ABTA Test Paper 2021-22 Geography Page 515
ABTA Test Paper 2021-22 Geography Page 515
বিভাগ – ‘ক’
১। বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো :
১.১ মন্থকূপ সৃষ্টি হয় –
(ক) নদী
(খ) বায়ু
(গ) সমুদ্রস্রোত
(ঘ) হিমবাহর ক্ষয়কার্যের ফলে
উত্তরঃ (ক) নদী
১.২ সমুদ্র ভাসমান বিশালাকৃতির হিমবাহকে বলা হয় –
(ক) হিমপ্রাচীর
(খ) হিমদ্রোনী
(গ) হিমস্তুপ
(ঘ) হিমশৈল
উত্তরঃ (ঘ) হিমশৈল
১.৩ বায়ুর সঞ্চয়কার্যের ফলে গঠিত হয় –
(ক) করি
(খ) বার্খান
(গ) গিরিখাত
(ঘ) ড্রামলিন
উত্তরঃ (খ) বার্খান
১.৪ মরু অঞ্চলের অবশিষ্ট পাহাড়গুলিকে বলা হয় –
(ক) ইনসেলবার্জ
(খ) গৌর
(গ) বালিয়াড়ি
(ঘ) ক্রেভাস
উত্তরঃ (ক) ইনসেলবার্জ
১.৫ হিমবাহের ওপরে সৃষ্ট ফাটলগুলিকে বলা হয় –
(ক) বার্গস্রুড
(খ) ক্রেভাস
(গ) ফিয়র্ড
(ঘ) এরিটি
উত্তরঃ (খ) ক্রেভাস
১.৬ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ –
(ক) গডউইন অস্টিন
(খ) নামচাবারওয়া
(গ) নাঙ্গা পর্বত
(ঘ) আনাইমুদি
উত্তরঃ (ক) গডউইন অস্টিন
১.৭ ভারতের পশ্চিমবাহিনী নদী –
(ক) গঙ্গা
(খ) নর্মদা
(গ) কৃষ্ণা
(ঘ) মহানদী
উত্তরঃ (খ) নর্মদা
১.৮ ভারতের কৃষ্ণমৃত্তিকা পরিলক্ষিত হয় –
(ক) ব-দ্বীপ অঞ্চলে
(খ) পার্বত্য অঞ্চলে
(গ) মরু অঞ্চলে
(ঘ) দাক্ষিণাত্যের মালভূমি অঞ্চলে
উত্তরঃ (ঘ) দাক্ষিণাত্যের মালভূমি অঞ্চলে
১.৯ ভারতের জলসেচ বেশি হয় যার মাধ্যমে –
(ক) কূপ ও নলকূপ
(খ) খাল
(গ) জলাশয়
(ঘ) নদী
উত্তরঃ (ক) কূপ ও নলকূপ
১.১০ ভারতের উদীয়মান শিল্প –
(ক) পাট শিল্প
(খ) তথ্যপ্রযুক্তি শিল্প
(গ) চা শিল্প
(ঘ) পেট্রোরসায়ন শিল্প
উত্তরঃ (ঘ) পেট্রোরসায়ন শিল্প
১.১১ ভারতের বৃহত্তম বন্দর –
(ক) চেন্নাই
(খ) মুম্বাই
(গ) কলকাতা
(ঘ) বিশাখাপত্তনম
উত্তরঃ (খ) মুম্বাই
১.১২ ভারতের ম্যাঞ্চেস্টার বলা হয় –
(ক) মুম্বাই
(খ) কলকাতা
(গ) দিল্লি
(ঘ) আমেদাবাদকে
উত্তরঃ (ঘ) আমেদাবাদকে
১.১৩ কোন্টি বনজভিত্তিক শিল্প –
(ক) অ্যালুমিনিয়াম
(খ) কাগজ
(গ) বস্ত্র
(ঘ) পাট
উত্তরঃ (খ) কাগজ
১.১৪ কোন্ সংস্থার মাধ্যমে জাতীয় সড়কপথ তৈরি হয় –
(ক) NHDP
(খ) NHAI
(গ) ONGC
(ঘ) GI
উত্তরঃ (খ) NHAI
ABTA Test Paper 2021-22 Geography Page 515
বিভাগ – ‘খ’
২। ২.১ নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে ‘শু’ এবং অশুদ্ধ হলে ‘অ’ লেখো (যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও) :
২.১.১ দুটি হিমবাহের মধ্যবর্তী স্থান দোয়ার নামে পরিচিত।
উত্তরঃ ‘অ’
২.১.২ হিমরেখার ওপরে হিমবাহ কখনও গলে না।
উত্তরঃ ‘শু’
২.১.৩ ‘লোয়েস’ কথার অর্থ ‘স্থানচ্যুত বস্তু’।
উত্তরঃ ‘শু’
২.১.৪ ল্যাটেরাইট মৃত্তিকা প্রধানত পার্বত্য অঞ্চলে দেখা যায়।
উত্তরঃ ‘শু’
২.১.৫ ভারতে শীতকালে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব দেখা যায়।
উত্তরঃ ‘শু’
২.১.৬ গম হল ভারতের একটি প্রধান রবি শস্য।
উত্তরঃ ‘শু’
২.১.৭ হলদিয়ায় ভারতের বৃহত্তম পেট্রোকেমিক্যাল শিল্প গড়ে উঠেছে।
উত্তরঃ ‘অ’
ABTA Test Paper 2021-22 Geography Page 515
২.২ শূন্যস্থান পূরণ করো (যে কোনো ছয়টি) :
২.২.১ অশ্বক্ষুরাকৃতি হ্রদ নদীর __________ গতিতে সৃষ্টি হয়।
উত্তরঃ নিম্ন
২.২.২ গ্রাবরেখা _________ সঞ্চয়কার্যের ফলে গঠিত হয়।
উত্তরঃ হিমবাহের
২.২.৩ যে প্রক্রিয়ায় ক্ষয়, পরিবহন ও সঞ্চয়কাজে ভারসাম্য আসে তাকে __________ বলে।
উত্তরঃ পর্যায়ণ
২.২.৪ ভারতে রাজ্য পুনর্গঠনের মূলভিত্তি হল __________।
উত্তরঃ ভাষা
২.২.৫ ভারতের _________ অঞ্চলে ম্যানগ্রোভ অরণ্যের সৃষ্টি হয়েছে।
উত্তরঃ উপকূল অঞ্চলে
২.২.৬ __________ রাজ্য ভারতে জল সংরক্ষণে সর্বাপেক্ষা উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করেছে।
উত্তরঃ তামিলনাড়ু
২.২.৭ ভারতের বৃহৎ তথ্যপ্রযুক্তি শিল্পকেন্দ্র __________ অবস্থিত।
উত্তরঃ বেঙ্গালুরু
ABTA Test Paper 2021-22 Geography Page 515
২.৩ একটি বা দুটি শব্দে উত্তর দাও (যে কোনো ছয়টি) :
২.৩.১ ‘U’ আকৃতির উপত্যকার আর এক নাম কী?
উত্তরঃ হিমদ্রোণী
২.৩.২ পৃথিবীর উচ্চতম জলপ্রপাতের নাম কী?
উত্তরঃ সাল্টো এঞ্জেল
২.৩.৩ ভারতের দীর্ঘতম হিমবাহের নাম লেখো।
উত্তরঃ সিয়াচেন
২.৩.৪ পশ্চিমবঙ্গে গ্রীষ্মকালে বিকেলের দিকে যে ঝড় বৃষ্টি হয় তাকে কী বলে?
উত্তরঃ কালবৈশাখী
২.৩.৫ উচ্চ গাঙ্গেয় সমভূমির প্রাচীন পলিসমৃদ্ধ অঞ্চল কী নামে পরিচিত?
উত্তরঃ ভাঙার
২.৩.৬ পশ্চিমবঙ্গের ধানের ভান্ডার কোন জেলাকে বলা হয়?
উত্তরঃ বর্ধমান
২.৩.৭ ভারতের দুটি খারিফ শস্যের নাম লেখো।
উত্তরঃ মিলেট, আখ, আমন ধান ইত্যাদি।
ABTA Test Paper 2021-22 Geography Page 515
২.৪ বামদিকের সাথে ডানদিকেরগুলি মিলিয়ে লেখো :
বামদিক | ডানদিক |
২.৪.১ গিরিখাত
২.৪.২ পারাদ্বীপ ২.৪.৩ ব-দ্বীপ ২.৪.৪ গুরগাঁও |
(১) ভারতের গভীরতম পোতাশ্রয় যুক্ত বন্দর
(২) ক্যানিয়ন (৩) মোটরগাড়ি (৪) সুন্দরবন |
উত্তরঃ
বামদিক | ডানদিক |
২.৪.১ গিরিখাত
২.৪.২ পারাদ্বীপ ২.৪.৩ ব-দ্বীপ ২.৪.৪ গুরগাঁও |
(২) ক্যানিয়ন
(১) ভারতের গভীরতম পোতাশ্রয় যুক্ত বন্দর (৪) সুন্দরবন (৩) মোটরগাড়ি নির্মান কেন্দ্র |