ আনন্দমঠ (৩) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
২.৩.২ চিত্রকলা (২) রবি বর্মা
২.৩.৩ রাজস্থানের ইতিহাস (১) কর্ণেল টড
২.৩.৪ সোমপ্রকাশ (৪) দ্বারকানাথ বিদ্যাভূষণ

ABTA Test Paper 2021-22 History Page 578

 

উপবিভাগ ঃ ২.৪

প্রদত্ত ভারতবর্ষের রেখামানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত নামাঙ্কিত করো ঃ

২.৪.১ কোল বিদ্রোহের কেন্দ্র

২.৪.২ মহাবিদ্রোহের কেন্দ্র মীরাবাঈ

২.৪.৩ বাংলা ছাপাখানার জন্মস্থান হুগলী

২.৪.৪ লক্ষ্মীবাঈ যেখানকার রানী ছিল

ABTA Test Paper 2021-22 History Page 578

 

উপবিভাগ ঃ ২.৫

নিম্নলিখিত বিবৃতিগুলি সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো ঃ

২.৫.১ বিবৃতি ঃ ১৮৫৪ খ্রিস্টাব্দে উডের ডেসপ্যাচ প্রকাশিত হয়।

ব্যাখ্যা ১ ঃ এদেশে সংস্কৃত ভাষার প্রসারের জন্য।

ব্যাখ্যা ২ ঃ এদেশে পাশ্চাত্য শিক্ষার প্রসারের জন্য।

ব্যাখ্যা ৩ ঃ এদেশের শিক্ষাকাঠামো সংস্কারের জন্য।

উত্তরঃ ব্যাখ্যা ২ ঃ এদেশে পাশ্চাত্য শিক্ষার প্রসারের জন্য।

 

২.৫.২ বিবৃতি ঃ বাংলায় ওয়াহাবি আন্দোলন ছিল শ্রেণিসংগ্রাম।

ব্যাখ্যা ১ ঃ জমিদার ও মহাজনরা একে সমর্থন করে।

ব্যাখ্যা ২ ঃ হিন্দু ও মুসলমান কৃষক সম্প্রদায় এতে যোগদান করে।

ব্যাখ্যা ৩ ঃ এই আন্দোলন ছিল ধর্মাশ্রয়ী।

উত্তরঃ ব্যাখ্যা ২ ঃ হিন্দু ও মুসলমান কৃষক সম্প্রদায় এতে যোগদান করে।

 

২.৫.৩ বিবৃতি ঃ ‘গোরা’ উপন্যাসটি রচনা করেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর।

ব্যাখ্যা ১ ঃ উগ্র জাতীয়তাবাদকে সমর্থন করার জন্য।

ব্যাখ্যা ২ ঃ সংকীর্ণ জাতেয়তাবাদের সমালোচনা করার জন্য।

ব্যাখ্যা ৩ ঃ ইংরেজি প্রীতি জাহর করার জন্য।

উত্তরঃ ব্যাখ্যা ২ ঃ সংকীর্ণ জাতেয়তাবাদের সমালোচনা করার জন্য।

 

২.৫.৪ বিবৃতি ঃ রবীন্দ্রনাথ ঠাকুর ব্রহ্মচর্যাশ্রম প্রতিষ্ঠা করেন।

ব্যাখ্যা ১ ঃ প্রকৃতি নির্ভর শিক্ষা লাভের জন্য।

ব্যাখ্যা ২ ঃ ইংরেজি শিক্ষা প্রবর্তনের বিরোধিতার জন্য।

ব্যাখ্যা ৩ ঃ শহুরি পরিবেশে শিক্ষাচর্চার বিরোধিতার জন্য।

উত্তরঃ ব্যাখ্যা ১ ঃ প্রকৃতি নির্ভর শিক্ষা লাভের জন্য।

 

ABTA Test Paper 2021-22 History Page 578

Thank You

ABTA Test Paper 2021-22 History Page 578

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Insert math as
Block
Inline
Additional settings
Formula color
Text color
#333333
Type math using LaTeX
Preview
\({}\)
Nothing to preview
Insert
error: Content is protected !!